2025-04-23 | মালদা | Kaliachak Sangbad | Views : 931
দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক যুবক।আরও এক যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। শেখ ইফতেখার আলী আজাদ, মালদা: দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক যুবক।আরও এক যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। রাতে পাহারা দেওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। বুধবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার ইংরেজবাজার থানার অমৃতির সেকেন্দারপুর এলাকায়। জানা গেছে, খুন হয়ে যাওয়া যুবকের নাম শিবু মন্ডল, বয়স ২৭ বছর। বাড়ি অমৃতির সেকেন্দারপুর এলাকায় এবং আহত যুবকের নাম সূর্য মন্ডল। বাড়ি ওই এলাকাতেই। মঙ্গলবার রাতে তারা গ্রাম পাহারা দিচ্ছিলেন। ওই সময় গভীর রাতে একদল দুষ্কৃতীকে তারা এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন। এলাকায় ঘোরাঘুরির কারণ জানতেই তারা নাকি গ্রাম পাহারায় থাকা যুবকদের উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে শিবু মন্ডল ও সূর্য মন্ডলকে গুরুতর জখম করে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। পরে গ্রামবাসীরা জখম দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক শিবু মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন। যার প্রতিবাদে বুধবার সকাল থেকেই অমৃতির সেকেন্দারপুর গ্রামবাসীরা মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হন। বিশাল পুলিশ ও র্যাফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে। যদিও পরে অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে |