Monday 7 July



×

মালদা

ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের দায়ের করা মামলায় এই রাজ্যে প্রথম মালদায় সাজা ঘোষণা।

2025-07-04

মালদা: ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের দায়ের করা মামলায় এই রাজ্যে প্রথম মালদায় সাজা ঘোষণা। অভিযুক্ত প্রাক্তন স্কুল শিক্ষক তথা তৃণমূল নেতার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করল অতিরিক্ত দায়রা আদালতের দ্বিতীয় বিচারক রাজীব সাহা। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে। একই সঙ্গে ওই নির্যাতিতা পরিবারকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য ২০২১ সালের ৫ই জুন মালদার মানিকচক থানা এলাকায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতার বিরুদ্ধে। ২০২১ এর বিধানসভা ভোট পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপি সমর্থিত এই পরিবারের নাবালিকা সদস্যকে ধর্ষণ করেছিল এই তৃণমূল নেতা বলে জানান সিবিআই পক্ষের আইনজীবী অমিতাব মৈত্র। হাইকোর্টের নির্দেশে ৫৫ টি মামলার দায়িত্ব নিয়েছিল সিবিআই। তার মধ্যে প্রথম এই রাজ্যের মালদায় আজ সাজা ঘোষণা হলো।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি তথা প্রতিমন্ত্রীর সুকান্ত মজুমদারকে গ্রেফতার করার প্রতিবাদ জানিয়ে শনিবার সন্ধ্যায় পুরাতন মালদার বুলবুলি মোড়ে

2025-06-29

কসবা ল কলেজের ছাত্রীকে তৃণমূলী দ্বারা পরিকল্পিতভাবে গণধর্ষণের অভিযোগ তুলে এবং কসবা থানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি তথা প্রতিমন্ত্রীর সুকান্ত মজুমদারকে গ্রেফতার করার প্রতিবাদ জানিয়ে শনিবার সন্ধ্যায় পুরাতন মালদার বুলবুলি মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে জেলা বিজেপি নেতৃত্ব। এদিনের এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তর মালদা বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, গাজল ও হবিবপুর বিধানসভার বিধায়ক চিন্ময় বর্মন , জুয়েল মুর্মু এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির পুরাতন মালদা নগর মন্ডলের সভানেত্রী বাসন্তী রায়, উত্তর মালদার সাংগঠনিক জেলা সম্পাদক স্নাংশু স্নেহাংশু ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। প্রায় আধা ঘন্টা প্রতীকি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে বিজেপি কর্মীরা | এদিনের এই অবরোধে উত্তর মালদার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিংহ জানান, গোটা রাজ্যে খুন , ধর্ষণ চলছে এবং সম্প্রীতি কলকাতার কসবায় গত একদিন আগে ল কলেজের এক ছাত্রীকে গনধর্ষণ করা হয়েছে তারই প্রতিবাদে কসবা থানায় আমাদের দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থানায় প্রতিবাদ জানাতে গেলে তাদের অ গনতান্ত্রিকভাবে গ্রেফতার করা হয়েছে | তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি।

মালদার সুজাপুর বিধানসভা এলাকায় শক্তিবৃদ্ধি করল আসাউদ্দিন ওয়েশির দল অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলেমিন অর্থাৎ AIMIM পার্টি।

2025-06-27

মালদার সুজাপুর বিধানসভা এলাকায় শক্তিবৃদ্ধি করল আসাউদ্দিন ওয়েশির দল অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলেমিন অর্থাৎ AIMIM পার্টি। কালিয়াচক-১ ব্লকের অন্তর্গত সিলামপুর-১ গ্রাম পঞ্চায়েতের ঝাঁকসুটোলা ও দাল্লুগ্রাম তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস ছেড়ে AIMIM যোগদান করলেন প্রায় ১০০ জোন। এই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলেমিন দলের পক্ষ থেকে এক যোগদান কর্মসূচি ও কর্মীসভা আয়োজন করা হয় কালিয়াচক-১ ব্লকের অন্তর্গত সিলামপুর-১ গ্রাম পঞ্চায়েতের ঝাঁকসুটোলা ও দাল্লুগ্রামে । সেখানেই প্রথমে যোগদান কর্মসূচি করা হয়। পরে কর্মীসভা করে উপস্থিত নেতৃত্ব দলীয় কর্মীদের উজ্জীবিত করেন। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলেমিন দলের, দক্ষিণ মালদা জেলা সভাপতি রেজাউল করিম। ও কালিয়াচক ওয়ান ব্লক সভাপতি মোহাম্মাদ আবুল কাশিম সহ অন্যান্যরা।

আকাশপথে সংযুক্ত ছিল মালদা জেলা। প্রায় পঞ্চাশ-ষাট বছর আগে, ১৯৬০-এর দশকে মালদা পেয়েছিল নিজস্ব বিমান পরিষেবা।

2025-06-27

একসময় আকাশপথে সংযুক্ত ছিল মালদা জেলা। প্রায় পঞ্চাশ-ষাট বছর আগে, ১৯৬০-এর দশকে মালদা পেয়েছিল নিজস্ব বিমান পরিষেবা। সেই সময় জেলার অর্থনৈতিক অবস্থা খুব একটা মজবুত না হলেও, কলকাতা ও বালুরঘাটের মতো গন্তব্যে নিয়মিত ছোট বিমান চলাচল করত। মালদা বিমানবন্দরটি ১৯৬২ সালের দিকে একটি ছোট ডোমেস্টিক এয়ারস্ট্রিপ হিসেবে নির্মিত হয়। প্রথমদিকে বায়ুদূতের মতো সংস্থা এখানে পরিষেবা দিত। কিন্তু আর্থিক অকার্যকারিতা, যাত্রীসংখ্যার অভাব ও পরিকাঠামোগত ঘাটতির কারণে ১৯৮৬ সালে বিমান পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এরপর ২০১৪ সালের ১ জানুয়ারি রাজ্য সরকার 'Pawan Hans'-এর মাধ্যমে হেলিকপ্টার পরিষেবা চালু করে কলকাতার বেহালা থেকে মালদা ও বালুরঘাট রুটে। সপ্তাহে একদিন, বুধবার পরিষেবা থাকলেও, ২০১৭ সালে বিমানবন্দরের পুনর্নির্মাণ শুরু হওয়ায় পরিষেবাটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। বর্তমানে মালদা বিমানবন্দরটি অচল অবস্থায় রয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের UDAN (Ude Desh ka Aam Nagrik) প্রকল্পের আওতায় এটিকে পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। কিন্তু মাটি স্তরে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।এদিকে, বিমানবন্দরটি পুনরায় চালুর দাবিতে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে জোরালো জনমত। নেটিজেনদের একাংশ এ নিয়ে সরব হয়েছেন। তবে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে বিমানবন্দরের নামকরণ সংক্রান্ত বিতর্ক। নামকরণ নিয়ে মতবিরোধ: অনেকেই চাইছেন বিমানবন্দরের নাম হোক প্রয়াত এ. বি. এ. গনি খান চৌধুরী-এর নামে। মালদার উন্নয়নে তার অসামান্য অবদান এবং জাতীয় রাজনীতিতে তার ভূমিকার কথা স্মরণ করে নেটিজেনদের দাবি, “মালদার প্রকৃত স্থপতির নামেই হোক বিমানবন্দরের নামকরণ। আবার কেউ কেউ বলছেন, জেলার ঐতিহ্যবাহী রেশম শিল্পকে সামনে রেখে "মালদা সিল্ক এয়ারপোর্ট" নামটাই আরও অর্থবহ হবে

কালিয়াচকের টার্গেট পয়েন্ট স্কুলের পক্ষ থেকে নিট প্রবেশিকা পরিক্ষার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান

2025-06-25

নাজমুস সাহাদাত, কালিয়াচক: বুধবার কালিয়াচকের টার্গেট পয়েন্ট স্কুলের পক্ষ থেকে নিট প্রবেশিকা পরিক্ষার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে টার্গেট পয়েন্ট স্কুল থেকে এবছরের নিটে ১১ জন ছাত্রছাত্রী উত্তীর্ণ লাভ করে এবং ১ জন আইআইটিতে। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টার্গেট পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেন, স্কুলের অন্যতম কর্ণধর কুরবান সেখ, হায়দার আলী, জোহর আহমেদ, রাফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও ছিলেন কৃতি ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা গন। এবছরে নিটে ওয়াহিদুর রহমান, ফারিয়া হোসেন, রিদা কালিমী, নাইমা খাতুন, ফাহিম আব্রার, জিসান আলী, পুনাম মণ্ডল, আব্দুল আজিজ, সায়েদ হোসেন, সুহানা আক্তার, সাকিব মোমিন ও গোলাম মাসুদ বিশ্বাস (আইআইটি) তারা প্রত্যেকেই টার্গেট পয়েন্ট স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। টার্গেট পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেন বলেন, এবছরে নিটে উত্তীর্ণ লাভ করেছে ১১ জন ছাত্রছাত্রী এবং ১ জন আইআইটিতে সুযোগ পেয়েছে। প্রতিবছরই আমাদের টার্গেট পয়েন্টে স্কুল থেকে পেয়ে যাচ্ছে। কৃতি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলব যারা চিকিৎসক হবে তারা যেন ভালোভাবে হয় এবং চিকিৎসক ভালোভাবে করে। ভালো ডাক্তার হয়ে একজম ভালো মানুষ হতে হবে। এবং রুগীদেরকে ভালো ট্রিটমেন্ট দিতে হবে। তার কারণ হচ্ছে একটা ডাক্তারের উপরে রুগীর জীবন নির্ভর করে। তাই ডাক্তার যদি ভুল ট্রিটমেন্ট দেয় বা যদি ভুল ঔষধ দিয়ে দেওয়া হয় তাহলে তার জীবনটা শেষ হয়ে যাবে। এবং আরও বলব তারা যেন রুগীদের সঙ্গে ভালো ব্যবহার করে। তার সাথে সাথে যে ইঞ্জিনিয়ার হবে সে যেন ভালো ও সৎ ইচ্ছা নিয়ে কনস্ট্রাকশন করে। আরও যেন সে গবেষণামূলক কাজে এগিয়ে যায়। স্কুলের অন্যতম কর্ণধার কুরবান সেখ জানান, এইরকম একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পেরে টার্গেট পয়েন্ট স্কুলের কর্তৃপক্ষদের পক্ষ থেকে আমি খুবই গর্বিত এবং আনন্দিত। টার্গেট পয়েন্ট স্কুল যে আশা ও স্বপ্ন নিয়ে স্কুল প্রতিষ্ঠিত হয়েছে তা আল্লাহ পাকের রহমতে ধীরে ধীরে সেটা আমরা পেতে চলেছি। আগামীতে আরও টার্গেট পয়েন্ট স্কুল অগ্রগতির পথে এগিয়ে যাবে এই আশা আমি রাখছি। এবং আমাদের এই ছাত্রছাত্রীরা আজকে যে সফলতা অর্জন করেছে তারা আরো বড় হোক। দেশের ও টার্গেট পয়েন্ট স্কুলের নাম উজ্জ্বল করুক এবং নিজেদের বাবা-মায়ের নাম কে উজ্জ্বল করুক এই আশা আমি তাদের কাছে করবো। এবং তারা যাতে একজন সৎ নিষ্ঠাবান নাগরিক হয়ে উঠুক।

মালদা নালাগোলা জাতীয় সড়কের ধারে দুটি দোকান আর্থ মুভার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে |

2025-06-25

উচ্চ আদালতে নির্দেশে বুধবার দুপুরে পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর এলাকার মালদা নালাগোলা জাতীয় সড়কের ধারে দুটি দোকান আর্থ মুভার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে | জানাযায় মুচিয়া মহাদেবপুরে মালদা নালাগোলা রাজ্য সড়কের ধারে প্রায় 30 বছর ধরে অবৈধভাবে মৌসুমী দাসের রায়তি জায়গা দখল করে দুটি অবৈধভাবে দোকান করে আসছিল সুদামা মন্ডল সহ আরো একজন | বারবার জবরদখোল কারিদের অনুরোধ করা সত্ত্বেও তারা দোকান তুলতে রাজি হয়নি | অবশেষে জায়গার মালিক কলকাতার উচ্চ আদালতে দারস্ত হয় এবং উচ্চ আদালতের নির্দেশে মালদা জেলা প্রশাসনের মাধ্যমে অভিযোগকারী মৌসুমী দাসের জায়গা খালি করে বুঝিয়ে দেওয়া হয়। সেই মোতাবেক বুধবার দুপুরে মালদা জেলা পুলিশ প্রশাসন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর আধিকারিক এবং জেলাশাসকের প্রতিনিধিরা দাঁড়িয়ে থেকে একটি কাপড়ের দোকান এবং একটি কাঠের দোকান ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় | যদিও বুধবার দুপুরে দোকান ভাঙ্গার সময় জবরদখলকারী দোকানের মালিকদের দোকানের সামনে দেখতে পাওয়া যায়নি | তবে মৌসুমী দাস অর্থাৎ জায়গার মালিকপক্ষের আইনজীবী জানান, দীর্ঘদিন মামলা চলার পর উচ্চ আদালত বারবার দোকান সরানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে কিন্তু কোন কর্ণপাত করেননি জবরদখলকারীরা | অবশেষে আজ মালদা জেলা পুলিশ প্রশাসন উচ্চ আদালতের রায় কে মান্যতা দিয়ে আসল জায়গার মালিক কে এবং পিডব্লিউডির কিছু জায়গাকে দখল মুক্ত করে আসল মালিকের হাতে তুলে দেওয়া হয়। এই অভিযানে জবরদখল মুক্ত করতে প্রচুর পুলিশ লক্ষ্য করা যায় |

বিশ্ব যোগ দিবস তাই বিশ্বব্যাপী যোগ দিবস উদযাপনের সাথে তাল মিলিয়ে পুরাতন মালদার সাহাপুর ভারত সেবাশ্রমের ১১তম আন্তর্জাতিক যোগ দিবস

2025-06-22

বিশ্ব যোগ দিবস তাই বিশ্বব্যাপী যোগ দিবস উদযাপনের সাথে তাল মিলিয়ে পুরাতন মালদার সাহাপুর ভারত সেবাশ্রমের ১১তম আন্তর্জাতিক যোগ দিবস অত্যন্ত উৎসাহের সাথে উদযাপন করা হয়। এই যোগ দিবসে উপস্থিত ছিলেন উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু, কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অর্জুন হালদার , আজকেকার যোগের উদ্যোক্তা,মালদা জেলার পতঞ্জলির কর্ণধার ছাড়াও অনেক অতিথি বর্গরা | আজকের এই যোগ দিবসে উপস্থিত অতিথিবর্গরা সমাজকে বার্তা দেন শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগের গুরুত্বকে জোর দেওয়া | আজ সকালে যোগ ব্যায়াম সেশনের মাধ্যমে দিনের শুরু হয় যেখানে বিভিন্ন স্তরের অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগব্যায়াম বিভিন্ন প্রকার আসন, শ্বাস-প্রশ্বাসের কৌশল এবং ধ্যান অনুশীলন করেন এবং শেখানো হয় যে এই অনুশীলনগুলি কিভাবে শারীরিক স্বাস্থ্য এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে |

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো হাজারী বিল্ডিং ব্যবসায়ী কল্যাণ সমিতির।

2025-06-22

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো হাজারী বিল্ডিং ব্যবসায়ী কল্যাণ সমিতির। শনিবার দুপুরে নেতাজি পৌর বাজার সংলগ্ন এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে সাধারণ সভার আয়োজন করা হয়। সারা বছরের আয় ব্যয়ের হিসেব পেশের পাশাপাশি ব্যবসায়ীদের উন্নয়নের স্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় সাধারণ সভায়। উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কমলেশ বিহানি, সম্পাদক উত্তম বসাক, যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার, হাজারী বিল্ডিং ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বিকাশ দাস, সম্পাদ বিজয় কুমার গুপ্ত সহ অন্যান্য ব্যবসায়ীরা।

তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার জঞ্জাল করকে জনবিরোধী আখ্যা দিয়ে এবার বড়সড় আন্দোলনে নামতে চলেছে সিপিআইএম।

2025-06-22

মালদা,২১ মে :- তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার জঞ্জাল করকে জনবিরোধী আখ্যা দিয়ে এবার বড়সড় আন্দোলনে নামতে চলেছে সিপিআইএম। আন্দোলনের অঙ্গ হিসেবে শহর জুরে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জঞ্জাল কর প্রত্যাহারের দাবীতে শহরের বিভিন্ন বাজারের সামনে প্রতিবাদ সভা করতে চলেছে। এবং প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ সহ ব্যবসায়ীদের গণস্বাক্ষর সংগ্রহ করে সেই স্বাক্ষরপত্র প্রেরণ করতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নিকট। শনিবার এই মর্মে মালদা জেলা সিপিআইএম সদর কার্যালয় মিহির দাস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান দিলেন সিপিআইএম ইংরেজবাজার শহর এরিয়া কমিটির সম্পাদক শুভজিৎ মিত্র, সিপিআইএম নেতা দোলন চাকী, অনীক ভট্টাচার্য সহ অন্যান্যরা।

ইলেকট্রিক শর্ট লেগে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের

2025-06-22

ইলেকট্রিক শর্ট লেগে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ানো মানিকচকের নুরপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত সিভিক ভলেন্টিয়ার এর নাম মোহাম্মদ সাজুল আলী, বাড়ি নুরপুর মন্ডলপাড়া এলাকায়। মৃতস ভলেন্টিয়ারের পরিবারে স্ত্রী সহ তিনটি ছোট সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে মোহাম্মদ সাজু আলী ডিউটি করে বাড়ি ফেরার পর ছাগলের জন্য কাঁঠাল পাতা ভাঙতে গেছিল সেই সময় বিদ্যুতের তারে স্পষ্ট হয়ে গুরুতর জখম অবস্থায় মাটিতে পড়ে যায় ওই সিভিক ভলেন্টিয়ার। ঘটনা জানাজানি হতে স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর মানিকচক থানার পুলিশ মৃত সিভিক ভলেন্টিয়ারের দেহ নিজেদের হেফাজতে নিয়ে দন্ত প্রক্রিয়া শুরু করেছে পাশাপাশি ময়না তদন্তের জন্য দেহটি মালদা মেডিকেল ও কলেজে পাঠিয়েছে। এই ঘটনায় মানিকচক থানার পুলিশকর্মী ও অন্যান্য সিভিক ভলেন্টিয়ার এর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে । স্থানীয় প্রশাসনের কাছে দাবি রেখেছে মোহাম্মদ সাজুল আলীর আর্থিক অবস্থা খুব খারাপ তাই সরকারকে আর্থিক সাহায্য আরজি জানিয়েছে। পাশাপাশি মৃত সিভিক ভলেন্টিয়ারের চাকরি যাতে তার স্ত্রী পায় তারও ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে দাবি রেখেছেন এলাকার মানুষজন।

পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ পুরাতন মালদার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের

2025-06-10

মঙ্গলবার সকালে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ পুরাতন মালদার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের | পৌরসভার পরিশ্রুত পানীয় জল পর্যাপ্ত পরিমাণ না পাওয়াই জলের দাবিতে পুরাতন মালদার নবাবগঞ্জের বাঁশহাটা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে পুরাতন মালদার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দারা | অবরোধকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে পৌরসভার জল কোনদিন একবেলা আবার কোনদিন দুই বেলা জল দেওয়া হয় | কিন্তু জলের পাইপ দিয়ে অল্প অল্প জল পড়ে এর ফলে বাড়িতে সাধারণত কাজ কর্মে জলের চাহিদা মেটে না বাসিন্দাদের | স্থানীয় কাউন্সিলর ও চেয়ারম্যান কে বলেও কোন লাভ হয়নি | অবরোধকারীদের দাবি তিন বেলা যেন পর্যাপ্ত পরিমাণ পৌরসভায় জল দেওয়া হয় | পৌরসভা থেকে এই পর্যাপ্ত পরিমাণ জলের প্রতিশ্রুতি না পেলে অবরোধ তুলতে নারাজ অবরোধকারীরা | স্কুল ও অফিস সময়ে অবরোধ হাওয়ায় বিশাল যানজটের সৃষ্টি হয় | ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ |

মালদা জেলার ঐতিহ্যবাহী ট্রেনগুলিকে মালদা থেকে অন্যত্র নিয়ে যাওয়া সহ রেল প্রশাসনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানিয়ে মালদায় আন্দোলনে নামল তৃণমূল।

2025-06-05

মালদা জেলার ঐতিহ্যবাহী ট্রেনগুলিকে মালদা থেকে অন্যত্র নিয়ে যাওয়া সহ রেল প্রশাসনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানিয়ে মালদায় আন্দোলনে নামল তৃণমূল। আন্দোলনের অঙ্গ হিসেবে ডিআরএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। এই কর্মসূচিকে সামনে রেখে বুধবার জেলা তৃণমূল নেতৃত্ব ঝলঝলিয়া এলাকায় রেলের জমিতে বসবাসকারীরা সাধারণ বাসীন্দা সহ ব্যবসায়ীদের নিয়ে ডি.আরএম অফিস ঘেরাও করেন। অফিসের সামনে দীর্ঘক্ষণ ধরে অবস্থান-বিক্ষোভ করেন। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, তৃণমূলের জেলা চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, সাধারণ সম্পাদক গৌতম দাস, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর শুভময় বসু সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এলাকার সাধারণ মানুষ সহ ব্যবসায়ীদের নিয়ে অবস্থান-বিক্ষোভ করার পর একগুচ্ছ দাবীতে ডি.আর.এম সাহেবকে ডেপুটেশন দেন। ডেপুটেশনের দাবীগুলির মধ্যে মালদা জেলা ঐতিহ্যবাহী ট্রেনগুলিকে অন্যত্র নিয়ে যাওয়া বন্ধ করতে হবে, মালদা থেকে নিয়মিত দিল্লিগামী ট্রেন চালানোর ব্যবস্থা করতে হবে, পুনর্বাসন ছাড়া রেল প্রশাসনের উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে, রেল হকারদের উপর আর.পি.এফ-এর নির্যাতন বন্ধ করতে হবে ইত্যাদি ছিল অন্যতম।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাফাই কর্মীদের সঙ্গে পরিছন্নতার কাজে সামিল হলেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ।

2025-06-05

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাফাই কর্মীদের সঙ্গে পরিছন্নতার কাজে সামিল হলেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। বৃহস্পতিবার পুরাতন মালদা পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে সাফাই অভিযানের মাধ্যমে এই বিশ্ব পরিবেশ দিবস পালন করেন চেয়ারম্যান সহ বিশিষ্টজনেরা। পাশাপাশি প্রতি পরিবারের সদস্য পিছু একটি করে বাড়িতে চারাগাছ লাগানোরও পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। এদিন পুরাতন মালদা পুরসভার সাফাই কর্মীদের সঙ্গে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জঞ্জাল পরিষ্কার করেন চেয়ারম্যান কার্তিক ঘোষ। পুরসভার বিভিন্ন রাস্তায় ঝাঁটা হাতে পরিছন্নতার কাজে হাত লাগান তিনি। চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানো অত্যন্ত প্রয়োজন। প্রতি পরিবারের সদস্য পিছু যদি একটি করে চারা গাছ বাড়ির টপে অথবা বাগানে লাগানো যায় , তাহলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। পাশাপাশি নিজের এলাকা এবং বাড়ির সামনে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জঞ্জাল নোংরা আবর্জনাও যত্রতত্র ফেলা উচিত নয় ‌ । এই বার্তা নিয়ে এদিন পরিবেশ দিবস পালন করা হয়েছে।

যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পুরাতন মালদার সেতু মোড়ে এক বেসরকারি লজে হয়ে গেল এক সাংগঠনিক আলোচনা ও সম্বর্ধনা সভা |

2025-05-26

রবিবার সন্ধ্যায় পুরাতন মালদা ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পুরাতন মালদার সেতু মোড়ে এক বেসরকারি লজে হয়ে গেল এক সাংগঠনিক আলোচনা ও সম্বর্ধনা সভা | এই সভাই মূলত উপস্থিত ছিলেন মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, মালদার নবনিযুক্ত চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, জেলা সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলার যুব সভাপতি বিশ্বজিৎ মন্ডল,পুরাতন মালদা ব্লক কনভেনার কমল ঘোষ,পুরাতন মালদা পৌরসভার কাউন্সিলার বিভূতি ঘোষ সহ জেলা ও ব্লক স্তরের নেতাকর্মীরা | সভায় আগত নেতাকর্মীদের প্রথমে ফুলস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়ে সভা শুরু করা হয় | সাধারণত এই সভা ছিল তৃণমূলের সাংগঠনিক শক্তিকে আরো সুসংবদ্ধ ও মজবুত করে তোলার একটি পদক্ষেপ |

সস্ত্রীক দেহদানের অঙ্গীকার পত্র তুলে দিলেন সিপিআইএম জেলা নেতৃত্বের হাতে।

2025-05-26

মরণোত্তর দেহদানে সাধারণ মানুষকে উৎসাহিত করতে দৃষ্টান্ত স্থাপন করলেন মালদা জেলা সিপিআইএম-এর প্রাক্তন সম্পাদক তথা সিপিআইএম রাজ্য কমিটির বর্তমান সদস্য অম্বর মিত্র। সস্ত্রীক দেহদানের অঙ্গীকার পত্র তুলে দিলেন সিপিআইএম জেলা নেতৃত্বের হাতে। শনিবার তিনি মালদা জেলা সিপিআইএম-এর সদর কার্যালয় মিহির দাস ভবনে গিয়ে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত অঙ্গীকার পত্র সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র সহ দলের অন্যান্য নেতৃত্বের হাতে তুলে দেন। তবে শুধু অম্বরবাবু একা নন। তার স্ত্রী তথা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা নেত্রী রীনা মিত্রও এদিন মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্র তুলে দেন বলে জানা গেছে। এই প্রসঙ্গে মালদা জেলা সিপিআইএম-এর প্রাক্তন সম্পাদক তথা সিপিআইএম রাজ্য কমিটির বর্তমান সদস্য অম্বর মিত্র এবং তার স্ত্রী তথা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী রীনা মিত্র দুজনেই জানান, চিকিৎসা বিজ্ঞানের উন্নতির স্বার্থে জেলা সিপিআইএম নেতৃত্বের অনেকেই ইতিমধ্যেই মরণোত্তর দেহদান করেছেন। তারাও সেই পথে হেঁটে শনিবার মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্র তুলে দিয়েছেন। আশা করছেন এর ফলে চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি সাধন ঘটবে। ডাক্তারি পড়ুয়া ছেলেমেয়েরা উপকৃত হবে। এছাড়াও মরণোত্তর দেহদানের ফলে তাদের দেহের অঙ্গ-প্রত্যঙ্গ মুমূর্ষ রোগীদের কাজে লাগতে পারে। তাই সমস্ত দিক ভেবে-চিন্তে একমাত্র ছেলে অবীন মিত্রের সম্মতি নিয়েই সস্ত্রীক মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়ে অঙ্গীকারপত্র তুলে দিয়েছেন দলের জেলা নেতৃত্বের হাতে।এই প্রসঙ্গে সিপিআইএম-এর মালদা জেলা সম্পাদক কৌশিক মিশ্র বলেন, সাম্প্রতিককালে চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে বামপন্থী সহ প্রগতিশীল ভাবনার মানুষজনের দেহদান দৃষ্টান্ত স্থাপন করেছে। মৃত্যুর পরেও যে মানব কল্যাণে কাজ করা যায় তা বামপন্থীরা মরণোত্তর দেহদানের মধ্যে দেখিয়ে গেছেন। সেই পথে হেঁটেই মালদা জেলা সিপিআইএম-এর প্রবীণ নেতা অম্বর মিত্র এবং তার স্ত্রী রীনা মিত্র মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্র জমা দিয়েছেন। যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা দৃষ্টান্ত।

মালদার গাজোলে বিপুল পরিমাণ ব্রাউন সুগার তৈরির কাঁচামাল উদ্ধার পুলিশের।

2025-05-21

মালদা:- মালদার গাজোলে বিপুল পরিমাণ ব্রাউন সুগার তৈরির কাঁচামাল উদ্ধার পুলিশের। দূরপাল্লার ডাম্পার গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার প্রায় সাড়ে পাঁচ কেজি ব্রাউন সুগার। এর বাজার মূল্য প্রায় কোটি টাকা বলে দাবি তদন্তকারীদের। গোপন সূত্রে খবর পেয়ে মালদার গাজোলের পান্ডুয়া এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ওই ডাম্পার আটক করে পুলিশ। এরপর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার তৈরির কাঁচামাল। ওই কাঁচামাল আসাম থেকে দুর্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ঘটনায় ফিরোজ মোমিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি কালিয়াচকের ঠাকুরপাড়া এলাকায়। ব্রাউন সুগার তৈরির জন্য ওই কাঁচামাল নিয়ে যাওয়া হচ্ছিল বলে, প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

ওয়েস্ট বেঙ্গল আইটি পার্সোনাল কম্পিউটার ইন্সট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫ বর্ষের প্রথম সাধারণ সভা ও ডি আই অফিসে ডেপুটেশন।

2025-05-21

ওয়েস্ট বেঙ্গল আইটি পার্সোনাল কম্পিউটার ইন্সট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫ বর্ষের প্রথম সাধারণ সভা ও ডি আই অফিসে ডেপুটেশন। মালদা, 21 মে: মালদা নেতাজি মার্কেটের সভাকক্ষে ২০২৫ বর্ষের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হলো ওয়েস্ট বেঙ্গল আইটি পার্সোনাল কম্পিউটার ইন্সট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের। জাতীয় সংগীত পাঠের মাধ্যমে সভার শুভ সূচনা করা হয়। আজকের সভায় সংগঠনের বিগত বছরের হিসাব-নিকাশ করা হয় এবং সংগঠনের আগামী কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আজকের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ভোলাপদ রায়, সম্পাদক অলক সরকার সহ মালদা জেলার বিভিন্ন স্কুলের কম্পিউটার শিক্ষকগণ। সংগঠনের সভাপতি ভোলাপদ রায় জানান, আজকের সভায় বিগত বছরের হিসেব-নিকাশ হয়। এবং সংগঠনের আগামী কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, আজকে আলোচনার পর ডি আই অফিসে দশ দফা ডেপুটেশন দেওয়া হবে। এই দশ দফা ডেপুটেশনে উল্লেখিত আছে, বকেয়া বেতনের এরিয়ার বিল, কম্পিউটার শিক্ষকদের পিএফ একাউন্ট চালু করা, ডাইং হারনেস, কম্পিউটার সাবজেক্টকে সিলেবাসে অন্তর্ভুক্তি করন, ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার বই প্রদান সহ বিভিন্ন দাবী দাওয়া নিয়ে ডিআই অফিসে ডেপুটেশন দেওয়া হলো।

ক্রেতা সুরক্ষা দপ্তরের উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন কেন্দ্র মালদা শাখার উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা

2025-05-17

ক্রেতা সুরক্ষা দপ্তরের উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন কেন্দ্র মালদা শাখার উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা হয়ে গেল শুক্রবার। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহযোগিতায় এদিন সন্ধ্যায় এই কর্মশালা অনুষ্ঠিত হয় মালদা শহরের সাঁকোপাড়া বাণিজ্য ভবনে। কর্মশালা হাজির ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক সহ ফুড সেফটি দপ্তরের আধিকারিকরা। ছিলেন, মালদা মার্চেন্টের কর্মকর্তারাও। সকলে মিলে ব্যবসায়ীদের উপভোক্তা সুরক্ষা অধিকার, ফুড সেফটি বিভিন্ন বিষয়ে সচেতন করেন বলে জানা গেছে।

আজ ইংরেজবাজার বিধানসভার অন্তর্গত কাজীগ্রাম অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ রাস্তার শিলান্যাস করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া লিপিকা বর্মন ঘোষ মহাশয়া।

2025-05-17

আজ ইংরেজবাজার বিধানসভার অন্তর্গত কাজীগ্রাম অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ রাস্তার শিলান্যাস করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া লিপিকা বর্মন ঘোষ মহাশয়া। এছাড়াও উপস্থিত ছিলেন কাজিগ্রাম অঞ্চলের প্রধান সত্যজিৎ চৌধুরী সহ আরো অনেকে। প্রথম প্রকল্পটি হলো দিলালপুর কালী মন্দির থেকে সমীর ঘোষের বাড়ি পর্যন্ত রাস্তা, যার জন্য বরাদ্দ হয়েছে ₹১৪,৬৬,৭৭৪ টাকা। দ্বিতীয় প্রকল্পটি অনুপের দোকান থেকে টিটিয়াপাড়া বাবুজ সংঘ ক্লাব পর্যন্ত রাস্তা, যার জন্য বরাদ্দ হয়েছে ₹১১,৭৯,৫৮৬ টাকা। শিলান্যাস অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাধিপতি জানান, "এই রাস্তা দুটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।" তিনি আরও বলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার গ্রামীণ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে।"এছাড়াও, সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ স্থানীয় বিজেপি বিধায়কের প্রতি কটাক্ষ করে বলেন, "যারা উন্নয়নের নামে শুধু প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তারা আজ কোথায়? তৃণমূুল কংগ্রেস কাজ করে, প্রতিশ্রুতি নয়।" এই দুটি রাস্তার নির্মাণ সম্পন্ন হলে কাজীগ্রাম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনে সুফল বয়ে আনবে।

কিষান ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেসের অঞ্চল ভিত্তিক কৃষক সচেতনতা কর্মসূচির সাংগঠনিক আলোচনা

2025-05-13

নিজস্ব প্রতিবেদক, কালিয়াচক: মঙ্গলবার মালদহের কালিয়াচকের সাহাবাজপুরে কিষান ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেসের উদ্যোগে আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে অঞ্চল ভিত্তিক কৃষক সচেতনতা কর্মসূচির সাংগঠনিক আলোচনা সভা শুরু করেন কৃষক নেতা কুরবান শেখ। এদিন কিষান ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেসের কালিয়াচকের সাহাবাজপুর কার্যালয়ে ব্লকের সমস্ত নেতৃত্ব ও কর্মীবৃন্দদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কিষান ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অসিম সিকদার, মালদা জেলা কমিটির সাধারণ সম্পাদক কুরবান সেখ সহ একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দ। অসিম সিকদার জানান, আজকে আমরা কালিয়াচক -১ ব্লকের ১৪ টি অঞ্চলের সভাপতি ও নেতৃত্ব বৃন্দ সকলকে নিয়ে এবং কুরবান দা মালদা জেলার সাধারণ সম্পাদক তার নেতৃত্বে আজকে আমরা কৃষক নেতাদের নিয়ে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আমাদের আলোচনার বিষয় ছিল কিভাবে এই সংগঠনকে আরও শক্তিশালী করা যায় সেসব বিষয় নিয়ে আজকের এই আলোচনা সভা। এবং আগামী ২০২৬-এ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রতিটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয় লাভ করে সেদিকে লক্ষ্য রেখে কিষান সংগঠন মাঠে নেমেছে। আজ কৃষকদের নিয়ে একটি সচেতনতা বার্তা দিলাম যে প্রত্যেকটা কৃষক যেন সরকারি যেসব প্রকল্প বা সুযোগ সুবিধা রয়েছে যেন সমস্ত পরিষেবায় কৃষকরা পায়। আমাদের সরকারের যা উন্নয়ন তাতে কৃষক বন্ধু থেকে শুরু করে কৃষক যন্ত্রপাতির ভর্তুকির মাধ্যমে এবং কৃষি বীজ থেকে শুরু করে কৃষি বীমা এবং শস্য বীমা সেটা কিভাবে পাচ্ছে বা যারা পাচ্ছেনা বঞ্চিত হচ্ছে সেদিকে লক্ষ্য রেখে চিরনি তল্লাশি চালাতে হবে। কৃষক নেতা কুরবান সেখ বলেন, যদি কোন কৃষক বঞ্চিত হয়ে যায় সেসব কৃষকের পাশে গিয়ে আমরা দাড়াব এবং সরকারি মাধ্যমে কৃষকদের পাইয়ে দেওয়ার আপ্রাণ আমরা চেষ্টা করব। অর্থাৎ সারা বাংলার পাশাপাশি কালিয়াচক -১, ২, ৩ ব্লকের মধ্যে কোন কৃষক বঞ্চিত যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের কর্মীদেরকে এই বার্তাটাই দেব। সুজাপুর বিধানসভার ১৪ টি গ্রাম পঞ্চায়েতের কৃষকদের নিয়ে আলোচনা সভা করব।

পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের এক ক্লাবের উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডলের সহযোগিতায় 2025 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

2025-05-12

পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের এক ক্লাবের উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডলের সহযোগিতায় 2025 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় | জানা যায় রবিবার সন্ধ্যায় মুচিয়া মহাদেবপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ক্লাব প্রাঙ্গণ এলাকায় মুচিয়া গ্রাম পঞ্চায়েতের চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি মোট ১০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক নিতাই মন্ডল, বিশিষ্ট ব্যক্তি পলাশ কুমার সাহা, চন্দন দাস, সুশান্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা | এই অনুষ্ঠানকে ঘিরে কচিকাঁচাদের নিয়ে এক নাচ গানের অনুষ্ঠান করা হয় | ফলে আনন্দ মুখরিত এলাকাবাসি

বৈষ্ণবনগরের বীরনগর এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেল বহু বাড়ি

2025-05-12

নাজমুস সাহাদাত,কালিয়াচক: ফের আগুনে পুড়ে ভস্মিভূত হল ৩০ টি বাড়ি। ঘটনা মালদহের বৈষ্ণবনগর থানার অন্তর্গত এলাকার বীরনগর-১ গ্রাম পঞ্চায়েতের দুর্গারামটোলা গ্রামে ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই বহু বাড়ি। এলাকাবাসীর বক্তব্য, রান্নার অনুন থেকে লাগে এই আগুন। মূহুর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে ছড়িয়ে পড়ে পরপর ৩০ টি বাড়িতে। অল্প সময়ের মধ্যেই পুড়ে ছাই অনেকগুলো বাড়ি। আরও জানা যায়, দুর্গারামটোল গ্রামে বেশকিছু কাঁচা বাড়িতে বসবাস কয়েকশত মানুষের এবং সকল পরিবারের অবস্থা অনেকটাই দুর্বল। এদিন গঙ্গার পাড় এলাকায় রবিবার সকাল প্রায় ১১ টা নাগাদ ওই দুর্গারামটোলা এক বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে নিমেষের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে বস্তির ঘরবাড়ি। দ্রুত গ্রামবাসীরা বালতি, মগ নিয়ে পুকুর-নদী থেকে জল তুলে নেভানোর চেষ্টা করলেও তাতে কোন প্রভাবই পড়েনি! খবর পেয়ে মালদহ থেকে আসে দমকলের একটি ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বৈষ্ণবনগর থানার পুলিশ। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রায় তিশটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় বলে খবর। স্থানীয় সূত্রে জানা যায়, পুড়ে যাওয়া ভস্মি ভূত হয়ে যাওয়া বাড়ির সদস্যরা গঙ্গা নদীতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া পরিবারগুলোই সেখানে বসবাস করছিল। একদিকে অতিরিক্ত তাপদাহ অন্যদিকে রান্না করার সময় আগুন লাগে বলে সূত্রের খবর। বাড়িতে তাদের সকল আসবাবপত্র থেকে শুরু করে সাইকেল, মোটর বাইক, গ্যাস সিলিন্ডার, ধান, গম, চাল সহ মূল্যবান একাধিক জিনিসপত্র সম্পূর্ণটাই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কোনও কিছুই তাদের বাঁচানো সম্ভব হয়নি। ত্রিশটি পরিবার একেবারে এখন নিঃস্ব। ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা। অন্যদিকে মোথাবাড়ি থানা এলাকার কাহালা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে ছাই পরপর দুটি বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রান্না করার সময় একটি রান্নাঘরে হঠাৎই আগুন লাগে সেই রান্না ঘর থেকে অন্য একটি রান্নাঘরে আগুন ছড়িয়ে রবিবার সকাল ১০ টা নাগাদ ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এদিন উত্তর লক্ষীপুর অঞ্চলের কাহালা গ্রামের বাসিন্দা সাবুর আলী শেখ ও সাখিম উদ্দিন নামে দুই ব্যক্তির বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় একটি দমকল ইঞ্জিন তবে দমকল আসার আগে গ্রামবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে খবর। কালিয়াচক-৩ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুকান্ত সিকদার জানান, বীরনগর-১ গ্রাম পঞ্চায়েতের দুর্গারামটোলায় গঙ্গার পাড়ে একটি জায়গা আছে সেখানে একটা বস্তিতে সাড়ে এগারোটা বারোটা নাগাদ কিভাবে আগুন লাগে এর কারণ এখনো আমি জানিনা। মোটামুটি কুড়ি-পঁচিশটা ঝুপড়ি ঘর। খুবই গরীব মানুষ তারা। সেই ঘর গুলো পুড়ে গেছে। ওই এলাকায় আমরা যোগাযোগ করেছিলাম ফায়ার ব্রিগেড এসে ঘন্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং থানার আইসি সাহেবও ছিলেন। যেহেতু খড়ের বাড়ি আর চড়া রোদ তাই বাড়িগুলো পুরে ছাই হয়ে যায়। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা টিমকে পাঠানো হয়েছিল এবং সরকারিভাবে যেটা সম্ভব ত্রিপল, কাপড়, বাসনপত্র পৌঁছানো হয়েছে। পরবর্তীকাল আর কোনো ব্যবস্থা থাকলে আমরা করে দেব।

আল-জামিয়া আল ইসলামিয়া মালদা শাখার উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য, কৃতি ছাত্রদের সংবর্ধনা।

2025-05-08

নাজমুস সাহাদাত, মালদহ: বুধবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি ড. চিরঞ্জিত ভট্টাচার্য বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উচ্চমাধ্যমিক পরিক্ষার ফলাফল প্রকাশ করেন। দুর্দান্ত ফল! মালদহের হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিচালিত আল জামিয়া আল ইসলামিয়া মালদহ ক্যাম্পাসের হাসানুর জামান প্রায় ৯২ শতাংশ নম্বর পেয়েছে, অন্যদেরও চমৎকার ফল! জানা যায়, মাত্র দুই বছরে দুর্দান্ত ফলাফল করল হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিচালিত আল জামিয়া আল ইসলামিয়া মালদহ ক্যাম্পাস। এ বছরের উচ্চমাধ্যমিকে প্রায় ৯২ শতাংশ নম্বর পেয়েছে মিশনের ছাত্র হাসানুর জামান। হাসানুর জামান ৪৫৮ নম্বর পেয়েছে, শতাংশের হিসাব অনুযায়ী ৯১.৬ শতাংশ। আরও ছাত্র মেহেদী হাসান ৪৫৬ নম্বর পেয়েছে, শতাংশের হিসাবে ৯১.২ শতাংশ, মাহমুদ আলম ৪৫০ নম্বর পেয়েছে, শতাংশের হিসাবে ৯০ শতাংশ। এই ক্যাম্পাস থেকে মোট ৩১ জন পরীক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। সকলেই কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে পাশ করেছে। ২২ জন ছাত্র স্টার মার্ক পেয়েছে। এই অসামান্য রেজাল্ট এর পর খুশি মালদহ জেলা ক্যাম্পাসের পরিচালক মাওলানা আব্দুল ওদুদ। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জানান, আমরা এই রেজাল্টে অত্যন্ত খুশি। মাত্র দুই বছরেই ছেলেরা এত ভালো রেজাল্ট করবে ভাবতেই পারিনি, আগামীতে রাজ্যে এক থেকে দশের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিচালিত আল জামিয়া আল ইসলামিয়া মালদহ ক্যাম্পাসের পরিচালক মাওলানা আব্দুল ওদুদু বলেন, আল-জামিয়া আল ইসলামিয়া মালদহ শাখার আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ফলাফল ভালো হয়েছিল ৮০% শতাংশের উপরে অনেকেই নম্বর পেয়েছিলো। এবছরে খুব ভালো ফল হয়েছে। আমাদের প্রতিষ্ঠান থেকে হাসানুজ্জামান সে ৯২% নম্বর পেয়েছে। এছাড়াও মেহেদী হাসান পেয়েছে ৯১% শতাংশ, তৃতীয় হয়েছে মেহেবুব আলাম ৯০% শতাংশ পেয়েছে। এখানে ১৭ জন ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে এবং ক্যাম্পাস থেকে পরীক্ষা দিয়েছিল প্রায় ৩১ জন ছাত্র তার মধ্যে ১৭ জন ৮০% শতাংশের বেশি নম্বর পেয়েছে। আমরা ছাত্রদের মনোবল শক্তি বাড়ানোর জন্য তাদের সম্বর্ধনা জ্ঞাপন করলাম। আমদের উদ্দেশ্যে মূলত সোশ্যাল সায়েন্স হিউম্যানেটিস এর মধ্যে ইকোনোমিক, পলিটিক্যাল সাইন্স, ইতিহাস, উর্দু, আরবি, বাংলা ও ইংরেজি বিষয়গুলোকে গুরুত্ব সহকারে পড়ানো হয়। সেসব বিষয়গুলোকে নিয়ে যাতে তারা গবেষণা করতে পারে এবং সোসাইটির জন্যে একটা অবদান রাখতে পারে।

হাই মাদ্রাসায় যুগ্নভাবে রাজ্যে তৃতীয় স্থান আলিফ নুর খাতুন

2025-05-03

হাই মাদ্রাসায় যুগ্নভাবে রাজ্যে তৃতীয় স্থান আলিফ নুর খাতুন তার প্রাপ্ত নম্বর - ৭৭২ মোহাম্মাদিয়া হাই মাদ্রাসা

মাধ্যমিকের ফলাফল প্রকাশে মালদহের ৭ জন পড়ুয়া প্রথম দশের মধ্যে স্থান দখল

2025-05-03

নাজমুস সাহাদাত, কালিয়াচক: শুক্রবার মাধ্যমিকের ফলাফল প্রকাশ করলেন মাধ্যমিক শিক্ষা পর্ষদ। মাধ্যমিকের ফলাফল প্রকাশে মালদহের ৭ জন পড়ুয়া প্রথম দশের মধ্যে স্থান দখল করেছে। যার মধ্যে কালিয়াচকের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান টার্গেট পয়েন্ট স্কুল থেকে ইনজাম উল হক ও কালিয়াচক আবাসিক মিশনের আসিফ মেহেবুব রাজ্যে অষ্টম আরও কালিয়াচকের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আমিনা বানু ও উবাই সাদাফ দশম স্থান অধিকার করেছে। কৃতি ছাত্র ইনজাম উল হকের বাবা মাইনুল হক একজন পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। তার বাড়ি কালিয়াচক থানার নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতে এলাকার অনুপ নগর গ্রামে। ইনজাম উল হক টার্গেট পয়েন্ট স্কুলে পঞ্চম শ্রেণীতে মেধা তালিকায় ভর্তি হয়েছিলেন ইনজাম। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিলেন এবং দরিদ্র পরিবার থেকে উঠে এসে আজকে সে রাজ্যের সেরা। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৮৮ পেয়ে রাজ্যে অষ্টম হয়েছে অন্যদিকে আসিফ মেহেবুবের প্রাপ্ত নম্বর ৬৮৮ পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে। তাদের সাফল্যে অত্যন্ত আনন্দিত স্কুল কর্তৃপক্ষ ও তাদের পরিবার সহ এলাকাবাসী। কালিয়াচক আবাসিক মিশনের কৃতি ছাত্রদের উভয়েরই ইচ্ছে আগামীতে ডাক্তার হওয়ার। এদিন কালিয়াচকের টার্গেট পয়েন্ট স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা পত্র তুলে দেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের জেলা প্রতিনিধিদল।স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন টার্গেট পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেন, স্কুলের অন্যতম কর্ণধার কুরবান সেখ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা। কৃতি ছাত্রদের মিস্টিমুখ করিয়ে ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। অন্যদিকে মালদহে রতুয়া ব্লকের মাগুরা এলাকার ছাত্র আসিফ মেহেবুবকে নজড় কাড়া ফলাফলের জন্যে কালিয়াচক আবাসিক মিশনের সম্পাদক আমিরুল ইসলাম সহ সকল শিক্ষক শিক্ষিকারা ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা ও মিস্টি মুখ করানো হয়। এবং কা‌লিয়াচ‌কের জগদীশপুর গ্রা‌মের আমিনা বানু ৬৮৬ নম্বর পেয়ে দশম এবং সুজাপুরের কৃতি ছাত্র উবাই সাদাফ ৬৮৬ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে। তার বাবা মা মে‌য়ের সাফ‌ল্যে খু‌শি। আমিনা জানায়, সে দৈনিক ৫ থে‌কে ৬ ঘণ্টা পড়া‌শোনা ক‌রে‌ছে। যার ফল স্বরূপ প্রত্যেক‌টি বিষ‌য়ে তার ৯৬-এর ওপর নম্বর এসে‌ছে। ওর ইচ্ছা ইউপিএস‌সি শেষ ক‌রে আইএএস অ‌ফিসার হ‌ওয়ার। টার্গেট পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেন জানান, এই বছরে মাধ্যমিক পরীক্ষার্থী ৬২ জন ছেলে মেয়ে এবার অ্যাফিলিয়েশন পাওয়ার পর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে এবার আমাদের আশা ছিল মাধ্যমিকে বোর্ডের ভালো র‍্যাঙ্ক করবে যাইহোক দুর্ভাগ্য বশত একজনই বোর্ডে র‍্যাঙ্ক করেছে। প্রথম থেকে দশ এর মধ্যে একজন অষ্টম স্থান অধিকার করেছে। ধারাবাহিকভাবে আমাদের ২০১৮ সাল থেকে চলছে কখনো একজন কখনো তিনজন কখনো চারজন। আগামী দিনে এই ধারাবাহিকতা বজায় থাকবে আশাকরি। কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছি তবে ভাগ্যে না থাকলে তো কিছু করার নেই তবে ভাগ্যে আমি বিশ্বাসি। কালিয়াচক আবাসিক মিশনের সম্পাদক আমিরুল ইসলামের বক্তব্য, ১১৯ জন পরীক্ষার্থী সবাই পাশ করেছে ৮৫% রেজাল্ট করেছে প্রায় ৮০ জন ৯০% প্লাস পেয়েছে ৩৫ জন। ৯৫% ক্লাস পেয়েছে ৯ জন একজন বোর্ডে রাঙ্ক করেছে বোর্ডে অষ্টম স্থান অধিকার করেছে আমাদের শুরুতেই ২০০৭ সালে মাদ্রাসা বোর্ডে তৃতীয় হয়েছিল এবারের মাধ্যমিক বোর্ডে অষ্টম স্থান করায় আমরা স্বাভাবিকভাবে গর্বিত। বরাবরি আমাদের রেজাল্ট খুব ভালো হয়।

জাতীয় সড়ক পারাপারের ক্রসিং ও ট্রাফিক সিগন্যালের দাবিতে ১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর।

2025-04-28

জাতীয় সড়ক পারাপারের ক্রসিং ও ট্রাফিক সিগন্যালের দাবিতে ১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। সোমবার সকাল সাড়ে দশটা থেকে পুরাতন মালদার চেঁচুমোড় ১২ নং জাতীয় সরকারের উপর প্রায় ঘন্টাখানেক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল ছিলেন স্থানীয় শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং এলাকার বাসিন্দারা। অবরোধকারীদের দাবি, দীর্ঘ আট মাস আগে জেলাশাসক এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ক্রসিংয়ের দাবিতে লিখিত আকারে জানানো হয়েছিল | কিন্তু এখনো পর্যন্ত সেই কাজ শুরু না হওয়ায় অবশেষে সোমবার সকাল থেকে তারা অবরোধের এই পথ বেছে নেয়। যদিও ঘন্টাখানেক অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের পেট্রোলিন টিম | তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। এই অবরোধের ফলে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যানজটেথ সৃষ্টি হয়।

পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক বাইক চালকের ।

2025-04-28

পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক বাইক চালকের । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পুরাতন মালদার মিশন রোড ১২ নম্বর জাতীয় সড়কে। জানা গেছে মৃত যুবকের নাম সায়ন চক্রবর্তী (৩০), | বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে। শনিবার দুপুর তিনটে নাগাদ মোটরবাইক চালিয়ে গাজোলের দিকে যাচ্ছিল ১২ নং জাতীয় সড়ক ধরে, তখনই পেছন থেকে এক লরি এসে সজরে ধাক্কা মারা এবং দুর্ঘটনার ফলে ওই মোটর বাইক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয় । ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ সহ এন এইচ টোল প্লাজার প্যারামেডিকেল টিম। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সূত্র মারফত জানা গেছে দুর্ঘটনায় মৃত যুবক মঙ্গল বাড়ির এফসিআই গোডাউনে কর্মরত ছিল, সম্ভবত দক্ষিণ দিনাজপুর বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে | যদিও ঘাতক লরিটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে | তবে মালদা থানার পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে এবং ঘাতক লরিটিকে আটক করার চেষ্টা করছে। এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ ১২ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় অবশেষে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

গরম থেকে বাঁচতে ঘরে পাখা লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির।

2025-04-28

গরম থেকে বাঁচতে ঘরে পাখা লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মানিকচক; মালদা: চলছে তীব্র দাবদাহ।গরম থেকে পরিবারের মানুষকে রেহাই দিতে ঘরে পাখা লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক গৃহকর্তার। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যা নাগাদ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের ডোমাট মনকুত বাঁধ এলাকায়।জানা গেছে,মৃত ব্যক্তির নাম কৃষ্ণ মন্ডল(৩৯)।পেশাই তিনি দিন মজুর ছিলেন।পরিবারে স্ত্রী এবং তিন সন্তান রয়েছে। ঘটনা সম্পর্কে জানা গেছে,বিগত দুইদিন আগে ভিন রাজ্যে থেকে বাড়ি ফিরে এসে তিনি। তীব্র গরম থেকে পরিবারকে রেহাই দিতে একটি পাখা নেন কৃষ্ণ।সেই পাখা ঘরে লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় মৃত্যু হয়। ফলে মাটিতে লুটিয়ে পড়ে কৃষ্ণ। পরিবারের লোকজনদের নজরে আসতেই তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীন হাসপাতাল নিয়ে আসেন। তবে ততক্ষণে সব শেষ। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বলে খবর। এদিকে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন।

বিএসএফের হাতে ধরা পরল এক বাংলাদেশী।

2025-04-24

বিএসএফের হাতে ধরা পরল এক বাংলাদেশী। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ৮৮ ব্যাটেলিয়ানের, কেদারীপাড়া ক্যাম্প এলাকায় । বিএসএফ সূত্রে জানা গিয়েছে বুধবার ভোরবেলা বিএসএফের জোওয়ানেরা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় টহলদাড়ি দেওয়ার সময় হঠাৎ দুটি মোষ নিয়ে সিমান্ত এলাকায় এক ব্যক্তিকে দেখতে পাই | সন্দেহ হতেই ওই ব্যক্তিকে বিএসএফ আটক করে।বিএসএফ ওই ধৃত পাচারকারী নাম জানতে পারে এমডি সেলিম, | বয়স ১৮ বছর | বাড়ি বাংলাদেশের কাট্টাপাড়া পর্ষা থানার নওগাঁ জেলায়।ওই যুবকে মোষ পাচারের উদ্দেশ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে দেখা গিয়েছে।বিএসএফের জোওয়ানরা দুটি মোষ আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ এর পরেই হবিবপুর থানার হাতে বুধবার বিকেলে তুলে দেওয়া হয়। যদিও বিএসএফ ও হবিবপুর থানার সূত্রে এখন পর্যন্ত তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দাও ও দুটি মোষ । পুলিশের পক্ষ থেকে ধৃতের মেডিকেল করে জেলা আদালতে পাঠানো হয়।

মঙ্গলবার দুপুরে আধুনিক পদ্ধতিতে ড্রোন উড়িয়ে জমিতে কীটনাশক স্প্রে করার প্রশিক্ষণ দেওয়া হলো কৃষকদের।

2025-04-23

মঙ্গলবার দুপুরে আধুনিক পদ্ধতিতে ড্রোন উড়িয়ে জমিতে কীটনাশক স্প্রে করার প্রশিক্ষণ দেওয়া হলো কৃষকদের। মঙ্গলবার দুপুরে মালদা জেলায় এই প্রথম পুরাতন মালদা ব্লকের ভাবুক এলাকায় কৃষকদের সামনে ড্রোন উড়িয়ে এই প্রশিক্ষণ দেওয়া হয়। এই ড্রোন ব্যবহারে চাষের ক্ষেত্রে অনেকটা সময় বাঁচবে, তেমনি কীটনাশক স্প্রে এর ক্ষতির প্রভাব থেকে চাষীদের অনেকটাই মুক্তি মিলবে। এর মাধ্যমে কৃষকরা কম সময়ে অধিক ফলন ফলাতে সক্ষম হবে এবং আর্থিকভাবে লাভবান হবেন। মালদা জেলার অধিকাংশ এলাকা কৃষিকাজের উপর নির্ভরশীল। বিশেষত পুরাতন মালদা ব্লকে কৃষিকাজের ক্ষেত্রে উৎপাদন সব থেকে বেশি হয়। সেই অর্থেই জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে জেলা ও ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে ড্রোন উড়িয়ে কীটনাশক স্প্রে এর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হল পুরাতন মালদার ভাবুক পঞ্চায়েত এলাকার কৃষকদের। এদিন প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনিন্দ্য সরকার, জেলা উপ কৃষি অধিকর্তা বিদ্যুৎ বর্মন, ব্লক সহ কৃষি অধিকর্তা সৌমজিৎ মজুমদার, ও ব্লক অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার অরিন্দম সিংহ সহ অন্যান্য কৃষকরা।

দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক যুবক।আরও এক যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে।

2025-04-23

দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক যুবক।আরও এক যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। শেখ ইফতেখার আলী আজাদ, মালদা: দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক যুবক।আরও এক যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। রাতে পাহারা দেওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। বুধবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার ইংরেজবাজার থানার অমৃতির সেকেন্দারপুর এলাকায়। জানা গেছে, খুন হয়ে যাওয়া যুবকের নাম শিবু মন্ডল, বয়স ২৭ বছর। বাড়ি অমৃতির সেকেন্দারপুর এলাকায় এবং আহত যুবকের নাম সূর্য মন্ডল। বাড়ি ওই এলাকাতেই। মঙ্গলবার রাতে তারা গ্রাম পাহারা দিচ্ছিলেন। ওই সময় গভীর রাতে একদল দুষ্কৃতীকে তারা এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন। এলাকায় ঘোরাঘুরির কারণ জানতেই তারা নাকি গ্রাম পাহারায় থাকা যুবকদের উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে শিবু মন্ডল ও সূর্য মন্ডলকে গুরুতর জখম করে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। পরে গ্রামবাসীরা জখম দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক শিবু মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন। যার প্রতিবাদে বুধবার সকাল থেকেই অমৃতির সেকেন্দারপুর গ্রামবাসীরা মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হন। বিশাল পুলিশ ও র‍্যাফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে। যদিও পরে অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে |

স্টিলের থালায় ভাতের উপরে ছড়ানো সয়াবিন,আলুর ঝোল। পাশাপাশি বসে সে থালা থেকে ভাত মেখে খেতে ব্যস্ত দুই বালক। তাদের একজনের নাম সন্দীপ সাহা এবং অপরজন সোলেমান শেখ।

2025-04-16

মালদা:-স্টিলের থালায় ভাতের উপরে ছড়ানো সয়াবিন,আলুর ঝোল। পাশাপাশি বসে সে থালা থেকে ভাত মেখে খেতে ব্যস্ত দুই বালক। তাদের একজনের নাম সন্দীপ সাহা এবং অপরজন সোলেমান শেখ। মোথাবাড়ির অলিটোলা প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের ডাইনিং টেবিলে সন্দীপ সোলেমানের খোশ মেজাজে ভাত খাওয়ার ভিডিয়ো সমাজমাধ্যমে ফের ভাইরাল হয়ে উঠেছে মালদায়। মোথাবাড়ি, মুর্শিদাবাদ আবহে সন্দীপ, সোলেমান জুটির ভাগ করে ভাত খাওয়ার দৃশ্য জেলার সম্প্রীতির ছবি ফুটে উঠেছে বলে মত শিক্ষক থেকে গ্রামবাসীদের। মোথাবাড়ি বিধানসভার বাঙিটোলা চক্রে ১৯৪৭ সালে গড়ে ওঠে অলিটোলা প্রাথমিক বিদ্যালয়। স্কুলে প্রাক্ প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ২৮১জন ছাত্রছাত্রী রয়েছে। প্রধান শিক্ষক সহ ১০ জন শিক্ষক রয়েছেন। দ্বিতল স্কুল বাড়ির দেওয়াল জুড়ে কার্টুন এবং মনীষীদের ছবি। মিড-ডে মিল খাওয়ার জন্য ঝা চকেচকে ডাইনিং রুম। সে স্কুলেই ছাত্র বাঙিটোলা ফিল্ড পাড়ার বাসিন্দা সন্দীপ সাহা এবং সোলেমান শেখ। জানা গিয়েছে, সন্দীপের বাবা শম্ভু সাহা ভ্যান চালান। আর সোলেমানের বাবা রসুল শেখ দিনমজুর। সন্দীপ তিন ভাই এবং সোলেমানের পাঁচ বোন ও তিন ভাই। প্রায় আট মাস আগে স্কুলের ডাইনিং রুমে মিড-ডে মিল এক থালায় সন্দীপ এবং সোলোমানকে খেতে দেখে মোবাইলে ভিডিয়ো বন্দি করেন স্কুলেরই শিক্ষক রবিউল ইসলাম। তাদের ভাত খাওয়ার ভিডিয়ো সমাজ মাধ্যমে পোস্টও করেছিলেন রবিউল। মোথাবাড়ি এবং মুর্শিদাবাদে অস্থিরতার পরে ফের সে ভিডিয়ো তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেন। মালদার সম্প্রীতির ছবি হিসেবে বছর আটের সন্দীপ এবং সোলেমানের ভিডিয়ো এখন ভাইরাল নেট দুনিয়ায়।

বিজেপি ও সিপিএমের যৌথ ষড়যন্ত্রে প্রায় ২৬ হাজার চাকরি যাওয়ার প্রতিবাদে ধিক্কার মিছিল তৃণমূলের।

2025-04-12

মালদা ;- ২৬ হাজার চাকুরি বাতিল হল কেন? সিপিএম-বিজেপি জবাব দাও। এমনটাই স্লোগান তুলে মালদার মোথাবাড়িতে পথে নামলেন তৃণমূল ছাত্র-যুব সংগঠনের সদস্যরা। কালিয়াচক-২নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে যৌথভাবে এক ধিক্কার মিছিল আয়োজন করা হল মোথাবাড়ি এলাকায়। মিছিলে নেতৃত্ব দিয়ে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকুরি বাতিল ইস্যুতে সিপিএম ও বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সুর চড়ালেন মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মন্ডল

মালদা বিজেপির নগর মন্ডলের উদ্যোগে একটি চায় পে চর্চার আয়োজন

2025-04-11

শুক্রবার সকালে পুরাতন মালদার মঙ্গলবাড়ী বুলবুলি মোড়ে পুরাতন মালদা বিজেপির নগর মন্ডলের উদ্যোগে একটি চায় পে চর্চার আয়োজন করা হয় ।এই চায় পে চর্চায় অংশ নেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়্গপুরের সাংসদ দিলীপ ঘোষ তৎ সহ উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি প্রতাপ সিং এছাড়াও উপস্থিত ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ জেলা এবং ব্লক বিজেপি নেতৃত্ব। এদিন এই চায় পে চর্চায় বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্যের তৃণমূল সরকারকে তুলনা করেন বিশেষ করে ২৬ হাজার চাকরিহারা শিক্ষকদের বিষয় নিয়ে এবং ওয়াকফ বিল নিয়ে। দিলীপ ঘোষ জানান রাজ্যে মুখ্যমন্ত্রী টাকা নিয়ে যে চাকরি দিয়েছে এবং এইসব নির্দোষ শিক্ষকরা তাদের চাকরি হারিয়েছে সেই অপরাধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একদিন জেলে যেতেই হবে | পাশাপাশি মালদার পরিস্থিতি নিয়ে পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করান। পুলিশ একশ্রেণীর মানুষের পক্ষপাতিত্ব নিয়ে কাজ করছেন এমনটাই অভিযোগ তুলেন এবং আগামী দিনের সকল সনাতনী মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন।

শিল্প ও বাণিজ্য বিষয়ক: দ্বিদিবসীয় আন্তর্জাতিক অনলাইন সেমিনার কালিয়াচক কলেজে

2025-04-10

আমেরিকার নিউ ইয়র্ক থেকে বাংলা তথা মালদার কালিয়াচক কলেজের ওয়েবিনারে যোগদান করলেন বাবু খালফান এবং তাজিম খালফান। এই আন্তর্জালিক পদ্ধতিতে অনুষ্ঠিত দুই-দিবসীয় আন্তর্জাতিক সেমিনারের মূল বিষয় "ব্রেকিং দ্যা বেরিয়ার্স : এন্ট্রো্প্রেনারসিপ ফর অল উইথ স্পেশাল ফোকাস অন উইমেন"। শতাধিক ছাত্র-ছাত্রী, অধ্যাপক অধ্যাপিকার যোগদানে সাফল্যমন্ডিত হয় এই কর্মসূচি। কলেজের ক্যারিয়ার কাউন্সেলিং শেল প্লেসমেন্ট সেল এবং উইমেন্স সেল এর সংযুক্ত উদ্যোগে আয়োজিত ও পরিচালিত হয় এই আলোচনা চক্র মূলক কর্মকাণ্ড। এই সময় উপযোগী বিষয়ের উপরে অনুষ্ঠিত ওয়েবেনারে সভাপতিত্ব করেন কালিয়াচক কলেজের অধ্যক্ষ ড. নাজিবর রহমান। দুই দিন ব্যাপী এই ওয়েবিনারের কনভেনার নিযুক্ত হয়েছিলেন আরবি বিভাগের প্রধান ডঃ মুজতবা জামাল এবং রসায়ন বিভাগের পৌলমী জানা। প্রথম ও দ্বিতীয় দুই দিনেই টেকনিক্যাল সাপোর্ট প্রদান করেন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডঃ মনিরুল ইসলাম । এই অনলাইন সেমিনারের প্লেনারি সেশন পরিচালনা করেন কলেজের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরান্স সেল ( আইকিউএসি ) এর কো-অর্ডিনেটর ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সুব্রত কুমার দাস। প্রথম টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ইংলিশ বিভাগের হেড অফ দা ডিপার্টমেন্ট এ. কে. ফজলুল হক দ্বিতীয় টেকনিক্যাল সেশন পরিচালনা করেন পলিটিক্যাল সাইন্স এর বিভাগীয় প্রধান অধ্যাপিকা বিজয়া মিশ্র এবং এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপিকা মৌসুমী সরকার। সভাপতিির ভাষণে প্রিন্সিপাল, ড. নাজিবর রহমান, আমেরিকা থেকে যোগদানকারী দুই রিসোর্স পারসন সহ শিক্ষাবিদ, অধ্যাপক-অধ্যাপিকা, ছাত্র-ছাত্রীদের কৃতজ্ঞতা স্বীকার করেন, কালিয়াচক কলেজ ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল এর মূল্যায়নে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর অর্থাৎ এই তিন জেলার মধ্যে একমাত্র "এ গ্রেড" কলেজের স্বীকৃতি পাওয়ার জন্য। তিনি আরো উল্লেখ করেন একবিংশ শতাব্দীর বর্তমান প্রজন্মের যুবক-যুবতী, ছাত্র-ছাত্রীদের এবং আগন্তুক প্রজন্মের নাগরিকদের নতুন দিশা দেখানোর দায়িত্ব পালন করে চলেছে ভারতের প্রথম শ্রেণীর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত কালিয়াচক কলেজ । আর তারই ফলশ্রুতি হিসেবে শুধু চাকুরী-প্রার্থী সুলভ মানসিকতা তৈরি হওয়ার চাইতে উদ্যোগপতি হওয়ার মাধ্যমে চাকুরীদাতা সুলভ মনোভাব ছাত্রছাত্রীদের মধ্যে বেশি করে জাগ্রত করার লক্ষ্যে এই ধরনের এন্টারপ্রেনারসিপ ডেভেলপমেন্ট বিষয়ে সেমিনার আয়োজন করা হয়। ইউনাইটেড স্টেটস এর নিউ ইয়র্ক সিটির সিগনেজ প্লাস ডিকাল কোম্পানির প্রতিষ্ঠাতা মি. বাবু খালফান তার কিইনোট এড্রেস এ তুলে ধরেন উদ্যোগ বা এন্টারপ্রেনারশিপ রাতারাতি গড়ে ওঠে না, ধৈর্য সহকারে, সততার সাথে বীজ বপন করতে হয় এবং লাগাতোর প্রচেষ্টার ফলে বিশাল আকার বৃক্ষ হিসেবে বৃদ্ধি লাভ করার মাধ্যমে সাফল্য অর্জিত হয় । সিগনেজ বিজনেস এর অপর কর্ণধার তাজিম খালফান বিশেষ ভাষণে উল্লেখ করেন, ব্যবসা-বাণিজ্য গড়ে তোলা বা উদ্যোগপতি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে মহিলাদের সামাজিক ও পারিবারিক কিছু বাধ্যবাধকতা থাকলেও তাদের যোগ্যতা ও দক্ষতা প্রশ্নাতীত, পরিবেশ এবং সহযোগিতা পেলে তারাও শিল্প ও ব্যবসা করার ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে অনায়াসেই।

বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এক যুবকের মৃ*তদে*হ উদ্ধারের ঘটনায় শুক্রবার সাত সকালে জোর চাঞ্চল্য ছড়াল মালদার হবিবপুর থানার পাথার অমরপুর এলাকায়।

2025-04-04

বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এক যুবকের মৃ*তদে*হ উদ্ধারের ঘটনায় শুক্রবার সাত সকালে জোর চাঞ্চল্য ছড়াল মালদার হবিবপুর থানার পাথার অমরপুর এলাকায়। ঘটনায় খুনের অনুমান করছেন মৃত যুবকের পরিবারবর্গ। জানা গেছে, মৃত যুবকের নাম বিশ্বনাথ মুর্মু। বয়স ২০ বছর। বাড়ি হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের ডুহুটোলা এলাকায়। কিন্তু শুক্রবার সাত সকালে তার মৃতদেহ উদ্ধার হয় বাড়ি থেকে বেশ কিছুটা দূরে হবিবপুর অঞ্চলের পাথার অমরপুর এলাকায়। পরিবারবর্গের দাবী, তার ছেলের সঙ্গে পাথার অমরপুর এলাকার এক বিবাহিত মহিলার প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলে ফোন পেয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর শুক্রবার ভোর রাতে খবর পান ছেলের মৃতদেহ পড়ে রয়েছে পাথার অমরপুর এলাকায় ওই মহিলার বাড়ির পেছনে। এই খবর পেয়ে তারা সেখানে ছুটে যান এবং দেখতে পান তার ছেলের মৃতদেহ পড়ে রয়েছে মাটিতে। পাশেই তার মোবাইল পড়ে আছে। এই দৃশ্য দেখে তারা তৎক্ষণাৎ হবিবপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ

টেন্ডার পাওয়ার জন্য ভুঁয়ো নথি দেওয়ার অভিযোগ উঠল অঞ্চল তৃণমূল সভাপতির বিরুদ্ধে।

2025-04-04

টেন্ডার পাওয়ার জন্য ভুঁয়ো নথি দেওয়ার অভিযোগ উঠল অঞ্চল তৃণমূল সভাপতির বিরুদ্ধে। এ নিয়ে শোরগোল মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতে। তৃণমূল অঞ্চল সভাপতি এর বিরুদ্ধে ভুয়ো নথি দেওয়ার অভিযোগ তুলেছেন এলাকার তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী। এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ব্লক প্রশাসনের কাছে। তৃণমূল কংগ্রেসের মধ্যে এ নিয়ে অস্বস্তি ছড়িয়েছে। কারণ ঋষিপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। আর এখানেই টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে। বিষয়টি নিয়ে তদন্তে আস্তা দিয়েছেন তৃণমূল পঞ্চায়েত প্রধান শান্তি সিকদার। তিনি বলেছেন গ্রামের কিছু বাসিন্দা অভিযোগ করেছেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে তদন্ত করা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ জানানো হয়েছে। এ বিষয়ে অঞ্চল সভাপতি অপুল মজুমদার বলেন, যাচাই করে দেখুক। তারপর কাজ দিবে কি না দিবে ওনাদের ব্যাপার। যদিও ভারতীয় জনতা পার্টির মালদা মন্ডল ১-এর জিএস দিলীপ কুমার মন্ডল বলেন নিজেদের মধ্যে কাঠ মানির ভাগ যোগ নিয়ে গন্ডগোল |

'আমরা শান্তি চাই'! রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের কাছে আর্জি মহিলাদের।

2025-04-04

মালদা:-'আমরা শান্তি চাই'! রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের কাছে আর্জি মহিলাদের। পুলিশ আছে তাই একটু ভরসা পাচ্ছি। কিন্তু আজ নয় কাল তো পুলিশ চলে যাবে, তখন কি হবে? এই আতঙ্কই এখন তাড়া করছে মোথাবাড়ির গ্রামগুলিতে। পুলিশের ভুমিকা নিয়ে কোন ক্ষোভ নেই, কোন পক্ষের। তবে একটাই আতঙ্ক পুলিশ পাহারা উঠে গেলে নতুন করে কিছু হবে না তো। সেই দিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে শিউরে উঠলেন সব্জি বিক্রেতা শঙ্করী মন্ডল। তাঁর কথায় ৪৩ বছর ধরে মোথাবাড়ি স্ট্যান্ডে সবজি বিক্রি করছি। কোনদিন এমন ঘটনা দেখিনি। কমিশনের চেয়ারপার্সনের কাছে হাত জোড় করে তিনি আনুরোধ জানান আর যেন এমন ঘটনা না ঘটে। ঘটনার ছয়দিন পর রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় সহ তিন সদস্যের একটি দল মোথাবাড়ি পরিদর্শনে আসেন। মোথাবাড়ির বেশ কিছু জায়গা পরিদর্শন করে কথা বলেন উভয় পক্ষের মহিলাদের সঙ্গে। পুলিশের ভুমিকা নিয়েও প্রশ্ন করেন মহিলাদের। তবে প্রতিটি গ্রামের উভয় পক্ষের মহিলারা পুলিশের ভুমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ঘটনার পর পরিবারের পুরুষদেরকে পুলিশ মারধর করার পর অনেকেই তুলে নিয়ে গেছে। অনেককেই অকারণে পুলিশ তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন মহিলারা। বাসন্তী রায় বলেন, এর আগে কোনদিন এমন ঘটনা এলাকায় ঘটেনি। আমরা শান্তি চাই। আপাতত পুলিশ আছে তাই কিছুটা হলেও আতঙ্ক কেটেছে। পুলিশ উঠে গেলে আবার কি হবে এ নিয়েই আতঙ্কে রয়েছি আমরা। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল মোথাবাড়ি থানার বিভিন্ন এলাকা। একাধিক গ্রামে ভাঙচুর ইট পাটকেল ছোড়ার অভিযোগ ওঠে দুই গোষ্ঠীর বিরুদ্ধে। পরিস্থিতি স্বাভাবিক করতে বেশ কয়েকদিন কেটে যায় পুলিশের। এখনো মোথাবাড়ি কিছুটা স্বাভাবিক হলেও মোতায়েন রয়েছে গ্রামে গ্রামে পুলিশ। নিয়মিত টহলদারি চলছে পুলিশের। এদিন মোথাবাড়ি পরিদর্শনে আসেন রাজ্য মহিলা কমিশনের এক প্রতিনিধি দল। এদিন বিভিন্ন গ্রাম ঘোরার পর মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় বলেন, গ্রামগুলি ঘুরে যা দেখলাম বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে গুজব উস্কানিমূলক কার্যকলাপেই এমন ঘটনা ঘটেছে। এখনো গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। সমস্ত গ্রামগুলি ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলেছি। কোথাও কোন মহিলা তেমন আক্রান্ত হয়নি। তবে এই ধরনের ঘটনা মোথাবাড়িতে এর আগে ঘটেনি। তিনি বলেন এলাকা যেন দ্রুত শান্ত করা যায়, আবার যেন সকলে মিলে একসঙ্গে কাজ করতে পারে, সেই পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করার জন্য পুলিশকে বলা হয়েছে। দুই পক্ষের মধ্যে যেন সুস্থ সম্পর্ক গড়ে ওঠে সেই দিকটা নজর রাখার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে। পুলিশ যেন নিয়মিত মনিটারিং করে এই সমস্ত বিষয়গুলো। এছাড়াও তিনি সেদিন মোথাবাড়ির চারটি গ্রাম ঘুরে রিপোর্ট তৈরি করবেন। এবং সেই রিপোর্ট রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হবে বলে জানেন চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়।

বর্তমানে পশ্চিমবঙ্গে যা চলছে তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার।

2025-04-04

মালদা:- বর্তমানে পশ্চিমবঙ্গে যা চলছে তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। গত পাঁচ মাস ধরে মহিলা কমিশনের দায়িত্ব পেয়েছি তার মধ্যে এতগুলো বাংলার রিপোর্ট করতে হয়েছে। আগে বাংলায় এই পরিস্থিতি ছিল না। কারা চাইছে বাংলাকে উত্ত্যক্ত করতে, এখনো পর্যন্ত মালদার মোথাবাড়ির ঘটনায় ইন্ডিভিজুয়াল সাতটি অভিযোগ জমা পড়েছে এছাড়াও এসেছে প্রচুর মহিলা স্বাক্ষরিত মার্চ পিটিশন। আজ মোথাবাড়ি এলাকায় যাবেন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। ইতিমধ্যেই তিনি মালদায় এসে পৌঁছেছেন। মোথাবাড়িতে যাওয়ার আগে মালদার সার্কিট হাউসে সংবাদ মাধ্যমকে এ কথা বলেন তিনি।

আজ খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন

2025-04-03

মালদা:- ২০১৬ সালে পরীক্ষা দিয়েছিলেন। ২০১৮সালে চাকুরী পেয়েছেন। গ্রুপ ডি পদে। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। আইসিডিএস চাকুরী করতেন। ১৫বছর করেছেন। কিন্তু আর্থিক কারণে ভাল রোজগারের আশায় গ্রুপ ডি পদে চাকুরীর জন্য পরীক্ষা দিয়েছিলেন। চাকুরী হয়।মালদা বার্লো বালিকা বিদ্যালয়ে। আজ খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন। স্বামী বেসরকারি স্কুলে পড়ান। দুই ছেলে মেয়ে। এখন কি করবেন। বুঝতে পারছেন না। রাষ্ট্রপতির দারস্থ হবেন এমন ভাবছেন। জানালেন ভেরোনিকা টুডু।

ওটিপি শেয়ার না করেও ব্যাঙ্ক থেকে গায়েব লাখ লাখ টাকা,ব্যাঙ্ক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ, চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে

2025-04-03

হরিশ্চন্দ্রপুর : কোনও ওটিপি শেয়ার না করেও ব্যাঙ্ক থেকে গায়েব লাখ লাখ টাকা। মাথায় হাত তিন ব্যাঙ্ক গ্ৰাহকের।সাইবার পুলিসের কাছে অভিযোগ দায়ের।টাকা রিফান্ডের দাবিতে বুধবার বিকেলে ব্যাঙ্ক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর এলাকার এক বেসরকারি ব্যাঙ্কে। ব্যাঙ্ক থেকে টাকা গায়েব হয়ে গিয়েছে পূর্ব বেলসুর গ্রামের বাসিন্দা মহম্মদ পিয়ারুল ইসলামের ৪ লক্ষ টাকা,ডুমুরিয়া এলাকার বাসিন্দা ইশাহাক আলির ১ লক্ষ ১৫ হাজার টাকা ও মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মোসাম্মেদ সেতারা খাতুনের স্বামী আব্দুর রহমানের ৪ লক্ষ ৪৮ হাজার ৮০০ টাকা। কেউ দুই মাস ধরে,কেউ চার মাস ধরে ব্যাঙ্ক ম্যানেজারকে অভিযোগ করে আসছেন। কোনও সদুত্তর না পেয়ে এদিন তাকে ঘিরে বিক্ষোভ দেখান। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বেসরকারি ব্যাঙ্কে তাদের অ্যাকাউন্ট রয়েছে। কয়েক বছর ধরে লেনদেন করে আসছেন তারা। অভিযোগ,কোনও ওটিপি তারা কাউকে দেননি। এমনকী, ফোনে শেয়ার করেননি কোনও ব্যক্তিগত মেসেজও। তা সত্ত্বেও হটাৎ করে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা। এই নিয়ে আতঙ্কে রয়েছেন অন্যান্য ব্যাঙ্ক গ্রাহকরাও। কী ভাবে এই ঘটনা ঘটল? তা ভেবে পাচ্ছেন না তারা। সাইবার থানায় অভিযোগের পর দুই গ্রাহককে কিছু টাকা ব্যাঙ্ক কর্তৃপক্ষ রিফান্ড করলেও বাইক টাকা রিফান্ড করছেন না। তাদের অ্যাকাউন্ট হোল্ড করে দিয়েছেন বলে অভিযোগ। টাকা লেনদেন করতে পারছেন না তারা। ব্যাঙ্ক গ্রাহকরা কি অভিযোগ করছেন শুনুন।

অতিরিক্ত জেলাশাসকের শোবার ঘরের এসির মুখ থেকে কিলবিল করে বেড়িয়ে আসছে একের পর এক সাপ।

2025-04-02

মালদা:- অতিরিক্ত জেলাশাসকের শোবার ঘরের এসির মুখ থেকে কিলবিল করে বেড়িয়ে আসছে একের পর এক সাপ। আর তা দেখে রীতিমত চক্ষু চড়ক গাছ খোদ অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনিন্দ্য সরকারের। পরিবার নিয়ে ঘরের এক কোনায় লাফিয়ে চলে যান অতিরিক্ত জেলাশাসক। এরপরই খবর যায় সর্প বিষারদ নিতাই হালদারের কাছে। যেমনটি ফোন তেমনি কাজ। পুরাতন মালদা থেকে মোটরবাইক নিয়ে ছুটে আসেন সর্প বিশারদ নিতাই হালদার। ইংরেজবাজার শহরের মাধবনগর এলাকায় অতিরিক্ত জেলা শাসকের বাংলোতে গিয়েই একের পর এক সাপ উদ্ধার করতে থাকেন নিতাইবাবু। যদিও উদ্ধার হওয়া ৮টি সাপ বিষধর নয় বলেই জানিয়েছেন সর্প বিষারদ নিতাই হালদার। তিনি বলেন, এগুলি হচ্ছে ঘরোয়া বাতাচিতি । মূলত ঠান্ডা জায়গা পাওয়ার কারণেই বাসা বেঁধে থাকে এই ধরনের সাপ। শীতের মরশুমের কারণে এসি না চলায় সেখানে বাসা বেধে প্রজনন ঘটিয়েছে এই ধরনের সাপ। কিন্তু সাপ বিষধর হোক বা না হোক, দেখলেই আতঙ্ক তাও আবার অতিরিক্ত জেলাশাসকের বাংলোয়। গতকাল রাতে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন জেলার প্রশাসনিক পদস্থ কর্তা তথা অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনিন্দ্য সরকার। তিনি বলেন , চৈত্রের গরমে এদিন শোবার ঘরের এসিটা চালাতে শুরু করেছিলাম। আর তাতেই ঘটে বিপত্তি । কিলবিল করে একের পর এক সাপ বেরিয়ে আসে। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ি। এতগুলো সাপ কিভাবে এসির মধ্যে ঢুকে পড়লো কিছুই বুঝতে পারছি না। যাই হোক যথা সময়ে বনদপ্তরের সহযোগিতা নিয়ে একজন সর্প বিষারদ বাংলোতে এসে সাপগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছেন। সাপের বিষ আছে কিনা জানা নেই। কিন্তু সাপ দেখে পরিবারের সকলেই আতঙ্কিত হয়ে পড়েছে। এরকম ঘটনা যাতে না ঘটে সেই আশায় রাখছি। নতুন করে বাংলো সংস্কারের উদ্যোগ নিয়েছি।

মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়ন মনি মুসলিম তার প্রাণ"

2025-04-01

,মালদা:- "মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়ন মনি মুসলিম তার প্রাণ" এই স্লোগানকে সামনে রেখে ইংরেজবাজারের কাজীগ্রাম অঞ্চলের চন্ডিপুর নওদা বাজার তুতেপাড়া সোসাইটি ফর ডেভেলপমেন্টর আয়োজনে নওদা বাজার ঈদগাহ মাঠে খুশির ঈদ উপলক্ষ সুশৃংখলভাবে নামাজের আয়োজন করা হয়। নামাজে উপস্থিত ইমামদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন সোসাইটির কর্তারা। তার পাশাপাশি উপস্থিত সকলকে ও পথ চলতি সকল ধর্মের মানুষদের মিষ্টি মুখ কড়িয়ে সংবর্ধনা দেন। সারা ভারতবর্ষের অন্যান্য জায়গার তুলনাই এখানে আলাদাভাবে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খুশির ঈদ পালন করেন। খুশির ঈদে উপস্থিত ছিলেন তুতেপাড়া সোসাইটির সভাপতি তাহের মহালদার, সম্পাদক মোজাহার মহালদার, কোষাধ্যক্ষ মিম্মাসাদ মহালদার সহ সোসাইটির অন্যান্য সদস্য সহ অন্যান্য অতিথিবর্গ। ঈদগাহ মাঠে নামাজের পর দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। নামাজে ছোট থেকে বড় উপস্থিত ছিলেন সকলেই। নামাজের পর একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলার বার্তা দেন।

মালদায় পরপর তৃণমূল নেতা-কর্মী খুন, নিরাপত্তারক্ষী বাড়ানো হল মন্ত্রী সাবিনার

2025-03-26

নাজমুস সাহাদাত, মোথাবাড়ি : মালদায় একের পর এক তৃণমূল নেতা খুনের ঘটনায় নিরাপত্তারক্ষী বাড়ানো হলো পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ ও জলপথ, স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের রাষ্ট্রীয় মন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভার বিধায়িকা সাবিনা ইয়াসমিনের। চলতি বছরের শুরুতেই মালদহ শহরের ঝলঝলিয়া এলাকার মহানন্দাপল্লীতে নিজের ওয়ার্ডেই শুট আউট হন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর তথা মালদা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সহ সভাপতি প্রবীণ নেতা দুলাল সরকার। নিজের ওয়ার্ডেই গুলি করে হত্যা করা হয়েছিল বাবলা সরকারকে। তারপর কালিয়াচকের যদুপুর অঞ্চলের সালেপুর মোমিনপাড়া এলাকায় তৃণমূল কর্মী হাসা সেখ খুন হন। ওই ঘটনায় গুরুতর আহত হন তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল সেখ ও নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এসারুদ্দিন রাজু সেখ। এরপরে কালিয়াচক-৩ নং ব্লকের বৈষ্ণবনগর থানা এলাকার বীরনগর বাজারের কাছে একটি মদের আসরে শুটআউটের ঘটনা ঘটে। তাতে গুলিবিদ্ধ হয়ে প্রদীপ কর্মকার ও নিরঞ্জন দাসের মৃত্যু হয়। কালিয়াচকের আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার রামনগর পাঁচুয়াটোলায় মদ ভাটির পিছন দিকে শুটআউটের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান। এবারে কিছুদিন আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের মালদহ শহরের সদরঘাট এলাকার বাড়ির পিছনে শুটআউটে গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। তার জেরে জেলার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এছাড়াও মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল এবং প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। এইরকম পরপর বেশকিছু ঘটনা রীতিমতো ঘটে যাওয়ায় কি আতঙ্কিত হয়ে পড়ছে তৃণমূলের নেতা-কর্মীরা, উঠছে প্রশ্ন! এদিন দেখা গেল মন্ত্রী সাবিনা ইয়াসমিনের নিরাপত্তা রক্ষী বাড়িয়ে দেওয়া হয়েছে। চারজন অস্ত্রধারী পুলিশ সহ একজন সাব-ইন্সপেক্টর মোতায়েন করা হয়েছে তার নিরাপত্তার জন্য। রাষ্ট্রীয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, মালদায় যেভাবে খুনের ঘটনাগুলো একেরপর এক ঘটছে তার জেরেই হয়তো পুলিশ প্রশাসন নিরাপত্তারক্ষী বাড়ানোর কথা মনে করেছেন তাই প্রশাসন নিজেই দিয়েছেন। তবে তারা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন এবং এরজন্যে আমিও পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

বৈষ্ণবনগর থানা এলাকার ১৮ মাইলে পথ দুর্ঘটনায় মৃত তিন বন্ধু।

2025-03-23

মালদা:- বৈষ্ণবনগর থানা এলাকার ১৮ মাইলে পথ দুর্ঘটনায় মৃত তিন বন্ধু। ফরাক্কা থেকে বাইকে চেপে মেহেরাপুর যাওয়ার পথে জাতীয় সড়কের ওপরেই সকাল আনুমানিক সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। মৃত যুবকদের নাম সাবির আলম ২৪, রমজান শেখ ১৯ও সাদিকাতুল ইসলাম ২০। তারা তিনজনেই মোথাবাড়ি থানা এলাকার মেহেরপুরের নতুন পুরের বাসিন্দা। ওই যুবকদের পরিবার সূত্রে খবর, সাবির পরিযায়ী শ্রমিকের কাজ করে। সেই সূত্রেই সে কেরলে কাজে গিয়েছিল। গত তিনদিন আগে সে ট্রেনে চাপে বাড়ি ফেরার জন্য। রমজান এবং সাদিকাতুল সাবিরকে ফরাক্কা স্টেশন থেকে আনতেই বাইক নিয়ে গিয়েছিল। কিন্তু বাড়ি ফেরার পথে দুর্ঘটনা গ্রস্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

খাদ্য সুরক্ষা ও পরিবেশ বান্ধন এক সচেতনতা শিবির

2025-03-23

মালদা:- মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের ব্যবস্থাপনায় খাদ্য সুরক্ষা ও পরিবেশ বান্ধন এক সচেতনতা শিবির হয়ে গেল শনিবার। এদিন বিকালে এই শিবির অনুষ্ঠিত হয় মালদা মার্চেন্টের সাঁকোপাড়া বাণিজ্য ভবনে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পিযুষ সালঙ্কে, মালদা জেলা কৃষি আধিকারিক প্রশান্ত বৈদিক, মালদা জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মন্ডল, মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্য ব্যবসায়ীরা। এদিনের বৈঠকে মালদা মার্চেন্টের বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাদের খাদ্য সুরক্ষা ও পরিবেশ দূষণ রোধে কী কী করণীয় সেই ব্যাপারে সচেতন করা হয়। বিশেষ করে ৫০ মাইক্রনের নীচে প্লাস্টিক ক্যারিবাগ বিক্রি না করা, থার্মোকল বা প্লাস্টিক জাতীয় পাতা, বাটি, কাপ ইত্যাদি ব্যবহার না করা এই সমস্ত নানান বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয় বলে জানা গেছে। প্রজেক্টর এর মাধ্যমে দেখানো হয় খবরের কাগজ এবং প্লাস্টিক ব্যবহার করলে কি ধরনের মারণ রোগ হতে পারে তার পরিবর্তে কি ব্যবহার করতে পারবেন ব্যবসায়ীরা? সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হয় এই শিবিরে। খবরের কাগজ ব্যবহার এবং প্লাস্টিক নিষিদ্ধ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে প্রশাসন ও ব্যবসায়ীদের পক্ষ থেকে জানা গিয়েছে।

অবিশ্বাস্য ঘটনা! চোখের সামনেই ঘরে নিজে থেকেই লেগে যাচ্ছে আগুন। আতঙ্কে বাড়ি ছাড়া চারটি পরিবার।

2025-03-11

মালদা,হরিশ্চন্দ্রপুর : অবিশ্বাস্য ঘটনা! চোখের সামনেই ঘরে নিজে থেকেই লেগে যাচ্ছে আগুন। আতঙ্কে বাড়ি ছাড়া চারটি পরিবার। হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামে ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ভয়ে জবুথবু গোটা গ্রাম। কি কারণে এভাবে আগুন ছড়াচ্ছে তা বুঝে উঠতে পারছেন না কেউই। অবিশ্বাস্য এই ঘটনা,না দেখলে বিশ্বাস হবে না কারোরই। ভুতুড়ে এই ঘটনার জেরে আতঙ্কে রাত জেগে প্রহর গুনছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল থেকে এই আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা দিনমজুর জিয়ারুল হকের খড়ের গাদায় প্রথম আগুন লাগে। প্রথম দিকে সন্দেহ হয়, কেউ হয়তো আগুন লাগিয়ে দিয়েছে।এরপর দফায় দফায় সইবুর রহমান,মহম্মদ নুহু ও সাদিকুল হকের ঘরে আগুন ছড়িয়ে পড়ে।গত চারদিন ধরে এই ঘটনা ঘটছে। বিষয়টি জানাজানি হতেই দূর-দূরান্ত থেকে মানুষজন ভিড় জমাতে শুরু করেন। কারও কাপড়চোপড় পুড়ে গিয়েছে,কারও বিছানা,মশারী ও বাক্স এমনকি ঘরের বেড়ায় আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানার পুলিস ও ব্লক প্রশাসন। আগুনের উৎস খোঁজার চেষ্টা করেন তাঁর। সইবুর রহমান বলেন,কি করে আগুন লাগছে কিছুই বুঝতে পারছি না। খড়ের গাদা ও বাড়ির বাক্সে থাকা কাপড়চোপড়ে নিজে নিজেই আগুন ধরে যাচ্ছে। দিনে পাঁচ থেকে সাত বার বিক্ষিপ্ত ভাবে দফায় দফায় আগুন লাগছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রকম ঘটনা ঘটছে। রাতে আবার আগুন ছড়ায় না। আতঙ্কে বাড়ি ছেড়ে চারটি পরিবার প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছি। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক মনোরঞ্জন দাস বলেন,এটা কোনও অলৌকিক ঘটনা নয়। এটি একটি প্রাকৃতিক ঘটনা। লিথিয়াম বা মিথেন গ্যাসের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে সরজমিনে তদন্ত না করে সঠিকভাবে বিষয়টি বলা যাবে না।

কিষান ক্ষেত মজদুর মালদা জেলা কমিটির উদ্যোগে কৃষক সচেতনতা কর্মসূচি

2025-03-09

কালিয়াচক: তৃণমূল কংরেস কিষান ক্ষেত মজদুর মালদা জেলা কমিটির উদ্যোগে কৃষক সচেতনতা কর্মসূচি বৈষ্ণবনগর বিধানসভা এলাকার চরিঅনন্তপুরে। এদিন তৃণমূল কংগ্রেস কিষাণ মজদুর রাজ্য কমিটির রাজ্য সম্পাদক অসীম সিকদার ও মালদা জেলা কমিটির সাধারণ সম্পাদক কুরবান শেখের নেতৃত্বে এলাকার কৃষকদের চাষবাস ও বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে বিশেষ আলোচনা করেন। চাষিরা নিজেদের সমস্যার কথা তাদের সম্মুখে তুলে ধরেন। কৃষকদের প্রধান সমস্যা হল জল সরবরাহ থেকে শুরু করে তড়িৎ প্রবাহ ব্যবস্থা না থাকার ফলে তারা বহু সমস্যায় ভুগছেন। অনেক বড় মাঠভরা ক্ষেত কিন্তু এখানে বিদ্যুতের সংযোগ না থাকাই চাষবাসে অসুবিধা। যাতায়াত করতেও অনেক আতঙ্কিত আমরা। এদিন কৃষকদের সঙ্গে রাজ্যের সাধারণ সম্পাদক তথা কৃষক নেতা অসীম সিকদার বিভিন্ন ফসল উৎপাদন ও সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কিত আলোচনা তুলে ধরেন। মানুষের নেতা, কৃষকের নেতা, শিক্ষা জগতের অন্যতম কান্ডারী কুরবান সেখ সকল চাষীদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্ত সমস্যার সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দিলেন। আরও বলেন, আমরা সর্বদা মানুষের পাশে থাকি, পিছিয়ে পড়া সমাজের হয়ে কথা বলি। প্রত্যেকটি অভাব অভিযোগের কথা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরব এবং সমস্যার সমাধান বের করব।

মালদা কলেজ ও মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের মউ সাক্ষর অনুষ্ঠিত হলো শনিবার সন্ধ্যায় বাণিজ্য ভবনে।

2025-03-09

মালদা:-মালদা কলেজ ও মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের মউ সাক্ষর অনুষ্ঠিত হলো শনিবার সন্ধ্যায় বাণিজ্য ভবনে। এর পাশাপাশি জিএসটি নিয়েও কর্মশালা আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে। এদিন প্রদীপ প্রজনন করে কর্মশালার আনুষ্ঠানিক সূচনা করা হয়, উপস্থিত ছিলেন মালদা কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সম্পাদক উত্তম বসাক দপ্তরের জয়েন্ট কমিশনার সুদীপ কুমার মল্লিক আধিকারিক দয়মন্ত্রী ভট্টাচার্য সহ অন্যান্য ব্যবসায়ীরা। পেশাদার হিসেব রক্ষক ও পরীক্ষকের ঘাটতি মেটানো এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থানের বন্দোবস্ত করতে যৌথ উদ্যোগে মালদা কলেজ কর্তৃপক্ষ ও মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের। শনিবার দুই পক্ষের মধ্যে মালদা কলেজের বাণিজ্য বিভাগের পড়ুয়াদের হিসাব বিষয়ক পেশাদার প্রশিক্ষণ দেওয়া সংক্রান্ত একটি মৌ সাক্ষর অনুষ্ঠিত হয় । সম্পাদক উত্তম বসাক জানান জিএসটি আধুনিক বাণিজ্যের সংজ্ঞা অনেকটাই বদলে দিয়েছে। সপ্তাহে অন্তত একদিন পড়ুয়াদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। জিএসটি কর্তৃপক্ষ এই বিষয়ে অত্যন্ত ইতিবাচক ভূমিকা দেখিয়েছেন তারা সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

পুরাতন মালদার নারায়নপুর ১২ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা |

2025-03-06

বৃহস্পতিবার সকালে পুরাতন মালদার নারায়নপুর ১২ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা | দুর্ঘটনায় মৃত এক ব্যক্তি সহ আহত তিন জন। জানা গেছে, একটি পাথর বোঝাই বড় লরি সকাল সাড়ে ছটার নাগাদ নারায়নপুরের চাকি মোড়ের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে প্রথমে একটি জেসিপিকে ধাক্কা মারে এবং জেসিপিটি জাতীয় সড়কের ধারে উল্টে যায় | ফলে জেসিপির চালক এবং খালাসী দুজনই গুরুতর আহত হয় এবং আহতরা সম্পর্কে নিজের কাকা ভাস্তা। জেসিপিকে ধাক্কা মেরেই ঘাতক লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে কিছু দূরে গিয়ে একটি গাড়ির শোরুমে ঢুকে পড়ে এবং ওই শোরুমের নৈশ্য একজন প্রহরীর সেই লরির ধাক্কায় মৃত্যু হয় ।জানা গেছে মৃত নৈশ্য প্রহরীর নাম নুরুল সেখ, বয়স আনুমানিক ৫৪ বছর। পাশাপাশি লরির চালকও আহত হয়েছে। জানা গেছে ঘাতক লড়ির চালকের বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কায়। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে এলাকাবাসীর মানুষ এবং মালদা থানার পুলিশ। তবে এলাকাবাসীর দাবি জাতীয় সড়কে ডবল লেন হওয়ার ফলে লড়িগুলো খুবই বেপরোয়া ভাবে চলাচল করে এবং গাড়ির প্রচণ্ড গতিবেগ থাকে তার জন্য এসব দুর্ঘটনা ঘটছে এবং অকালে মানুষের প্রাণ যাচ্ছে।

তসকালে মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হল তিনজনের আহত একজন।

2025-03-06

মালদা:- সাতসকালে মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হল তিনজনের আহত একজন। মালদার গাজলের হিয়াঘর এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে এক অজানা গাড়ি ধাক্কা মারল টোটকে ঘটনাস্থলেই তিনজন মারা যায় একজন গুরুতর আহত হয়। যদিও ঘাতক গাড়িটির খোঁজ পাওয়া যায়নি। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ। জানা গেছে দেওতলা এলাকার বেশ কিছু লোকজন তারা গাজোলে যাচ্ছিল কেউ যাচ্ছিল মাছ বিক্রি করতে কেউ বা আবার আড়ত থেকে সবজি কিনতে যাওয়ার জন্য যাচ্ছিল। গাজোল যাওয়ার পথেই গঙ্গারামপুর গামী অজানা গাড়ি ধাক্কা মারে । ঘটনাস্থলে গাজোল থানার পুলিশ ছুটে যায় মৃতদেহ গুলোকে উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে একজন আহত অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তার অবস্থা আশঙ্কা জনক। ওই ব্যক্তিদের নাম, নিজামুদ্দিন সেখ বয়স ৫৫ । অন্যদিকে মৃতদের নাম ললিত ভুইমালি (৬০), আলতাফ হোসেন (৪২) , শামসুদ্দিন শেখ (৬০)। ঘটনাটা ঘিরে শোকের ছায়া নেমে আসে এই এলাকায়।

মালদার ইংরেজ বাজারের অতুল মার্কেট সংলগ্ন ছানা বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে।

2025-03-06

মালদা:- মালদার ইংরেজ বাজারের অতুল মার্কেট সংলগ্ন ছানা বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রায় ১০০ ছানা ব্যাবসায়ী বিভিন্ন দাবি নিয়ে এদিন এক আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় প্রতিনিধিত্ব করেন ছানা ব্যবসায়ী বাপি ঘোষ। ছানা ব্যবসায়ী বাপি ঘোষ জানান কিছু অসাধু ব্যক্তি জোরপূর্বক ছানা ব্যবসায়ীদের কাছে প্রতিদিন টাকা আদায় করে কিন্তু ছানা ব্যবসায়ীদের কোনরকম সুযোগ-সুবিধা নেই। রাতে ছানা বাজারে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আমরা কোন তোলাবাজি চলতে দেব না তার পাশাপাশি কেউ যদি গায়ের জোর খাটায় তাহলে আমরা এরপরে প্রশাসনের দ্বারস্থ হবো।

জঞ্জাল সাফাই-এর কাজে আরও গতি আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ইংরেজবাজার পৌরসভা।

2025-03-05

মালদা:-জঞ্জাল সাফাই-এর কাজে আরও গতি আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ইংরেজবাজার পৌরসভা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অধীনে ওয়ার্ডে ওয়ার্ডে গাড়ির ব্যবস্থা করছে জঞ্জাল সাফাইয়ের জন্য। বুধবার জঞ্জাল সাফাইয়ের সেই গাড়ি পেল পৌরসভার ২৪নং ওয়ার্ড। যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর সুতপা দাস ঘোষ। তিনি নারকেল ফাটিয়ে জঞ্জাল সাফাইয়ের গাড়ির আনুষ্ঠানিক পথচলা শুরু করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর সুতপা দাস ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন ২৪নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক বসাক, সমাজসেবী রতন ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই প্রসঙ্গে কাউন্সিলর সুতপা দাস ঘোষ জানান, ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে জঞ্জাল সাফাই-এর জন্য তারা একটি গাড়ি পেলেন। যা এখন থেকে দিবারাত্রি গোটা ওয়ার্ড এলাকায় ঘুরবে। বাড়ি বাড়ি থেকে পচনশীল ও আচনশীল আবর্জনা পৃথক পৃথকভাবে সংগ্রহ করবে। এজন্য তারা ওয়ার্ড এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করছেন। যাতে তারা আবর্জনা পৃথকীকরণ করে জঞ্জাল সাফাইয়ের গাড়ি ফেলেন।

বড়সড়ো ডাকাতির ছক ভেস্তে দিল ইংরেজ বাজার থানার পুলিশ।

2025-03-05

মালদা:- বড়সড়ো ডাকাতির ছক ভেস্তে দিল ইংরেজ বাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গৌড়বঙ্গ স্টেশনের পার্কিং জোন এলাকা থেকে গ্রেপ্তার চারজনের এক ডাকাত দল। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র হাঁসুয়া, লোহার রড এবং দড়ি। বুধবার সকাল আনুমানিক নটা নাগাদ ইংলিশ বাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে ৮ থেকে ৯ জনের একটি ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন পার্কিং জোনে জমায়েত হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে ইংলিশ বাজার থানার পুলিশ সেই এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে বাকিরা পালিয়ে যায়। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহ ডাকাতির অন্যান্য সামগ্রী।

এবার আবাস যোজনায় বিজেপি র সদস্যর বিরুদ্ধে কাটমানি চাওয়া এবং মারধরের অভিযোগ উঠল।

2025-03-05

এবার আবাস যোজনায় বিজেপি র সদস্যর বিরুদ্ধে কাটমানি চাওয়া এবং মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলে। অভিযোগ সারিয়াম চৌধুরী আবাস যোজনায় একটি ঘর পায়। অভিযোগ বিজেপি র সদস্য গোবিন্দ চৌধুরী ২০ হাজার টাকা কাটমানি চায়। সেই সময় সারিয়াম চৌধুরীর হাতে টাকা না থাকায় ছাগল বিক্রি করে টাকা দেয়। অভিযোগ প্রথম কিস্তি টাকা পাওয়ার পর দ্বিতীয় কিস্তির জন্য আবার টাকা চাওয়া হয় বলে অভিযোগ। না দিলে মারধর করা হয় সারিয়ামকে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

চামগ্রাম হাইস্কুলে ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে ঘিরে ধুন্ধুমার কান্ড

2025-03-05

বুধবার মালদার বৈষ্ণবনগর থানার চামগ্রাম হাইস্কুলে ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে ঘিরে ধুন্ধুমার কান্ড ঘটে গেল। পরীক্ষার্থীদের একাংশের হামলায় গুরুতর জখম হয়েছেন সংশ্লিষ্ট স্কুলের ৬ জন শিক্ষক। পরীক্ষার সময় ওই স্কুলে উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় যে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। এদিকে এদিন মালদায় পরীক্ষার পরিদর্শনে এসেছেন পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি বোর্ডের কাউন্সিল সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য । তিনি অবশ্য এই বিষয় এখনি কোনও মন্তব্য করেন নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবছর চামাগ্রাম সিট পড়েছে কান্দিটোলা হাইমাদ্রাসা, চর সুজাপুর হাই স্কুল এবং পারলালপুর হাই স্কুলের। পরীক্ষা শুরুর সময় মেন গেটের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছিলেন কয়েকজন শিক্ষক । সেই সময় পরীক্ষার্থীদের একাংশ তল্লাশি চালানোর প্রতিবাদ জানিয়ে আচমকায় কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালায় বলে অভিযোগ। আর তাতেই পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ মধ্যে ধুন্ধুমার কান্ড ঘটে যায় । পরে ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশ।

কালিয়াচকে নির্বিঘ্নে উচ্চমাধ্যমিক পরিক্ষার প্রথম দিন

2025-03-04

নাজমুস সাহাদাত, কালিয়াচক: সোমবার শুরু হল উচ্চমাধ্যমিক পরিক্ষা। গোটা রাজ্যের পাশাপাশি মালদহের কালিয়াচকের বিভিন্ন স্কুলে শান্তিপূর্ণভাবেই শুরু হল উচ্চমাধ্যমিক পরিক্ষা। কালিয়াচক এলাকার মধ্যে ৯টি হাই স্কুল অর্থাৎ কালিয়াচক হাই স্কুল, নয়মৌজা হাই স্কুল, কালিয়াচক বালিকা হাই স্কুল, মোজমপুর এইচএসবি হাই স্কুল, হাজী ওমর আলী স্মৃতি বিদ্যালয়, জালালপুর হাই স্কুল, সুজাপুর হাই স্কুল, সুজাপুর বালিকা হাই স্কুল, বামনগ্রাম হাই স্কুল এবং ৪টি হাই মাদ্রাসা অর্থাৎ নয়মৌজা সুভানিয়া হাই মাদ্রাসা, মাজহারুল উলুম হাই মাদ্রাসা, দারিয়াপুর বাইশি হাই মাদ্রাসায় উচ্চমাধ্যমিক পরিক্ষা চলে। অন্যদিকে মোথাবাড়ি এলাকায় পরিক্ষার প্রধান কেন্দ্র এজিজেএস হাই মাদ্রাসা এছাড়াও মোথাবাড়ি হাই স্কুল, বাঙ্গীটোলা হাই স্কুল, পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুল, আব্বাস গঞ্জ হাই মাদ্রাসা, ডিএসকেবি হাই মাদ্রাসা ও উত্তরলক্ষীপুর হাই স্কুলে উচ্চমাধ্যমিক পরিক্ষা কেন্দ্রে প্রথম দিনে সুষ্ঠুভাবে উচ্চমাধ্যমিকের পরিক্ষা হয়। এবং কালিয়াচক-৩ ব্লকের বৈষ্ণবনগর এলাকায় পরিক্ষার প্রধান কেন্দ্র জিবিএস হাই মাদ্রাসা সহ আরও গোলাপগঞ্জ হাই স্কুল, ভগবানপুর কেবিএস হাই স্কুল, আকন্দবেরিয়া এসসি হাই স্কুল, সাহাবাজপুর উমাচরণ হাই স্কুল, গয়েশ্বরী পিভি বিদ্যানিকেতনে উচ্চমাধ্যমিকের পরিক্ষা কেন্দ্রে সুশৃংখলভাবে পরিক্ষা হয়। শিক্ষা মহলের বক্তব্য, খুব সুন্দরভাবে এদিনের উচ্চমাধ্যমিক পরিক্ষা সম্পন্ন হল। আমরা চাইব বাকি পরিক্ষাগুলোও ভালোভাবে কাটুক। তবে এই বছরই পুরনো সিলেবাসের শেষ পরীক্ষা। আগামী ২০২৬ সাল থেকে সেমেস্টার পদ্ধতিতে বছরে দু’বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। উচ্চমাধ্যমিক পরিক্ষার মালদা জেলার যুগ্ম আহ্বায়ক বাসিরুল ইসলাম জানান, মালদা জেলায় উচ্চমাধ্যমিক পরিক্ষার প্রথম দিন নির্বিঘ্নে সম্পন্ন হল। এবছর গোটা মালদা জেলায় ১৭টি কেন্দ্রের ১২২ টি ভ্যানুতে পরিক্ষার আয়োজন করা হয়েছিল। তার মধ্যে কালিয়াচকের ৩টি ব্লকে চারটি প্রধান কেন্দ্রের ৩২ টি ভ্যানুতে প্রায় দশ হাজার আটশত ছিয়াত্তর জন পরিক্ষার্থীরা পরিক্ষা দেয়। এবারের উচ্চমাধ্যমিক পরিক্ষায় ছাত্র পরিক্ষার্থীর সংখ্যা প্রায় চোদ্দ হাজারের কাছাকাছি এবং ছাত্রীর সংখ্যা আঠারো হাজারের কিছু বেশি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রত্যেকটি ভ্যানুর জন্যে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করা হয়েছে এবং মোবাইল চেকিং সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চিহ্নিত করার জন্য।

নারায়ণপুর বিএসএফ এর ১২ ব্যাটালিয়ান পক্ষ থেকে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার দুপুরে ।

2025-02-28

নারায়ণপুর বিএসএফ এর ১২ ব্যাটালিয়ান পক্ষ থেকে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার দুপুরে । শুক্রবার মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে ঋশিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিভিক একশন প্রোগ্রাম করা হয়। ১২ ব্যাটালিয়ান বিএসএফের পক্ষ থেকে এদিন সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকে সিভিক অ্যাকশন প্রোগ্রামের মধ্যেমে এলাকার মানুষের জন্য বিনামূল্যে ঋশিপুর উচ্চ বিদ্যালয় এর ছাত্র ছাত্রীদের মধ্যে খেলার সামগ্রী তুলে দেওয়া হয়।যেমন ভলিবল,ভলিবল নেট, স্পিকিং ,ডাস্টবিন, ব্যাডমিন্টন র‍্যাকেট, ফুটবল, ক্রিকেট খেলার সামগ্রিকসহ বিভিন্ন জিনিস তুলে দেওয়া হয়। এলাকাবাসিরা জানান যেভাবে সীমান্তবর্তী এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত এক করে পাহারা দিচ্ছেন তার পাশাপাশি সাধারণ মানুষকে সহযোগিতা করছেন বিএসএফ তারই অঙ্গ হিসেবে দেখা গেল সিভিক অ্যাকশন প্রোগ্রামের অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের সহযোগিতা করতে। এদিন উপস্থিত ছিলেন বিএসএফ ১২ নম্বর ব্যাটেলিয়ান সিও প্রেম কুমার,বিএসএফের ডেপুটি কমান্ডেন্ট পি আর সৃজিৎ,কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সুধীর কুমার সহ বিএসএফের১২ নাম্বার ব্যাটেলিয়ানের বি এস এফ কর্মকর্তারা | এছাড়াও উপস্থিত ছিলেন ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তি শিকদার,সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা,ছাত্রছাত্রীরা

শুকনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুষ্পেন্দু শেঠ মহাশয়ের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গনে।

2025-02-28

শুক্রবার দুপুরে হবিবপুর ব্লকের আইহো চক্রের শুকনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুষ্পেন্দু শেঠ মহাশয়ের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গনে। এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুক নগর প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক পুষ্পেন্দু শেঠ, এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন চক্রবর্তী বিদ্যালয়ের বর্তমান শিক্ষক মিঠুন দাস সহ চক্রের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিবৃন্দ। প্রধান শিক্ষকের বিদায়ী অনুষ্ঠানকে কেন্দ্র করে স্কুলের ছাত্র-ছাত্রীদের দ্বারা অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খুদে পড়ুয়ারা বিভিন্ন নাচ গান পরিবেশন করে। জানা গেছে বিদায়ী শিক্ষক পুষ্পেন্দু শেঠ মহাশয় ১৯৮৭ সালে তার শিক্ষকতা জীবন শুরু করেন এবং দীর্ঘ বছর পর আজ অবসর গ্রহণ করেন। তার এই বিদায়ী দিনে সহকর্মীরা ভারাক্রান্ত মনে তাকে বিদায় সম্বর্ধনা জানান এবং আগামী দিনে তার দেখানো পথেই স্কুল পরিচালনা হবে বলে জানান সহকর্মীরা।

টার্গেট পয়েন্ট (আর) স্কুলে এবছরের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ভর্তি প্রবেশিকা পরীক্ষা ।

2025-02-27

নাজমুস সাহাদাত, কালিয়াচক: মালদা জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কালিয়াচকের টার্গেট পয়েন্ট (আর) স্কুল। এবছরের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ভর্তি প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য প্রায় নয়শত ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশ নেয়। একই দিনে কালিয়াচক টার্গেট পয়েন্ট এর নিজস্ব শাখার পাশাপাশি কোচবিহার ও দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারেও ভর্তি প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। আজকে সর্বমোট কয়েক হাজার ছাত্রছাত্রী টার্গেট পয়েন্ট স্কুলে বিজ্ঞান বিভাগে ভর্তির প্রবেশিকা পরীক্ষা সুশৃংখলভাবে সম্পন্ন হয়। সম্প্রতি কালিয়াচক টার্গেট পয়েন্ট স্কুলের বিগত দিনের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সহ ডাক্তারি নিট পরীক্ষায় চমকপ্রদ রেজাল্টের ফলে মালদা জেলার বিশেষ চাহিদা সম্পন্ন একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীর অভিভাবকরা জানান, এখন নজরে শিক্ষা প্রতিষ্ঠান অসংখ্য ভিড়। তবে ছেলেমেয়েদের কোয়ালিটি সম্পন্ন ও তাদের সুদূর ভবিষ্যৎ এবং একজন প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে যে শিক্ষা দরকার সেটা আমরা আমাদের এলাকার টার্গেট পয়েন্ট স্কুলে দেখতে পাচ্ছি। একটা স্কুলের সুনাম তখনই হয় যখন সেই স্কুলের শিক্ষার মান, শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের ব্যবহার, শিক্ষা প্রতিষ্ঠানের কঠিন পরিকাঠামো এবং ছাত্র-ছাত্রীদের সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সকলের কঠিন পরিশ্রম খুবই প্রয়োজন। আমরা মনে করি টার্গেট পয়েন্ট স্কুল আগামীর পথ আরো উজ্জ্বলময় হবে। টার্গেট পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেন জানান, আমাদের প্রতিবছরই ভর্তি প্রবেশিকা পরীক্ষা খুব সুষ্ঠুভাবে এবং কঠিন নিয়ম নীতির মাধ্যমে নেওয়া হয়। এছাড়াও অভিভাবকদের উদ্দেশ্যে বলব, আমাদের বরাবর কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে নিয়মিত পাঠ দান করে থাকে ও নীতি আদর্শের উপর চরিত্র গঠন লেখাপড়া, রেজাল্ট ভালো করা ইত্যাদি দিয়েই আমরা সুনাম অর্জন করছি। অতএব আপনি আপনার ছেলে মেয়েদেরকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে নিরাপত্তার দিক দিয়ে এবং তাদের রেজাল্টের উপর নিশ্চিন্তে থাকুন। আজকের পরীক্ষার ফলাফল আগামী ৭ই মার্চ প্রকাশিত হবে। মোবাইল নম্বরে এসএমএস এবং স্কুলের ওয়েবসাইট ও স্কুলের উল্লেখিত যোগাযোগের মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও যারা ভর্তির সুযোগ পাবে অর্থাৎ ছেলে ও মেয়ে উভয়ের জন্য পৃথক ক্লাসরুম ও হোস্টেলের ব্যবস্থা রয়েছে।

মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল মালদার মানিকচকে।

2025-02-26

মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল মালদার মানিকচকে। অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল মানিকচকের গোপালুর এলাকায়। জানা গেছে, এদিন হঠাৎ করেই এক গৃহস্থ বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দেখতে দেখতে সেই আগুন আরও বিধ্বংসী রূপ ধারণ করে। অগ্নিকান্ডের সময় পরিবারের চারজন সদস্য আহত হন বলে খবর। ঘটনার পরপরই প্রথমে স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ও দমকল দপ্তরের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এরপর দমকল কর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। এদিনের এই অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা সম্ভবপর হয়নি।

"সবুজ হাইড্রোজেন উৎপাদন" বিষয়ের ওপর গবেষণা করতে বিদেশ পাড়ি কালিয়াচকের সামিম আখতার

2025-02-21

নাজমুস সাহাদাত, কালিয়াচক: আবারও মালদহের কালিয়াচকের ভূমিপুত্র বিদেশের মাটিতে গবেষনা করতে পাড়ি দিচ্ছেন ড. সেখ সামিম আখতার। তিনি কালিয়াচকের শেরশাহী রন্নুচক গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার বাবা মুহাম্মদ রাজু সেখ একজন দিনমজুর আর মা সুফিয়া বানু হলেন আশা কর্মী। শেখ সামিম আখতার কালিয়াচক হাই স্কুলে পঞ্চম শ্রেণি থেকে পড়াশোনা শুরু করে উচ্চমাধ্যমিক পাশ করার পর ২০১১ সালে চলে যায় আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে রসায়ণবিজ্ঞান বিষয়ে গ্রাজুয়েট ও মাস্টার্স করার পর ঝাড়খন্ডের ধানবাদ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে 'ইলেক্ট্রোকেমিক্যাল কার্বনডাইঅক্সাইড রিডাক্সন' টপিকের ওপর গবেষণা সম্পন্ন করল। তারপরেও থেমে থাকেনি শেখ সামিম আখতার। তার অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এই মাসেই অর্থাৎ আগামী সোমবার দক্ষিণ কোরিয়ার Kumoh National Institute of Technology তে পাড়ি দিচ্ছেন সামিম। তার পোস্ট ডক্টরাল টপিক হলো Green Hydrogen Production এছাড়াও সামিম প্রচার বিমুখ স্বভাবের ছেলে এবং সে অত্যন্ত শান্ত, ধর্মপ্রান, মিষ্টি ভাষী, মিশুকে স্বভাবের বলে জানান এলাকাবাসী। সামিমের এই গগন-চুম্বী যাত্রার প্রতক্ষ সাক্ষী যারা তারা আজ সামিমের জন্য গর্বিত। সামিমের সাফল্যে তার বাবা মা ও একমাত্র বোন ভীষণ আপ্লুত। এর আগেও কালিয়াচক থেকে অনেকেই গবেষণা করতে বিদেশে পাড়ি দিয়েছেন। আরও অনেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এগিয়ে যাওয়ার জন্যে। প্রতি বছর কালিয়াচক থেকে শিক্ষার মান উন্নয়নে ধারাবাহিভাবে ছাপ রেখে যাচ্ছে। কখনও ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, খেলাধুলায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের বোর্ড র‍্যাঙ্ক সহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় দেশের সেরার সেরা হয়েছেন কালিয়াচকের কৃতি সন্তানরা। গবেষক ড. শেখ সামিম আখতার এর বাবা রাজু শেখ জানান, ছেলেবেলা থেকেই সামিম আক্তার পড়াশোনায় অত্যন্ত মেধাবী। আমি দিনমজুরের কাজ করি, অর্থাভাবে ছেলেকে সরকারি বিদ্যালয় বাদে কোথাও টিউশনি পড়াতে পারিনি। নিজের মেধার জোরেই আজ সামিম নিজের সাফল্যে এগিয়ে গেছে এতে আমরা অত্যন্ত খুশি। এবং তার মাতা সুফিয়া বানু জানান, আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার ছেলে বিদেশে গবেষণা করতে যাবে। অনেক কষ্ট করে আমরা আমার ছেলেকে বড়ো করেছি। তবে সে আজকে নিজের পরিশ্রম আর মেধাকে কাজে লাগিয়ে এতদূর পৌঁছে গেলে এতে আজ আমরা সহ পুরো কালিয়াচক বাসি আমার ছেলের জন্যে গর্বিত। অন্যদিকে কালিয়াচকের আর কৃতি ছাত্র টার্গেট পয়েন্ট স্কুলের এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী গোলাম মাসুদ বিশ্বাস। সে NTA পরিচালিত JEE (MAINS)-2025 session -1 for BE/B Tech পরীক্ষায় ৯৮.২৯৫ শতাংশ নম্বর পেয়ে আবারও কালিয়াচক তথা মালদা জেলার গৌরব বৃদ্ধি করছে। এই গোলাম মাসুদ বিশ্বাস ২০২৩ সালের মাধ্যমিক বোর্ড পরিক্ষায় রাজ্যে ৭ম স্থান অধিকার করেছিল। ধারাবাহিক এই সাফল্যে আনন্দের জোয়ার কালিয়াচকজুড়ে।

পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তির রান্নাঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ শশুর এবং ভাসুরের বিরুদ্ধে।

2025-02-17

পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তির রান্নাঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ শশুর এবং ভাসুরের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের উগ্ৰিটোলা এলাকায়। ওই এলাকার বাসিন্দা দশরথ মন্ডল কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। বাড়িতে শুধুমাত্র তার স্ত্রী রেনুকা মন্ডল এবং তার একমাত্র মেয়েকে নিয়ে থাকে। রেনুকা মন্ডলের অভিযোগ তার ভাসুরের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ রয়েছে। তার আরো অভিযোগ এই আক্রোশ বসত বিগত শুক্রবার রাত আনুমানিক দুটো নাগাদ রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। ফলে রান্নাঘর থেকে আসবাবপত্র প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। এদিকে সম্পূর্ণ ঘটনা বিবরণ দিয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন রেনুকা মন্ডল। পাশাপাশি তিনি অভিযুক্তদের শাস্তির দাবি করেন।

রোগী মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদা শহরের সিংঙ্গা তলা এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে।

2025-02-15

মালদা :- রোগী মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদা শহরের সিংঙ্গা তলা এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে। ঘটনাস্থলে ছুটে আসতে হল ইংলিশ বাজার থানার চার চার জন পুলিশ অফিসার কে। পরে পরিবারের উপস্থিতিতে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে মালদা শহরের দেশবন্ধু পাড়া এলাকার বাসিন্দা প্রাক্তন রেল কর্মী প্রবীর চন্দ্র সুর গত ৪ তারিখ মঙ্গলবার সন্ধ্যায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর তাকে প্রথমে রেল হাসপাতাল এবং পরে মালদা শহরের সিঙ্গাতলা এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসা হয়। পরিবারের অভিযোগ দুই দুইবার অস্ত্র প্রচার করা হয় প্রবীরবাবুর। কর্তব্যরত চিকিৎসকরা জানান অস্ত্র প্রচার সফল হয়েছে তাদের রোগী সুস্থ রয়েছে। কিন্তু হঠাৎ করে আজকে নার্সিংহোমে এসে তারা জানতে পারেন তাদের রোগী মারা গেছে। তাদের পরিবারের সদস্য কখন মারা গেছে তা জানানো হয়নি নার্সিংহোমের কর্তৃপক্ষের তরফ থেকে, সেই সঙ্গে পরিবারের অভিযোগ কোন রকমের রিপোর্ট এবং বিল দেওয়া হচ্ছে না তাদের। তার সঙ্গে তারা মনে করছেন চিকিৎসার গাফিলতি হয়েছে। অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃতের বাড়ির সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশ বাজার থানার পুলিশ। পরে পুলিশ মৃতদেত উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ কিছুই বলতে চাইনি।

সমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন | তাই মাধ্যমিক পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত শহরকে যানজট মুক্ত করতে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি

2025-02-10

সমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন | তাই মাধ্যমিক পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত শহরকে যানজট মুক্ত করতে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হলো পুরাতন মালদা শহর এলাকায়। মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা যাতে নিজেদের পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে পৌঁছাতে পারে সেই উদ্দেশ্যে পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যানের উদ্যোগে এবং ট্রাফিক পুলিশের সহযোগিতায় পুরাতন মালদার মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়, বুলবুলি মোড় সহ বিভিন্ন ব্যস্ততম এলাকায় ড্রোনের মাধ্যমে যানজটের উপরে নজরদারি চালানো হয়।

মালদা জেলা জুড়ে একের পর এক ঘটনা, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সারা রাজ্য জুড়ে। এবার নিরাপত্তার উপরে বিশেষ নজর দিচ্ছে মালদা জেলা পুলিশ।

2025-01-31

মালদা:- মালদা জেলা জুড়ে একের পর এক ঘটনা, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সারা রাজ্য জুড়ে। এবার নিরাপত্তার উপরে বিশেষ নজর দিচ্ছে মালদা জেলা পুলিশ। এতদিন পুলিশ পেট্রোলিং ভ্যানে করেই জেলার বিভিন্ন জায়গায় চলতো পুলিশি টহলদারি। অলিতে গলিতে প্রবেশ করতে সমস্যা হতো পেট্রোলিং ভ্যানের। এবার এই সমস্যার সমাধান খুঁজে বের করেছে জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা। গুরুত্বপূর্ণ এলাকা গুলিতে নজরদারির জন্য বিভিন্ন থানায় পাঠানো হয়েছে ইলেকট্রিক বাইসাইকেল। যে সাইকেলে চেপেই এবার নজরদারি চালাবেন পুলিশকর্তারা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই গাজোল থানায় এসে পৌঁছেছে চারটি ইলেকট্রিক বাইসাইকেল। সেই বাইসাইকেলে করেই একজন পুলিশ কর্তার সাথে তিনজন সিভিক কর্মী টহলদারি চালাচ্ছে বিভিন্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে অত্যাধুনিক মানের এই ইলেকট্রিক বাইসাইকেলে করেই সারাদিন ও সারারাত বিভিন্ন এলাকায় চলবে নজরদারি। প্রথমে বিভিন্ন স্কুল এবং অফিস এলাকায় টহলদারি চালাবেন পুলিশকর্মীরা। রাতে বিভিন্ন এলাকায় ঘুরবে এই সাইকেল। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে অত্যাধুনিক মানের এই ইলেকট্রিক বাইসাইকেল একবার চার্জ দিলে চলবে সারাদিন। ঘুরবে বিভিন্ন অলিতে গলিতে যার ফলে সুবিধা হবে নজরদারিতে।

মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ী মোড় জেলা ট্রাফিক পুলিশ অফিসের সামনে হেলমেট বিতরণ

2025-01-31

মালদা :- 'সাবধানে চালাও, জীবন বাঁচাও' এই স্লোগানদের সামনে রেখে মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ী মোড় জেলা ট্রাফিক পুলিশ অফিসের সামনে হেলমেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। পথ দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে মোটর বাইকে হেলমেট বিহীন মানুষদের সচেতন করতে হেলমেট পরিয়ে তাদের সচেতন করা হয়। এছাড়া যে সমস্ত মানুষ হেলমেট পড়ে আসছেন তাদের গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা করে বাইকে সেফ ড্রাইভ, সেভ লাইফ স্টিকার লাগিয়ে সচেতন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি শ্যামল চন্দ্র দাস, ট্রাফিক আই সি দেবু চক্রবর্তী, ট্রাফিক অফিসার সুজিত রায়, প্রবেশ দাস সহ অন্যান্য অফিসাররা। ট্রাফিক ডিএসপি জানান, পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে যানবাহন চালক সহ পথ চলতি মানুষদের সচেতন করতে ট্রাফিকের তরফ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তার মধ্যে এই হেলমেট বিতরণ একটা কর্মসূচি। পথ দুর্ঘটনা কমাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে জেব্রা ক্রসিং করা হবে। তাতে মানুষ অনেক সচেতন হবে।

শুরু হয়েছে রাজ্য সরকারের দুয়ারে সরকার নবম পর্যায়ের ক্যাম্প

2025-01-30

গত শুক্রবার 24 শে জানুয়ারি থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের দুয়ারে সরকার নবম পর্যায়ের ক্যাম্প | দীর্ঘ কয়েক বছর ধরে এই কাজ হয়ে আসলেও এখনো সাধারণ মানুষের প্রচুর জনসমাগম লক্ষ্য করা গেল এই দুয়ারে সরকার ক্যাম্পে। বৃহস্পতিবার এই দুয়ারে সরকার ক্যাম্পে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল পুরাতন মালদা ব্লকের মুচিয়া চন্দ্র মোহন হাই স্কুলে |বৃহস্পতিবার চন্দ্র মোহন স্কুল প্রাঙ্গনে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয় এবং স্বতঃস্ফূর্তভাবে মুচিয়া অঞ্চলের জনসাধারণ মুখ্যমন্ত্রীর ৩৭ টি প্রকল্পের সুবিধা নিতে বা প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হতে আবেদন পত্র জমা দেন। এদিন এই দুয়ারে সরকার ক্যাম্পে তদারকি করতে দেখা গেল বিজেপি পরিচালিত মুচিয়া অঞ্চলের প্রধান পলি দাস মহাশয়াকে। বিজেপি প্রধান পলি দাস জানান, রাজ্য সরকারের এই দুয়ারে সরকার ক্যাম্পে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে বিভিন্ন প্রকল্প আওতায় অন্তর্ভুক্ত হতে এবং মানুষ প্রচুর উপকৃত হচ্ছে ,এই দুয়ারে সরকার ক্যাম্পে জনসাধারণের প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে।

অমৃতি ব্যবসায়ী সমিতি এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহযোগিতায় ১৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো অমৃতি বাস স্ট্যান্ড মোড় এলাকায়।

2025-01-27

মালদা:- অমৃতি ব্যবসায়ী সমিতি এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহযোগিতায় ১৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো অমৃতি বাস স্ট্যান্ড মোড় এলাকায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, কোষাধক্ষ্য হিমাদ্রি রায়, গোপাল শাহা সহ অমৃত ব্যবসায়ী সমিতির সভাপতি পবন সাংঘাই সম্পাদক পঙ্কজ সিং কোষাধক্ষ্য উত্তম মন্ডল সহ একাধিক সদস্যরা। এদিনের এই বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সংগঠনের সম্পাদক পঙ্কজ সিং। তিনি আরো জানান এই সংগঠনকে আগামী দিনে কিভাবে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে এই নিয়েও বিশদ আলোচনা করা হয়। এই দিনের এই বার্ষিক সাধারণ সভায়।

প্রতিবছরের মতো এবারও মালদা প্রেস কর্নারে যথাযোগ্য মর্যাদায় পালিত হল প্রজাতন্ত্র দিবস।

2025-01-27

মালদা:-প্রতিবছরের মতো এবারও মালদা প্রেস কর্নারে যথাযোগ্য মর্যাদায় পালিত হল প্রজাতন্ত্র দিবস। ৭৬ তম পজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রবীণ সাংবাদিক অভিজিৎ চৌধুরী ও স্বপন মুখার্জি।। নেতাজির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলার সাংবাদিকেরা। এরপর সমবেত জাতীয় সংগীত গেয়ে দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরিশেষে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন সাংবাদিক অভিজিৎ চৌধুরী।

সারম্বরে পালিত হচ্ছে 76 তম প্রজাতন্ত্র দিবস। আর এই প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দ্যা গ্লো এডুকেশনে।

2025-01-27

আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সারা ভারতবর্ষ জুড়ে সারম্বরে পালিত হচ্ছে 76 তম প্রজাতন্ত্র দিবস। আর এই প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দ্যা গ্লো এডুকেশনে। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন দ্যা গ্লো এডুকেশন এর কর্ণধার ইন্দ্রদেব মন্ডল। এরপর মথুরাপুর সুভাষ কলোনিতে অবস্থিত দ্যা গ্লো এডুকেশন প্রায় 250 জন ছাত্রছাত্রীকে নিয়ে শুরু করে র‍্যালি। এই র‍্যালি সুভাষ কলোনি থেকে বেরিয়ে মথুরাপুর চৌরঙ্গী হয়ে ভূতনি ব্রিজ পরিক্রমণ করে পুনরায় দ্যা গ্লো এডুকেশন প্রাঙ্গনে পৌঁছয়। দ্যা গ্লো এডুকেশন এর কর্ণধার ইন্দ্রদেব মন্ডল এর পরিচালনায় ও সমস্ত শিক্ষক শিক্ষিকার সহযোগিতায় সম্পন্ন হয় র‍্যালি। র‍্যালি শেষে ছাত্রছাত্রীদের মিষ্টিমুখ ও করানো হয়। দা গ্লো এডুকেশনের কর্ণধার ইন্দ্র দেব মণ্ডল জানান, ২০১৯ সাল থেকে দ্যা গ্লো এডুকেশন এলাকার পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান করে আসছে। বিষয় ভিত্তিক শিক্ষক-শিক্ষিকা দ্বারা এখানে পঠন পাঠন করানো হয়। ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলায় আমাদের লক্ষ্য।

টার্গেট পয়েন্ট (আর )স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

2025-01-25

নিজস্ব প্রতিবেদক, সাহাবাজপুর: পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। খেলাধুলা ছাড়া ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিকাশ অসম্ভব বলে মনে করা হয়। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করাও খুবই জরুরী। মালদার সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান টার্গেট পয়েন্ট আর স্কুলের উদ্যোগে দুদিনব্যাপী ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। প্রথমদিনে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতা মূলক খেলাধুলা ও দ্বিতীয়দিনে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এদিনের টার্গেট পয়েন্ট আর স্কুলের তম বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রীয় মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন, কলকাতা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা সুজাপুর বিধানসভার বিধায়ক আব্দুল গনি। এছাড়াও টার্গেট পয়েন্ট স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক উজির হোসেন, স্কুলের অন্যতম কর্ণধার কুরবান শেখ, মুকুল হক ছাড়াও স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং স্কুলের ছাত্রছাত্রীরা। খেলাধুলার পাশাপাশি একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান তথা কবিতা আবৃত্তি, গানের তালে নৃত্য, দেশাত্মবোধক সংগীত, পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও ছাত্র-ছাত্রীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। এছাড়াও খেলাধুলাতেও বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টার্গেট পয়েন্টের ছাত্রছাত্রীরা।

মন্ত্রীর উদ্যোগে রক্তদান শিবির।

2025-01-23

মন্ত্রীর উদ্যোগে রক্তদান শিবির। হরিশ্চন্দ্রপুর, ২৩ জানুয়ারি: আজ তেইশে জানুয়ারির নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক তজমুল হোসেন এর উদ্যোগে একটি বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে প্রায় দেড় শত জন সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারী এবং দলীয় কর্মীরা রক্তদান করেন। এই কর্মসূচিতে মহিলা রক্তদাতা দেরউপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তজমুল বলেন জেলায় মাঝে মাঝে রক্ত সংকটের মত ঘটনা ঘটে। বিভিন্ন কারণে মানুষের রক্তের প্রয়োজন পরে রক্ত কোথাও উৎপাদন করা যায় না। তাই এই রক্ত মানুষকে দিতে হয়। আর এই উদ্দেশ্যে আজকে আমরা নেতাজির জন্ম জয়ন্তীতে রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে।

বেপরোয়া ভাবে যান চলাচলের বিরুদ্ধে নুনি মোড়ে বিজেপির পথ অবরোধ:-

2025-01-20

বেপরোয়া ভাবে যান চলাচলের বিরুদ্ধে নুনি মোড়ে বিজেপির পথ অবরোধ:- আসানসোলের জুবলি মোড় থেকে রুনাকুড়া ঘাট রাস্তার নুনি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির।বিজেপি নেতৃত্বের অভিযোগ সারা শিল্পাঞ্চলে যে ভাবে প্রতিদিন নিত্যযাত্রীদের পথ দুর্ঘটনা স্বীকার হতে হচ্ছে।এবং তার সাথে সাথে বারাবনি এলাকার জুবলির থেকে রুনাকুড়া ঘাট যাওয়ার রাস্তার এত ব্যস্ততম ও এই রাস্তায় ভারী যান চলাচল বেপরোয়া ভাবে বেড়েছে।এবং এর ফলে তিনদিন পর পর চারজনের দুর্ঘনায় মৃত্যু ঘটেছে।কিন্তু প্রশাসন নিশ্চুপ নিরুপায়।এর প্রতিবাদে আসানসোলের উত্তর থানার অন্তর্গত নুনি মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় রাস্তায় বসে। প্রায় এক ঘন্টা এই রাস্তা অবরোধ চলে। যদিও পুলিশ এই রাস্তা অবরোধ উঠাতে এলে বিজেপির নেতৃত্ব কর্ম সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়।

৫ শতাধিক কর্মী সমর্থকদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের যোগদান করলেন প্রাক্তন প্রধান তথা কংগ্রেসের অঞ্চল সভাপতি।

2025-01-20

মালদা: ৫ শতাধিক কর্মী সমর্থকদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের যোগদান করলেন প্রাক্তন প্রধান তথা কংগ্রেসের অঞ্চল সভাপতি।মালদহের রতুয়ার দুর্গাপুর স্ট্যান্ড এলাকায় আয়োজিত একটি যোগদান সভায় কংগ্রেস ছেড়ে তারা তৃণমূলের যোগদান করেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রতুয়া বিধানসভার তৃণমূল বিধায়ক সমর মুখার্জি, ব্লক তৃণমূল সভাপতি অজয় সিনা ছাড়াও মালদা জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি লালটু চৌধুরী তৃণমূলের বিভিন্ন অঞ্চল কমিটির নেতৃত্ব ও নির্বাচিত জনপ্রতিনিধিরা। দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন এলাকার অঞ্চল সভাপতি দায়িত্বে ছিলেন মোহাম্মদ মুজিবুkর রহমান তিনি প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থকদের সাথে নিয়ে নেতৃত্বের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। নেত্রীর আদর্শ এবং সরকারি বিভিন্ন পদক্ষেপ অভিভূত করেছে বলেই কর্মীর সমর্থকদের সাথে নিয়ে কংগ্রেস দল ছেড়ে তৃণমূলের যোগদান বলে দাবি সদ্য কংগ্রেস ছেড়ে আসা অঞ্চল সভাপতির। বিধায়ক সমর মুখার্জী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাজে অভিভূত হয়ে কংগ্রেস ছেড়ে তারা সকলে তৃণমূলের ঝান্ডা হাতে ধরেছে।

মানিকচক:রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল মালদার মানিকচকের গঙ্গাঘাটের নতুন লঞ্চ পরিষেবার কাউন্টার।

2025-01-20

মালদা, মানিকচক:রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল মালদার মানিকচকের গঙ্গাঘাটের নতুন লঞ্চ পরিষেবার কাউন্টার। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনায় নতুন লঞ্চ পরিষেবা কাউন্টার কর্তৃপক্ষের অভিযোগ, রাতে কাজকর্ম করে কাউন্টার বন্ধ করে, কারেন্টের মেইন সুইচ অফ করে বাড়ি গিয়েছিলেন। এরপর রাতে খবর পান কাউন্টারে আগুন লেগেছে। এসে দেখেন আগুনে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ বা কারা শত্রুতা করে কাউন্টারের আগুন লাগিয়েছে। কারণ আশপাশের সমস্ত দোকান ঠিকঠাক আছে। শুধু নতুন কাউন্টারে আগুন লাগানো হয়েছে। তাই এই ঘটনার তারা তদন্ত চেয়ে মানিকচক থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

কিশলয় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও জাঁক জমক সাংস্কৃতিক অনুষ্ঠান

2025-01-20

এম নাজমুস সাহাদাত, মোথাবাড়ী : মালদার মোথাবাড়ী কেশরপুর কদমতলা এলাকায় একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান কিশলয় বিদ্যালয়। এই কিশলয় বিদ্যালয়ের উদ্যোগে নিজ স্কুল প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের প্রথমদিন ক্রীড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। প্রতিযোগি শিশুদের জন্যে আকর্ষণীয় খেলা গুলি চামচ দৌড়, আলু দৌড়, কাক উড়ে-ঘর উড়ে, বিস্কুট দৌড় ছাড়াও বড়ো ছাত্রছাত্রীদের ১০০ মিটার দৌড়, শার্ট গেঞ্জি দৌড় (ছেলেদের), অঙ্ক কষা দৌড়, স্কিপিং ও মিউজিক্যাল চেয়ার (মেয়েদের) এছাড়াও বিশেষ আকর্ষণীয় খেলায় মুগ্ধ হয় ছাত্রছাত্রীরা। এদিনের ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সদস্য তথা মোহাম্মাদীয়া হাই মাদ্রাসার সহকারী শিক্ষক জাকির হোসেন, কালিয়াচক বনি চাইল্ড মিশন এর ডিরেক্টর সামিম জাভেদ আলী। এছাড়াও কিশলয় বিদ্যালয়ের পক্ষে সম্পাদক গোলাম ইয়াসদানী ও প্রধান শিক্ষক গোলাম রাব্বানী সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা। রবিবার কিশলয় বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে যেসমস্ত প্রতিযোগি ছাত্রছাত্রীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে উপস্থিত অতিথিদের। মাধ্যমে পুরস্কৃত করা হয়। অত্যন্ত সুশৃঙ্খল ও জাতীয় সংগীত এর মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজনীয়তা আছে। এখনকার সময়ে মোবাইল গেম ও ভিডিও দেখার নেশা থেকে দূর করতে এবং শারিরীক সুস্থতার উদ্দেশ্যে শিশুদের মাঠমুখী করা আবশ্যিক ক্রীড়া চর্চার প্রয়োজন। এছাড়াও দ্বিতীয় দিনের আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন চেয়ারম্যান পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (উত্তরাঞ্চল), প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসি কলেজ এবং বর্তমানে দক্ষিণ দিনাজপুর দেওয়ান আব্দুল গণি কলেজের অধ্যক্ষ ড. আব্দুল অহাব, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, কালিয়াচক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাঈম আসগার, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী তথা যুব কাফেলার সম্পাদক যুবরাজ ত্রিবেদী, আল আযহার ইসলামিক ও জান্নাতুল আযহার ইসলামিক মিশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক আবু তাহের সহ স্থানীয় বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কবিতা আবৃত্তি, গজল, নাতে রাসুল, সুরা পাঠ, দেশাত্মবোধক সঙ্গীত, ক্যুইজ প্রতিযোগিতা সহ শিক্ষনীয় নাটকের মাধ্যমে অনুষ্ঠান পর্ব চলে। এছাড়াও অতিথিদের তাৎক্ষণিক বক্তব্য এবং তাদের হাত দিয়ে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিজে না পেয়ে অন্য জনেদের পাকা ঘর পাইয়ে নিজে কাঁচা ঘরে রয়েছেন তৃণমূল দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যা রেখা মহালদার |

2025-01-17

নিজে না পেয়ে অন্য জনেদের পাকা ঘর পাইয়ে নিজে কাঁচা ঘরে রয়েছেন তৃণমূল দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যা রেখা মহালদার | গত দুইবার নির্বাচনে জয়ী হওয়ার পর পাকা ঘর পাওয়ার আবেদন করেছিলেন তৃণমূল দলের গ্রাম পঞ্চায়েতের সদস্য রেখা মহালদার | কিন্তু তার ভাগ্যে এখনো জোটেনি পাকা ঘর | পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েত টি রয়েছে বর্তমানে বিজেপি পরিচালিত | আর ওই গ্রাম পঞ্চায়েতের মুচিয়া গোলাপট্টি এলাকায় বাড়ি রয়েছে রেখা মহলদারের | চাটাই, টালি ও টিন দেওয়া ভাঙাচোরা বাড়িতেই কোনরকম দিন কাটছে রেখা দেবীর পরিবারের | শুধু তাই নয় রেখা দেবীর স্বামী সজল মহালদার বিগত দিনে তিনবারের তৃণমূল দলের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত সদস্য ছিলেন | রেখা দেবীর স্বামী সজল মহলদার জানান বছরের বিভিন্ন সময়ে নিজের জমিতে বিভিন্ন ধরনের ফুল চাষ করে রোজগার করি | প্রথমে তো ভেবেছিলাম আগে এলাকার প্রকৃত উপভোক্ত তারা পাকা ঘর পাক | তারপরে নিজের জন্য আবেদন করব | স্ত্রী পাকা ঘর পাওয়ার জন্য আবেদন করেছেন দীর্ঘদিন আগে | কিন্তু তালিকায় নাম আসেনি, | জানিনা আগামীতে পাকা ঘরের সুবিধা পাব কিনা | তবে তৃণমূল দল ছাড়বো না |

সাত সকালে রেললাইনের ধারে জলাশয় থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের নারায়ণপুর গ্রামে।

2025-01-17

উজ্জ্বল পাল মালদাঃ- সাত সকালে রেললাইনের ধারে জলাশয় থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের নারায়ণপুর গ্রামে। খুন নাকি আত্মহত্যা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,আজ,শুক্রবার সকালে নারায়ণপুর গ্রামে জলাশয়ে এক দেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। খবর চাউর হতেই জলাশয় ঘিরে মানুষ ভিড় জমান। ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। দেহটি উদ্ধার করার চেষ্টা করেন।

শুক্রবার মালদায় এলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

2025-01-17

মালদা :- শুক্রবার মালদায় এলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি মালদায় এসেই সোজা গেলেন জেলা পুলিশ অফিসে। সেখানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে স্বাগত জানাতে আগে থেকেই হাজির ছিলেন জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া নিজেও। রাজ্য পুলিশের ডিজি জেলা পুলিশ অফিসে পৌঁছতেই তাকে সাদর অভ্যর্থনা জানানো হয় জেলা পুলিশের পক্ষ থেকে। উল্লেখ্য, গত সপ্তাহ দুয়েকের মধ্যে মালদায় একাধিক খুনের ঘটনা ঘটে। যারমধ্যে অন্যতম খুনের ঘটনা মালদার তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার। তাকে দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করে। এছাড়াও গত মঙ্গলবার মালদার কালিয়াচকের নওদা যদুপুরের সালেপুর মোমিন পাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, শুট আউট ও শুট আউটে এক তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এছাড়াও সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন নওদা যদুপুর অঞ্চল তৃণমূলের সভাপতি বকুল সেখ ও তার ভাই তথা প্রাক্তন অঞ্চল প্রধান এসারুদ্দিন সেখ। এই সংঘর্ষ এবং বাবলা সরকার খুনকান্ড-এই দুটি ঘটনার ছবি সোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে সাধারণ মানুষ আতঙ্কে শিউরে উঠেছেন। এই পরিস্থিতিতে শুক্রবার মালাদায় আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করবেন বলে খবর। তাই বৈঠকে তিনি জেলা পুলিশ কর্তাদের কী বার্তা দেন এখন সেটাই দেখার।

কন্যাশ্রী টাকা হজম, এক দুজন নয় বেশ কয়েকজন ছাত্রীর কন্যাশ্রীর টাকায় গায়েব।

2025-01-12

কন্যাশ্রী টাকা হজম, এক দুজন নয় বেশ কয়েকজন ছাত্রীর কন্যাশ্রীর টাকায় গায়েব। এ বিষয়ে কিছুই জানেনা কন্যাশ্রী প্রাপক ছাত্রীরা। তাদের নামে রীতিমতো রয়েছে ব্যাংক একাউন্ট। সবকিছুই ভুয়ো বলে জানান তারা। আর গোটা বিষয়টা নিয়েই তোলপাড় স্কুল, আলোচনার শীর্ষে এখন কন্যাশ্রী টাকা।অভিযোগ স্কুলের সহশিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ করছেন খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিষয়টি জানার পর প্রধান শিক্ষক ১৪জন ছাত্রীদের সাথে নিয়ে সোজা এসে পৌঁছন মানিকচক থানায়। এ নিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার এনায়েতপুর হাই স্কুলে।  এ প্রসঙ্গে বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাদীউজ জামান অভিযোগ করেন প্রধান শিক্ষক পদে তিনি আসার আগে বিদ্যালয়ের  প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন সুনন্দ মজুমদার। সেই সময়ে কেটু ফ্রম ফিলাপ করে বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রীর কন্যাশ্রী টাকা গায়েব করেন। যাদের টাকা পাওয়ার কথা তাদের ইতিমধ্যেই টাকা ট্রান্সফার হয়ে গেছে একাউন্টে। এ বিষয়ে ছাত্রীরা কিছুই জানে না। তিনি আরো অভিযোগ করেন প্রত্যেকটি অ্যাকাউন্ট একটি নির্ধারিত রাষ্ট্র ব্যাংকের রয়েছে। এটা কি করে সম্ভব। বিষয়টি জোরালো তদন্তের স্বার্থে তিনি আজ মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের ওই সহ শিক্ষকের বিরুদ্ধে। জনপ্রকাশে্ আসে এবং সঠিক বিচার পাই তাই আবেদন রেখেছেন তিনি।

প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখছি, অপরাধীদের ফাঁসির দাবি রাখছি।

2025-01-12

মালদা:- প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখছি, অপরাধীদের ফাঁসির দাবি রাখছি। আমরা কেউ নিরাপদ নই। নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের স্ত্রীর সাথে শনিবার রাত্রে দেখা করতে গিয়ে এলাকার মহিলারা একত্রিত হয় সেই দাবি তুলে ধরলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের কাছে। পাশাপাশি এই রাজ্য নেতৃত্বকে ঘিরে ধরে দোষীদের ফাঁসির দাবি তোলেন মহিলারা। রবিবার দুলাল সরকারের স্মরণ সভার আয়োজন করা হয়েছে। আর এই স্মরণসভায় যোগ দিতে শনিবার রাত্রে মালদায় আসেন জয়প্রকাশ মজুমদার। নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর সাথে দেখা করতে মহানন্দা পল্লীতে যান তিনি। সেই সময় তাকে ঘিরে ধরে মহিলারা এই দাবি তুলে ধরেন। এই বিষয়ে জয়প্রকাশ মজুমদার জানান, পরিবার পরিবারের কথা বলছে পুলিশ আছে প্রশাসন আছে বিষয়টি নিয়ে তদন্ত করছে। সঠিক তদন্ত হবে আমরা পরিবারের পাশে আছি এই কারণে আজকে এসেছিলাম। এদিকে প্রয়াত জননেতা দুলাল সরকারকে যারা ষড়যন্ত্র করে নিশংসভাবে হত্যা করেছে তাদের ফাঁসির দাবী তোলে মালদা জেলা, নাগরিক কমিটির পক্ষ থেকে মহানন্দা পল্লী থেকে হাতে প্লে কার্ড সহকারে মহিলারা মিছিল করেন। শয়ে শয়ে মহিলা অংশ নেন মিছিলে।

বির সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর ১৬৩ তম জন্ম দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা ও মালদা রামকৃষ্ণ মিশন।

2025-01-12

মালদা,১২ জানুয়ারি :- বির সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর ১৬৩ তম জন্ম দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা ও মালদা রামকৃষ্ণ মিশন। রবিবার সকাল নয়টা নাগাদ রামকৃষ্ণ মিশন রোড এলাকায় স্বামী বিবেকানন্দের পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা সহ অন্যান্য কাউন্সিলররা। স্বামীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরুপানন্দজী মহারাজ সহ অন্যান্য মহারাজ ও জন প্রতিনিধিরা। এরপর মালদা রামকৃষ্ণ মিশনের উদ্যোগে শহরে একটি প্রভাত ফেরীর আয়োজন করা হয়। প্রভাত ফেরীতে পা মেলায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। স্বামীজী, সারদা দেবী সহ বিভিন্ন সাজে প্রভাত ফেরীতে অংশ নেয় ছাত্রছাত্রীরা। স্বামীজীর ছবি ও বাণী লেখা প্লাকার্ড হাতে প্রভাত ফেরীতে অংশ নেয় স্কুলের পড়ুয়ারা। সারা শহর পরিক্রমা করে প্রভাত ফেরী শেষ হয় রামকৃষ্ণ মিশন প্রাঙ্গনে।

মালদার তৃণমূল নেতা বাবলা সরকারের স্মরণ সভা হয়ে গেল রবিবার।

2025-01-12

মালদা:-মালদার তৃণমূল নেতা বাবলা সরকারের স্মরণ সভা হয়ে গেল রবিবার। এদিন মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের রামকৃষপল্লী ময়দানে। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, তৃণমূলের রাজ্যনেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম নূর, জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, নিহত তৃণমূল নেতার স্ত্রী চৈতালী ঘোষ সরকার সহ আরও অনেকেই। সকলে মিলে এদিন প্রথমে নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের স্মরণে মিনিট নীরবতা পালন করেন। এরপর এক এক করে সকলে তাঁর স্মৃতিচারণায় অংশ নেন। দল বাবলাবাবুর অবদানের কথা তুলে ধরেন।

শুরু হয়েছে ৩৬ তম মালদা বইমেলার প্রস্তুতি। ইতিমধ্যে মালদা কলেজ ময়দানে চলছে শেষ মুহূর্তের কাজ।

2025-01-11

মালদা,১১ জানুয়ারি :- শুরু হয়েছে ৩৬ তম মালদা বইমেলার প্রস্তুতি। ইতিমধ্যে মালদা কলেজ ময়দানে চলছে শেষ মুহূর্তের কাজ। আগামী ১৩ জানুয়ারি শুভ উদ্বোধন হবে মালদা বইমেলার। কুড়ি জানুয়ারি পর্যন্ত চলবে বইমেলায়। বিখ্যাত সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন বইমেলার। এছাড়াও অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরাও উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। মেলা উদ্বোধনের আগে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে বইমেলা মিছিলের আয়োজন করা হবে শহরে। প্রয়াত সাহিত্যিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানাতে কয়েকজনের নামে তৈরি হবে মঞ্চ। বইয়ের স্টল সহ প্রায় ২০০ টি স্টল তৈরি হবে বইমেলায়। এর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বইমেলার বিভিন্ন মঞ্চে বলে জানান, বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রসেজিৎ দাস।

মালদার হরিশ্চন্দ্রপুরে গতকাল গভীর রাত্রে এক বৃদ্ধ দম্পতিকে বাড়িতেই ঘুমন্ত অবস্থায় চাকু দিয়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ উঠল ।

2025-01-11

মালদা, ১১ জানুয়ারি :-মালদার হরিশ্চন্দ্রপুরে গতকাল গভীর রাত্রে এক বৃদ্ধ দম্পতিকে বাড়িতেই ঘুমন্ত অবস্থায় চাকু দিয়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ উঠল । সকালে হাসপাতালে মৃত্যু বৃদ্ধের। স্ত্রীকে আশঙ্কা জনক অবস্থায় মালদা ট্রান্সফার। ইংলিশ বাজারের কাউন্সিলর বাবলা সরকারের খুনের ঘটনার দশ দিন কাটতে না কাটতেই এবারে হরিশ্চন্দ্রপুর থানায় আবার খুনের ঘটনা ঘটলো। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাত্রে নিজের বাড়ীর বারান্দায় শুয়েছিলেন কুশলপুর গ্রামের বাসিন্দা, মোহাম্মদ জসীমউদ্দীন (৭০) ও তার স্ত্রী শাহনাজ বিবি (৪৫)। রাত্রে বেলা চিৎকার চেঁচামেচির আওয়াজে এলাকার বাসিন্দারা ছুটে গিয়ে দেখতে পান ওই দুই বৃদ্ধ দম্পতি রক্তাক্ত অবস্থায় নিজেদের বারান্দায় পড়ে রয়েছেন। কেউবা কারা ধারালো অস্ত্র দিয়ে দুজনকে কুপিয়েছে। এরপর স্থানীয়রা তাদের প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল পরে অবস্থা আশঙ্কাজনক থাকায় চাচোল মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে মোহাম্মদ জসিম উদ্দিনের মৃত্যু হয়। এরপরে শাহনাজ বিবিকে গুরুতর আশঙ্কা জনক অবস্থায় মালদা মেডিকেল কলেজের স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে এই নিয়ে শঙ্কায় স্থানীয় গ্রামবাসীরা।

দুলাল সরকার খুনের ঘটনায় তদন্তে সিআইডির সাইবার বিশেষজ্ঞ।

2025-01-11

দুলাল সরকার খুনের ঘটনায় তদন্তে সিআইডির সাইবার বিশেষজ্ঞ। সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী শনিবার অভিযুক্তদের ফোন থেকে যে নমুনা করি সংগ্রহ হয় তা ম্যাজিস্ট্রেটের সামনে পরীক্ষা করেন। অভিযুক্তরা কাকে কাকে ফোন করেছে বা তাদেরকে কে ফোন করেছে। মোবাইলের চ্যাটগুলি ও খতিয়ে দেখা হয়। মোবাইলের ম্যাসেজ পরীক্ষা করা হয়। এদিন ম্যাজিস্ট্রেটের সামনে সমস্ত পরীক্ষা করা হয়। মোবাইলের কথোপকথন ও চ্যাট এই ঘটনা তদন্তে অন্যতম প্রমাণ।  পাশাপাশি পলাতকদের লোকেশন ট্রেস করার চেষ্টা করছে পুলিশ। পুলিশকে চোখে ধুলো দেওয়ার জন্য কখনো তাদের লোকেশন নেপাল কখনো উত্তর প্রদেশ কখনো বিহার কখনো শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় দেখাচ্ছে।  পুলিশের চোখে ধুলো দেবার জন্যই এরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে।  অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। মোবাইল চ্যাট থেকে অন্যতম অভিযুক্ত আশরাফ খানের ফোন থেকে অন্যতম চক্রান্তকারীদের ফোনে ফোন গিয়েছিল। পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর  থেকে প্রায় ১ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে

2025-01-11

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর  থেকে প্রায় ১ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে রতুয়া-২ ব্লকের শ্রীপুর-১ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর আমিনুল এর‌ বাড়ি থেকে নিকাশি বিল পর্যন্ত প্রায় ১৩০০ মিটার ঢালাই রাস্তা ও চাঁচল-২ ব্লকের মালতিপুর গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা দূর্গা মন্দির থেকে ভক্ত ওঁরাও এর বাড়ি পর্যন্ত, রাস্তা দৈর্ঘ্য প্রায় - ৭০০ মি. প্রস্থ্য - ৩.৭৫ মি. প্রায় ৭০ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে ঢালাই রাস্তা নির্মাণের শুভ শিলান্যাস করলেন রাস্ট্রমন্ত্রী মাননীয়া সাবিনা ইয়াসমিন মহাশয়া, সঙ্গে উপস্থিত মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি মহাশয়।

কালিয়াচকে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই শিশু।

2025-01-06

কালিয়াচকে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই শিশু। ঘটনাটি ঘটেছে কালিয়াচক এক ব্লকের আলিপুর ২ অঞ্চলের শেরশাহীর লক্ষ্মীপুরে। যে দুটি বাচ্চা বোমায় আহত হয়েছে তাদের নাম হলো আবাদিল খান বয়স ৯ বছর পিতা রফিকুল খান। অপরজন সায়েম খান বয়স ৭ বছর পিতা নাসিউল খান উভয়ের বাড়ি শেরসাহির দক্ষিণ লক্ষ্মীপুরে। আহত শিশু দুটি বর্তমানে চিকিৎসাধীন। বেশ কিছু দিন থেকে এলাকায় ঝামেলা লেগে রয়েছে। ঘটনা স্থলে রয়েছে কালিয়াচক থানার পুলিশ। সিসিটিভি ক্যামেরায় লক্ষ্য করা গিয়েছে দুটি শিশু দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি শিশু বোমাটি মাটিতে মারে। সঙ্গে সঙ্গে বোমাটি বাস্ট হয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বোমা গুলি কোথা থেকে আসলো, কারা মজুদ করেছিল এবং কিভাবে ছোট শিশুদের হাতে বোমা গুলি পৌঁছালো তারও তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এ ঘটনায় কালিয়াচকের তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠির সমর্থকরা একে অপরের বিরুদ্ধে কাঁদা ছোড়া শুরু করেছে।

ব্ল্যাঙ্কেট এ করে মাদক পাচারের পর্দা ফাঁস। দু কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার মালদা টাউন স্টেশনে।

2025-01-06

মালদা:- ব্ল্যাঙ্কেট এ করে মাদক পাচারের পর্দা ফাঁস। দু কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার মালদা টাউন স্টেশনে। কলকাতা এস টি এফ এর খবর এর ভিত্তিতে মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালায় মালদা জিআরপি। ট্রেন থেকে আটক করা হয় সন্দেহভাজন কালিয়াচকের এক বাসিন্দা কে। তার কাছে থাকা ব্ল্যাঙ্কেট সার্চ করতেই উদ্ধার হয় চার কেজি 460 গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য 2 কোটি ২০ লক্ষ টাকা। মনিপুর থেকে এই ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল মালদা কালিয়াচকে। এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে খতিয়ে দেখছে মালদা টাউন স্টেশনের জিআরপি। ওই যুবককে গ্রেফতার করেছে জিআরপি।

কুলিক এক্সপ্রেসে করে কলেজ যাওয়ার পথে মাঝপথে নিখোঁজ ভিন রাজ্যে পাঠরত ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী, ফারাক্কা ব্রিজ থেকে পাওয়া গেল ফোন ব্যাগ সহ যাবতীয় সরঞ্জাম, ব্যাপক দুশ্চিন্তায় পরিবারের লোকেরা, অপহরণের

2025-01-06

কুলিক এক্সপ্রেসে করে কলেজ যাওয়ার পথে মাঝপথে নিখোঁজ ভিন রাজ্যে পাঠরত ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী, ফারাক্কা ব্রিজ থেকে পাওয়া গেল ফোন ব্যাগ সহ যাবতীয় সরঞ্জাম, ব্যাপক দুশ্চিন্তায় পরিবারের লোকেরা, অপহরণের আশঙ্কা মালদা:- পার্শ্ববর্তী রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। বাড়ি থেকে ট্রেনে করে রওনা দিয়ে ছিল কলেজের উদ্দেশ্যে। তারপর মাঝপথে নিখোঁজ। ফারাক্কা ব্রিজে পাওয়া গেল ছাত্রীর ব্যাগ, মোবাইল সহ বিভিন্ন সরঞ্জাম।পুলিশ খোঁজ দিলো বাড়িতে। অপহরণের আশঙ্কা পরিবারের। তবে কি রেলপথে কোন ভাবে পাচারের শিকার হলো ওই ছাত্রী। পাশেই রয়েছে ঝাড়খন্ডের একাধিক অপরাধপ্রবণ এলাকা। উঠছে বিভিন্ন প্রশ্ন? মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারদুয়ারির বাসিন্দা দীপ্তি ভাগত (২০)। পড়াশোনা করতেন ঝাড়খন্ডের দুমকার একটি ইঞ্জিনিয়ারিং কলেজে। রবিবার হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে কুলিক এক্সপ্রেসে করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক ছিল রামপুরহাট স্টেশনে নামবে। সেখান থেকে আরেকটি ট্রেন ধরে যাবে দুমকা। মালদা টাউন স্টেশন ঢোকার আগেও পরিবারের সঙ্গে ফোনে কথা হয়। কিন্তু তারপর থেকে নিখোঁজ। এদিকে ফারাক্কা ব্রিজে পাওয়া যায় দীপ্তির ব্যাগ মোবাইল সহ অন্যান্য সরঞ্জাম। এক ব্যক্তি সেই সব জিনিস এনটিপিসি ফাঁড়িতে জমা দেয়। সেখান থেকে খবর আসে দীপ্তির পরিবারের কাছে। এই মুহূর্তে চরম দুশ্চিন্তায় পরিবারের লোকেরা। কি হলো তাদের মেয়ের। কোথায় নিয়ে যাওয়া হয়েছে দীপ্তিকে। ক্রমশ দানা বাঁধছে রহস্য। পরিবারের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ওল্ড মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও হর্টিকালচার ডিপার্টমেন্টের সহযোগিতায় এক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো

2025-01-05

মালদা:- ওল্ড মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও হর্টিকালচার ডিপার্টমেন্টের সহযোগিতায় এক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো পুরাতন মালদার সাহাপুর আমবাগান এলাকায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়দ্রাবাদ থেকে হটিকালচার হেড অফিসার ডাক্তার টিডিকিস, জেলা উদ্যানপালন দপ্তরের আধিকারিক দীপক নায়েক, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক সহ একাধিক সদস্যরা। এদিনের এই বার্ষিক সাধারণ সভার মূল উদ্দেশ্য ছিল সামনেই আসছে আমের সিজন মালদার আম মূলত জগত বিখ্যাত আর এই আমকে আরো ভালোভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয় সেই নিয়ে আলোচনা হয় তার পাশাপাশি বিশ্বের মালদার আম পরিচিত মূলত হিমসাগর এবং লক্ষণভোগ এদের বাজারজাত সবথেকে বেশি তাই আজকের এই সাধারণ সভায় চাষী এবং ব্যবসায়ীদের নিয়ে আলোচনা করা হয় কিভাবে আরো মালদার এই আমকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।

সাউথ মালদা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

2025-01-05

মোঃ আবুল কাশিম কালিয়াচক :- পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। খেলাধুলা ছাড়া ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিকাশ অসম্ভব বলে মনে করা হয়। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করাও খুবই জরুরী। এদিন মালদহের বৈষ্ণবনগর সাউথ মালদা কলেজের জমজমাট ভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈষ্ণবনগর বিধানসভার বিধায়িকা চন্দনা সরকার। এছাড়াও ছিলেন, সাউথ মালদা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ আহমদ হোসেন প্রথমে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কে শ্রদ্ধা জানিয়ে ক্রীড়া প্রতিযোগিতা পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা করা হয়। এছাড়াও মশাল দৌড়, পেরেড ও প্রদীপ প্রজ্জ্বলন এবং শপথ গ্রহনের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। এদিনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ মালদা কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ। এই ক্রীড়া প্রতিযোগিতায় যে সকল ছাত্র-ছাত্রীরা খেলায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় হয়। সাউথ মালদা কলেজ ক্রীড়া বিভাগের অধ্যাপক ইকবাল আহমেদ জানান, আমি আশা রাখছি আমাদের ছাত্র ছাত্রীরা আরও ভালো খেলবে।বিভিন্ন জেলা সহ রাজ্য স্তরে আমাদের ছাত্রছাত্রীরা খেলাধুলা করুক ও কলেজের মুখ উজ্জ্বল করুক। তিনি আরও বলেন, এদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের সকল শিক্ষক শিক্ষিকা সর্বদা পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

প্রত্যেকদিন বাড়ি বাড়ি খবরের কাগজ পৌছে দেন কিন্তু আজ সকালে এক মিনিট নীরবতা পালন করলেন মালদা‌ জেলা সংবাদপত্র পরিবেশক সমিতির সদস্যরা।

2025-01-03

মালদা: সকালটা শুরু করলেন অন্যভাবে। প্রত্যেকদিন বাড়ি বাড়ি খবরের কাগজ পৌছে দেন কিন্তু আজ সকালে এক মিনিট নীরবতা পালন করলেন মালদা‌ জেলা সংবাদপত্র পরিবেশক সমিতির সদস্যরা। শুক্রবার সকালে মালদা শহরের স্টেশন রোড এলাকায় এই নীরবতা পালন করেন। গতকাল মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান কাউন্সিলর তথা মালদা জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকারকে দুষ্কৃতীরা গুলি করে খুন করেছে। সেই মৃত্যুর কারণে আজ তারা কালো ব্যাচ পড়ে প্রথমে এক মিনিট নীরবতা পালন করেন তারপর নিজ নিজ কাজে বেরিয়ে যান সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক‌ চন্দন বসাক সহ সংগঠনের সদস্যরা।

কাউন্সিলরকে খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি তবে এই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

2025-01-03

মালদা:- কাউন্সিলরকে খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি তবে এই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হলো মালদার ইংলিশ বাজারের যদুপুর গাব গাছির বাসিন্দা টিংকু ঘোষ এবং এবং বিহারের কাটিহার এর আজমনগর থানার কান হাড়িয়া এলাকার বাসিন্দা, সামি আক্তার। জানা গেছে দুষ্কৃতীরা প্রায় ১০ থেকে ১৫ দিন ধরে বাবলা সরকারের গতিবিধির ওপর নজর রাখছিল। তারপরও পুলিশের কাছে কোন খবর ছিল না। আজ মৃত কাউন্সিলর এর দেহ শেষকৃত্য করা হবে। ইতিমধ্যেই মৃত কাউন্সিলরের দেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মহানন্দা পল্লী এলাকায় নিয়ে আসা হয়েছে।

মালদহে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় ধৃতদের তোলা হল মালদা জেলা আদালতে।

2025-01-03

মালদহে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় ধৃতদের তোলা হল মালদা জেলা আদালতে। তৃণমূল নেতা দুলাল সরকার এখনও পর্যন্ত গ্রেফতার তিন, জানালো পুলিশ। গতকাল বিকেলে দুইজনকে গ্রেফতার করা হয়।এরপর গভীর রাতে বিহারের কাটিহারের বাসিন্দা আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে মোহাম্মদ সামি আক্তার (20)বিহারের কাটিহার জেলার আজমনগর থানা কানহাড়িয়া এলাকার বাসিন্দা। ধৃত আব্দুল গনি,(20) বিহারের কাটিহার জেলার সালমারি থানার নাজিরপুর সালমারি এলাকার বাসিন্দা। ধৃত তৃতীয় জন টিংকু ঘোষ 22 ইংরেজবাজারের গাবগাছি যদুপুরের বাসিন্দা। তিনজনকেই হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের।

কালিয়াচক অরিয়েন্ট জুয়েলার্সে সোনার গহনা কেনাকাটায়, বড়দিনের বড় উপহার' মিললো একটি বাইক। খুশি'তে আত্মহারা এক পরিবার।

2025-01-03

কালিয়াচক অরিয়েন্ট জুয়েলার্সে সোনার গহনা কেনাকাটায়, বড়দিনের বড় উপহার' মিললো একটি বাইক। খুশি'তে আত্মহারা এক পরিবার। হ্যাঁ, অবাক লাগলেও যা শুনছেন এটাই সত্যি কালিয়াচক অরিয়েন্ট জুয়েলার্সে চলছে বড়দিনের বড় উপহার। অফারটি চলবে আগামী পাঁচ এ জানুয়ারি অব্দি। এখনো রয়েছে ফোরহূইলার জেতার সুবর্ণ সুযোগ। মাত্র ৫০ হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন একটি স্ক্র্যাচ কার্ড। সেখানেই মিলবে আপনার ভাগ্য পরীক্ষা, স্ক্র্যাচ কার্ড ঘুষলেই পেতে পারেন চার চাকা অর্থাৎ ফোর হুইলার অথবা দুই চাকা অর্থাৎ বাইক, রয়েছে স্কুটি, আই ফোন সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। শুধু তাই নয় বিভিন্ন কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ছাড়ও। সোনা কিনলে, মজুরিতে পাবেন UPTO ৩০% ছাড়, আর হিরে কিনলে পাবেন ৫০% ফ্ল্যাট ডিসকাউন্ট। ডাবল ধামাকা। অরিয়ান্ট জুয়েলার্সে বড়দিনের বড় উপহারে ইতিমধ্যেই বিভিন্ন পুরস্কার পেয়েছেন অনেকেই পাশাপাশি আজ বৃহস্পতিবার বড়দিনের বড় উপহারে অংশগ্রহণ করে বাজিমাত মালদার অভিরামপুর এলাকার এক পরিবার। লক্ষাধিক টাকার কেনাকাটা করায় স্ক্র্যাচ কার্ড মাধ্যমে পেয়ে গেলেন একটি বাইক। আনন্দে আত্মহারা যুবক। সোনার গহনা কেনাকাটায় আলোড়ন সৃষ্টি করেছে অরিয়েন্ট জুয়েলার্স বিভিন্ন জায়গায় তার স্টোর গড়ে উঠেছে তারই পাশাপাশি কালিয়াচক হাই স্কুল সংলগ্ন এলাকায় রয়েছে অরিয়েন্ট জুয়েলার্স এর কালিয়াচক শাখা। সেখানেই চলছে এই ধামাকা অফার বড়দিনের বড় উপহার এই ধামাকা অফারে অংশগ্রহণ করতে হলে আজই আসুন কালিয়াচক অরিয়েন্ট জুয়েলার্সে, আর মাত্র ৫০ হাজার টাকার কেনাকাটায় পেয়ে যান আকর্ষণীয় পুরস্কার। মাত্র লক্ষাধিক টাকার কেনাকাটা করেই বাইক উপহার পেয়ে কি বলছেন ওই যুবক ও তার পরিবার এবং কি বলছেন এই জুয়েলার্সের কর্মকর্তারা শুনুন।

2025 সালের প্রথম দিনে সারা রাজ্যের সাথে পুরাতন মালদার মুচিয়া অঞ্চলে সাড়ম্বরে পালিত হল তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস |

2025-01-01

2025 সালের প্রথম দিনে সারা রাজ্যের সাথে পুরাতন মালদার মুচিয়া অঞ্চলে সাড়ম্বরে পালিত হল তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস | তাই এই দিনটি উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা জুড়ে পালিত হচ্ছে নানান কর্মসূচি | এমনই ছবি নজরে এলো বুধবার সকালে পুরাতন মালদার মুচিয়া অঞ্চলে | প্রথমেই দলের পক্ষ থেকে পতাকা উত্তোলন করে কেক কেটে একে অপরকে কেক খাইয়ে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস,মুচিয়া গ্রাম পঞ্চায়েতের যুব প্রেসিডেন্ট গোপাল দাস, কনভেনার সজল মহালদার,তপন মন্ডল সহ অন্যান্যরা |

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বিজেপি নেতাদের ঢেঁড়স, পচা আলু বলে কটাক্ষ।

2025-01-01

সেখ ইফতেখার আলী,মালদা: - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি জেলার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তজমূল হোসেন ব্যবস্থাপনাই হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত কিরণবালা বালিকা বিদ্যাশ্রমে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। প্রতিষ্ঠা দিবসের শুরুতে দলের পতাকা উত্তোলন এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়াও দলের প্রতিষ্ঠা দিন উপলক্ষে প্রায় ১০ হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ এবং কুড়ি হাজার মানুষের জন্য নতুন বছরের মধ্যাহ্নভোজনের আয়োজন করেন মন্ত্রী তজমূল হোসেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সভাপতি আব্দুর রহিম বক্সী, জেলা পরিষদের সদস্য বুলবুল খান, হরিশ্চন্দ্রপুর 1(A) ও ২ নং ব্লকের সভাপতি জিয়াউর রহমান এবং তাবারক হোসেন, হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিয়া সুলতানা, হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের বিরোধী দলনেতা মক্রম আলী, মালদা জেলার সাধারণ সম্পাদক জম্মু রহমান ও মোশারফ হোসেন এবং এলাকার তৃণমূলের কর্মী ও সমর্থকেরা। এদিন হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে কটাক্ষ করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সী।আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি করা ভাষায় আক্রমণ করেন বিজেপি দুই নেতার বিরুদ্ধে। তিনি জানান পশ্চিমবঙ্গের দুইজন ব্যক্তি একজন শুভেন্দু অধিকারী ও অন্যজন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার,এই দুই ব্যক্তি অসংবিধানিক মানুষ ,ঢেঁড়স ও পচা আলু মতো। পাশাপাশি তিনি জানান এই সমস্ত পচা মানুষগুলো দুর্গন্ধ ছড়াচ্ছে সমাজে এবং সমাজের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এইসব মানুষদেরকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। মন্ত্রী তজিমুল হোসেন জানান প্রতিবছরের নেই এ বছরও পার্টির প্রতিষ্ঠা দিবস আয়োজন করে থাকি এবং এলাকার প্রায় দশ হাজার দুস্থ অসহায় মানুষদেরকে কম্বল বিতরণ করা হয়।

রবিবার মালদা জেলা সংবাদপত্র পরিবেশন সমিতির নির্বাচন করব অনুষ্ঠিত হলো মালদা শহরের বিভূতিভূষণ হাই স্কুলে।

2024-12-30

মালদা:- রবিবার মালদা জেলা সংবাদপত্র পরিবেশন সমিতির নির্বাচন করব অনুষ্ঠিত হলো মালদা শহরের বিভূতিভূষণ হাই স্কুলে। এই দিন বিকেল বেলায় সংগঠনের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সভাপতি সহ-সভাপতি সম্পাদক ও কোষাধক্ষ্য পদের কর্মকর্তাদের নির্বাচনের জন্য ভোট দান করেন। এই চারটি পদের জন্য ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংগঠনের ভোটার সংখ্যা ৬৯ জন এই দিন ভোট গ্রহণ শুরু হতেই প্রবল উৎসাহ দেখা দেয় কর্মীদের মধ্যে এবং ১০০% ভোট পোল হতে দেখা যায়। এদিন ভোট গণনার শেষে সর্বাধিক ভোট পেয়ে সম্পাদক পদে বিজয়ী হন চন্দন বসাক। তিনি সর্বাধিক ৪৮ টি ভোট পেয়েছেন। সভাপতি পদে গোপাল দাস পেয়েছেন ৪১ টি ভোট সহ-সম্পাদক পদে বাপি দত্ত পেয়েছেন ৪১টি ভোট এছাড়াও কোষাধক্ষ্য পদে অনুপ্রা মানিক ৪২ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

রক্তদান উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটি।

2024-12-23

মোহাঃ আবুল কাশিম, মোথাবাড়ি :- প্রতিবছরের মতো এই বছরও সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটি মানুষের সাথে, মানুষের পাশে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে শীতবস্ত্র বিতরণ, পরিবেশ বন্ধু ও গুনিজনদের সামাজিক সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । রবিবার রক্তদানের মধ্য দিয়েই এই শিবিরের উদ্বোধন করেন। সাহানাজ কাদরী মহাশয় এবং উপস্থিত ছিলেন চেয়ারম্যান টিংকু রহমান বিশ্বাস ও আমাদের সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সায়েম চৌধুরী মহাশয় জেলা পরিষদ মেম্বার ও সেফ লাইফ ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সদস্য। এছাড়াও এদিন ৫৩,জন স্বেচ্ছায় রক্তদান দান করেন এই শিবিরে। মোথাবাড়ি থানার ওসি কুনাল কান্তি মহাশয় বলেন রক্তদানের যে গুরুত্ব সেই সম্পর্কে বক্তব্য পেশ করেন তিনি এবং সংস্থার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। মুমূর্ষ রোগীর পরিবার বা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর পরিবাররা ব্লাড ব্যাংকে গিয়ে একফোঁটা রক্তের জন্য হাহাকার করেন সেই সমস্ত পরিবারের কাছে দাঁড়ানোর জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে প্রত্যেক বছরের মত এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়।বিশ্বজুড়েই চরম উদ্বেগের কারণ রক্তের এই জটিল ব্যাধি। মারণ রোগ থ্যালাসেমিয়ার মূল কারণ জিনগত ত্রুটি। যার ফলে রক্তে হিমোগ্লোবিন তৈরির হার কমে যায় মারাত্মক হারে। আক্রান্তের দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ তো কমেই, কমে যায় লোহিত কণিকার আয়ুও। মূলত সচেতনার অভাবেই আজও ছড়াচ্ছে এই রোগ। এমনটাই মত বিশেষজ্ঞদের। এই রোগ সম্পূর্ণভাবে প্রতিরোধ সম্ভব হলেও, বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এদেশে ক্রমশ বাড়তে থাকা থ্যালাসেমিয়া আক্রান্তের সংখ্যা। থ্যালাসেমিয়ার নিয়ে এক সচেতনতার ও রক্ত দান শিবিরে আইনজন করলো সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটি নামক স্বেচ্ছায়সেবী সংস্থা ।এদিনের এই রক্তদান শিবিরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মোথাবাড়ি থানার ওসি কুনাল কান্তি মহাশয় আরো অনেকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্যসাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি । ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয় । এইজন্য রক্তদান একটি মহৎ দান বলে বিবেচ্য ।

গভীর রাতে নিয়ন্ত্রণহীন ভাবে কালভার্টে ধাক্কা মেরে গাড়ির সামনের দুই চাকা গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে নয়ন জলিতে উল্টে গেল পাট বোঝায় দশ চাকা লরি।

2024-12-21

গভীর রাতে নিয়ন্ত্রণহীন ভাবে কালভার্টে ধাক্কা মেরে গাড়ির সামনের দুই চাকা গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে নয়ন জলিতে উল্টে গেল পাট বোঝায় দশ চাকা লরি। ঘটনা টি ঘটেছে মেমারির দুর্গ ডাঙ্গা সংলগ্ন চাকতি পাড়া এলাকায়, স্থানীয় ও ড্রাইভার সূত্রে জানা যায় - নদীয়ার বাদকূল্লা থেকে সাতগাছিয়া - মেমারি রোড হয়ে শক্তিগরের বরসুলের একটি জুট মিলের দিকে যাচ্ছিল গাড়িটি - গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন ড্রাইভার, তার ফলস্বরূপ এরকম দুর্ঘটনা। তবে গাড়িতে ড্রাইভার ছাড়া খালাসী ছিল না, ড্রাইভার একাই নদীয়া থেকে গাড়ি টি চালিয়ে নিয়ে আসছিলেন, যদিও এই ঘটনায় কোন হতাহতের খবর নেই- সকাল হতেই স্থানীয়দের ভিড় জমে দুর্ঘটনাস্থলে, ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ,পাশাপাশি গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করেছেন। স্থানীয়দের ধারণা গভীর রাতে বিপরীত দিকে কোন গাড়ি ছিল না , যদি বিপরীত দিকে কোন গাড়ি থাকতো আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো , নয়ন জলি'তে উল্টে যাওয়া পাট বোঝায় দশ চাকার লড়ি টি উদ্ধারের ব্যবস্থা করছে মেমারি থানা পুলিশ।

প্রতি বছরের মতো এবারও শনিবার পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের আদমপুর মহামায়া মন্দিরে অনুষ্ঠিত হলো ৪১ তম মহামায়া উৎসব।

2024-12-21

প্রতি বছরের মতো এবারও শনিবার পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের আদমপুর মহামায়া মন্দিরে অনুষ্ঠিত হলো ৪১ তম মহামায়া উৎসব। এই উৎসব কে কেন্দ্র করে মন্দির চত্বরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম হয় এবং মহামায়া মাকে পুজো দেওয়ার জন্য মহিলাদের দীর্ঘ লম্বা লাইন পড়ে যায়। মহামায়া উৎসবকে সামনে রেখে মন্দির প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় পাশাপাশি মহা ভক্তি ও নিষ্ঠার সহিত পুরোহিতদের দ্বারা মহাযজ্ঞ অনুষ্ঠান হয় । এই উৎসব কে কেন্দ্র করে মন্দিরের পার্শ্বস্থ এলাকায় একটি মেলারও আয়োজন করা হয়েছে। মন্দিরে আগত ভক্তবৃন্দের উদ্দেশ্যে এক বিশাল নরনারায়ণ সেবার আয়োজন হয় এবং এই সেবায় প্রচুর ভক্ত অংশ নেয়। ফলে আনন্দ মুখরিত হয়ে ওঠে এলাকাবাসী

খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রাম বাংলার মানুষকে প্রথম কিস্তির অনুদান দিয়ে বাংলার বাড়ি, প্রকল্পের শুভ সূচনা করেছেন।

2024-12-21

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রাম বাংলার মানুষকে প্রথম কিস্তির অনুদান দিয়ে বাংলার বাড়ি, প্রকল্পের শুভ সূচনা করেছেন। গাজোল ব্লক প্রশাসন এবং গাজোল পঞ্চায়েত সমিতি সহযোগিতায় শনিবার বেলা দুটো নাগাদ ব্লক প্রাঙ্গণে উপভোক্তাদের সুবিধা প্রদান করা হয়েছে।উপস্থিত ছিলেন গাজোল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস,পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, মালদা জেলা মহিলা সভানেত্রী সাগরিকা সরকার,জয়েন্ট বিডিও, থেকে শুরু করে অন্যান্য আধিকারিকেরা। জানা গিয়েছে গাজোল ব্লকে প্রায় 4 হাজারের কাছাকাছি লিস্টে রয়েছেন। এদিন প্রথম কিস্তির ৬০ হাজার টাকার সেনসোন লিটার দেওয়া হল। এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে সমীক্ষা হয়। গ্রামে গ্রামে আধিকারিকেরা ঘোরেন। এরপর লিস্ট টাঙানো হয়। তারপর টাকা প্রদান করা হয়।

প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে এক ব্যবসায়ের সাত বছরের মেয়েকে অপহরণ করলো দুষ্কৃতীরা।

2024-12-21

প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে এক ব্যবসায়ের সাত বছরের মেয়েকে অপহরণ করলো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সালালপুর গ্রামে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। প্রতিবেশীরা জানাই দুই ব্যক্তি মাথায় হেলমেট পড়ে বাইক নিয়ে এসেছিল এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরই মেয়েটিকে তুলে নিয়ে চম্পট দেয়। ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পরে আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকা জুড়ে।

খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের উদ্যোগে একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল।

2024-12-20

মালদাঃ-: খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের উদ্যোগে একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল। শুক্রবার মালদা শহরের ফার্ম এলাকায় জেলা উদ্যান পালন দপ্তরে আয়োজন করা হয়েছিল এই প্রশিক্ষণ শিবিরের। এদিনের প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছিল জেলার ৬০ জন কৃষক। উন্নত পদ্ধতিতে কিভাবে সবজি চাষ,ফল চাষ করা হয় সে নিয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত এবং সংরক্ষণ নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানান জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক। পাশাপাশি রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে কৃষকদের মধ্যে আলোচনা করা হয় কিভাবে তারা এই প্রকল্পগুলির সুবিধা পেতে পারে।

শিক্ষা এমন এক অস্ত্র যার দ্বারা পৃথিবীকে বদলে ফেলা যায়

2024-12-17

এম নাজমুস সাহাদাত, কালিয়াচক: শিক্ষা এমন এক অস্ত্র যার দ্বারা পৃথিবীকে বদলে ফেলা যায়। শিক্ষার মাধ্যমেই সমাজ ও দেশের কল্যাণ করা যায়। তবে দিনের পর দিন শুধুমাত্র আধুনিকতার শিক্ষা অর্জনের দোহাই দিয়ে ঘুষ-দূর্নীতি সহ কেলেঙ্কারিতে বিনষ্ট হচ্ছে মানবিকতার এবং দেশের কল্যাণে কাজ করার মন মানসিকতা। আর এইসব থেকে দূর করতে পারে একমাত্র ধর্মীয় শিক্ষা। তাই কালিয়াচকের মাটিতে শুধুমাত্র মিশনের ভিড় নয়, এখানে ছাত্রছাত্রীদের পাঠ্য বইয়ের পাশাপাশি ধর্মের শিক্ষা ও পিছিয়ে পড়া সমাজের এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দূরান্ত চিন্তাভাবনার শিক্ষা দিয়ে চলেছে। আগামীতে আরও শিক্ষার সৎ পথ প্রদর্শনের মাধ্যমে কালিয়াচকের সাথে গোটা দেশের সুনাম অর্জন করতে প্রস্তুত। দ্বিনি ও দুনিয়াবী একটি আদর্শ আধুনিক, ইসলামিক ও ক্বুরআন হিফয এর নির্ভরযোগ্য এবং সম্পূর্ণ ইসলামিক ভাবাদর্শে শিশু শিক্ষার সেরা প্রতিষ্ঠান জান্নাতুল আযহার ইসলামিক মিশনের শুভ উদ্বোধনের মাধ্যমে পথচলা শুরু করল। এই জান্নাতুল আযহার মিশন ইসলামিক ও জেনারেল শিক্ষায় এক অনন্য নিদর্শন। এটি কালিয়াচকের সাহাবাজপুর ছারকাটোলার একেবারে সড়কের ধারেই অবস্থিত এবং এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী ও হিফয বিভাগ পর্যন্ত পড়াশোনা করানো হয়। এদিনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ জি.বি.এস হাই মাদ্রাসার প্রধান শিক্ষক তথা শিক্ষারত্ন সাকিলুর রাহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম, কালিয়াচক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাঈম আসগার, শিক্ষাপ্রেমী জাকির হোসেন বিশ্বাস সহ স্থানীয় বহু বিশিষ্টজনেরা। প্রতিষ্ঠানের সম্পাদক আবু তাহের জানান, শিক্ষার্থীরা আজকাল যে শিক্ষার পিছনে ছুটে চলেছে তা হল পুঁথিগত বিদ্যা। কিন্তু পুঁথিগত বিদ্যার সার্টিফিকেট আদৌ কি প্রকৃত মানুষ গড়ে তুলছে? অনেক অভিভাবকদের ধারণা তাদের সন্তানরা শুধুমাত্র নামকরা ফলাফল পেলেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। নীতিবিবর্জিত বিদ্যা অর্জন প্রকৃত শিক্ষা নয়। আরও লক্ষ করা যায়, যেসব পাঠ্যপুস্তক থেকে ছাত্রছাত্রীরা যে জ্ঞান অর্জন করছে তা শুধুমাত্র সার্টিফিকেট নিয়ে ভালো একটা চাকুরি ও পেশায় নিযুক্ত হওয়ার আশায়। কিন্তু আদর্শ শিক্ষার উদ্দেশ্য তা নয়; উপলব্ধি করা জ্ঞান বিদ্যা নিজের মধ্যে প্রয়োগ করার নামই হচ্ছে প্রকৃত অর্থে শিক্ষা। নিজেকে জানা ও নিজের মধ্যে আদর্শ মূল্যবোধ তৈরি করা এবং তা সমাজে প্রসারিত করা। তাই এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিশুদের ভিত্তি স্থাপন মজবুত করছি, যাতে সহজে ভেঙে না যায়। এছাড়া নৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, কর্মমুখী শিক্ষার ওপর জোর দেওয়া হয়।

এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলা শুরু করল কদমতলা ব্রাইট ফিউচার অ্যাকাডেমি

2024-12-15

এম নাজমুস সাহাদাত, কদমতলা: কালিয়াচকের চতুর্দিকে শিক্ষার জোয়ার। প্রতিটা গ্রামে গ্রামে শিক্ষার আলো জ্বালিয়ে চলেছে এই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। তার সাথে সাথে শিক্ষিত বেকার যুবক যুবতীরা ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা দিয়ে উচ্চমানের জায়গায় প্রতিষ্ঠিত করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এদিন কদমতলা এলাকা কালিয়াচকের একদম শেষপ্রান্ত বলা যেতে পারে। রবিবার কদমতলা এম.এস.কে স্কুলের পার্শ্বে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কদমতলা ব্রাইট ফিউচার অ্যাকাডেমির পথচলা শুরু করল। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও একগুচ্ছ অতিথিদের উপস্থিতিতে স্কুলের প্রবেশদ্বারের ফিতে কেটে এবং ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। কদমতলা ব্রাইট ফিউচার অ্যাকাডেমির উদ্বোধন করেন শিলচর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রফিকুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিবিএস হাই মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মোমতাজ হোসেন, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত আরপিএফ মকবুল হোসেন, কদমতলা এমএসকের প্রধান শিক্ষক সুদেব মন্ডল, কদমতলা ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনব কুমার দাস ও সহকারী শিক্ষক সুমিত দাস সহ আরও অনেকে। ব্রাইট ফিউচার অ্যাকাডেমির সম্পাদক ফেরাজুল সেখ, প্রধান শিক্ষক মুকলেসুর রাহমান, ভারপ্রাপ্ত শিক্ষক রাজু মোমিন, সভাপতি আব্দুল ওয়াদুত আলি, উপদেষ্টা অজিত ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের কবিতা আবৃত্তি, বিভিন্ন গানের সুরে নৃত্য পরিবেশন, অতিথিদের বরণ ও ভাষণের মাধ্যমে অনুষ্ঠান চলে। এটি নার্সারি থেকে শ্রেণী পর্যন্ত একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুলের পরিচালকগণ জানান, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি সবুজায়ন প্রকৃতির সৌন্দর্যে এক মনোরম সুস্বাস্থ্যকর পরিবেশে এবং খেলাধুলার জন্য মুক্ত মাঠ দ্বারা পরিবেষ্টিত। এছাড়াও আমাদের এখানে ইংরেজি ও অংক বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে, ইংরেজিতে কথা বলার ক্লাস করানো হবে, অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা পঠনপাঠন, সুসজ্জিত খেলার মাঠ, দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্যে গাড়ির সুবিধা, অল্প খরচে উন্নতমানের শিক্ষাদানের ও স্কুলের চারিদিকে নজর রাখতে সিসিটিভির ব্যবস্থা রয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হল শিক্ষার মানোন্নয়ন ও শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা। আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক মূল্যবোধের সমন্বয়ে একটি সুনির্দিষ্ট শিক্ষাগত পরিবেশ প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি, আমাদের এই উদ্যোগ কদমতলা ও আশেপাশের এলাকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নতুন দিশা দেখাবে। এই সমাজ ও দেশ শিক্ষার আলোতে এগিয়ে যাক এটাই আমরা তৈরী করতে চাই।

কেন্দ্রের ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে নিজের বিধানসভা কেন্দ্র মোথাবাড়ির পিডাব্লুডি মাঠে বিশাল প্রতিবাদ সভার

2024-12-15

মালদা-‌ কেন্দ্রের ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে নিজের বিধানসভা কেন্দ্র মোথাবাড়ির পিডাব্লুডি মাঠে বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও হাজির ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। হাজির ছিলেন রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন, বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা সভাপধিপতি লিপিকা ঘোষ বর্মন, মুর্শিদাবাদের লালগোলার বিধায়ক মোহাম্মদ আলি প্রমুখ। মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী জানান, এটি একটি ধর্মনিরপক্ষেতা বিরোধী একটি বিল। কেন্দ্রীয় সরকারি বিভিন্ন জনবিরোধী বিলের মাধ্যমে সংবিধানের যে স্তম্ভগুলি রয়েছে, তা ভাঙতে চায়। ওয়াকফ যে সম্পত্তি তা সাধারণ মানুষের কল্যাণের জন্যই। যে কোনও মূল্যেই হোক, তৃণমূল এই বিল রুখবেই। মন্ত্রী সাবিনা ইয়াসমিন ওয়াকফ বিল প্রত্যাহারের ব্যাপারে বলেন, ‘‌আমাদের সম্প্রীতির ওপর আঘাত হানতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। আগামী বছরের ফেব্রুয়ারিতে বাজেট অধিবেশন। তার আগে আমাদের এই বিল প্রত্যাহার করাতে হবে। আমরা হাত গুটিয়ে বসে থাকব না।

খাদান সিনেমার প্রচারে মালদায় এলেন অভিনেতা দেব।

2024-12-10

খাদান সিনেমার প্রচারে মালদায় এলেন অভিনেতা দেব। তাকে দেখতে উপচে পড়লো ভিড়। মঙ্গলবার কলকাতা থেকে বন্দেভারত এক্সপ্রেস ট্রেনে করে মালদায় আসেন টলিউড অভিনেতা দেব। তাঁর সঙ্গে ছিলেন বাংলা ছবি খাদান সিনেমার আরো কলা কুশলীরা। পুরাতন মালদা শহরের একটি বেসরকারি হোটেলে ওঠেন অভিনেতা দেব এরপর সেখান থেকে দুপুর ১২ টা নাগাদ মালদা কলেজ অডিটোরিয়ামের নবীন বরণ উৎসবে অংশগ্রহণ করেন চিত্র তারকা দেব। মালদা কলেজ মাঠের মঞ্চ থেকে খাদান সিনেমার প্রচারের কথা বলেন অভিনেতা দেব। তাঁকে দেখতে মালদা কলেজ মাঠে প্রচুর মানুষ ভিড় করেন। কয়লা খাদানের দুই বন্ধুর ঘটনার অবলম্বনে এই সিনেমার তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা দেব।

মহিলাদের নিরাপত্তা বাল্যবিবাহ প্রতিরোধ সহ একাধিক বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া।

2024-12-09

মালদা:- মহিলাদের নিরাপত্তা বাল্যবিবাহ প্রতিরোধ সহ একাধিক বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। সোমবার মালদা কালেক্টরেট বিল্ডিং-এর কনফারেন্স রুমে সমাজকল্যাণ দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতেই মূলত এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানেই বিভিন্ন বয়সী মহিলাদের বিধবা এবং বার্ধক্য ভাতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে । বাদ যায় নি লক্ষী ভান্ডারের বিষয়টিও। এছাড়াও বাল্যবিবাহ নিয়েও বৈঠকের মধ্যে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে একজন মহিলা আধিকারিককে। তাঁর বক্তব্য, গত চার বছরের ব্যবধানে মালদায় প্রায় ৪০০টি বাল্যবিবাহ সংক্রান্ত মামলা হয়েছে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে কারা রাজ্য সরকারের নানান প্রকল্পের পেনশন স্কিমের সুবিধা পাচ্ছেন না, সেইসব বিষয়গুলিও তদারকি করে দেখা হবে।

পঞ্চায়েত দপ্তরের অস্থায়ী মহিলা কর্মীর সাথে পরকীয়া পঞ্চায়েত সচিবের।

2024-12-09

পঞ্চায়েত দপ্তরের অস্থায়ী মহিলা কর্মীর সাথে পরকীয়া পঞ্চায়েত সচিবের। তা ঘিরে বিবাদ। আর সেই বিবাদের মীমাংসা বসলো তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে। আর সেই সালিশি সভায পঞ্চায়েত সচিবের দাদাগিরি আগ্নেয়াস্ত্র হাতে। সিসিটিভি ক্যামেরায় ধরা পরল সেই ছবি। ভাঙচুর বাড়ি ও গাড়ি। মালদহের হবিবপুর ব্লকের বুলবুল চন্ডী গ্রাম পঞ্চায়েতের সালাইডাঙ্গা এলাকার ঘটনা। গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য রাজিব মন্ডলের বাড়িতে গতকাল রাত্রে পঞ্চায়েত সচিব সুদীপ্ত সিনহার পরকীয়া প্রেমের বিবাদের জন্য সালিশি সভা বসানো হয়।। আর সেই সালিশি সভায় দুই পক্ষের মধ্যে শুরু হয় বাক বিতন্ডা। এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। ঠিক সেই সময় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সচিব আগ্নেয়াস্ত্র হাতে দাদাগিরি শুরু করে।এই তৃণমূল কঃগ্রেস নেতার একটি গাড়ি এবং বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা ও তৃণমূল কংগ্রেস নেতা রাজিব মন্ডলের অভিযোগ, প্রেম গঠিত একটি বিষয় নিয়ে মীমাংসা ডাকা হয়েছিল তার বাড়িতে। কোন সালেসি সভা বসেনি। মীমাংসা শেষ হবার পর হঠাৎই স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য পীযুষ মণ্ডলের নেতৃত্বে দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালাই। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতির সদস্য পীযূষ মন্ডল। তার পাল্টা দাবি এই রাজিব মন্ডল প্রধানের স্বাক্ষর জাল করে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। এই নিয়ে তিনি অভিযোগ করায় তাকে মিথ্যা করে ফাঁসানো হচ্ছে। তবে যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমে কিছু বলতে চাননি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সচিব সুদীপ্ত সিনহা।

চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড় এলাকায়

2024-12-09

মালদা: চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড় এলাকায়। এক মহিলা পুলিশ কর্মীর ব্যাগ থেকে মোবাইল বের করে পালানোর সময় হাতেনাতে পাকড়াও এক যুবক।ধৃত যুবককে ইংরেজবাজার থানার হাতে তুলে ওই মহিলা সহ স্থানীয়রা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে আজ সকালে মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় মহিলা পুলিশ কর্মী ও তার স্বামী ডালপুরীর দোকানে ডালপুরি খাচ্ছিলেন। সেই সময় ও যুবক ওই মহিলার পুলিশকর্মীর পাশে এসে দাঁড়ায়। মহিলা পুলিশ কর্মী এর ব্যাগ থেকে পরপর দুটি মোবাইল চুরি করে পালানোর সময় ওই যুবককে হাতেনাতে পাকড়াও করে ওই মহিলা সহ স্থানীয়রা। প্রথমে ঐ যুবককে তুলে দেওয়া হয় মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় স্থানীয় ট্রাফিক পুলিশের হাতে। এরপর খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে। ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ এসে ওই ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ইংরেজবাজার থানায় নিয়ে যায় বলে জানা যায়।

আল মোস্তাফা ফাউন্ডেশন এর উদ্যোগে স্বাস্থ্য শিবির মোথাবাড়ীতে

2024-12-08

নাজমুস সাহাদাত, মোথাবাড়ী: "আল মোস্তফা ফাউন্ডেশন" এর উদ্যোগে শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোথাবাড়ীর গঙ্গাপ্রসাদ ও ধুলাউড়ি কলোনি এলাকার রুগীদের জন্যে বিনামূল্যে এক চিকিৎসা শিবিরের আয়োজন করেন। এদিনের বিনামূল্যে চিকিৎসা শিবির মূলত শিশুরোগ ও দন্তরোগ সমস্যার রুগীদের জন্যে। চিকিৎসক হিসেবে ছিলেন, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মুহাম্মদ সালিম ইউসুফ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার আয়েশা সিদ্দিকা। এছাড়াও এদিনের শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদা জেলা পরিষদ এর পূর্ত কর্মাধ্যক্ষ ফিরোজ সেখ, এজিজেএস হাই মাদ্রাসার সম্পাদক মামুন সেখ, আল মোস্তাফা ফাউন্ডেশনের সভাপতি গোলাম সামদানী, সম্পাদক মুহাম্মদ হাবিল, সারফারাজ আলাম, মোসারফ হোসেন, ফরিদ আনওয়ার, মুরসালিম সেখ ছাড়াও অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, প্রতিবছর এই আল মোস্তাফা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষামূলক সেমিনার, শীতবস্ত্র বিতরণ, মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা ছাড়াও এবছরের ভূতনির গঙ্গা ভাঙ্গনে বন্যায় কবলিত দুর্যোগে বিপদগ্রস্ত মানুষদের জন্যে খাদ্য সামগ্রী নিয়ে বরাবর পাশে দাঁড়িয়েছেন এই মোস্তফা ফাউন্ডেশন। এছাড়াও বহু সমাজ সেবামূলক ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে এগিয়ে যাচ্ছে এই স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। মোস্তাফা ফাউন্ডেশনের পক্ষে সারফারাজ আলাম বলেন, আজকে একটি বিনামূল্যে চিকিৎসা শিবির করা হল। এই শিবিরে শিশু সহ পুরুষ ও মহিলা রুগীদের ভালোই সাড়া আমরা দেখতে পেয়েছি। এর আগেও আমরা চিকিৎসা শিবির ও ওষুধ বিতরণ ক্যাম্প করেছি এবং আগামীতে একটি বড়ো ক্যাম্পের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমনও অনেক পরিবার রয়েছে যারা অসুস্থ হলে ডাক্তার ফিজের অভাবে তারা শরীরের রোগ অসুস্থতা দেখাতে পারেন না। তাদের পাশে আমাদের ফাউন্ডেশন সবসময় রয়েছে। আমাদের ফাউন্ডেশনের প্রধান উদ্দেশ্য হল শিক্ষামূলক সেমিনার, মেধা যাচাই পরিক্ষা ও পুরস্কার বিতরণী, পিছিয়ে সমাজের মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আল মোস্তাফা ফাউন্ডেশনের যোদ্ধারা।

মালদহের স্কুলে ছাত্রদের জন্য পরিশ্রুত পানীয় জল প্রকল্প চালু হল।

2024-12-07

মালদা:-মালদহের স্কুলে ছাত্রদের জন্য পরিশ্রুত পানীয় জল প্রকল্প চালু হল। শনিবার সকালে প্রকল্পের উদ্বোধন করেন মালদহের ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। মালদহের ললিতমোহন শ্যামোহিনী হাইস্কুলে প্রায় সাত হাজার লিটার ক্ষমতাসম্পন্ন পরিশ্রুত পানীয় জল প্রকল্প শুরু করা হল এদিন। পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের সহযোগিতায় এই জল প্রকল্প তৈরি হয়েছে। একইসঙ্গে বিদ্যুৎ ও সৌরচালিত ব্যবস্থার মাধ্যমে কাজ করবে এই জল প্রকল্প। নতুন এই জল প্রকল্পের ফলে হাজারেরও বেশি ছাত্র উপকৃত হবে। স্কুল পড়ুয়াদের বাড়ি থেকে খাবার জল আনার প্রয়োজন হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানালেন স্থানীয় তৃণমূল নেতা রাজিব মন্ডল।

2024-12-07

বিভিন্ন কাজের টেন্ডার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানালেন স্থানীয় তৃণমূল নেতা রাজিব মন্ডল। হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পুজা হাঁসদার বিরুদ্ধেই একাধিক টেন্ডার নিয়ে অনিয়ম ও স্বজন পোষনের অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা। শুক্রবার দুপুরে মালদা জেলাশাসকের কাছে দলীয় প্রধানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জমা দিয়েছেন তৃণমূল নেতা রাজীব মন্ডল। বর্তমানে তিনি বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক পদে কর্মরত রয়েছেন। স্থানীয় ওই তৃণমূল নেতা রাজীব মন্ডলের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত প্রধান টেন্ডার নিয়ে অনিয়ম ও স্বজন পোষণ করছেন। নিজের ঘনিষ্ঠদের কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছেন । বারবার নানা অজুহাত দেখিয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের টেন্ডার বাতিল করা হচ্ছে । বর্তমানে ওই গ্রাম পঞ্চায়েতে কোনরকম উন্নয়নমূলক কাজ হচ্ছে না। এসব বিষয়ের এদিন জেলাশাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে। এদিকে যার বিরুদ্ধে অভিযোগ বুলবুল চন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের প্রধান পূজা হাঁসদা অবশ্যই এব্যাপারে কোনরকম মন্তব্য করেন নি।

রোগী পরিষেবার ক্ষেত্রে নতুনভাবে পথ চলা শুরু করলো প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা

2024-12-04

মালদা, ৪ ডিসেম্বর:- রোগী পরিষেবার ক্ষেত্রে নতুনভাবে পথ চলা শুরু করলো প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা । মঙ্গলবার সন্ধ্যায় ইংরেজবাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন একটি বেসরকারি লজে এই সংগঠনের ৩৪ জন সদস্য উপস্থিত হয়ে নতুনভাবে সাংগঠনিক কাজকর্ম শুরু করলো। বিগত দিনে মালদায় অন্য একটি সংগঠন ছিল । সেটিকে বাদ দিয়েই প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন নামক সংগঠনটি গঠন করা হয় । সংশ্লিষ্ট সংগঠনের সদস্যদের হাত তুলে সমর্থন নিয়ে এই সংগঠনের সভাপতি হয়েছেন চেয়ারম্যান ডাঃ সমর দাস। সহকারী চেয়ারম্যান হয়েছেন ডাঃ মনমোহন কাপুর, সভাপতি হয়েছেন ডাঃ শশী গুপ্ত, সহসভাপতি জয়দীপ ত্রিপাঠী, সম্পাদক হয়েছেন জোনেস রহমান । মোট ২৬ জনের কমেটি গঠন করা হয়েছে।

রাম মন্দির উদ্বোধন ,চলছে রামায়ণ পাঠ সহ বিভিন্ন অনুষ্ঠান

2024-12-04

শিলিগুড়ি পুরো নিগমের ৪০ নম্বর ওয়ার্ডে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান চলছে। গতকাল অর্থাৎ সোমবার থেকে এই উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠান চলবে আগামী 6 ডিসেম্বর পর্যন্ত। বিভিন্ন কর্মসূচি রয়েছে, এদিন রামায়ণ পাঠ অনুষ্ঠিত হয়। এই কটা দিন রয়েছে আগত ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা। আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠান সমাপ্ত হবে। সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে গত দুই ডিসেম্বর শুরু হয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠান চলবে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত। পুজো পাঠের আয়োজন করা হয়েছে এছাড়া আগত ভক্তদের জন্য থাকতে প্রসাদের ব্যবস্থা। রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে গোটা এলাকায় আনন্দের বাতাবরণ।

স্কুলে স্কুলে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির নতুন মূল্যায়ন পদ্ধতির বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হল মালদহে।

2024-12-04

মালদা :- স্কুলে স্কুলে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির নতুন মূল্যায়ন পদ্ধতির বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হল মালদহে। নতুন শিক্ষানীতি অনুযায়ী এখন থেকে স্কুলস্তরের পড়ুয়াদের শুধুমাত্র নম্বরভিত্তিক অগ্রগতি বিচার্য হবে না। বরং দেখা হবে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি তাঁদের ব্যবহার, আচার-আচরণ, খেলাধুলা, মানসিকতা প্রভৃতি বিভিন্ন বিষয়ের উন্নয়ন। নতুন এই হলিস্টিক রিপোর্ট কার্ডের কার্যকারিতা কি হবে এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সচেতন করতে মালদহে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের উদ্যোগে কর্মশালা হল মঙ্গলবার। মালদা কলেজ অডিটোরিয়ামে সানাউল্লা মঞ্চে এই কর্মশালায় উপস্থিত ছিলেন মালদার অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক বিশ্বজিৎ দাস, মালদহের মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ অন্যান্যরা। জেলার পাঁচশোর বেশি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকরা এই কর্মশালায় যোগ দেন।

শহরের রাস্তা হোক বা বাড়ির ট্যাপ কল, পরিশ্রুত পানীয় জল অপচয়ের ক্ষেত্রে এবার তদারকি চালাবে ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ।

2024-12-01

মালদা:-শহরের রাস্তা হোক বা বাড়ির ট্যাপ কল, পরিশ্রুত পানীয় জল অপচয়ের ক্ষেত্রে এবার তদারকি চালাবে ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পানীয় জলের অপচয় রুখতে রাজ্য প্রশাসনকে সতর্কবার্তা দিয়েছে। আর মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ পৌঁছে গিয়েছে প্রতিটি জেলায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে এবারে রাস্তায় নেমে নজরদারি চালাবে ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। শহরের অলিগলির রাস্তায় মজুত থাকা ট্যাপ কলগুলির থেকে যত্রতত্র জল পড়ে অপচয় হচ্ছে কিনা সে ব্যাপারেও বিশেষভাবে নজরদারি চালাবে পুরসভা। এছাড়াও শহরের নাগরিকদের প্রতিটি বাড়িতে কি পরিমান জল খরচ করা হচ্ছে, তারও একটি রিপোর্ট সংগ্রহ করবে সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষ। ইংরেজবাজার পুরসভার বেশ কয়েকটি এলাকায় রাস্তার ধারে ট্যাপ কল রয়েছে। পুরসভার নিয়ম করেই সেইসব ট্যাপ কলে জল আসলেই ব্যবহার করেন সাধারণ মানুষ। সংশ্লিষ্ট এলাকার একাংশ বাসিন্দাদের বক্তব্য, অধিকাংশ সময় রাস্তার ধারে ট্যাপকলের মুখ খারাপ হয়ে থাকছে। ফলে অনর্গল জল অপচয় হচ্ছে। এব্যাপারে পুরসভাকে নজর দেওয়া উচিত।

মুখ্যমন্ত্রীর নির্দেশে আলুর দাম নিয়ন্ত্রণ করতে তৎপর জেলা প্রশাসন ও মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স।

2024-12-01

মালদা,৩০ নভেম্বর :- মুখ্যমন্ত্রীর নির্দেশে আলুর দাম নিয়ন্ত্রণ করতে তৎপর জেলা প্রশাসন ও মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স। ইতিমধ্যে বিভিন্ন প্রজাতির আলু নেমেছে বাজারে। ৩০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। তবে সাধারণ আলু ৩০ টাকা কেজি দরে বিক্রি করার নির্দেশ জারি করা হয় প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে প্রশাসনের উদ্যোগে মালদা শহরে মকদুমপুর ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজার, নেতাজি পৌর বাজার এবং ঝলঝলিয়া পৌর বাজারে প্রশাসনিক স্টলে ২৫ - ২৬ টাকা কেজি দরে বিক্রি করা হবে আলু। মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু এবং মকদুমপুর ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক রাজেশ ঘোষ জানান, আলুর দাম নিয়ন্ত্রণ করতে জেলা প্রশাসন ও মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে মালদা শহরের তিনটি বাজারে খোলা হবে সরকারি স্টল। এর পাশাপাশি আলু ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে খুচরো বাজারে আলুর দাম ৩০ টাকার মধ্যে রাখার জন্য।

চাকরি জীবনের শেষ দিনে রক্তদান শিবিরের আয়োজন করলেন এএস‌আই দীনেশ চন্দ্র রায়।

2024-12-01

মালদা, ৩০ নভেম্বর:- চাকরি জীবনের শেষ দিনে রক্তদান শিবিরের আয়োজন করলেন এএস‌আই দীনেশ চন্দ্র রায়। তাঁর এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছে পুলিশ মহল। দীনেশবাবু কোচবিহারের বাসিন্দা। কর্মসূত্রে দীর্ঘদিন ধরে মালদায় বসবাস করছেন। বর্তমানে তিনি মকদুমপুরের গ্রিনপার্ক এলাকায় বসবাস করতেন। তিনি জানান, ওয়েলফেয়ার বোর্ডের জেলা কনভেনার থাকার সুবাদে বিভিন্ন সময়ে মালদা জেলার রক্ত সংকটের বিষয়টি জানা। দীর্ঘদিন ধরে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি। আজ অবসরের শেষ দিনেও মানুষের সেবায় রক্তদানের উদ্যোগ। আমার পাশাপাশি সহকর্মীরাও রক্তদানে এগিয়ে এসেছেন।

শহরের রাস্তা হোক বা বাড়ির ট্যাপ কল, পরিশ্রুত পানীয় জল অপচয়ের ক্ষেত্রে এবার তদারকি চালাবে

2024-11-30

শহরের রাস্তা হোক বা বাড়ির ট্যাপ কল, পরিশ্রুত পানীয় জল অপচয়ের ক্ষেত্রে এবার তদারকি চালাবে ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পানীয় জলের অপচয় রুখতে রাজ্য প্রশাসনকে সতর্কবার্তা দিয়েছে। আর মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ পৌঁছে গিয়েছে প্রতিটি জেলায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে এবারে রাস্তায় নেমে নজরদারি চালাবে ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। শহরের অলিগলির রাস্তায় মজুত থাকা ট্যাপ কলগুলির থেকে যত্রতত্র জল পড়ে অপচয় হচ্ছে কিনা সে ব্যাপারেও বিশেষভাবে নজরদারি চালাবে পুরসভা। এছাড়াও শহরের নাগরিকদের প্রতিটি বাড়িতে কি পরিমান জল খরচ করা হচ্ছে, তারও একটি রিপোর্ট সংগ্রহ করবে সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষ। ইংরেজবাজার পুরসভার বেশ কয়েকটি এলাকায় রাস্তার ধারে ট্যাপ কল রয়েছে। পুরসভার নিয়ম করেই সেইসব ট্যাপ কলে জল আসলেই ব্যবহার করেন সাধারণ মানুষ। সংশ্লিষ্ট এলাকার একাংশ বাসিন্দাদের বক্তব্য, অধিকাংশ সময় রাস্তার ধারে ট্যাপকলের মুখ খারাপ হয়ে থাকছে। ফলে অনর্গল জল অপচয় হচ্ছে। এব্যাপারে পুরসভাকে নজর দেওয়া উচিত।

কিলোমিটার দূরে আম বাগানে গিয়ে আত্মহত্যা করে হবু পাত্র বলে পরিবারের অভিযোগ।

2024-11-27

বিয়ের দিনই হবু পাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। হবু পাত্রীর প্রেমের সম্পর্ক জানতে পারার পর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে আম বাগানে গিয়ে আত্মহত্যা করে হবু পাত্র বলে পরিবারের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য মালদাহের ইংলিশ বাজারের মোবারক পুর এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে মৃত পাত্রের নাম বিনয় মণ্ডল (৩২)। বাড়ি ইংরেজবাজারের সাট্টারি মোবারকপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগেই খাস কোল এলাকার যুবতীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল বিনয়ের। গত পরশু রেজিস্ট্রি করার জন্য শ্বশুরবাড়িতেও গিয়েছিল বিনয়। বাড়ি ফিরে বিয়ের বাজার করেছিল সে। তারপরেই ফোন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান বিনয়। এরপরই তার ঝুলন্ত মৃতদেহ। পরিবার সূত্রে জানা যায়, বিয়ের কয়েক ঘন্টা আগে হবু পাত্রের প্রেমের সম্পর্ক জানতে পারে সে। এই নিয়ে ফোনের দীর্ঘক্ষণ কথা কাটাকাটি হয়। আত্মহত্যা করে সে বলে জানা গেছে।

রবিবার রাত্রে পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো ৩৬ তম এক নকআউট ফুটবল প্রতিযোগিতা |

2024-11-25

রবিবার রাত্রে পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো ৩৬ তম এক নকআউট ফুটবল প্রতিযোগিতা | এই ফুটবল খেলা দেখতে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী,কাউন্সিলর বাবলা সরকার,বিধায়ক গোপালচন্দ্র সাহা, বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডল, প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, মুচিয়া অঞ্চল প্রধান পলি দাস,পুরাতন মালদা যুব কনভেনার কমল ঘোষ সহ অন্যান্য | এই খেলায় মোট আটটি দল অংশগ্রহণ করেছিল | ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রায়গঞ্জ টাউন ক্লাব বনাম যাত্রা ডাঙ্গা প্রগতি সংঘ | এই খেলায় প্রথম পুরস্কৃত দলকে দেওয়া হবে নগদ ৫০ হাজার টাকা ও ট্রফি এবং রানাস দলকে দেওয়া হবে নগদ ৩০ হাজার টাকা ও ট্রফি | এছাড়াও রয়েছে প্রতিটা ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ বেস্ট গোলকিপার ও বেস্ট প্লেয়ার এর ট্রফি | এই খেলা দেখতে ভিড় জমায় প্রচুর ফুটবল প্রেমী |

মাটি থেকে অনেক উঁচুতে এক আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় জুড়ে

2024-11-22

শুক্রবার দুপুরে পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুরের এক আম বাগান থেকে মাটি থেকে অনেক উঁচুতে এক আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় জুড়ে | জানাযায় মৃত ব্যক্তির নাম লক্ষণ রায় | বয়স ৬০ বছর। বাড়িতে রয়েছে স্ত্রীসহ দুই ছেলে | মৃত ব্যক্তি পেশায় ছিলেন লক্কর ব্যবসায়ী |পরিবারের দুই ছেলের নাম যথাক্রমে সুমন রায় বয়স ২৯ এবং গোবিন্দ রায় বয়স ২৭ বছর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ | পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে | গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।

ভায়াবহ ভাঙ্গন মালদার মানিকচক ঘাট এলাকায়। বেশ কয়েকটি দোকান নদীর তলায়।

2024-11-19

ভায়াবহ ভাঙ্গন মালদার মানিকচক ঘাট এলাকায়। বেশ কয়েকটি দোকান নদীর তলায়। ক্ষতিগ্রস্ত প্রায় 30 থেকে 40 টি বাড়ি। এক দোকানের বিক্রেতা জানাই, এই মানিকচক ঘাট এলাকায় আমার তেলের দোকান ছিল, হঠাৎই আমি সকাল বেলা শুনতে পাই আমার দোকান নদীর গর্ভে।

আধুনিক ও ইসলামিক শিক্ষার বিপ্লব ঘটিয়েছে কালিয়াচকের কচিকাঁচা ইসলামিক কিন্ডারগার্টেন

2024-11-18

নাজমুস সাহাদাত, কালিয়াচক: আধুনিক সভ্যতার প্রতিযোগিতামূলক স্তরে আধুনিকতম যুগোপযোগী ও তার পাশাপাশি ইসলামিক শিক্ষার অত্যন্ত প্রয়োজন। আধুনিক ও ইসলামিক শিক্ষার বিপ্লব ও উন্নয়নকে পাথেয় করে, ছোট্ট চারাগাছকে বিশাল মহীরুহে পরিণত করার আশা ও সুদৃঢ় পদক্ষেপ নিয়ে শুরু হয়েছিল কালিয়াচকের শেরশাহী দক্ষিণ লক্ষীপুরে কচিকাচা ইসলামিক কিন্ডারগার্টেন। বহু সমস্যা ও অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়েও শিক্ষার আলো ছড়াতে পিছপা বা দিশেহারা হয়নি। প্রতিষ্ঠার দশটা বছর অতিক্রম করে চিন্তাশীলতা ও মননশীলতাকে কাজে লাগিয়ে একের পর এক ঐতিহাসিক ঘটনার বিরল সাক্ষী এই কচিকাচা ইসলামিক কিন্ডারগার্টেন। প্রকৃত শিক্ষার দ্বারা মানুষজাতী তার আদিম স্বভাবের অজ্ঞতা মূর্খতাকে পরাস্ত করে পূর্ণাঙ্গ মানুষ রূপে ধীরে ধীরে গড়ে উঠতে সক্ষম। তবে যুগের পর যুগ মানুষ তার জ্ঞানের শিখায় কোটি কোটি মানুষের অন্তরে জ্ঞানের প্রদীপ জ্বালিয়েছে। দেখা যাচ্ছে সর্বস্তরের অভিভাবকরা তার সন্তান-সন্ততিদের সামগ্রিক বিকাশ সাধনকে উন্নতি করার লক্ষ্যে অন্যান্য নজির সৃষ্টি করতে এবং ভবিষ্যৎ ক্ষতির মুখ থেকে প্রতিটি শৈশবকে রক্ষা করতে এই ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে এগিয়ে আসছে। তার সাথে সাথে আগাছা দমন করে প্রতিটি শিশুকে বাগানের মালির ন্যায় লালন পালন করে গড়ে তুলতে বদ্ধপরিকর 'কচিকাচা ইসলামিক কিন্ডারগার্টেন' স্কুল। এই স্কুলটি নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর একটি বাংলা মাধ্যম আবাসিক ও অনাবাসিক শিশু শিক্ষাপ্রতিষ্ঠান। এই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে মেধা প্রবেশিকা পরিক্ষায় কৃতি হিসেবে পুরস্কৃত। বিজ্ঞানমঞ্চ মেধা পরিক্ষায়, জানা-অজানা মেধা পরিক্ষায়, আল আমীন মিশন, কালিয়াচক ট্যালেন্ট সার্চ সহ জেলা ও রাজ্যে স্থানাধীকারী হয়েছে। এই কচিকাচা ইসলামিক কিন্ডারগার্টেন স্কুলের পঠনপাঠনে বিভিন্ন ধরনের বৃত্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পাঠ দান, পাঠ পরিকল্পনা ভিত্তিক পাঠদান ও পাঠ্যানুশীল, স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় পুষ্টি যুক্ত খাদ্য ও আর্সেনিক মুক্ত পানীয় জলের সরবরাহ, সকল ছাত্রছাত্রীদের জন্য বিষয় ভিত্তিক বিভিন্ন স্বনামধন্য ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে প্রতিদিন কোচিং-এর ব্যবস্থা, ক্লাস টেস্ট ও ইউনিট টেস্ট এবং টার্মিনাল টেস্টের এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল ও আরও বেশি বিষয় ভিত্তিক জ্ঞানার্জনের জন্য সৃজনশীল পদ্ধতিতে গ্রুপ ওয়ার্ক, স্পট টেস্ট, ক্লাস ইউনিট টেস্ট, সারপ্রাইজ টেস্ট, মাসিক টেস্ট, টিউটোরিয়াল পরিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বিশেষ ভাবে প্রস্তুতি গ্রহণের ব্যবস্থা। এছাড়াও দৈহিক ও মানসিক দিক থেকে সময় রাখতে নিয়মিত খেলাধুলা এবং শরীরচর্চা ও বিদ্যুতের পরিবর্তে শক্তি যোগানের জন্যে জেনারেটরের সুব্যবস্থা এবং আবাসিক ছাত্রছাত্রীদের জন্যে পৃথক পৃথক আবাসন করা হয়েছে। এদিন রবিবার এই কচিকাচা ইসলামিক কিন্ডারগার্টেনের ভর্তি মেধা প্রবেশিকা পরিক্ষা নেওয়া হয় এবং এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্কুলের পক্ষ থেকে শিক্ষারত্ন প্রাপ্তি শিক্ষিকা তানিয়া রহমত, অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক আমিনুল ইসলাম, চিকিৎসক হাজেরুল ইবকার ও শিক্ষানুরাগী আব্দুর রশিদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও ছিলেন, কচিকাচা ইসলামিক কিন্ডারগার্টেনের সম্পাদক আনিকুল ইসলাম ও প্রধান শিক্ষক নাজমুল হক সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।

ছয় মাথা বারো হাত বিশিষ্ট দেব সেনাপতির পুজো হয়ে আসছে মালদহের হবিবপুর ব্লকের দক্ষিণ চাঁদপুর গ্রামে।

2024-11-17

ছয় মাথা বারো হাত বিশিষ্ট দেব সেনাপতির পুজো হয়ে আসছে মালদহের হবিবপুর ব্লকের দক্ষিণ চাঁদপুর গ্রামে। এই কার্তিক পূজার মূল আকর্ষণ রাতে চার প্রহরের চার বার পূজো হয়। এছাড়াও কথিত আছে পুত্র সন্তানের আশায় এখানে পুজো দিয়ে আসেন ভক্তরা। এমনকি ভক্তদের মনস্কামনা পূরণ হলে ছোট ছোট আকারের কার্তিক ঠাকুর দিয়ে থাকে এই পুজোয়। এই রেওয়াজ মেনেই ৬৬ বছর ধরে হয়ে আসছে এই পুজো। গ্রামের চার ব্যক্তি পুত্র সন্তান লাভের আশায় এই পুজোর সূচনা করেছিলেন। তারপর থেকেই নিয়মিত এই পুজো হয়ে আসছে। এখানে কার্তিক ঠাকুর ষড়ানন রূপে পূজা হয়। বর্তমানে জেলা ও জেলার বাইরে থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই পুজোয়। অনেকেই এখানে পুত্র সন্তান লাভের আশায় মনস্কামনা করেন। পূরণ হলেই কার্তিক ঠাকুর দিয়ে থাকেন। পুজোর উপলক্ষে ১৫ দিনব্যাপী চলে বিশাল মিলন মেলার আসর। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আলকাপ গান অনুষ্ঠিত হয়ে আসছে এই পূজা উপলক্ষে। জেলা ও জেলার বাইরে থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই মেলা দেখতে।

মালদহে ট্যাব কেলেঙ্কারির ঘটনা আরও এক গ্রেফতার।

2024-11-17

মালদহে ট্যাব কেলেঙ্কারির ঘটনা আরও এক গ্রেফতার। মালদাহের হবিবপুর থানা অন্তর্গত কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় হবিবপুর থনার পুলিশের হাতে ধরা পরল দিনহাটা থানা এলাকার এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক।পুলিশ সূত্রে জানা গিয়েছে দিনহাটা সিতাইমারি স্টেট প্লান্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি । ওই অভিযুক্তর শিক্ষকের নাম মনোজিৎ বর্মন, বাড়ি দিনহাটা এলাকায়।অভিযুক্ত মনোজিৎ বর্মনের জানা গিয়েছে প্রায় কুড়িটি নিজস্ব একাউন্ট রয়েছে বিভিন্ন ব্যাঙ্কে তার মধ্যে, প্রায় আটটি একাউন্টে ট্যাব কান্ডের টাকা লেনদেন করে বলে জানা গিয়েছে।এছাড়াও অভিযুক্তের দাদা ও বৌ এর একাউন্টে টাকা লেনদেন করা হয় বলে জানাগিয়েছে ।হবিবপুর থানা তরফে মেডিকেল করার পরে তাকে মালদা জেলা জেলা আদালতে পাঠিয়ে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে বলে জানা গিয়েছে।

অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে শিশুদিবসে শিশুদের বিশেষ উপহার বিতরণে নজির সৃষ্টি করলেন এক স্বেচ্ছাসেবী সংস্থা 'মানবতা'।

2024-11-15

নাজমুস সাহাদাত, কালিয়াচক: অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে শিশুদিবসে শিশুদের বিশেষ উপহার বিতরণে নজির সৃষ্টি করলেন এক স্বেচ্ছাসেবী সংস্থা 'মানবতা'। গোটা দেশজুড়ে বিভিন্ন সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা মানবতার উদ্যোগে রাজ্যের একাধিক স্থানে সাড়ম্বরে শিশুদের মুখে হাসি ফুটিয়ে এই দিবস পালিত করা হয়। অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে শিশু দিবসে সহস্রাধিক শিশুদের হাতে তুলে দেওয়া হল নতুন বস্ত্র সহ বিশেষ উপহার। শিশুদের অধিকার, শিক্ষা এবং জনকল্যাণমুখী সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর ১৪ই নভেম্বর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনকে শিশু দিবস হিসেবে সাড়ম্বরে পালন করা হয়। শিশু দিবসে মনের আনন্দকে সামনে রেখে শিশু দিবসের দিন একই সাথে রাজ্যের পাঁচটি জেলায় 'মানবতা'র সেবামূলক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। প্রসঙ্গত, হুগলী জেলার খানাকুল ব্লকের পোল-১ পঞ্চায়েতের হাটতলাতে শিশু দিবস উপলক্ষে মানবতার পক্ষ থেকে প্রায় দুইশত শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়া ও মিষ্টিমুখ করানো। পোশাক বিতরণে ছিলেন, মানবতা'র সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা, মানবতার অন্যতম পরিচালক সোহেল জাভেদ, পোল-১ পঞ্চায়েত প্রধান সাবিনা খাতুন, খায়রুল হাসান, আরেফুল ইসলাম প্রমুখ। এদিনের শিশু দিবসে মানবতা ও আশার আলো হ্যান্ডিক্যাপড সোসাইটি'র যৌথ উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের মাড়তলা গ্রামে দুইশত শিশুকে নতুন বস্ত্র ও টিফিন প্রদান করেন আশার আলো হ্যান্ডিক্যাপড সোসাইটির সম্পাদক অমিত পাল, বিলু পাত্র, প্রতাপ মান্না সহ সংস্থার অন্যান্যরা। এছাড়াও মানবতা ও দিগন্তের দিশারী'র যৌথ উদ্যোগে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১ ব্লকের সারিয়া অঞ্চলের পূর্বভাতভাঙ্গা গ্রামের 'আলোর দিশারী' পাঠশালার শিশু সহ ওই এলাকার শিশুদের উপহারে নতুন পোষাক ও টিফিন দেওয়া হয় দুইশো জনকে। বিতরণ করেন, দিগন্তের দিশারী সংস্থার সভাপতি শিক্ষক অঞ্জন কুমার জানা, বিমল মাহাতো, ধ্রুবেন্দু মাহাতো, প্রদীপ দাস, পূর্ণচন্দ্র টুডু সহ এলাকার বিশিষ্টজন। এবং মানবতা ও বাঁকুড়ার সমাজকর্মী তাপস কুমার দে'র যৌথ উদ্যোগে বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের বিবর্দা অঞ্চলের আদিবাসী অধ্যুষিত নতুনগ্রাম ও বাগিশ বাঁধ গ্রামে নতুন পোষাক ও টিফিন দেওয়া হয় দুইশো জন শিশুকে। উপস্থিত ছিলেন, তাপস কুমার দে, বিশ্বজিৎ দে, অর্জুন গড়াই, অচিন্ত্য মান্ডি ও 'মানবতা কমিউনিটি কোচিং সেন্টারে'র শিক্ষিকা মৌসুমী মান্ডি। মানবতা ও নতুন আলো'র যৌথ উদ্যোগে মালদা জেলার রতুয়া-২ ব্লকের রাণীনগর পুখুরিয়া'র মাননুমোড়ে দুশোজন শিশুদের হাতে শিশু দিবসে উপহার হিসেবে নতুন পোষাক ও টিফিন দেওয়া হয়। উপস্থিত ছিলেন মানবতা'র সদস্য টিপু সুলতান, আবু কালাম, আসিফ আক্তার, আরিয়ান, নতুন আলো'র সদস্য সালমা শবনম প্রমুখ। 'মানবতা'র সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা শুভেচ্ছা বার্তায় বলেন "সেই ছোট্ট ছোট্ট তারাদের যারা আমাদের জীবনে জ্বলজ্বল করে আমাদের মুগ্ধতায় ভরিয়ে রাখে যারা আমাদের জীবনের সুখ এবং হাসি ছড়িয়ে দেয় সেই সব নিষ্পাপ শিশুদের সকল স্বপ্ন পূরণ হোক, আজকের শিশু হয়ে উঠুক আগামীর দেশ ও জাতির সম্পদ। অকৃত্রিম ভালবাসার পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামণা করি। পৃথিবীর সব শিশুকে জানাই একটা সুন্দর ভবিষ্যতের একরাশ শুভেচ্ছা।" জুলফিকার আলী কবিতার পংক্তি তুলে ধরে সমাজের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দেন এবং শিশুদের প্রতি অনুরাগী হওয়ার আহ্বান জানান।

মালদা জেলা প্রশাসনের উদ্যোগে ও মালদা মার্টিন চেম্বার অব কমার্সের সহযোগিতায় অনুষ্ঠিত হলো খাজনা গ্রহণ শিবির।

2024-11-14

মালদা জেলা প্রশাসনের উদ্যোগে ও মালদা মার্টিন চেম্বার অব কমার্সের সহযোগিতায় অনুষ্ঠিত হলো খাজনা গ্রহণ শিবির। মালদা মার্চেন্ট চেম্বার ও কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু জানান আজ সকাল ১১ টা থেকে শুরু হয়েছে এই খাজনা গ্রহণ চলবে সন্ধ্যায় ছটা পর্যন্ত। এই খাজনা গ্রহণ কেন্দ্রে ব্যবসায়ী বন্ধুদের পাশাপাশি সাধারণ মানুষরাও তাদের খাজনা দিতে ভিড় জমান।

প্রতি বছরের মত এ বছরও ওপার বাংলার পরম্পরা ধরে শ্রীকৃষ্ণের পুষ্পরথ টেনে চলেছেন পুরাতন মালদা

2024-11-13

প্রতি বছরের মত এ বছরও ওপার বাংলার পরম্পরা ধরে শ্রীকৃষ্ণের পুষ্পরথ টেনে চলেছেন পুরাতন মালদা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সারদা কলোনি এলাকায়। প্রায় ২৭ বছর ধরে শ্রীকৃষ্ণের রথের আয়োজন করে আসছে সারদা কলোনির ব্রযো রাধাগোবিন্দ মন্দিরের কর্মকর্তারা। বুধবার বিকেলে শ্রীকৃষ্ণের এই পুস্পরথযাত্রা আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হয় রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে। এই রথের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার পৌর প্রধান কার্তিক ঘোষ,১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর অসীম ঘোষ, প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার ,বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। রথের দড়ি টানতে ভক্তের ভিড় ছিল চোখে পড়ার মত |এই পুষ্প রথকে ঘিরে আনন্দ মুখরিত সমস্ত এলাকাবাসী |

গোপন সূত্রে মালদা, গাজোল: জাতীয় সড়কে অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার মাদক উদ্ধার করল পুলিশ, পুলিশের হাতে এলো আন্ত রাজ্য মাদক পাচারকারী দলের দুই সদস্য।

2024-11-13

উজ্জ্বল পাল মালদা,১২ নভেম্বর:- গোপন সূত্রে মালদা, গাজোল: জাতীয় সড়কে অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার মাদক উদ্ধার করল পুলিশ, পুলিশের হাতে এলো আন্ত রাজ্য মাদক পাচারকারী দলের দুই সদস্য। জানা যাচ্ছে উদ্ধার হওয়া মাদক গুলি মনিপুর থেকে নদীয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। গাজোল ব্লকের মশালদিঘি এলাকায় ১২ নং জাতীয় সড়কে সন্দেহজনকভাবে দুজনকে ঘুরতে দেখে আটক করে পুলিশ। তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ২৫ লক্ষ টাকা। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। জানা যাচ্ছে ধৃত দুজনের নাম রতন দেবনাথ 53, মহেশ সরকার ৩১, এইতো দুজনের বাড়ির ত্রিপুরায়। মাদক গুলি নদীয়া হয়ে বাংলাদেশে পাচার করা হতো কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

ট্যাব কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে মালদার বৈষ্ণব নগর থেকে গ্রেপ্তার এক।

2024-11-13

মালদাঃ— ট্যাব কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে মালদার বৈষ্ণব নগর থেকে গ্রেপ্তার এক। হাসান শেখ নামে একজনকে গ্রেফতার করলো পূর্ব বর্ধমান থানার পুলিশ। মালদার বৈষ্ণব নগর ও পূর্ব বর্ধমান জেলা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার। বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। এই যুবকের একটি সাইবার ক্যাফে রয়েছে। এই যুবকের বিরুদ্ধে ট্যাপ কেলেঙ্কারিতে যুক্ত থাকার প্রমাণ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।

পরিযায়ী শ্রমিকদের উন্নতিকল্পে মালদায় অনুষ্ঠিত হলো একটি কর্মশালা।

2024-11-13

মালদা:- পরিযায়ী শ্রমিকদের উন্নতিকল্পে মালদায় অনুষ্ঠিত হলো একটি কর্মশালা। মঙ্গলবার দুপুরে মালদা টাউন হলে কর্মসাথী নামক পরিযায়ী শ্রমিকদের এই কর্মশালায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের বস্ত্র ও সংখ্যালঘু দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন, মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, শ্রম দপ্তরের মালদার অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার তানিয়া দত্ত সহ বিশিষ্ট জনেরা। এদিন মালদা জেলার ১৪৬ টি গ্রাম পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন পরিযায়ী শ্রমিক পরিবারদের সঙ্গে নিয়েই মূলত রাজ্য সরকারের এই কর্মসাথী প্রকল্পের সুবিধামূলক বিষয়ের আলোচনা করা হয়। পাশাপাশি এখনো পর্যন্ত যেসব পরিযায়ী শ্রমিকদের সরকারিভাবে নাম রেজিস্ট্রেশন করা হয় নি, সেক্ষেত্রেও সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েত প্রধানদের তদারকি করার কথাও জানানো হয়েছে।

আম গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার দিনমজুরের, ঘটনায় খুনের অভিযোগে সরব পরিবারের লোকজন।

2024-11-13

আম গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার দিনমজুরের, ঘটনায় খুনের অভিযোগে সরব পরিবারের লোকজন। মঙ্গলবার সাত সকালে ঘটনা সামনে আসতে জোর চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার ভুতনি থানার দক্ষিন চন্ডীপুর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের শঙ্করটোলা বাঁধ এলাকায়। স্থানীয় সূত্রে ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম বিজয় মন্ডল বয়স আনুমানিক ৪৫, পেশায় তিনি দিনমজুর। মৃতর পরিবারের সদস্যদের অভিযোগ গ্রামেরই এক বাসিন্দা গতকাল সন্ধ্যায় বিজয় মন্ডলের বাড়ি আসে এবং কিছুক্ষণ থাকার পর সাথে নিয়ে যায়। গতকাল সন্ধ্যা থেকেই আর বাড়ি ফিরেনি বিজয় মণ্ডল। পরিবারের লোকজন রাতে খোঁজাখুঁজিও করে। অবশেষে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে জমির মধ্যে একটি আমগাছে ঝুলন্ত দেহ দেখতে পায় গ্রামের লোকজন। তড়িঘড়ি বিজয় মণ্ডলের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখে সেটি তারই দেহ। সাথে সাথে খবর দেওয়া হয় ভুতনি থানার পুলিশকে পুলিশ এসে মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃতদেহর মধ্যে ধুলাবালি মাটি লেগে আছে পরিবার লোকের সন্দেহ খুন করা হয়েছে। অন্যদিকে ভুতনি থানার পুলিশ মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে খুন নাকি আত্মহত্যা তা তদন্তে পরেই স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার পর শোকের ছায়া গ্রাম ও পরিবারবর্গের।

মালদা টাউন হাইস্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতা এবং এক দিবসীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল রবিবার।

2024-11-12

উজ্জ্বল পাল মালদা:- মালদা টাউন হাইস্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতা এবং এক দিবসীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল রবিবার। মালদা টাউন হাইস্কুলের প্রাক্তন ছাত্র কৌশিক চক্রবর্তীর প্রয়াত পিতা-মাতা নির্মল চক্রবর্তী এবং নমিতা চক্রবর্তীর স্মরণে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং নক আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় মালদা টাউন হাইস্কুলের প্রয়াত শিক্ষক শ্যামল কুমার দাসের স্মরণে। তিনদিন ব্যাপী আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিনে নক আউট. ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে দশটি দল অংশগ্রহণ করে। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, টাউন হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত ঝা সহ অন্যান্যরা।

আজ থেকে বৃন্দাবনে ময়দানে শুরু হল। অন্তঃ জেলা অনূর্ধ্ব ১৪ ফুটবলের ক্লাসটার পর্বের খেলা।

2024-11-12

মালদা,১১ নভেম্বর :- আজ থেকে বৃন্দাবনে ময়দানে শুরু হল। অন্তঃ জেলা অনূর্ধ্ব ১৪ ফুটবলের ক্লাসটার পর্বের খেলা। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত IFA - র পরিচালনায় মালদা DSA এর ব্যবস্থাপনায় আন্তঃজেলা অনূর্ধ্ব ১৪ ফুটবলের ক্লাস্টার পর্বের খেলা বৃন্দাবনী ময়দানে অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর ২.৩০ টায় শুরু হয় প্রতিযোগিতা। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মালদা জেলা বনাম উত্তর দিনাজপুর জেলা।মালদা জেলায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা অংশ নিবে প্রতিযোগিতায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, ক্রীড়া সংস্থার কর্মকর্তা সোমেশ দাস,প্রণব ভট্টাচার্য সহ অন্যান্য ক্রীড়া প্রেমীরা।

মাদারিহাট বিধানসভার শিশুবাড়ি ও খয়েরবাড়ি এলাকায় তৃনমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পোর সমৰ্থনে প্রচারে ইউসুফ পাঠান

2024-11-12

মাদারিহাট বিধানসভার শিশুবাড়ি ও খয়েরবাড়ি এলাকায় তৃনমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পোর সমৰ্থনে প্রচারে ইউসুফ পাঠান আজ মাদারিহাট বিধানসভার অন্তর্গত শিশুবাড়ি এবং খয়েরবাড়ি এলাকায় তৃনমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টপ্পোর সমৰ্থনে প্রচার করলেন ভারতীয় ক্রিকেটার তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান l আগামী পরশু অর্থাৎ 13 নভেম্বর মাদারিহাট সহ রাজ্যের ছয় কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন l আজ ছিল শেষ প্রচার l এদিনের শেষ প্রচারে সঙ্গে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক l

সোমবার সন্ধ্যা অনুমানিক সাড়ে ছটা নাগাদ স্থানীয় কাঠ মিল সংলগ্ন ময়দানে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের।

2024-11-12

সোমবার সন্ধ্যা অনুমানিক সাড়ে ছটা নাগাদ স্থানীয় কাঠ মিল সংলগ্ন ময়দানে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক,ডেকোরেটর অ্যাসোসিয়েশনের রাজ্য উপদেষ্টা গোপাল সরকার,নর্থ বেঙ্গল ডেকোরেটর অ্যাসোসিয়েশনের কোষাধক্ষ্য টিংকু দত্ত, ডেকোরেটর অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ বাগচী সহ ডেকোরেটর অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্য ও তাদের পরিবারবর্গ। এদিন সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় এই মিলন উৎসবে। সংগঠনের সভাপতি জানান এই প্রথম আমাদের মিলন উৎসবের আয়োজন করা হয়েছে, আগামীতে আরও ভালোভাবে এই মিলন উৎসবকে সাফল্যমন্ডিত করা হবে।

ফের মালদার চাঁচল বাইপাসে মর্মান্তিক পথ দুর্ঘটনা।

2024-11-12

ফের মালদার চাঁচল বাইপাসে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ডিউটি থেকে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু এক মহিলা সিভিক ভলান্টিয়ারের। জানা গিয়েছে,  চাঁচল থেকে সামসি গামী একটি যাত্রীবাহী অটোতে ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা একটি চার চাকার গাড়ি। এই দুর্ঘটনায় মৃত্যু হয় চাঁচল থানার কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার রানু খাতুনের। আহত দুর্ঘটনাগ্রস্থ টোটোর আরও পাঁচ যাত্রী। তাঁদের ভর্তি করা হয়েছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায এলাকায়। কান্নায় ভেঙে পড়ে মৃতার পরিবার। হাসপাতালে পৌঁছান চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু সহ পদস্থ পুলিশ কর্তারা। উল্লেখ্য, দিন কয়েক আগেই চাঁচল বাইপাসে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় প্রাতঃভ্রমণকারী তিনজনের। তারপরে আবার এই ঘটনা যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাচল থানার পুলিশ

কালিয়াচকের সাহাবাজপুর মাস্টারপাড়ায় গড়ে উঠেছে বিকাশ মিশন

2024-11-12

নাজমুস সাহাদাত, কালিয়াচক: মালদা জেলার শিক্ষার হাব কালিয়াচক। এই কালিয়াচকে বহু উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠানের ভিড়ে আরো এক মনুষ্য জাতির মূল মন্ত্রে শিক্ষার্থীদের দীক্ষিত করতে এবং বর্তমান বিশৃংখল সমাজে সঠিক পথ দেখাতে কালিয়াচকের সাহাবাজপুর মাস্টারপাড়ায় গড়ে উঠেছে বিকাশ মিশন। এই বিকাশ মিশন এক দশক পেরিয়ে এক শিক্ষার জলন্ত প্রদীপ হিসেবে নিজেদের প্রচেষ্টাতে কোনরুপ শৈথিল্য করেনি তার প্রমাণ বিগত বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে রাজ্যে দশম স্থান অধিকার ধ্রুবজ্যোতি মন্ডলের (২০২৪) ও ফাইজ মাসুদের (২০২২)। এছাড়াও তামান্না নুরজাহান (২০২৩) মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৬৭৪, শিরিন পারভীন (২০২০) সালের মাধ্যমিকে প্রাপ্ত ৬৭৯ নম্বর। এই বিকাশ মিশনের বিশেষত্ব অর্থাৎ ছাত্র-ছাত্রীদের যেভাবে পঠন-পাঠন দেওয়া হয়। ছাত্র-ছাত্রীদের পুঁথিগত শিক্ষাদানের পাশাপাশি নৈতিক ও যুগোপযোগী শিক্ষাদান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ মেধার ভিত্তিতে পড়াশোনার ব্যবস্থা, দুস্থ ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা, প্রতিটি শিক্ষাবর্ষে তিনটি পার্বিক দুটি ডেভেলপমেন্ট টেস্ট ও সাপ্তাহিক টেস্ট এবং সারপ্রাইজ টেস্টের ব্যবস্থা, প্রতিটি পার্বিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দুর্বল ছাত্র-ছাত্রীদের বাছাই করে তাদের মেধার ভিত্তিতে রবিবার করে রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা, দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য অতিরিক্ত চারটি পরীক্ষা স্পেশাল এভালুয়েশন, সাইন্স এভালুয়েশন, শর্ট ইনহান্সমেন্ট, স্টার এলিজিবিলিটি টেস্ট নেওয়া হয়। এছাড়াও রয়েছে সম্পূর্ণ নতুনরূপে পূর্ণাঙ্গ স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষাদান, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল প্রভৃতি খেলাধুলা ও শরীরচর্চার জন্য নিজস্ব মিশনের খেলার মাঠ রয়েছে। প্রতিযোগিতা মুখী সাপ্তাহিক মিসলেনিয়াস ক্লাস, মানসিক বৃদ্ধি ও সাধারণ জ্ঞান অর্জনের জন্য একবার শিক্ষামূলক ভ্রমণ, মিশনের ছাত্র-ছাত্রীদের পৃথক আবাস, অনাবাসিক ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য গাড়ি, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, সম্ভাবনাময় ছাত্র-ছাত্রীদের প্রতি বিশেষ যত্ন ও ২৪ ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারিতে ছাত্রীদের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা রয়েছে। এবং বিশেষ করে ছাত্রীদের মানসিক দিক-দৃঢ় অপূর্ণতা অর্জনের জন্য প্রতিটি পালনীয় সসম্মানে উৎসবের আমাজে পালন করা হয়। প্রতিবছর বিকাশ দর্পণ নামে ম্যাগাজিন যেখানে ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের বাংলা ও ইংরেজি কবিতা, গল্প ও সৌজন্যমূলক সাক্ষাৎকার ছাপানো হয়। বিকাশ মিশনের প্রধান শিক্ষক মোহাম্মদ জুলফিকার আলী, সম্পাদক আতিকুর রহমান, সভাপতি সাফিউর রহমান আনসারি, পরিচালক সাদেক আলী, সহ প্রধান শিক্ষক রাইসুদ্দিন আহমেদ, সদস্য মোঃ হাফিজুদ্দিন, আসাদুল হক ও মুকাদ্দার সেখ সহ সকল শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টায় ও সকলের সহযোগিতায় এই বিকাশ মিশনের সফলতা। মিশনের প্রধান শিক্ষক জুলফিকার আলী বলেন, আমরা ২০১২ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্র-ছাত্রী ভর্তির কাজ ও অনেক গুণীজনদের সাহায্য সহযোগিতায় কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হয় পঠন পাঠন। শুরু হয় কর্তৃপক্ষের প্রতিটি সদস্যদের রাতদিন অক্লান্ত পরিশ্রম। তবে আজ ২০২৪ শে দাঁড়িয়ে মনে হচ্ছে আমাদের এই সেই পরিশ্রম বিফলে যায়নি। আমাদের ছাত্র-ছাত্রীরা প্রতি বছর সফলতার শিখরে পৌঁছাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বোর্ডে এক থেকে দশের মধ্যে বেশ কয়েকবার দখল করেছে। আমাদের এই মিশন থেকে পড়াশোনা করে যাওয়া অনেক ছাত্র-ছাত্রী এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার। খুব ভালো লাগে এবং মনটা আনন্দে ভরে ওঠে যখন আমাদের ছাত্র-ছাত্রীদের এইসব সফলতার খবর শুনি। তবে এই সফলতা কারও একার পরিশ্রমে গড়ে ওঠেনি। এর পেছনে রয়েছে কর্তৃপক্ষ শুরু করে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং বিভিন্নভাবে মিশনের কাজের সঙ্গে জড়িত এখন মানুষের পরিশ্রম ও ভালোবাসা। আজ যেমন বিকাশ মিশনের পরিচিতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। মালদা তথা উত্তরবঙ্গ ও মধ্য বঙ্গে এই মিশনের সুনাম ছড়িয়ে পড়েছে এবং আমাদের বিশ্বাস আগামী দিনে বিকাশ মিশনের সুনাম পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ছড়িয়ে পড়বে।

মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের উপদেষ্টা হলেন, কালিয়াচকের ভূমিপুত্র ড. আবদুস সাত্তার

2024-11-08

নাজমুস সাহাদাত, কালিয়াচক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টাতেই শুধু নয়, রাজ্যের সংখ্যালঘু দপ্তরেরও উপদেষ্টা হয়েছেন কালিয়াচকের ভূমিপুত্র ড. আবদুস সাত্তার। তার মুকুটে নতুন এই পালকের খবরে তার জন্মভূমি কালিয়াচকের মজমপুর গ্রামে এখন খুশির জোয়ার। উল্লেখ্য, কালিয়াচক এখন রাজ্যের মধ্যে বহুল চর্চিত নাম। এই কালিয়াচকের মাটিতে অসংখ্য প্রতিভার জন্ম হয়েছে। শিক্ষা, ব্যবসা, চাষবাস, গবেষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়াও বহু উচ্চ শিখরে পৌঁছে গৌরব উজ্জ্বল হয়েছে এবং গোটা দেশে ছড়িয়েছে কালিয়াচকের সুনাম। তবে রাজনীতিতেও পিছিয়ে নেই কালিয়াচক। আজও মানুষের মুখে শোনা যায় বিগত দিনের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম। প্রসঙ্গত, কালিয়াচকের ভূমিপুত্র হয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড. আবদুস সাত্তার। তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার আমডাঙ্গা বিধানসভার বিধায়ক ও বাম সরকার আমলের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন কালিয়াচকের ভূমিপুত্র অধ্যাপক আবদুস সাত্তার। তিনি মালদহের কালিয়াচক এলাকার মোজমপুর গ্রামের এক কৃষক পরিবারে ১৯৬৯ সালের ১২ই জানুয়ারিতে জন্মগ্রহণ করেন। ছোট বেলায় তার গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়ে হাতে খড়ি নিয়ে পড়াশোনা শুরু হয়। তারপর তিনি কালিয়াচক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত সিটি কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতক হন। এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং "বাংলা সাহিত্যে রোমান্টিক আখ্যান উৎস ও বিবর্তন" বিষয়ে গবেষণা করেছেন তিনি। প্রথম নব বালিগঞ্জ মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু হয় তার। তিনি মাত্র ৩০ বছর বয়সে ২০০০ সালে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি পদে নিযুক্ত হন। ভারতবর্ষের ইতিহাসে কোনো পর্ষদের সর্বকণিষ্ঠ সভাপতির নজির গড়েছিলেন অধ্যাপক ড. আব্দুস সাত্তার। মাদ্রাসা শিক্ষার আধুনিক চিন্তা নবচেতনা ও প্রযুক্তি বিদ্যায় নবজাগরণের উন্মেষ ঘটে তার হাত দিয়ে। তিনি ৩২ তম ইউনেস্কো সম্মেলনে যোগদানের বিরলতম নজির সৃষ্টি করেন মাদ্রাসা শিক্ষা পর্ষদ প্রতিনিধি হিসেবে। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীও ছিলেন। এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য সংখ্যালঘু উপদেষ্টা পদে অধিষ্ঠিত হলেন ড. আবদুস সাত্তার। এখন তিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য মর্যাদা পাবেন এবং এখন থেকে তিনি রাজ্যের সংখ্যালঘুদের কল্যাণে প্রয়োজনীয় পরামর্শ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরকে। এই পদে নিয়োগ হওয়ার খবর ছড়াতেই খুশির উন্মাদনা দেখা যায় কালিয়াচকে। তার সাথে সাথে কালিয়াচকের বাসিন্দাদের বক্তব্য, বাম সরকারের মন্ত্রী থাকাকালীন মাদ্রাসা শিক্ষার বিপ্লব ঘটিয়েছেন তিনি। তৃণমূল শাসিত সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের উপদেষ্টা পদে নিয়োগ হয়েছে তাতে আমরা ভীষণ খুশি। আমাদের দৃঢ় বিশ্বাস তার ব্যাপক অভিজ্ঞতা এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার নিঃসন্দেহে শাসনের এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অর্থপূর্ণ অগ্রগতি এবং উন্নয়নে অবদান রাখবে।

ছট পুজোর মধ্যে দিয়েও পরিবেশ বাঁচানোর বার্তা। মূলত নদী দূষণ রোধের বার্তা দিতেই এমন পরিকল্পনা মালদহ শহরের জয়সওয়াল পরিবারের।‌

2024-11-07

মালদা: ছট পুজোর মধ্যে দিয়েও পরিবেশ বাঁচানোর বার্তা। মূলত নদী দূষণ রোধের বার্তা দিতেই এমন পরিকল্পনা মালদহ শহরের জয়সওয়াল পরিবারের।‌ বিগত কয়েক বছর ধরেই বাড়ির ছাদে ছট পালন করছেন এই পরিবারের সদস্যরা। বাড়ির ছাদে তৈরি করা হয়েছে চৌবাচ্চা। সেখানে জল ভরে নদীর মত জল তৈরি করা হয়েছে। ফারাক্কা গঙ্গা নদী থেকে নিয়ে আসা হয়েছে সেই জল। সেই জলেই আজ পালন করা হল ছট পুজো। শুধু তাই নয়, ছটের আমন্ত্রণ পত্রেও পরিবেশ রক্ষার বার্তা। আমন্ত্রণ পত্রেও পরিবেশ বান্ধব ছট পালনের আহ্বান জানানো হয়েছে। ছটের মধ্যে দিয়ে পরিবেশন বাঁচাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বার্তা পৌঁছে দেওয়ার এক অভিনব উদ্যোগ এই জয়সওয়াল পরিবারের। মালদহ শহরের শরৎপল্লীর বাসিন্দা সুভাষ জয়সওয়াল। তাঁর দুই মেয়ে কর্মসূত্রে বাইরে থাকেন। বর্তমানের দুই মেয়ের উদ্যোগেই বাড়িতে ছট উৎসব হয়ে আসছে। করোনার সময় প্রথম বাড়ির ছাদে ছট পালন করেন। তারপর থেকেই নদী দূষণ রোধের বার্তা দিতে প্রতিবছর বাড়ির ছাদে ছট পালন করে আসছেন। এবারেও তার কোন ব্যাতিক্রমী হয়নি। মালদহ শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা নদী। দুই তীরে কয়েক হাজার মানুষ ছট পালন করে থাকেন। ছটের পর দেখা যায় বিভিন্ন ভাবে নদী দূষিত হচ্ছে। পুজোর ফেলে দেওয়া নানান সামগ্রী, পুজোর নৈবদ্য থেকে নদী দূষিত হচ্ছে। এখনি সময় নদী দূষণ রোধে সকলে এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে দিতেই বিগত কয়েক বছর ধরেই নদীর জলে না নেমে বাড়ির ছাদে চৌবাচ্চায় ছট পালন করে আসছে জয়সওয়াল পরিবার। শুধুমাত্র তাই নয় পুজোর পরে ফেলে দেওয়া নানান সামগ্রী নষ্ট না করে সেগুলি দিয়ে জৈব সার তৈরি করেন। তারপর সেগুলি দিয়ে বাড়ির ছাদে ফুল গাছের পরিচর্যা করে থাকেন। ছটের মধ্যে দিয়ে পরিবেশ বান্ধবের এক দৃষ্টান্ত উদাহরণ মালদহ শহরের এই পরিবারের ছট উৎসব।

আর কত গরীব হলে মিলবে ঘর? প্রশ্ন ধুমসাডাঙি গ্রামবাসীদের, ক্ষোভ 

2024-11-07

আর কত গরীব হলে মিলবে ঘর? প্রশ্ন ধুমসাডাঙি গ্রামবাসীদের, ক্ষোভ  হরিশ্চন্দ্রপুর : ২০১৭ সালের বন্যায় ভেঙে গিয়েছে ঘর। জরাজীর্ণ কাচা ঘরে দিন গুজরান করছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ধুমসা ডাঙ্গি গ্রামের বাসিন্দারা। 'আবাস প্লাস' সার্ভের তালিকায় গ্রামের কারও নাম না থাকায় হতাশগ্রস্ত হয়ে পড়েছে বাসিন্দারা। আর কত গরীব হলে মিলবে ঘর প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভালুকা গামী রাজ্য সড়কের ধারে রয়েছে গ্রাম টি। প্রায় ২০০ টি পরিবার বসবাস করে। কেউ দিনমজুর করে,কেউ আবার ভিন রাজ্যে কাজ করে সংসার চালায়। অর্থাভাবে পাকা ঘর করা তো দূরের কথা তিন বেলা খাবার জোগাড় করতে পারেন না। ভূমিহীন পরিবারগুলো কেউ পলিথিন টাঙিয়ে,কেউ টালি ও টিনের ছাউনি দিয়ে জরাজীর্ণ কাচা ঘরে কোনরকমে দিন গুজরান করেন। সরকারি ঘরের আশায় চেয়ে রয়েছে পরিবারগুলো। স্থানীয় বাসিন্দা পুনায় মিশর,বকনি মিশর ও বিনয় মিশররা বলেন, যাদের পাকা বাড়ি রয়েছে তাদের তালিকায় নাম রয়েছে। আমরা পলিথিন টাঙিয়ে কাচা ঘরে বসবাস করছি। সার্ভের তালিকায় নাম নেই। আমাদের কেউ খোঁজ নিতেও আসে না। কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্য বিজয় মিশর বলেন,পরিবারগুলোর নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। দিন মজুর করে চলে তাদের জীবন। পরিবারগুলো জরাজীর্ণ ঘরে খুব কষ্টে দিন কাটাচ্ছে। ২০১৮ সালের আবাস যোজনার তালিকায় গ্রামের কারও নাম নেই। ২১ অক্টোবর থেকে শুরু হয়েছে চূড়ান্ত সমীক্ষার কাজ। নাম না থাকায় গ্রামে কেউ সার্ভে করতে আসেনি। ব্লক প্রশাসনকে বিষয়টি জানিয়েছি । এমনকি দিদিকে বল তে ফোন করে অভিযোগ করেছি । কিছুই উত্তর আসেনি । হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিও সৌমেন মন্ডল বলেন, ২০১৮ সালে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকে সার্ভের তালিকায় প্রায় ১৮,০০০ হাজার নাম ছিল। ২০২২ সালে সার্ভেতে ৯,২২২ টি নাম টিকে ছিল। রাজ্য সরকারের নির্দেশে ২১ অক্টোবর থেকে  আবার সার্ভে শুরু হয়েছে। ১৪ নভেম্বর পর্যন্ত চলবে। ধুমসা ডাঙ্গি গ্রামের বাসিন্দাদের সার্ভের তালিকায় কেন নেই খোঁজ নিচ্ছি।

রাত্রিরের সাথী প্রকল্পের অধীনে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কী কী পরিকাঠামো গড়ে তোলা হয়েছে

2024-11-05

রাত্রিরের সাথী প্রকল্পের অধীনে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কী কী পরিকাঠামো গড়ে তোলা হয়েছে তা মঙ্গলবার পরিদর্শন করলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা।প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সচিব রাহুল নাথ ও দীপঙ্কর ভৌমিক। তারা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একপ্রস্ত বৈঠক করেন। বৈঠকের পর স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিট, মাতৃমা বিভাগ, জরুরী বিভাগ সহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে ছিলেন মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পার্থ প্রতীম মুখোপাধ্যায়, হাসপাতাল সুপার ডাঃ প্রসেনজিৎ বর সহ অন্যান্যরা। তাদের নিয়েই স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা এক এক করে হাসপাতালের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখেন। পরে এই প্রসঙ্গে মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জানান

আর দুদিন বাদেই গোটা দেশ মাতবে ছট পূজায়

2024-11-04

আর দুদিন বাদেই গোটা দেশ মাতবে ছট পূজায় | তাই ছট পুজাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সোমবার সকালে পুরাতন মালদা পৌরসভা এলাকার অন্তর্গত বিভিন্ন ঘাটের পরিকাঠামো দেখতে পরিদর্শন করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ । এদিন মঙ্গলবাড়ী স্কুল পাড়া ঘাট, নবাবগঞ্জ ঘাট এবং দোহর ঘাট ও সদর ঘাটের পরিকাঠামো এবং জলের গভীরতা খতিয়ে দেখেন পৌরসভার চেয়ারম্যান সহ বিভিন্ন এজেন্সির লোকজন।পুরাতন মালদা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের স্কুল পাড়া ঘাট পরিদর্শন করতে এসে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, ছট পূজা উপলক্ষে প্রতি বছর ভক্তদের জন্য ঘাট পরিষ্কার করে ড্রেসিং করানো হয় এবং আলোর পর্যাপ্ত ব্যবস্থা করা হয় তাছাড়া মহিলাদের জন্য প্রসাধন পরিবর্তনের জন্য আলাদা ঘর ও বাথরুমের ব্যবস্থা করে থাকি | তাই এবারও আমরা ছট ভক্তদের জন্য সব ধরনের পরিষেবার ব্যবস্থা করেছি তাছাড়া এবার নদীর জলের গভীরতা বেশি থাকায় ঘাট গুলির পাড়ে শালবলি দিয়ে ব্যারিগেট করে দেওয়া হবে | যাতে ব্যারিগেটের বাইরে নদীতে ভক্তরা না নামতে পারে। পাশাপাশি দুর্ঘটনা এরানোর জন্য পৌরসভার পক্ষ থেকে নৌকোর ব্যবস্থা থাকবে এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে ঘাট গুলোতে।

মাঝ বয়সী এক মহিলার ঝুলন্ত  দেহ উদ্ধারের ঘটনায় সোমবার সকালে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের নজরপুর এলাকায় চাঞ্চল্য

2024-11-04

মাঝ বয়সী এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় সোমবার সকালে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের নজরপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে,যদিও মৃত মহিলার ছেলের দাবি মা অসুস্থ থাকায় সম্ভবত মানসিক অবস্থাতে আত্মঘাতী হয়েছে। অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ ছেলে এবং বৌমা মিলে গলা টিপে মেরে ফেলেছে যদিও পুরো ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ। জানা গেছে মৃত মহিলার নাম রত্না (৫৫) সরকার, বাড়ি পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের নজরপুর গ্রামে ,পরিবারে তার একমাত্র ছেলে এবং পুত্রবধূ রয়েছে। মৃত মহিলার ছেলে সুব্রত সরকার জানায় , গোটা রাত মা অসুস্থ ছিল তাকে নিয়ে আমরা জেগে ছিলাম সকালবেলা বাথরুমে যায় এবং বাথরুম থেকে ফিরে এসে দেখি মা ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলছে ,কিন্তু অন্যদিকে পাড়া-প্রতিবেশীদের অভিযোগ, ছেলে এবং বৌমা মিলে মৃত মহিলার উপরে অত্যাচার করত এমনকি মারধরও করত , প্রতিবেশীরা আরো জানান ,মৃত মহিলার গোটা শরীর যদি তদন্ত করে দেখা যায় দেখা তবে আঘাতের চিহ্ন অবশ্যই পাওয়া যাবে তাই এলাকাবাসীর দাবি মৃত মহিলার ছেলে এবং বৌমার জন্য উপযুক্ত শাস্তি হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় এবং পুরো ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।

হরিশ্চন্দ্রপুর থানা পাড়া সার্বজনীন কালীপূজো কমিটির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ।

2024-11-03

মালদা ,02 নভেম্বর: হরিশ্চন্দ্রপুর থানা এবং কালী পুজো কমিটির উদ্যোগে শনিবারের দিন বিকেলে সার্বজনীন প্রায় ১০০০ জন দুস্থ ও অসহায় ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেন। সেদিন এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তজমুল হোসেন, মালদা জেলা পরিষদের সদস্য বুলবুল খান এবং মার্জিনা খাতুন, মালদা জেলার সাধারণ সম্পাদক জুম্মা রহমান, হরিশ্চন্দ্রপুর ১ নং ও দু নং ব্লকের সভাপতি জিয়াউর রহমান এবং তবারক হোসেন, হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার, ও হরিশ্চন্দ্রপুর মার্চেন্ট চেম্বার ও কমার্স এর সম্পাদক পবন কেড়িয়া সহ বিশিষ্ট সমাজসেবীরা। এদিন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তজমুল হোসেন বলেন, প্রতি বছরের নেই এবারও থানার উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়। এই ধরনের অনুষ্ঠান করার জন্য হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের মানবিক উদ্যোগকে ধন্যবাদ জানাই। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন কালী পূজা উপলক্ষে যে সাত দিন ধরে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় তার অঙ্গ হিসাবে আজ এই বস্ত্র বিতরণ। আমরা প্রায় আজ হাজার খানের উপরে কম্বল বিতরণ করতে পেরেছি।

আজ ভাই ফোঁটা ভাইদের দাদাদের মঙ্গল কামনায় দিদি বোনেরা ভাই দাদাদের ফোটা দিয়ে থাকে ।

2024-11-03

আজ ভাই ফোঁটা ভাইদের দাদাদের মঙ্গল কামনায় দিদি বোনেরা ভাই দাদাদের ফোটা দিয়ে থাকে । আজকের এই শুভ দিনে মালদা, ভারত বাংলাদেশ সীমান্ত মহদীপুর বিওপি ৭০ নাম্বার বিএসএফ ব্যাটেলিয়ান জওয়ানদের কপালে ফোটা দেয় দক্ষিণ মালদা বিজেপি মহিলা মোর্চার মহিলারা । শঙ্কর ধনী উলুধ্বনির পাশাপাশি মিষ্টিমুখো করানো হয় বিএসএফ জওয়ানদের । বিএসএফের মহিলা জনরাও বিএসএফ জওয়ানদের ভাই ফোঁটা দিয়ে থাকে । সীমান্তে যারা কঠোর পাহাড়ে রাত দিন দেশবাসীর কে সুরক্ষার দিচ্ছে আজকের এই দিনটিতে তাদেরকেও ভাইফোঁটা দিয়ে তাদের মঙ্গল দীর্ঘায় আয়ু কামনা করে

হরিশ্চন্দ্রপুর থানা পাড়া সার্বজনীন কালীপূজো কমিটির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ।

2024-11-03

হরিশ্চন্দ্রপুর থানা পাড়া সার্বজনীন কালীপূজো কমিটির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ। মালদা ,02 নভেম্বর:   হরিশ্চন্দ্রপুর থানা এবং কালী পুজো কমিটির উদ্যোগে  শনিবারের দিন  বিকেলে  সার্বজনীন  প্রায় ১০০০ জন দুস্থ ও অসহায় ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেন। সেদিন এই অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তজমুল হোসেন, মালদা জেলা পরিষদের সদস্য বুলবুল খান এবং মার্জিনা খাতুন, মালদা জেলার সাধারণ সম্পাদক জুম্মা রহমান, হরিশ্চন্দ্রপুর ১ নং ও দু নং ব্লকের সভাপতি জিয়াউর রহমান এবং তবারক হোসেন, হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার,  ও হরিশ্চন্দ্রপুর মার্চেন্ট চেম্বার ও কমার্স এর সম্পাদক পবন কেড়িয়া  সহ বিশিষ্ট সমাজসেবীরা। এদিন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তজমুল হোসেন বলেন, প্রতি বছরের নেই এবারও থানার উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়। এই ধরনের অনুষ্ঠান করার জন্য হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের  মানবিক উদ্যোগকে ধন্যবাদ জানাই। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন কালী পূজা উপলক্ষে যে সাত দিন ধরে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় তার অঙ্গ হিসাবে আজ এই বস্ত্র বিতরণ। আমরা প্রায় আজ হাজার খানের উপরে কম্বল বিতরণ করতে পেরেছি।

কালিয়াচকের চৌরঙ্গী মোড় এলাকায় বিধ্বংসী আগুন

2024-11-01

কালিয়াচকের চৌরঙ্গী মোড় এলাকায় বিধ্বংসী আগুন। কাপড়ের ব্যাগ তৈরির দোকানে আগুন। দমকলের একটি ইঞ্জিন। পটকার আগুন থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান বাসিন্দাদের।

মালদা তথা বাংলার রূপকার এ.বি.এ গনি খান চৌধুরীর ৯৮তম জন্মদিন পালন।

2024-11-01

মালদা তথা বাংলার রূপকার এ.বি.এ গনি খান চৌধুরীর ৯৮তম জন্মদিন পালন। কোতুয়ালি নিজস্ব বাসভবনের মাজারে ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর, ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তেওয়ারি মহাশয়, জেলা যুব নেতা তথা বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকার, জাকির হোসেন সহ বিশিষ্ট জনেরা।

প্রতিবারের মতো এইবারও পুরনো নিয়ম-নীতি মেনে শ্রদ্ধা ভক্তির সাথে পালবাড়ি র দক্ষিণা কালী মায়ের পুজো সম্পূর্ণ হল

2024-11-01

প্রতিবারের মতো এইবারও পুরনো নিয়ম-নীতি মেনে শ্রদ্ধা ভক্তির সাথে পালবাড়ি র দক্ষিণা কালী মায়ের পুজো সম্পূর্ণ হল । অমাবস্যার তিথিতে এই পুজো প্রতিবার কালীপুজোর দিন হয়ে থাকে । ইংরেজবাজার শহরের তিন নম্বর ওয়ার্ড মালঞ্চ পল্লীর পালবাড়ি দক্ষিণা কালীর পুজো বিগত 40 থেকে 42 বছর ধরে হয়ে আসছে । এই পুজোতে শুধু পালবাড়ীর সদস্যরা উপস্থিত হয় না এই পুজোতে তিন নম্বর ওয়ার্ড মালঞ্চ পল্লীর বাসিন্দারাও পুজোতে অংশগ্রহণ করে । এছাড়াও শহর থেকে বাইরে ও অনেক ভক্তরা এই পুজোতে অংশগ্রহণ করে থাকে । মায়ের পুজোর পাশাপাশি বাড়ির সদস্যরা এবং প্রতিবেশীরা এই পুজোতে সবাই আনন্দে মেতে উঠেন । ঢাকের তালে কোমর দুলিয়ে নাচ করে থাকে । পাশাপাশি কালী পূজার পরের দিন সকল ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়

মালদার বিগ বাজেট এর পুজোর মধ্যে পল্লীশ্রী ৮৬ কালী পুজো অন্যতম। এই পুজোর শুভ সূচনা করলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব

2024-11-01

মালদার বিগ বাজেট এর পুজোর মধ্যে পল্লীশ্রী ৮৬ কালী পুজো অন্যতম। এই পুজোর শুভ সূচনা করলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমনা আগরওয়াল, কাউন্সিলর শুভময় বসু, মালদা মারছেন চেম্বার অফ কমার্স সম্পাদক উত্তম বসাক সহ বিশিষ্ট জনেরা, পুজো উদ্বোধনের পাশাপাশি মালদা অ্যানিমেল কেয়ার ইউনিটের সদস্যদের সম্মানিত করা হয় ক্লাবের পক্ষ থেকে এছাড়াও সুস্থ ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ ও শিক্ষার সরঞ্জাম হাতে তুলে দেওয়া হয়। উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের ভিড় নজরে পড়ে পূজা মন্ডপে এ বছর তাদের পুজো মন্ডপের থিম নারী শক্তি।

বঙ্গ মেতেছে শ্যামা মায়ের পূজার আরাধনায়

2024-10-31

বঙ্গ মেতেছে শ্যামা মায়ের পূজার আরাধনায় | তাই নিজেদের বাড়িঘর ছেড়ে দেশ সেবায় নিযুক্ত হয়েছে বিএসএফ জাওয়ান রা | তাই  বৃহস্পতিবার পুরাতন মালদার ভারত বাংলাদেশ সীমান্তের বিএসএফের 12 নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে মুচিয়া বিএসএফ ক্যাম্পে মহা ধুমধামে পালিত হল দীপাবলি উৎসব |উপস্থিত ছিলেন বিএসএফের ডিআইজি অজিত কুমার,বিএসএফের 12 নম্বর ব্যাটেলিয়ানের co শ্রী দিলবাগ সিং, মুচিয়া বিএসএফ ক্যাম্প ইন্সপেক্টর জয় দেশ নারায়ণ ছাড়া অন্যান্য বিএসএফ কর্মকর্তারা | এ নিয়ে বিএসএফের ডিআইজি অজিত কুমার কি জানালো শুনুন তার নিজের মুখ থেকে

মালদা শহরের ঝলঝলিয়া যুবকবৃন্দের কালীপুজোর  উদ্বোধন হয়ে গেল বুধবার। উদ্বোধন করলেন বলিউড অভিনেত্রী মীনাক্ষি শেষাদ্রি।

2024-10-31

মালদা শহরের ঝলঝলিয়া যুবকবৃন্দের কালীপুজোর  উদ্বোধন হয়ে গেল বুধবার। উদ্বোধন করলেন বলিউড অভিনেত্রী মীনাক্ষি শেষাদ্রি। তিনি পুজো মন্ডপের উদ্বোধন করে নাচে, গানে মন মাতালেন, মালদাবাসীর। ঝলঝলিয়া যুবকবৃন্দের বিগ বাজেটের কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী মীনাক্ষি শেষাদ্রি ছাড়াও উপস্থিত  ছিলেন পুজো উদ্যোক্তা কাউন্সিলর বাবলা সরকার, গৌতম দাস সহ অন্যান্যরা।

এক বছরের বেশি সময় ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে মালদা মেডিকেলের বেশিরভাগ ফ্রিজার।

2024-10-31

এক বছরের বেশি সময় ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে মালদা মেডিকেলের বেশিরভাগ ফ্রিজার। এই দীর্ঘ সময় ধরে বিকল হয়ে পড়ে থাকা ফ্রিজারের মধ্যেই মজুত করা হচ্ছে মৃতদেহ। বিশেষত বেওয়ারিশ দেহ মর্গে জমে থাকতে থাকতে ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে মেডিকেলের মর্গ চত্বরে। মেডিকেল কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে মেরামতের টাকা না মেলায় ফ্রিজার সারাইয়ের কাজ সম্ভব হয়নি। মাস খানেক আগে মেরামতের টাকা মিললেও এখনও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে মেডিকেল কলেজের অন্দরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে। মেডিকেল সূত্রে জানা গিয়েছে, মালদা মেডিকেলের মর্গ, অ্যানাটমি বিভাগ ও ওয়ার্ড মাস্টারের অফিস মিলিয়ে মোট আটটি ফ্রিজার রয়েছে। এই ফ্রিজারগুলি মিলিয়ে প্রায় ৫০টি মৃতদেহ মজুত রাখার পরিকাঠামো রয়েছে। মেডিকেলের একটি সূত্র জানাচ্ছে বছর খানেকের বেশি সময় ধরে মেডিকেলের সমস্ত ফ্রিজার খারাপ হয়ে পড়ে রয়েছে।

বিজয়া সম্মিলনীর মঞ্চেই যোগদান কর্মসূচি আবারো বড়সড় ভাঙ্গন বিরোধী দলে।

2024-10-30

মালদা:- বিজয়া সম্মিলনীর মঞ্চেই যোগদান কর্মসূচি।আবারো বড়সড় ভাঙ্গন বিরোধী দলে। পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি, প্রাক্তন উপপ্রধান, প্রাক্তন কর্মদক্ষ, ব্লক কমিটির সদস্য সহ প্রায় ১৫০০ জন কংগ্রেস, বিজেপি ,ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের অচিন্তলা হাই মাদ্রাসা স্কুলে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। আর সেখানেই বিরোধী শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।কালিয়াচক ২ ব্লকের মোথাবাড়ি, রথবাড়ি, উত্তর পঞ্চানন্দপুর, ও উত্তর লক্ষীপুর সদস্য থেকে শুরু করে বুথ সভাপতিরা যোগদান করেন। তৃণমূলের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মন্ত্রী তাজমুল হোসেন, শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশারফ হোসেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক আব্দুর রহিম বক্সি, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ একাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিরোধী দল ছেড়ে আসা নেতা কর্মীরা তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নেন । মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, বিরোধী দল থেকে দল থেকে এদিন প্রায় ১৫০০ জন তৃণমূলে যোগদান করেছেন। এতদিন এরা বিরোধী দলে থেকেও যোগ্য মর্যাদাটুকু পান নি । এছাড়াও মুখ্যমন্ত্রীর উন্নয়নের ওপর ভরসা করেই তাঁরা তৃণমূলকেই বেছে নিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশে বিজয়া সম্মেলনের মাধ্যমে এই যোগদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে যোগদানকারী বিরোধী দলের নেতা কর্মীদের হাতে তৃণমূলের ঝান্ডা তুলে দেওয়া হয়। অপরদিকে বিরোধীদল থেকে আসা যোগদানকারীরা জানান বিরোধী দলে থেকে তারা কোনরকম কাজ করতে পারছেন না এছাড়াও যোগ্য মর্যাদা পাচ্ছেন না তাই এদিন ১৫০০ জন বিভিন্ন দল ছেড়ে আসা মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

হাতে গোনা আর মাত্র এক'দিন। তারপর বঙ্গ মাতবে শ্যামা মায়ের পূজা আরাধনায়।

2024-10-30

হাতে গোনা আর মাত্র এক'দিন। তারপর বঙ্গ মাতবে শ্যামা মায়ের পূজা আরাধনায়। যে কোনও পুজো বা সামাজিক উৎসব আসলেই আশা বাড়ে ফুলচাষিদের। এই সময়টাতেই তাঁদের লাভ ভালো হয়। কিন্তু এবার দানার ঝাপটায় আশাহত হয়েছে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের নজরপুর গ্রামের ফুলচাষিরা। তবে ডানা আঘাত করলেও আশা ছাড়তে নারাজ ফুল চাষী রা। চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। ইতিমধ্যে কালীপুজোর বাজারে নিয়ে যাওয়ার জন্য ফুল ভাঙতে শুরু করেছেন তাঁরা। মুচিয়া নজরপুর এলাকার ফুলচাষি দুঃখু মণ্ডল এবার চার বিঘা জমিতে গাঁদাফুলের চাষ করেছেন। দু'বিঘা জমিতে ফুল ফুটতে শুরু করেছে। বাকি দু'বিঘায় গাছ এখনও বড় হয়নি। দুঃখুবাবু জানান 'এই সময় বাজারে ফুলের দাম একেবারেই নেই। ১০০ থেকে ১২০ টাকা প্রতি পাল্লা দরে গাঁদা ফুল বিক্রি হচ্ছে। কালীপুজোর সময় বাজার কিছুটা উঠতে পারে বলে আশা করছি। তাই ফুল ভাঙা শুরু করেছি। কিন্তু এবার ঝড়ে আমার বেশ ক্ষতি হয়ে গিয়েছে। গাছগুলো সবেমাত্র ফুল দিতে শুরু করেছিল। তখনই শুরু হয়েছিল দানা ঝড়ের দাপট। ভেঙে যায় অনেক ফুলের গাছ। অনেক কষ্ট করে গাছগুলো ফের খাড়া করা গিয়েছে। জমির ফুল অবশ্যই কালীপুজোর বাজারে নিয়ে যাব। দেখা যাক, কী হয়!' শুধু দুঃখুবাবুই নয়, কালীপুজোয় ভালো বাজারের আশায় দিন গুনছেন পুরাতন মালদার সব ফুলচাষিই। এখন দেখা যাক, শ্যামা মা তাঁদের কতটা আশীর্বাদ করেন।

মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অডিটরিয়ামে রেসিডেন্স অফ ডাক্তার অ্যাসোসিয়েশন ও স্টুডেন্ট অফ মালদা মেডিকেল কলেজের উদ্যোগে গণ কনভেনশন।

2024-10-30

মালদা: মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অডিটরিয়ামে রেসিডেন্স অফ ডাক্তার অ্যাসোসিয়েশন ও স্টুডেন্ট অফ মালদা মেডিকেল কলেজের উদ্যোগে গণ কনভেনশন। আর জি করের বিচারের দাবিতে এই গণ কনভেনশন। উপস্থিত একাধিক প্রতিবাদী সিনিয়র ডাক্তার ও জুনিয়র ডাক্তাররা। অভয়ার বিচারের দাবিতে সরব সবাই। কল্যাণী ও বাঁকুড়ার তে সম্ভব না হলেও মালদাতে এই কনভেনশন হওয়ায় খুশি ডাক্তার থেকে সাধারণ মানুষ। পাশাপাশি আজকের এই গণ কনভেনশন থেকে কলকাতা থেকে আগত চিকিৎসকরা গঠিত হওয়া অভয়া মঞ্চ নিয়েও বিস্তারিত জানান।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্কুলের প্রায় চার শতাধিক পড়ুয়াদের নিয়ে বিদ্যাসাগর মেলার আয়োজন।

2024-10-30

মালদা :- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্কুলের প্রায় চার শতাধিক পড়ুয়াদের নিয়ে বিদ্যাসাগর মেলার আয়োজন। মালদা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার মালঞ্চ পল্লী মিনু ঝা বয়েজ উচ্চ বিদ্যালয়ে বিদ্যাসাগর মেলার আয়োজন করা হয়। বিদ্যাসাগরের জীবনী এবং তার রচিত গ্রন্থের উপর কুইজ, অংকন, গান সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন স্কুল থেকে প্রায় চার শতাধিক পড়ুয়া অংশ নেয় বিদ্যাসাগর মেলায়। এর পাশাপাশি ২৫০ জন শিক্ষক উপস্থিত ছিলেন এই মেলায়। বিদ্যাসাগরের জীবনী ও তার লেখা পড়ুয়াদের সামনে তুলে ধরতে বিদ্যালয় প্রাঙ্গনে তার ছবি ও লেখার পোস্টার ব্যানার আটকানো হয়। জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিদ্যাসাগরের জীবনী তুলে ধরার লক্ষ্যে বিদ্যাসাগর মেলার আয়োজন করা হয়ে এদিন।

কলকাতা উচ্চ আদালতের নির্দেশে মালদাতে অর্থলগ্নী সংস্থার জমি নিলামের প্রক্রিয়া শুরু।

2024-10-30

কলকাতা উচ্চ আদালতের নির্দেশে মালদাতে অর্থলগ্নী সংস্থার জমি নিলামের প্রক্রিয়া শুরু। মালদা শহরের পিরোজপুর এলাকায় একটি অর্থলগ্নী সংস্থার প্রায় সাড়ে পাঁচ কাটা জমি চিহ্নিত করল হাইকোর্ট নিযুক্ত কমিটি। ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং পুলিশকে সঙ্গে নিয়ে আজ এলাকায় যান হাইকোর্টের প্রতিনিধিরা। জমি চিহ্নিত করে তাতে সরকারি নোটিশ ঝোলানো হয়। এরপর ওই জমি হাইকোর্টের মাধ্যমে নিলাম করে প্রাপ্য অর্থ আমাদকারীদের ফেরানো হবে। মালদাতে অর্থলগ্নী সংস্থার এই জমির মূল্য কয়েক কোটি টাকা। এরআগেও ওই সংস্থার শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং সোদপুরের বেশকিছু জমি নিলাম প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানান আমানতকারীদের আইনজীবী। এদিন হাইকোর্টের প্রতিনিধিদের ওই জমি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অভিযোগকারী আমানতকারীরাও। মালদহ শহরের ইংরেজবাজার পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের পিরোজপুর এলাকায় ওই জমির মালিকানা ছিল অর্থলগ্নী সংস্থার নামে। পরে ২০১৪ সালে ওই সংস্থার বিরুদ্ধে আর্থিক প্রচারণার অভিযোগে মামলা রুজু হয় কলকাতা হাইকোর্টে। এরপর থেকে মামলার বিচারপর্ব চলছে। এদিন হাইকোর্টের প্রতিনিধিরদের পরিদর্শনের পর অর্থ ফেরতের আশা দেখছেন প্রতারিত আমানতকারীরা।

হাতে বাকি আর কয়েকটা দিন তারপরেই আলোর উৎসব দীপাবলি।

2024-10-29

হাতে বাকি আর কয়েকটা দিন তারপরেই আলোর উৎসব দীপাবলি। তাই আসন্ন দীপাবলির প্রাক্কালে মালদায় জমে উঠল প্রদীপ কেনাকাটার বাজার। চিরাচরিত মাটির প্রদীপের পাশাপাশি এবছর বাজার দখল করেছে রঙ-বেরঙের মোমের প্রদীপ। যা মন ভরাচ্ছে ক্রেতাদের। তাই আলোর উৎসব দীপাবলি উপলক্ষে চিরাচরিত মাটির প্রদীপের পাশাপাশি হু হু করে বিকোচ্ছে রঙ বাহারি মোমের প্রদীপ।

বাংলায় কাজ করতে এসে আক্রান্ত বিহারের পরিযায়ী শ্রমিক এবং তার স্ত্রী।

2024-10-29

বাংলায় কাজ করতে এসে আক্রান্ত বিহারের পরিযায়ী শ্রমিক এবং তার স্ত্রী। পরিযায়ী শ্রমিক কে গণপিটুনি দিয়ে খুনের চেষ্টা। সামনে সেই চাঞ্চল্যকর ভিডিও। স্ত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ।মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই শ্রমিক। এদিকে এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ জেলা তৃণমূল সভাপতি উস্কানি মূলক বক্তব্যের পর এই ধরনের ঘটনা ঘটলো। তৃণমূল বাংলায় বাঙালি অবাঙালি বিদ্বেষ ছড়াচ্ছে। যদিও বিজেপির এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সিংপাড়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা।বিহারের দারভাঙ্গা জেলার বাসিন্দা শ্রী চন্দ্র সাহানি হরিশ্চন্দ্রপুরে মাখনার ফরিতে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে মাখনা ব্যবসায়ীদের ১০ জনের একটি দল ধার দেনার বিষয় নিয়ে পরিযায়ী শ্রমিককে আক্রমণ করেন। যাদের মধ্যে ছিলেন বাটুল, রহমান, রবিউল, সাবির।ওই মাখনা ফড়ির মালিকের অভিযোগ লেনদেন সংক্রান্ত সমস্যা নিয়ে বলপূর্বক তাকে এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপরেই মধ্য রাস্তায় গণপিটুনি দিয়ে খুনের চেষ্টা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিল ওই শ্রমিক।যে ভিডিও সামনে এসেছে। এমনকি ওই মাখনা জমির মালিকের অভিযোগ তার স্ত্রীকেও রেহাই দেওয়া হয়নি। প্রকাশ্য রাস্তায় বিবস্ত্র করে মারা হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও ততক্ষণে অভিযুক্তরা পলাতক। আক্রান্ত শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল থেকে রেফার করা হয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। পরিস্থিতির অবনতি হওয়ায় ওই শ্রমিককে বিহারের পূর্ণিয়া তে রেফার করা হয়েছে। প্রসঙ্গত তৃণমূল ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নিয়ে অভিযোগের আঙ্গুল তুলেছিল। কিন্তু বাংলাতে এই ঘটনা ঘটার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বিজয়া সম্মেলনী ও সারদ সম্মান উৎসব অনুষ্ঠিত হলো পুরাতন মালদার সাহাপুর হাইস্কুলে |

2024-10-29

মঙ্গলবার বিকেলে পুরাতন মালদা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বিজয়া সম্মেলনী ও সারদ সম্মান উৎসব অনুষ্ঠিত হলো পুরাতন মালদার সাহাপুর হাইস্কুলে | এই শারদ সম্মান অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি,ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী,মালদা জেলা আইএনটিটিইউসি এর জেলা সভাপতি শুভদীপ সান্যাল,মালদা জেলা যুব সভাপতি বিশ্বজিৎ মন্ডল,পুরাতন মালদা তৃণমূলের ব্লক সভাপতি রবিন দাস, ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলর দুলাল সরকার ,পুরাতন মালদা ব্লক যুব কনভেনার কমল ঘোষ সহ পুরাতন মালদা ব্লক তৃণমূল নেতৃত্ব । তৃণমূলের এই শারদ সম্মান অনুষ্ঠান মঞ্চে পুরাতন মালদা ব্লকের মোট ১০৬ টি পূজা উদ্যোক্তাদের হাতে শারদ সম্মান তুলে দেওয়া হয়।

প্রাচীন রীতি মেনে আজও মশাল জ্বালিয়ে পূজিত হন মালদা হবিবপুরের মানিকোড়া কালী তথা ডাকাত কালী।

2024-10-29

প্রাচীন রীতি মেনে আজও মশাল জ্বালিয়ে পূজিত হন মালদা হবিবপুরের মানিকোড়া কালী তথা ডাকাত কালী। ডাকাতদের হাতে পূজিতা দেবী এখন মানিকোড়া কালী নামে পরিচিত। শোনা যায় দেশ ভাগের আগে ডাকাতদের দল প্রায় ৩০০ বছর আগে রাতের অন্ধকারে মানিকোড়ায় দেবীর পুজো দিতে আসত। পুনর্ভবা নদী পেরিয়ে রাতের অন্ধকারে একদল ডাকাত জঙ্গলে ঘেরা মানিকোড়ায় দেবীর পুজো দিতে আসত। এই দেবী জাগ্রত বলে দাবি স্থানীয়দের৷ সূর্য ওঠার আগেই পুজো দিয়ে আবার নিজেদের ডেরায় ফিরে যেত ডাকাতরা। সময়ের সঙ্গে সঙ্গে পুজো উদ্যোক্তাদের পরিবর্তন ঘটেছে। ব্রিটিশ আমলে স্থানীয় এক জমিদার জঙ্গলে ঘেরা এই পরিত্যক্ত পুজোর বেদি খুঁজে পান। এরপর থেকে বংশপরম্পরায় জমিদারদের উদ্যোগে এই পুজো হত। আগে পাঁঠা বলির সময় শেকল দিয়ে বাঁধা থাকত দেবীমূর্তি। তবে এখন আর শেকল বাঁধা হয় না। তবে দেবীর চক্ষুদানের সময় কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় মন্দিরের সদর দরজা।     কথিত রয়েছে, চক্ষুদানের সময় নাকি দেবীমূর্তি দুলতে থাকে। তাই আগে শেকল দিয়ে বাঁধা হতো প্রতিমা। এখন আর সেই নিয়ম নেই। এখন শুধু  কাপড় দিয়ে ঢেকে দেওয়ার নিয়ম রয়েছে। ভক্তদের কাছে জাগ্রত মালদহের হবিবপুর ব্লকের মানিকোড়া ডাকাত কালী। পুজোকে ঘিরে সাতদিন ব্যাপী চলে মেলা, গানের আসর। মালদহের হবিবপুরের মানিকোড়া গ্রামের এই কালি পুজোকে ঘিরে রয়েছে নানান গল্প। সেখানে গেলেই শোনা স্থানীয়দের মুখে এই সব গল্প পুজোর কাহিনী। এই পুজো ডাকাত দলের হাত ধরেই সূচনা। বর্তমানে মানিকোড়া গ্রামের বাসিন্দারা মিলিত হয়ে এই কালী পুজো করছেন। একসময়ের ডাকাত কালী এখন সার্বজনীন কালী পূজা হিসাবেই পরিচিত। এদিকে মানিকোড়া ডাকাত কালী ভক্তদের কাছে খুবই জাগ্রত। প্রতিবছর এই কালীপুজোয় দুই থেকে তিন হাজার ছাগ বলি হয়ে থাকে। শুধুমাত্র মালদহ জেলা নয় বর্তমানে রাজ্য ও রাজ্যের বাইরে থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই কালীপুজোয়। বর্তমানে কালীপুজোকে ঘিরে এক বিশাল মেলার আয়োজন করে থাকেন গ্রামের বাসিন্দারা। সাত দিন ব্যাপি চলে কালীপুজোর মেলা। জাগ্রত এই মায়ের পুজো শুধুমাত্র কালি পুজোয় নয় সারা বছর মঙ্গল ও শনিবার হয়ে থাকে। ভক্তদেরও ভিড় থাকে চোখে পড়ার মতো। ডাকাতদের হাত ধরে পূজোর সূচনা। তবে ঠিক কত প্রাচীন এই কালীপুজো তা জানা নেই স্থানীয়দের। শুধুমাত্র লোকমুখেই প্রচলিত রয়েছে ডাকাতদের হাত ধরেই শুরু পুজো। সেই পুজো জমিদার বাড়ির হাত ঘুরে বর্তমানে সার্বজনীন।

গৌড়বঙ্গ ডেভলপার অ্যাসোসিয়েশনের উদ্যোগে  অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী।

2024-10-26

মালদা:- গৌড়বঙ্গ ডেভলপার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী। শুক্রবার সন্ধ্যায় মালদা শহরের এক বেসরকারি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সম্পাদক উত্তম বসাক মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ বিশিষ্ট জনেরা। এই সম্মেলন উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। গৌড়বঙ্গ ডেভলপার অ্যাসোসিয়েশনের সভাপতি শুভ্রাংশু দাস জানান প্রতি বছরের ন্যায় এ বছর এক সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

অর্থাভাবে মাঝপথে ছেড়ে দিতে হয়েছে স্নাতকোত্তর স্তরের পড়া

2024-10-26

মালদা:-অর্থাভাবে মাঝপথে ছেড়ে দিতে হয়েছে স্নাতকোত্তর স্তরের পড়া। সংসার সামাল দিতে বছর দুয়েক ধরে মাটির প্রদীপ ও মাটির নানা সামগ্রী তৈরি করেন পুরাতন মালদহের বছর তেইশের যুবক মহেশ পাল। বালিয়া নবাবগঞ্জে বাড়ির এক চিলতে জায়গায় ছোট একটি কারখানায় এসব তৈরি করেন তিনি। সামনেই দীপাবলী, তাই নাওয়া-খাওয়া ভুলে প্রদীপ তৈরির কাজে এখন ব্যস্ত মহেশ। মহেশের বয়স যখন সাত বছর তখন তাঁর বাবা সুকুমার পাল মারা গিয়েছেন। সেসময় মা চঞ্চলা দুই ছেলেমেয়েকে নিয়ে সংসার সামাল দিতে কাপড়ের দোকানে কাজ করতেন। কিন্তু তাতেও তিনজনের সংসার চলত না। ফলে আট বছর বয়সে মহেশকেও ইটভাটায় কাজ করতে হত। পরে কাপড়ের দোকানে কাজ করেছে সে। এভাবেই কাজ করে লেখাপড়া কিন্তু সে চালিয়ে গিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মহেশ মাধ্যমিকে দ্বিতীয় বিভাগে পাশ করলেও উচ্চ মাধ্যমিকে ৮০ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছিলেন। তারপরে বাংলা অনার্স নিয়ে গৌড় কলেজে ভর্তি হন। অনার্সেও প্রায় ৮০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে মালদহ কলেজে বাংলা বিষয়ে স্নাতকোত্তর পড়তে ভরতি হন ২০২২ সালে। মহেশ বলেন, “কয়েক মাস পড়ার পর অর্থাভাবে আর লেখাপড়া চালিয়ে যেতে পারিনি। মাঝপথে পড়া ছেড়ে এই মাটির কাজ শুরু করি। দু’বছর ধরে মাটির প্রদীপ থেকে শুরু করে ঘট, ধুনুচি তৈরি করছি। পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, গণেশের ছোট ছোট প্রতিমাও তৈরি করে সংসার চালাচ্ছি। বোনকে লেখাপড়া করাচ্ছি।” তবে মাটির এই সামগ্রী কিন্তু পারিবারিক পেশাছিল না। ফরাক্কার বাসিন্দা মহেশের দাদু মাটির প্রদীপ তৈরি করেন। মাস তিনেক দাদু বাড়ি থেকে তিনি সেই কাজ শিখেছেন এবং তারপর থেকে নিজেই করছেন। মহেশ বলেন, “মাঝে মাটির প্রদীপের চাহিদা তলানিতে ঠেকলেও এখন ফের চাহিদা বেড়েছে। ফলে বিক্রিও হচ্ছে। এ বারে অন্তত ৫০ হাজার পিস মাটির প্রদীপ তৈরি করছি। বেশিরভাগ প্রদীপ তৈরিও হয়ে গিয়েছে। এখন শুকিয়ে বিক্রির পালা। পাইকাররা এসে বাড়ি থেকেই প্রদীপ নিয়ে যাচ্ছেন।”

শিব মন্দির থেকে চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পরলো এক চোর,

2024-10-24

মালদা:- শিব মন্দির থেকে চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পরলো এক চোর, গাছে বেঁধে গণ ধোলাই গ্রামবাসীদের। জানা যায় বুধবার রাত্রে ঘটনাটি ইংরেজবাজার থানার কোতুয়ালি অঞ্চলের নামোজোত এলাকায় শিব মন্দির থেকে শিবের এক পিতলের মূর্তি, নাগ মাথার মূর্তি সহ বেশ কিছু পিতলের সরঞ্জাম ও রুপোর গহনা সহ বেশ কিছু পুজো উপকরণ নিয়ে পালানোর সময় চার জনের মধ্যে একজনকে গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলে তিনজন পালিয়ে যাই, ধৃতকে গ্রামবাসীরা গাছে বেঁধে গণধোলাই দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইংরেজবাজার থানার পুলিশ এসে উদ্ধার করে পুরো ঘটনা তদন্ত শুরু করে। ধৃত তার সঠিক নাম জানায়নি বলে সূত্রে খবর। যদিও তার বাড়ি বিহার বা ঝাড়খন্ড এলাকায় থাকতে পারে বলে অনুমান গ্রামবাসীদের।

ফের রেল যাত্রীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল মালদায়।

2024-10-24

মালদা:-ফের রেল যাত্রীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল মালদায়। এইবারে চলন্ত ট্রেনে এক রেল যাত্রী নগদ এক লক্ষ টাকা সহ খোডয়া গেল দরকারি কাগজপত্র। এই বিষয়ে রেলযাত্রী মালদা জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেন। রেল পুলিশ সূত্রে জানা গেছে মালদা শহরের রথ বাড়ির এলাকার মানুষ কুন্ডু এক ব্যবসায়ী গত দুইদিন আগে তিনি বিধান নগর যান ছেলেকে মেডিকেলে ভর্তি করতে। সেই কাজ ছেড়ে গতকাল মালদা আসার জন্য বিধান নগর রেলস্টেশনে গৌড় এক্সপ্রেসের এসি টু টায়ার কামরায় ওঠেন। এরপর মালদায় যখন ফেরেন আজ সকালে তখন দেখেন তার ব্যাগ নেই। কিছুক্ষণ খোঁজাখুঁজি করা পরেও তিনি ওই ব্যাগের খোঁজ পাননি। এরপর তিনি মালদা জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান ওই ব্যাগে আধার কার্ড এটিএম কার্ড ব্যাংকের পাস বই সহ এক লক্ষ টাকা নগদ ছিল। তার সমস্ত কিছুই খোয়া গেছে। তিনি ফের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন।

বৃহস্পতিবার সাত সকালেই রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি, গোলাগুলিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মালদার রতুয়া-১নং ব্লকের ভাদো অঞ্চলের রামপুর এলাকা।

2024-10-24

বৃহস্পতিবার সাত সকালেই রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি, গোলাগুলিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মালদার রতুয়া-১নং ব্লকের ভাদো অঞ্চলের রামপুর এলাকা। উত্তপ্ত হয়ে উঠল এলাকার পরিবেশ-পরিস্থিতি। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুপক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে খবর। যার জেরে দুপক্ষই একে, অপরকে লক্ষ্য করে বোমাবাজি, গোলাগুলি ও ইটপাটকেল ছোঁড়াছুঁড়ি করে বলে অভিযোগ। ঘটনার জেরে ছয় তৃণমূল কর্মী আহত হয়েছে বলে খবর। আহতদের নিয়ে যাওয়া হয় রতুয়া গ্রামীণ হাসপাতালে। তবে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফেরার করা হয়। এদিকে এই ঘটনার খবর পেয়ে রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী রামপুর এলাকায় ছুটে যায়। প্রথমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শুরু করে ধরপাকড় অভিযান। সেই অভিযানে দুপক্ষের দুজনকে পুলিশ গ্রেপ্তার করে বলে খবর। বর্তমানে এলাকার পরিস্থিতি রয়েছে যথেষ্টই থমথমে। তাই এলাকায় মোতায়েন রয়েছে রতুয়া থানার পুলিশ বাহিনী।

তিন ছাত্রের পরিবারের পাশে দাঁড়ালেন মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া সহ রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী

2024-10-23

মালদায় জলে ডুবে মৃত তিন ছাত্রের পরিবারের পাশে দাঁড়ালেন মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া সহ রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী ।মালদার মালতিপুর বিধানসভার মাগুরা মহানন্দা নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয় তিন ছাত্রের। মঙ্গলবার শোকাহত পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া, মন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী ও বিডিও , পরিবারটির পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় 2 লক্ষ টাকার অনুদান তুলে দিলেন । এছাড়াও ত্রাণ সামগ্রী তুলে দেন। এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী, সামসি বিডিও শেখর সেরফা, মালদা জেলা সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন, থেকে অঞ্চল ও ব্লক নেতৃত্ব ।

মহানন্দা নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু মৃত্যু তিন কিশোরের।

2024-10-21

মালদা-- মহানন্দা নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু মৃত্যু তিন কিশোরের। ফলে গভীর শোকের ছায়া বিরাজ করেছে রতুয়া দুই নম্বর ব্লকের পুখুরিয়া থানার টেকনা ঘাট এলাকায়। মৃত তিন কিশোরের নাম বিশ্বজিৎ চৌধুরী, আদিত্য চৌধুরী এবং সত্যজিৎ চৌধুরী। তিনজনই সম্পর্কে কাকাতো ভাই। সোমবার বিকাল নাগাদ শোকাহত পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী। উল্লেখ্য, গত রবিবার ছয় বন্ধু মিলে বাড়ি থেকে কিছুটা দূরে মহানন্দা নদীর টেকনা ঘাটে স্নান করতে গিয়েছিল। কিন্তু স্নান করার সময় তিন বন্ধু আগেই বাড়ি ফিরে আসে। এরপর বাকি তিনজন মিলে স্নান করছিল। তখনই হঠাৎ করে তিনজন জলে তলিয়ে যায় বলে খবর। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নদী ঘাটে ভিড় জমতে শুরু করে স্থানীয় লোকজনের। সঙ্গে সঙ্গে স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে জাল ফেলে উদ্ধার কার্য শুরু করেন। অবশেষে বেলা আড়াইটা নাগাদ তিনজনের নিথর দেহ উদ্ধার হয়।তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।কিন্তু চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।গোটা এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।আজ বিকাল নাগাদ শোকাগ্রস্ত পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী। তিনি পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।

পঞ্চায়েত সমিতির সভাপতি নেতৃত্বে হরিশ্চন্দ্রপুর দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে আজ ভালুকা রোড রেল স্টেশনে ছয় দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হলো।

2024-10-21

পঞ্চায়েত সমিতির সভাপতি নেতৃত্বে হরিশ্চন্দ্রপুর দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে আজ ভালুকা রোড রেল স্টেশনে ছয় দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হলো। ভালুকা রোড স্টেশনে তিস্তা তোর্সা, যোগবানি, কুলিক এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবি, মালদা কাঠিয়ার, মালদা নিউ জলপাইগুড়ি, বালুরঘাট শিলিগুড়ি লাইনে ট্রেন সংখ্যা বৃদ্ধি, কাটিহার অথবা বারসই স্টেশন পর্যন্ত আজিমগঞ্জ প্যাসেঞ্জার এর সম্প্রসারণ, কুমেদপুর স্টেশনে কুলিকএক্সপ্রেস হরিশ্চন্দ্রপুর স্টেশনে দার্জিলিং মেল এর স্টপেজ, কুমেদপুর স্টেশন থেকে মালাহা স্টেশন পর্যন্ত সমস্ত রেলওয়ে আন্ডার পাশে ছাউনির ব্যবস্থা, কুমেদ পুর স্টেশনের কানেক্টিং রাস্তা নির্মাণ, উত্তর মালদার সমস্ত স্টেশনে পানীয় জল শৌচালয়ের ব্যবস্থার দাবিতে আজ হরিশ্চন্দ্রপুর দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এই ডেপুটেশন প্রদান করেন। এদিন সকালে হরিশ্চন্দ্রপুর ২ এর পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানার নেতৃত্বে একটি শান্তিপূর্ণ মিছিল ভালুকা রোড স্টেশনে জমায়ত। এরপরই কর্তব্যরত স্টেশন ম্যানেজারের কাছে দাবি পত্র তুলে দেন শাসক দলের প্রতিনিধিরা। এদিন এই ডেপুটেশন ঘিরে রেল পুলিশ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।

সাবেকি থিম নিয়ে উদ্বোধন হলো পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাবের দুর্গাপূজা

2024-10-11

সাবেকি থিম নিয়ে উদ্বোধন হলো পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাবের দুর্গাপূজা । হরিশ্চন্দ্রপুর, মালদা : দুর্গাপূজা মানেই বাঙালির আনন্দের উৎসব। আর এই আনন্দ উৎসবে সাবেকী থিমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা প্রতিবারের ন্যায় এ বছরও দিচ্ছে পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাব। মহাসপ্তমীর দিনে উদ্বোধন করা হয়। উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, তৃণমূল কংগ্রেসের ১নং ব্লক সভাপতি জিয়াউর রহমান, মোশারফ হোসেন,মক্রম আলী সহ অন্যান্যরা। মন্ত্রী তাজমুল হোসেন বলেন শারদ উৎসবের আমেজ যেমন ভেসে উঠলো তেমনি প্রশংসিত হল পূজা মন্ডটির প্রতিমা ও প্যান্ডেল। পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাব প্রতিবছরই বিভিন্ন আকর্ষণীয় থিম তুলে ধরে মানুষের মন জয় করে। তাই আমি ধন্যবাদ জানাই ক্লাবের প্রতিটি সদস্যকে। এই ক্লাব সংহতি ও সম্প্রীতির বার্তা দেয় মানুষকে। বিশেষ করে বুলবুল খানের ক্রিকেট খেলা এবং এই দুর্গাপুজো দুটোই হরিশ্চন্দ্রপুর বাসির কাছে ভীষণ জনপ্রিয়। পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাবের সম্পাদক বুলবুল খান জানায় গত বছর বিশ্বের বড় দুর্গা, তাঁর আগের বছর হাজার হাতের দুর্গা প্রভৃতি নানান থীম নজর কেরেছিল হরিশ্চন্দ্রপুর তথা পুরো মালদা বাসীর । পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাবের এই বছরও যার অন্যথা হচ্ছে না। আজ আমরা কিছু গরিব ও দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করলাম এবং গতকাল ও বস্ত্র বিতরণ করা হবে। এদিন মন্ডপে ভিড় ছিল চোখে পড়ার মতো। ক্লাবের সভাপতি অভয় চক্রবর্তী জানায় এই বছর সাবেকি থিমের উপরে পুজো করা হয়েছে। এই বছর ১২ লক্ষ টাকা ব্যয়ে আমাদের পুজো উনিশ তম বর্ষে পদার্পণ করলো।

পুজোর মরশুমে ব্লক প্রশাসনের উদ্যোগে ত্রাণ সামগ্রী ও বস্ত্র বিতরণ।

2024-10-09

পুজোর মরশুমে ব্লক প্রশাসনের উদ্যোগে ত্রাণ সামগ্রী ও বস্ত্র বিতরণ। মালদা,০৯ অক্টোবর: পুজোর মরশুমে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী ও বস্ত্র বিতরণ। বুধবার দিন দুপুরে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত বড়োল গ্রামের প্রায় ৩০০ জন মহিলা,পুরুষ, ও বাচ্চাদের বস্ত্র ও খাদ্য বিতরণ করা হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে। এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তজমুল হোসেন, চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখার্জি, হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল, সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।এছাড়াও গতকাল ব্লক প্রশাসনের উদ্যোগে সাদলিচক গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত ভুনা এলাকার মানুষদের খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি বন্যা কবলিত এলাকা উত্তর ভাকুরিয়াতে গবাদি পশুদের খাদ্য বিতরণ করা হয় বলে ব্লক প্রশাসন সূত্রে খবর। এদিনের বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন বলেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উৎসবের মরশুমে হরিশ্চন্দ্রপুর দু'নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত বড়োল গ্রামের প্রায় ৩০০ জন মানুষকে ও বাচ্চাদের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু ঘিরে শোকের ছায়া এলাকায়।

2024-10-08

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু ঘিরে শোকের ছায়া এলাকায়। সেখ ইফতেখার আলী, হরিশ্চন্দ্রপুর,মালদা : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু ঘিরে শোকের ছায়া এলাকায়।ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার দৌলত নগর গ্রাম পঞ্চায়েতের আমাডোল ঘাট এলাকায়। পরিবার সূত্রে জানা যায় ১৪ বছর পূর্বে এসতাব আলীর মেয়ে জ্যাসমিনারা খাতুনের সাথে বিয়ে হয় রফিকুল হকের। পরিবারে রয়েছে দুই মেয়ে এবং এক ছেলে। এদিন জাসমিনারা খাতুন (৩০) নামে সেই গৃহবধূ ঘুমানোর জন্য ফ্যানের তার ইলেকট্রিক বোর্ডে সংযুক্ত করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। সেই সময় গৃহবধূর বড় মেয়ে আয়েশা খাতুন(১২) স্কুলে যাওয়ার জন্য স্নান করতে গিয়েছিল। এদিকে মায়ের সাথে ঘরে থাকা ছোট ছেলে ও মেয়ে মাকে মেঝেতে লুটিয়ে পড়তে দেখে কাঁদতে কাঁদতে বাইরে চলে আসে। কান্না শুনে বড় মেয়ে ছুটে এসে মাকে মেঝেতে দেখতে পেয়ে কাকিমাকে জানাই। তারপর পরিবারের লোকেরা সেই গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত বলে ঘোষণা করে। তারপর মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় তদন্ত চলছে যদিও বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে কেউ কোন লিখিত অভিযোগ করেনি। গৃহবধূ স্বামীর রফিকুল হক জানাই আমার স্ত্রী সুস্থ অবস্থায় বাড়িতে ছিল। সকালে কাজে যাওয়ার জন্য আমাকে ঘুম থেকে উঠিয়ে খাবার তৈরি করে দিয়েছিল। আমি খাওয়া দাওয়া করে মাখনা তুলার কাজে চন্ডিপুরে চলে আসি। তারপর আনুমানিক নটার সময় খবর পাই আমার স্ত্রী ঘুমানোর জন্য ফ্যান দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে যায়। নাবালিকা তিন সন্তানকে নিয়ে কি করে সংসার চলবে তা নিয়ে চিন্তিত স্বামী রফিকুল হক সহ তাঁর সমস্ত পরিবার। গৃহবধূর মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

মহিলাদের সুরক্ষার জন্য বিশেষ উদ্যোগ মালদা জেলা পুলিশের

2024-10-07

মহিলাদের সুরক্ষার জন্য বিশেষ উদ্যোগ মালদা জেলা পুলিশের। পুজোর প্রাক মুহূর্তে তৃতীয়ার সন্ধ্যায় মালদা জেলা পুলিশের পক্ষ থেকে চালু করা হলো পিংক পুলিশ পেট্রোল। শুধুমাত্র মহিলা পুলিশ কর্মীরাই পেট্রোলিং-এ থাকবেন। দুটি গাড়ি উদ্বোধন করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হেড কোয়ার্টার)সম্ভব জৈন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার ( গ্রামীণ) আবু বাক্কার সহ জেলা পুলিশের অন্যান্যকর্তারা। এদিন মোট দুটি গাড়ির উদ্বোধন করা হয়। মহিলার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কোথাও কোনো অভিযোগ হলে পিংক পেট্রোল টিম দ্রুত সেখানে পৌঁছাবে। মূলত ইভটিজিং, কেপ মানি এছাড়াও মহিলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কোথাও কোনো অভিযোগ হলে এই দলের মহিলা সদস্যরা দ্রুত সেখানে পৌঁছাবে। কোথাও কোন মহিলা সমস্যায় পড়লে ১০০ নম্বর ডায়াল করলে দ্রুত সেখানে পিঙ্ক পেট্রোলিং পৌঁছে যাবে।

হাতে গোনা আর কয়েকদিন পরেই দুর্গাপূজা উৎসব

2024-10-05

হাতে গোনা আর কয়েকদিন পরেই দুর্গাপূজা উৎসব |তাই আসন্ন দূর্গা পূজা কে সামনে রেখে শনিবার সন্ধ্যায় পুরাতন মালদার মুচিয়া বারুইপাড়া গ্রামে সমস্ত গ্রামবাসী মিলে একত্রিত হয়ে পুরোহিত দ্বারা চণ্ডীপাঠ ও নতুন দুর্গা মন্দিরের দ্বার উদঘাটন ও যজুবেদিও মতান্তরে দেবী নব গৃহ উন্মোচিত যজ্ঞের আয়োজন করা হয়। যোগ্য দেখার জন্য ভিড় জামাই সমস্ত গ্রামবাসী |ফলে আনন্দ মুখরিত হয়ে ওঠে মুচিয়া বারুইপাড়া বাশি | এই নিয়ে গ্রামবাসী সঞ্জীব মন্ডল কি বলল আসুন শুনি তার মুখ থেকে

দেবীর বোধনের পর সপ্তমীর সকালে নদীতে তিনটে ঘট ভরা হয়

2024-10-05

দেবীর বোধনের পর সপ্তমীর সকালে নদীতে তিনটে ঘট ভরা হয় | একটি কুলদেবীর একটি কলা বউ এবং একটি মা দুর্গার | ঘট ভরে আসার সময় ঘাট হইতে মন্দির পর্যন্ত পাঁচ রাউন্ড শূন্যে গুলি ছোরা হয় | রীতিমতো সীমান্ত সুরক্ষা বাহিনী উপস্থিতিতে লাইসেন্স প্রাপ্ত বন্ধুক দিয়ে এই গুলি ফায়ার করা হয় | রায় বাড়ির এমন পুজোর প্রচলন দেখতে ভিড় করেন গ্রামবাসীরা। ২২৪ বছরের পুরনো হবিবপুর ব্লকের তিলাসন গ্রামের রায় বাড়ির দুর্গা পুজোর আজও শতাব্দী প্রাচীন পুরনো সেই নিয়ম নিষ্ঠার সঙ্গে চলে আসছে | ১৮০০ সালে রায় পরিবারের পূর্বপুরুষ শিবপ্রসাদ রায়ের হাত দিয়েই শুরু হয়েছিল দুর্গাপুজো। জমিদার পরিবার হিসাবে আজও পরিচিত রয়েছে রায় বাড়ি। সেই সময় এই জমিদার পরিবারের বিলাসবহুল জীবনযাত্রা নানান ব্যবসা-বাণিজ্য ও সাম্রাজ্যর চালানোর ক্ষেত্রেই পূর্বপুরুষ শিবপ্রসাদ রায় দেবী দুর্গার আরাধনায় মত্ত হন। রথযাত্রার দিন প্রথম মাটিও খড় দিয়ে মূর্তি তৈরীর প্রথম কাজ শুরু করা হয়।মহালয়ার দিন পর্যন্ত এই পতিমার নির্মাণের কাজ চলে এবং মহালয়ার রাত্রে মায়ের চক্ষুদান করা হয়। অষ্টমী ও নবমীর দিন গ্রামবাসী ও শহরের বহু লোককে কার্ডের মাধ্যমে নিমন্ত্রিত করা হয়।রাই পরিবারের নবম পুরুষ শ্রী রাকেশ কুমার রায় ওরফে পাপ্পু রায় জানান নিমন্ত্রিত বাদেও যারা এই পুজো দেখতে আসেন তাদের সকলকে জমিদার বাড়ির দিক থেকে নিমন্ত্রিত করা হয় |ধুমধাম করে নবমী পর্যন্ত চলবে পুজো এবং ভোজনের আয়োজন। রায় পরিবারের স্থানীয় মৃৎশিল্পী দুর্গা প্রতিমাটি তৈরি করছেন। বর্তমানে রায় পরিবারের পুজো উদ্যোক্তা রাকেশ কুমার রায় বলেন, ২২৪ বছরের পুরনো রায় বাড়ির দুর্গা পুজো। মহালয়ার দিন থেকেই দেবীর আরাধনা শুরু হয়। মূল পুজো আরম্ভ হয় ষষ্ঠীর সন্ধ্যায়। সপ্তমীর সকালে নাট মন্দির থেকে সামান্য দূরে পুনর্ভবা নদীতে ঘট ভরা হয় এবং কলা বউকে স্নান করানো হয়। তাদের প্রয়াণের পর এখন আমরাই পূর্বপুরুষের এই স্মৃতি টিকিয়ে রেখেছি। তবে যতটুকু আমরা জানতে পেরেছি এলাকার শান্তি রক্ষা এবং পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যেই শূন্যে গুলি ছোঁড়ার প্রচলন রয়েছে। দশমীর দিন পরিবারের রীতি মেনেই দেবী দুর্গার বিসর্জন দেওয়া হয়। দশমীর দিন চলতে থাকে আদিবাসী নৃত্য ও খিচুড়ি প্রসাদ বিতরণ |

বুনো শূকরের হামলায় মৃত পরিবারের পাশে রাজ্য সরকার।

2024-10-04

বুনো শূকরের হামলায় মৃত পরিবারের পাশে রাজ্য সরকার। পাটের খেতে পাট তুলতে গিয়ে বুনো শুকরের হামলায় নিহত এক শ্রমিকের অসহায় পরিবারকে পাঁচ লক্ষ টাকার সরকারি অনুদানের চেক তুলে দিল রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। কালিয়াচক বন দপ্তরে মন্ত্রী সাবিনা ইয়াসমিন চেক তুলে দিলেন নিহত শ্রমিকের স্ত্রীর হাতে। উল্লেখ্য, গত ১৭ই সেপ্টেম্বর কালিয়াচক-২নং ব্লকের বাঙ্গীটোলা অঞ্চলের সকুল্লাপুর এলাকার টুলু চৌধুরী নামে এক শ্রমিক পাট কাটতে গিয়ে বুনো শূকরের হামলায় নিহত হন। তার মৃত্যুতে তিন নাবালক সন্তানকে নিয়ে অথৈ জলে পড়েন তার স্ত্রী। এই পরিস্থিতিতে ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ায় রাজ্য সরকার। বৃহস্পতিবার বন দপ্তরের পক্ষ থেকে নিহত শ্রমিকের পরিবারকে পাঁচ লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করা হয়। চেক প্রদান পর্বে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বনাধিকারিক জিজু জেসফার, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ, আব্দুর রহমান, ফরেস্ট রেঞ্জ অফিসার সরস্বতী বিশ্বাস সহ অন্যান্যরা। এদিন সরকারের পক্ষ থেকে টাকা পেয়ে সরকারকে সাধুবাদ জানান মৃতের পরিবারের স্ত্রী রানু চৌধুরী। রানু চৌধুরী জানান স্বামী মারা যাওয়ার পর থেকে তিন সন্তানকে নিয়ে কিভাবে চলব বুঝে উঠতে পারছিলাম না সরকারের সাহায্য পেয়ে আমাদের পরিবারের অনেকটাই সাহায্য হলো তাই রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই।

দুর্গাপুজোর আগেই জেলাবাসীর জন্য এগিয়ে এলো কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা

2024-10-03

সামনের দুর্গাপুজো আর দুর্গাপুজোর আগেই জেলাবাসীর জন্য এগিয়ে এলো কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। যারা হলো লায়ন্স ক্লাব অফ মালদা উদ্যান লা লায়ন্স ক্লাব অফ মালদা এঞ্জেল সহ মোট চারটি ক্লাব ও মঞ্জুর আলম অপটিক্যালের সহযোগিতায় এক বিনামূল্যে চক্ষু পরীক্ষার আয়োজন করা হলো। বৃহস্পতিবার দুপুরে মঞ্জুর আলম অপটিক্যালে এই চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়। সেইখানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ মালদা প্রেসিডেন্ট সঞ্জয় শর্মা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সঞ্জয় শর্মা জানান যে লায়ন্স ক্লাব অব মালদা উদ্যান, লায়ন্স ক্লাব অফ মালদা এঞ্জেল সহ মোট চারটি সংগঠনের উদ্যোগে এই বিনামূল্যে চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়। এই চক্ষু পরীক্ষার পরে প্রায় দেড়শো জনের হাতে চশমা তুলে দেওয়া হয় বিনামূল্যে। তিনি আরো জানান যে আগামীতে এই ধরনের কর্মসূচির আয়োজন করবেন। তাতে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন বলে তিনি জানান।

অল্পের জন্য ফুলহার নদীতে তলিয়ে যাওয়ার থেকে বেচে গেলেন মৌসম

2024-10-03

বন্যা পরিদর্শনে গিয়ে বিপদে পড়লেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর। অল্পের জন্য ফুলহার নদীতে তলিয়ে যাওয়ার থেকে বেচে গেলেন মৌসম। মাঝিদের তৎপরতায় নৌকা ডুবি রক্ষা পেলেও ফুলহার নদীর প্লাবিত জলে পড়ে গেলেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতা সোমিত্র রায়। কোনক্রমে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় পাড়ে উঠলেন তিনি। ঘটনাটি মালদার জেলার রতুয়া থানা এলাকার মহানন্দাটোলা অঞ্চলের কাছে এই দূঘটনা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই বানভাসীদের জন্য নিজের উদ্যোগে দুয়ারে ত্রাণ বিলি

2024-10-03

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই বানভাসীদের জন্য নিজের উদ্যোগে দুয়ারে ত্রাণ বিলি করলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, এছাড়া উপস্থিত ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী সহ আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা।প্রায় তিন মাস ধরে বন্যায় জলবন্দী মানিকচক ব্লকের ভুতনি বিস্তীর্ণ এলাকা। এছাড়াও রতুয়া ১ ব্লকের বেশ কিছু এলাকাও নদীর জলেও প্লাবিত হয়েছে। এরই মধ্যে বানভাসীদের পাশে দাঁড়িয়ে ক্রমাগত সমস্যার সমাধান ও ত্রাণ বিলি করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতোই প্রায় প্রতিদিনই মালদার মানিকচক এবং রতুয়া ১ ব্লকের বন্যা কবলিত এলাকাগুলিতে বানভাসিদের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিলি করে চলেছেন মন্ত্রী থেকে প্রশাসনের পদস্থ কর্তারা । বৃহস্পতিবার দুপুরে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন বন্যা কবলিত মানিকচক ব্লকের ভুতনি এবং রতুয়া ১ ব্লকের কাহালা , বিলাইমারি এলাকায় যান। সেখানে বন্যা পরিস্থিতি তদারকি করেন। পাশাপাশি বানভাসি দুই হাজার বানভাসি মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন মন্ত্রী।

মালদার তিনটি দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

2024-10-02

মালদা:- মহালয়ার দিন কলকাতা থেকে মালদার তিনটি দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার বিকেলে মালদার ইংরেজবাজার শহরের কালিতলা ক্লাবের দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে কালিতলা ক্লাবে উপস্থিত হয়েছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ,জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রমূখ। পাশাপাশি একইসঙ্গে চাচোল এবং পুরাতন মালদা পুরসভার আরো দুটি ক্লাবের এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়েই পুজোয় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিনের এই ভার্চুয়াল উদ্বোধনের মধ্যে কালীতলা ক্লাবে উপস্থিত অতিথিরা সাধারণ মানুষের উদ্দেশ্যে শারদীয়ার শুভেচ্ছা জানান। এবং সুষ্ঠু এবং শৃঙ্খলাবদ্ধ থেকেই পুজোর আনন্দ উপভোগ করারও বার্তা দেওয়া হয়।

দুর্গাপুজো উৎসব উপলক্ষে এলাকার দুঃস্থ বয়স্ক নাগরিকদের মধ্যে বস্ত্র বিতরণ

2024-10-02

বুধবার বিকেলে পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের মুচিয়া গোলাপট্টি ও মুচিয়া মহাদেবপুর বাস স্ট্যান্ড বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডল এবং তার সহধর্মিনী রুমা সরকার মন্ডল এর উদ্যোগে আসন্ন দুর্গাপুজো উৎসব উপলক্ষে এলাকার দুঃস্থ বয়স্ক নাগরিকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডল জানান প্রতিবছরের ন্যায় এবারও মালদা বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুধ ভিত্তিক এলাকায় দুস্থ মানুষদের আসন্ন পূজা উপলক্ষে বস্ত্রদান করে থাকি | সেই ধারা বজায় রাখতে আজ মুচিয়ার মুচিয়া গোলাপট্টি এবং মুচিয়া মহাদেবপুর বাস স্ট্যান্ডে বস্ত্রদান শিবিরের আয়োজন করেছি । বিশিষ্ট সমাজসেবী নিতাই বাবুর এই বস্ত্রদান উদ্যোগকে এলাকাবাসীরা সাধুবাদ জানান। এবং পুজোর আগে নতুন বস্ত্র পেয়ে খুশি হয় এলাকাবাসীরা।

জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্ম দিবস পালন করল পুরাতন মালদা শহর ও ব্লক কংগ্রেস

2024-10-02

জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্ম দিবস পালন করল পুরাতন মালদা শহর ও ব্লক কংগ্রেস | বুধবার সকালে পুরাতন মালদা পুরসভার মৌলপুরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে মহাত্মা গান্ধীর জন্ম দিবস পালন করা হয়। গান্ধীর জন্ম দিবস পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা কংগ্রেসের সহ-সভাপতি ভূপেন্দ্র নাথ হালদার, ছাত্র পরিষদের জেলা সভাপতি মান্তু ঘোষ, পুরাতন মালদা শহর কংগ্রেসের সভাপতি প্রানাতোষ ঘোষ , কংগ্রেসের শ্রমিক নেতা শিবনাথ শুকুল সহ অন্যান্য কর্মীবৃন্দ। আজ বুধবার মহাত্মা গান্ধীর ছবিতে ফুলের মালা দিয়ে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার জানান আজকে এই দিনটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমান পরিস্থিতিতে এই জাতির জনক মহাত্মা গান্ধীর নীতি ও আদর্শের অনুসরণ করা খুবই প্রয়োজন।

ভারতীয় জনতা পার্টির সেবাপক্ষ কাল উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল এক রক্তদান শিবির |

2024-10-01

মঙ্গলবার দুপুরে ভারতীয় জনতা পার্টির সেবাপক্ষ কাল উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল এক রক্তদান শিবির | এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় পুরাতন মালদার সাহাপুর সেতু মোড়ে |আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত | উপস্থিত ছিলেন মালদা বিধানসভার বিধায়ক গোপাল সাহা উপস্থিত ছিলেন জেলা সম্পাদক ও মালদা বিধানসভা কনভেনার স্নেহাংশু ভট্টাচার্য, মুচিয়া অঞ্চল প্রধান পলি দাস সহ অন্যান্য কার্যকর্তারা | ভারতীয় জনতা পার্টির সেবা পক্ষ কাল রক্তদান শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে বলে জানা যায় |

দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ হাটখোলা এলাকায়।

2024-10-01

মঙ্গলবার পরপর দুটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ হাটখোলা এলাকায়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। জানা গেছে নবাবগঞ্জ হাটে দুটি মিষ্টির দোকানের গ্যাসের সিলিন্ডার এবং তেলের টিন চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা |মঙ্গলবার সকালে দোকানের কর্মচারীর চোখে পড়ে জিনিসগুলো উধাও হয়ে রয়েছে এবং সঙ্গে সঙ্গে খোঁজ লাগিয়ে অভিযুক্ত এক যুবককে আটক করে এলাকাবাসী | এবং তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া গ্যাসের সিলিন্ডার এবং তেলের টিন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় মালদা থানায়। যদিও অভিযুক্ত যুবক থানা যাওয়ার পথে জানায় ,সে চুরিতে জড়িত নয় সে চুরির মাল উদ্ধার করে ফেরত দিতে যাওয়ায় তার কাল হয়ে দাঁড়ালো। যদিও নবাবগঞ্জ এলাকার বাসিন্দা এবং দোকানদারদের অভিযোগ এলাকায় এরকম হামেশায় চুরি হতে থাকে এবং এই চুরির জন্য মূল কারণ হচ্ছে যুবকরা সব বিভিন্ন নেশায় আসক্ত হয়ে নেশার টাকা জোগাড় করতেই বিভিন্ন অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়ে পড়ছে।

বন্যা পরিস্থিতি পরিদর্শন ও প্রশাসনিক বৈঠক করলেন জেলাশাসক

2024-10-01

বন্যা পরিস্থিতি পরিদর্শন ও প্রশাসনিক বৈঠক করলেন জেলাশাসক মালদা: উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে। পাশাপাশি জল বেড়েছে হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের ফুলাহার নদীতেও।তাই নদী তীরবর্তী গ্রাম গুলোতে পরিদর্শন করলেন মালদার জেলাশাসক নীতিন সিঙ্হানিয়া।পাশাপশি বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের প্রশাসনিক ভবনে রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেনের উপস্থিতিতে একটি জরুরী বৈঠক হয়। বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, হরিশ্চন্দ্রপুর দু'নম্বর ব্লকে এসেছি। এই এলাকার কিছু গ্রাম পঞ্চায়েতের ফুলহারের জল ঢুকেছে।মুখ্যমন্ত্রী নির্দেশে নদী তীরবর্তী এলাকার মানুষদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও মেডিকেল ক্যাম্প সহ সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা করা হচ্ছে । পাশাপাশি যাদের জমি হারিয়েছে তাদের জন্য পাট্টার ব্যবস্থা করা হবে।পানীয় জলের জন্য ৩০ টি টিউবওয়েল বসানো হবে।


Releted News


Ads






Follow us on                  

About Us
Kaliachak Sangbad, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Kaliachak, Malda
Call : +91 7001942597
WhatsApp : +91 9749218411
Email : kaliachaksangbad@gmail.com

Total Visitor : 100724