2025-01-20 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 858
FDTRC স্কুলের পক্ষ থেকে আয়োজিত হয়ে গেল বিশাল এক অংকন প্রতিযোগিতা। মুর্শিদাবাদ ও মালদা জেলার প্রায় দুই হাজার প্রতিযোগী কে নিয়ে ফরাক্কার কাশিনগরের এফডিটিআরসি স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয়ে গেল বিশাল এক অঙ্কন প্রতিযোগিতা। সকাল দশটা নাগাদ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। এফ টি আর সি স্কুলের পক্ষ থেকে এটি দশম তম অঙ্কন প্রতিযোগিতা। আজকের এই প্রতিযোগিতায় কচিকাচা থেকে শুরু করে বড়রা সকলেই অংশগ্রহণ করে। আজকের এই প্রতিযোগিতা থেকে মোট কুড়িজন সর্বশ্রেষ্ঠ প্রতিযোগীকে বাছাই করা হবে। তারপর সেই কুড়ি জন থেকে আবার ১০ জনকে বাছাই করা হবে। পরবর্তী সময়ে সেই ১০ জনের মধ্য থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ সম্মানে সম্মানিত করা হবে বলেও জানান এফ ডি টি আর সি স্কুলের কর্ণধার ও আজকের অনুষ্ঠানের আয়োজক,আব্দুল রাহিম। এফ ডি টি আর সি স্কুলের কর্ণধার,আব্দুল রাহিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে প্রত্যেকটি শিশুর মধ্যে কোন না কোন সুপ্ত প্রতিভা থাকে। তাকে বের করে উদ্ভাসিত করাই তাদের প্রতিষ্ঠানের লক্ষ্য। যেহেতু তিনি নিজেই অঙ্কন করতে ভালোবাসেন তাই এই প্রতিযোগিতার মাধ্যমে প্রত্যেক শিশুর মধ্য থেকে অংকনের প্রতিভাকে বিকশিত করবার চেষ্টা করছেন। এছাড়া তিনি জানান কচিকাঁচাদের অংকনের প্রতি উৎসাহিত করতেই তার এই আয়োজন। অভিভাবকদের ভালোবাসা থাকলে তিনি আগামীদিনেও এই ধরনের অনুষ্ঠান করে যাবেন বলে জানান।