Monday 7 July



×

কালিয়াচক

মালদার সুজাপুর বিধানসভা এলাকায় শক্তিবৃদ্ধি করল আসাউদ্দিন ওয়েশির দল অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলেমিন অর্থাৎ AIMIM পার্টি।

2025-06-27

মালদার সুজাপুর বিধানসভা এলাকায় শক্তিবৃদ্ধি করল আসাউদ্দিন ওয়েশির দল অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলেমিন অর্থাৎ AIMIM পার্টি। কালিয়াচক-১ ব্লকের অন্তর্গত সিলামপুর-১ গ্রাম পঞ্চায়েতের ঝাঁকসুটোলা ও দাল্লুগ্রাম তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস ছেড়ে AIMIM যোগদান করলেন প্রায় ১০০ জোন। এই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলেমিন দলের পক্ষ থেকে এক যোগদান কর্মসূচি ও কর্মীসভা আয়োজন করা হয় কালিয়াচক-১ ব্লকের অন্তর্গত সিলামপুর-১ গ্রাম পঞ্চায়েতের ঝাঁকসুটোলা ও দাল্লুগ্রামে । সেখানেই প্রথমে যোগদান কর্মসূচি করা হয়। পরে কর্মীসভা করে উপস্থিত নেতৃত্ব দলীয় কর্মীদের উজ্জীবিত করেন। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলেমিন দলের, দক্ষিণ মালদা জেলা সভাপতি রেজাউল করিম। ও কালিয়াচক ওয়ান ব্লক সভাপতি মোহাম্মাদ আবুল কাশিম সহ অন্যান্যরা।

কালিয়াচকের টার্গেট পয়েন্ট স্কুলের পক্ষ থেকে নিট প্রবেশিকা পরিক্ষার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান

2025-06-25

নাজমুস সাহাদাত, কালিয়াচক: বুধবার কালিয়াচকের টার্গেট পয়েন্ট স্কুলের পক্ষ থেকে নিট প্রবেশিকা পরিক্ষার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে টার্গেট পয়েন্ট স্কুল থেকে এবছরের নিটে ১১ জন ছাত্রছাত্রী উত্তীর্ণ লাভ করে এবং ১ জন আইআইটিতে। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টার্গেট পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেন, স্কুলের অন্যতম কর্ণধর কুরবান সেখ, হায়দার আলী, জোহর আহমেদ, রাফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও ছিলেন কৃতি ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা গন। এবছরে নিটে ওয়াহিদুর রহমান, ফারিয়া হোসেন, রিদা কালিমী, নাইমা খাতুন, ফাহিম আব্রার, জিসান আলী, পুনাম মণ্ডল, আব্দুল আজিজ, সায়েদ হোসেন, সুহানা আক্তার, সাকিব মোমিন ও গোলাম মাসুদ বিশ্বাস (আইআইটি) তারা প্রত্যেকেই টার্গেট পয়েন্ট স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। টার্গেট পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেন বলেন, এবছরে নিটে উত্তীর্ণ লাভ করেছে ১১ জন ছাত্রছাত্রী এবং ১ জন আইআইটিতে সুযোগ পেয়েছে। প্রতিবছরই আমাদের টার্গেট পয়েন্টে স্কুল থেকে পেয়ে যাচ্ছে। কৃতি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলব যারা চিকিৎসক হবে তারা যেন ভালোভাবে হয় এবং চিকিৎসক ভালোভাবে করে। ভালো ডাক্তার হয়ে একজম ভালো মানুষ হতে হবে। এবং রুগীদেরকে ভালো ট্রিটমেন্ট দিতে হবে। তার কারণ হচ্ছে একটা ডাক্তারের উপরে রুগীর জীবন নির্ভর করে। তাই ডাক্তার যদি ভুল ট্রিটমেন্ট দেয় বা যদি ভুল ঔষধ দিয়ে দেওয়া হয় তাহলে তার জীবনটা শেষ হয়ে যাবে। এবং আরও বলব তারা যেন রুগীদের সঙ্গে ভালো ব্যবহার করে। তার সাথে সাথে যে ইঞ্জিনিয়ার হবে সে যেন ভালো ও সৎ ইচ্ছা নিয়ে কনস্ট্রাকশন করে। আরও যেন সে গবেষণামূলক কাজে এগিয়ে যায়। স্কুলের অন্যতম কর্ণধার কুরবান সেখ জানান, এইরকম একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পেরে টার্গেট পয়েন্ট স্কুলের কর্তৃপক্ষদের পক্ষ থেকে আমি খুবই গর্বিত এবং আনন্দিত। টার্গেট পয়েন্ট স্কুল যে আশা ও স্বপ্ন নিয়ে স্কুল প্রতিষ্ঠিত হয়েছে তা আল্লাহ পাকের রহমতে ধীরে ধীরে সেটা আমরা পেতে চলেছি। আগামীতে আরও টার্গেট পয়েন্ট স্কুল অগ্রগতির পথে এগিয়ে যাবে এই আশা আমি রাখছি। এবং আমাদের এই ছাত্রছাত্রীরা আজকে যে সফলতা অর্জন করেছে তারা আরো বড় হোক। দেশের ও টার্গেট পয়েন্ট স্কুলের নাম উজ্জ্বল করুক এবং নিজেদের বাবা-মায়ের নাম কে উজ্জ্বল করুক এই আশা আমি তাদের কাছে করবো। এবং তারা যাতে একজন সৎ নিষ্ঠাবান নাগরিক হয়ে উঠুক।

কিষান ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেসের অঞ্চল ভিত্তিক কৃষক সচেতনতা কর্মসূচির সাংগঠনিক আলোচনা

2025-05-13

নিজস্ব প্রতিবেদক, কালিয়াচক: মঙ্গলবার মালদহের কালিয়াচকের সাহাবাজপুরে কিষান ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেসের উদ্যোগে আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে অঞ্চল ভিত্তিক কৃষক সচেতনতা কর্মসূচির সাংগঠনিক আলোচনা সভা শুরু করেন কৃষক নেতা কুরবান শেখ। এদিন কিষান ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেসের কালিয়াচকের সাহাবাজপুর কার্যালয়ে ব্লকের সমস্ত নেতৃত্ব ও কর্মীবৃন্দদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কিষান ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অসিম সিকদার, মালদা জেলা কমিটির সাধারণ সম্পাদক কুরবান সেখ সহ একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দ। অসিম সিকদার জানান, আজকে আমরা কালিয়াচক -১ ব্লকের ১৪ টি অঞ্চলের সভাপতি ও নেতৃত্ব বৃন্দ সকলকে নিয়ে এবং কুরবান দা মালদা জেলার সাধারণ সম্পাদক তার নেতৃত্বে আজকে আমরা কৃষক নেতাদের নিয়ে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আমাদের আলোচনার বিষয় ছিল কিভাবে এই সংগঠনকে আরও শক্তিশালী করা যায় সেসব বিষয় নিয়ে আজকের এই আলোচনা সভা। এবং আগামী ২০২৬-এ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রতিটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয় লাভ করে সেদিকে লক্ষ্য রেখে কিষান সংগঠন মাঠে নেমেছে। আজ কৃষকদের নিয়ে একটি সচেতনতা বার্তা দিলাম যে প্রত্যেকটা কৃষক যেন সরকারি যেসব প্রকল্প বা সুযোগ সুবিধা রয়েছে যেন সমস্ত পরিষেবায় কৃষকরা পায়। আমাদের সরকারের যা উন্নয়ন তাতে কৃষক বন্ধু থেকে শুরু করে কৃষক যন্ত্রপাতির ভর্তুকির মাধ্যমে এবং কৃষি বীজ থেকে শুরু করে কৃষি বীমা এবং শস্য বীমা সেটা কিভাবে পাচ্ছে বা যারা পাচ্ছেনা বঞ্চিত হচ্ছে সেদিকে লক্ষ্য রেখে চিরনি তল্লাশি চালাতে হবে। কৃষক নেতা কুরবান সেখ বলেন, যদি কোন কৃষক বঞ্চিত হয়ে যায় সেসব কৃষকের পাশে গিয়ে আমরা দাড়াব এবং সরকারি মাধ্যমে কৃষকদের পাইয়ে দেওয়ার আপ্রাণ আমরা চেষ্টা করব। অর্থাৎ সারা বাংলার পাশাপাশি কালিয়াচক -১, ২, ৩ ব্লকের মধ্যে কোন কৃষক বঞ্চিত যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের কর্মীদেরকে এই বার্তাটাই দেব। সুজাপুর বিধানসভার ১৪ টি গ্রাম পঞ্চায়েতের কৃষকদের নিয়ে আলোচনা সভা করব।

বিজেপি ও সিপিএমের যৌথ ষড়যন্ত্রে প্রায় ২৬ হাজার চাকরি যাওয়ার প্রতিবাদে ধিক্কার মিছিল তৃণমূলের।

2025-04-12

মালদা ;- ২৬ হাজার চাকুরি বাতিল হল কেন? সিপিএম-বিজেপি জবাব দাও। এমনটাই স্লোগান তুলে মালদার মোথাবাড়িতে পথে নামলেন তৃণমূল ছাত্র-যুব সংগঠনের সদস্যরা। কালিয়াচক-২নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে যৌথভাবে এক ধিক্কার মিছিল আয়োজন করা হল মোথাবাড়ি এলাকায়। মিছিলে নেতৃত্ব দিয়ে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকুরি বাতিল ইস্যুতে সিপিএম ও বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সুর চড়ালেন মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মন্ডল

শিল্প ও বাণিজ্য বিষয়ক: দ্বিদিবসীয় আন্তর্জাতিক অনলাইন সেমিনার কালিয়াচক কলেজে

2025-04-10

আমেরিকার নিউ ইয়র্ক থেকে বাংলা তথা মালদার কালিয়াচক কলেজের ওয়েবিনারে যোগদান করলেন বাবু খালফান এবং তাজিম খালফান। এই আন্তর্জালিক পদ্ধতিতে অনুষ্ঠিত দুই-দিবসীয় আন্তর্জাতিক সেমিনারের মূল বিষয় "ব্রেকিং দ্যা বেরিয়ার্স : এন্ট্রো্প্রেনারসিপ ফর অল উইথ স্পেশাল ফোকাস অন উইমেন"। শতাধিক ছাত্র-ছাত্রী, অধ্যাপক অধ্যাপিকার যোগদানে সাফল্যমন্ডিত হয় এই কর্মসূচি। কলেজের ক্যারিয়ার কাউন্সেলিং শেল প্লেসমেন্ট সেল এবং উইমেন্স সেল এর সংযুক্ত উদ্যোগে আয়োজিত ও পরিচালিত হয় এই আলোচনা চক্র মূলক কর্মকাণ্ড। এই সময় উপযোগী বিষয়ের উপরে অনুষ্ঠিত ওয়েবেনারে সভাপতিত্ব করেন কালিয়াচক কলেজের অধ্যক্ষ ড. নাজিবর রহমান। দুই দিন ব্যাপী এই ওয়েবিনারের কনভেনার নিযুক্ত হয়েছিলেন আরবি বিভাগের প্রধান ডঃ মুজতবা জামাল এবং রসায়ন বিভাগের পৌলমী জানা। প্রথম ও দ্বিতীয় দুই দিনেই টেকনিক্যাল সাপোর্ট প্রদান করেন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডঃ মনিরুল ইসলাম । এই অনলাইন সেমিনারের প্লেনারি সেশন পরিচালনা করেন কলেজের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরান্স সেল ( আইকিউএসি ) এর কো-অর্ডিনেটর ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সুব্রত কুমার দাস। প্রথম টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ইংলিশ বিভাগের হেড অফ দা ডিপার্টমেন্ট এ. কে. ফজলুল হক দ্বিতীয় টেকনিক্যাল সেশন পরিচালনা করেন পলিটিক্যাল সাইন্স এর বিভাগীয় প্রধান অধ্যাপিকা বিজয়া মিশ্র এবং এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপিকা মৌসুমী সরকার। সভাপতিির ভাষণে প্রিন্সিপাল, ড. নাজিবর রহমান, আমেরিকা থেকে যোগদানকারী দুই রিসোর্স পারসন সহ শিক্ষাবিদ, অধ্যাপক-অধ্যাপিকা, ছাত্র-ছাত্রীদের কৃতজ্ঞতা স্বীকার করেন, কালিয়াচক কলেজ ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল এর মূল্যায়নে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর অর্থাৎ এই তিন জেলার মধ্যে একমাত্র "এ গ্রেড" কলেজের স্বীকৃতি পাওয়ার জন্য। তিনি আরো উল্লেখ করেন একবিংশ শতাব্দীর বর্তমান প্রজন্মের যুবক-যুবতী, ছাত্র-ছাত্রীদের এবং আগন্তুক প্রজন্মের নাগরিকদের নতুন দিশা দেখানোর দায়িত্ব পালন করে চলেছে ভারতের প্রথম শ্রেণীর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত কালিয়াচক কলেজ । আর তারই ফলশ্রুতি হিসেবে শুধু চাকুরী-প্রার্থী সুলভ মানসিকতা তৈরি হওয়ার চাইতে উদ্যোগপতি হওয়ার মাধ্যমে চাকুরীদাতা সুলভ মনোভাব ছাত্রছাত্রীদের মধ্যে বেশি করে জাগ্রত করার লক্ষ্যে এই ধরনের এন্টারপ্রেনারসিপ ডেভেলপমেন্ট বিষয়ে সেমিনার আয়োজন করা হয়। ইউনাইটেড স্টেটস এর নিউ ইয়র্ক সিটির সিগনেজ প্লাস ডিকাল কোম্পানির প্রতিষ্ঠাতা মি. বাবু খালফান তার কিইনোট এড্রেস এ তুলে ধরেন উদ্যোগ বা এন্টারপ্রেনারশিপ রাতারাতি গড়ে ওঠে না, ধৈর্য সহকারে, সততার সাথে বীজ বপন করতে হয় এবং লাগাতোর প্রচেষ্টার ফলে বিশাল আকার বৃক্ষ হিসেবে বৃদ্ধি লাভ করার মাধ্যমে সাফল্য অর্জিত হয় । সিগনেজ বিজনেস এর অপর কর্ণধার তাজিম খালফান বিশেষ ভাষণে উল্লেখ করেন, ব্যবসা-বাণিজ্য গড়ে তোলা বা উদ্যোগপতি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে মহিলাদের সামাজিক ও পারিবারিক কিছু বাধ্যবাধকতা থাকলেও তাদের যোগ্যতা ও দক্ষতা প্রশ্নাতীত, পরিবেশ এবং সহযোগিতা পেলে তারাও শিল্প ও ব্যবসা করার ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে অনায়াসেই।

মালদায় পরপর তৃণমূল নেতা-কর্মী খুন, নিরাপত্তারক্ষী বাড়ানো হল মন্ত্রী সাবিনার

2025-03-26

নাজমুস সাহাদাত, মোথাবাড়ি : মালদায় একের পর এক তৃণমূল নেতা খুনের ঘটনায় নিরাপত্তারক্ষী বাড়ানো হলো পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ ও জলপথ, স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের রাষ্ট্রীয় মন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভার বিধায়িকা সাবিনা ইয়াসমিনের। চলতি বছরের শুরুতেই মালদহ শহরের ঝলঝলিয়া এলাকার মহানন্দাপল্লীতে নিজের ওয়ার্ডেই শুট আউট হন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর তথা মালদা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সহ সভাপতি প্রবীণ নেতা দুলাল সরকার। নিজের ওয়ার্ডেই গুলি করে হত্যা করা হয়েছিল বাবলা সরকারকে। তারপর কালিয়াচকের যদুপুর অঞ্চলের সালেপুর মোমিনপাড়া এলাকায় তৃণমূল কর্মী হাসা সেখ খুন হন। ওই ঘটনায় গুরুতর আহত হন তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল সেখ ও নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এসারুদ্দিন রাজু সেখ। এরপরে কালিয়াচক-৩ নং ব্লকের বৈষ্ণবনগর থানা এলাকার বীরনগর বাজারের কাছে একটি মদের আসরে শুটআউটের ঘটনা ঘটে। তাতে গুলিবিদ্ধ হয়ে প্রদীপ কর্মকার ও নিরঞ্জন দাসের মৃত্যু হয়। কালিয়াচকের আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার রামনগর পাঁচুয়াটোলায় মদ ভাটির পিছন দিকে শুটআউটের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান। এবারে কিছুদিন আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের মালদহ শহরের সদরঘাট এলাকার বাড়ির পিছনে শুটআউটে গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। তার জেরে জেলার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এছাড়াও মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল এবং প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। এইরকম পরপর বেশকিছু ঘটনা রীতিমতো ঘটে যাওয়ায় কি আতঙ্কিত হয়ে পড়ছে তৃণমূলের নেতা-কর্মীরা, উঠছে প্রশ্ন! এদিন দেখা গেল মন্ত্রী সাবিনা ইয়াসমিনের নিরাপত্তা রক্ষী বাড়িয়ে দেওয়া হয়েছে। চারজন অস্ত্রধারী পুলিশ সহ একজন সাব-ইন্সপেক্টর মোতায়েন করা হয়েছে তার নিরাপত্তার জন্য। রাষ্ট্রীয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, মালদায় যেভাবে খুনের ঘটনাগুলো একেরপর এক ঘটছে তার জেরেই হয়তো পুলিশ প্রশাসন নিরাপত্তারক্ষী বাড়ানোর কথা মনে করেছেন তাই প্রশাসন নিজেই দিয়েছেন। তবে তারা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন এবং এরজন্যে আমিও পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

বৈষ্ণবনগর থানা এলাকার ১৮ মাইলে পথ দুর্ঘটনায় মৃত তিন বন্ধু।

2025-03-23

মালদা:- বৈষ্ণবনগর থানা এলাকার ১৮ মাইলে পথ দুর্ঘটনায় মৃত তিন বন্ধু। ফরাক্কা থেকে বাইকে চেপে মেহেরাপুর যাওয়ার পথে জাতীয় সড়কের ওপরেই সকাল আনুমানিক সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। মৃত যুবকদের নাম সাবির আলম ২৪, রমজান শেখ ১৯ও সাদিকাতুল ইসলাম ২০। তারা তিনজনেই মোথাবাড়ি থানা এলাকার মেহেরপুরের নতুন পুরের বাসিন্দা। ওই যুবকদের পরিবার সূত্রে খবর, সাবির পরিযায়ী শ্রমিকের কাজ করে। সেই সূত্রেই সে কেরলে কাজে গিয়েছিল। গত তিনদিন আগে সে ট্রেনে চাপে বাড়ি ফেরার জন্য। রমজান এবং সাদিকাতুল সাবিরকে ফরাক্কা স্টেশন থেকে আনতেই বাইক নিয়ে গিয়েছিল। কিন্তু বাড়ি ফেরার পথে দুর্ঘটনা গ্রস্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

কিষান ক্ষেত মজদুর মালদা জেলা কমিটির উদ্যোগে কৃষক সচেতনতা কর্মসূচি

2025-03-09

কালিয়াচক: তৃণমূল কংরেস কিষান ক্ষেত মজদুর মালদা জেলা কমিটির উদ্যোগে কৃষক সচেতনতা কর্মসূচি বৈষ্ণবনগর বিধানসভা এলাকার চরিঅনন্তপুরে। এদিন তৃণমূল কংগ্রেস কিষাণ মজদুর রাজ্য কমিটির রাজ্য সম্পাদক অসীম সিকদার ও মালদা জেলা কমিটির সাধারণ সম্পাদক কুরবান শেখের নেতৃত্বে এলাকার কৃষকদের চাষবাস ও বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে বিশেষ আলোচনা করেন। চাষিরা নিজেদের সমস্যার কথা তাদের সম্মুখে তুলে ধরেন। কৃষকদের প্রধান সমস্যা হল জল সরবরাহ থেকে শুরু করে তড়িৎ প্রবাহ ব্যবস্থা না থাকার ফলে তারা বহু সমস্যায় ভুগছেন। অনেক বড় মাঠভরা ক্ষেত কিন্তু এখানে বিদ্যুতের সংযোগ না থাকাই চাষবাসে অসুবিধা। যাতায়াত করতেও অনেক আতঙ্কিত আমরা। এদিন কৃষকদের সঙ্গে রাজ্যের সাধারণ সম্পাদক তথা কৃষক নেতা অসীম সিকদার বিভিন্ন ফসল উৎপাদন ও সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কিত আলোচনা তুলে ধরেন। মানুষের নেতা, কৃষকের নেতা, শিক্ষা জগতের অন্যতম কান্ডারী কুরবান সেখ সকল চাষীদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্ত সমস্যার সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দিলেন। আরও বলেন, আমরা সর্বদা মানুষের পাশে থাকি, পিছিয়ে পড়া সমাজের হয়ে কথা বলি। প্রত্যেকটি অভাব অভিযোগের কথা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরব এবং সমস্যার সমাধান বের করব।

কালিয়াচকে নির্বিঘ্নে উচ্চমাধ্যমিক পরিক্ষার প্রথম দিন

2025-03-04

নাজমুস সাহাদাত, কালিয়াচক: সোমবার শুরু হল উচ্চমাধ্যমিক পরিক্ষা। গোটা রাজ্যের পাশাপাশি মালদহের কালিয়াচকের বিভিন্ন স্কুলে শান্তিপূর্ণভাবেই শুরু হল উচ্চমাধ্যমিক পরিক্ষা। কালিয়াচক এলাকার মধ্যে ৯টি হাই স্কুল অর্থাৎ কালিয়াচক হাই স্কুল, নয়মৌজা হাই স্কুল, কালিয়াচক বালিকা হাই স্কুল, মোজমপুর এইচএসবি হাই স্কুল, হাজী ওমর আলী স্মৃতি বিদ্যালয়, জালালপুর হাই স্কুল, সুজাপুর হাই স্কুল, সুজাপুর বালিকা হাই স্কুল, বামনগ্রাম হাই স্কুল এবং ৪টি হাই মাদ্রাসা অর্থাৎ নয়মৌজা সুভানিয়া হাই মাদ্রাসা, মাজহারুল উলুম হাই মাদ্রাসা, দারিয়াপুর বাইশি হাই মাদ্রাসায় উচ্চমাধ্যমিক পরিক্ষা চলে। অন্যদিকে মোথাবাড়ি এলাকায় পরিক্ষার প্রধান কেন্দ্র এজিজেএস হাই মাদ্রাসা এছাড়াও মোথাবাড়ি হাই স্কুল, বাঙ্গীটোলা হাই স্কুল, পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুল, আব্বাস গঞ্জ হাই মাদ্রাসা, ডিএসকেবি হাই মাদ্রাসা ও উত্তরলক্ষীপুর হাই স্কুলে উচ্চমাধ্যমিক পরিক্ষা কেন্দ্রে প্রথম দিনে সুষ্ঠুভাবে উচ্চমাধ্যমিকের পরিক্ষা হয়। এবং কালিয়াচক-৩ ব্লকের বৈষ্ণবনগর এলাকায় পরিক্ষার প্রধান কেন্দ্র জিবিএস হাই মাদ্রাসা সহ আরও গোলাপগঞ্জ হাই স্কুল, ভগবানপুর কেবিএস হাই স্কুল, আকন্দবেরিয়া এসসি হাই স্কুল, সাহাবাজপুর উমাচরণ হাই স্কুল, গয়েশ্বরী পিভি বিদ্যানিকেতনে উচ্চমাধ্যমিকের পরিক্ষা কেন্দ্রে সুশৃংখলভাবে পরিক্ষা হয়। শিক্ষা মহলের বক্তব্য, খুব সুন্দরভাবে এদিনের উচ্চমাধ্যমিক পরিক্ষা সম্পন্ন হল। আমরা চাইব বাকি পরিক্ষাগুলোও ভালোভাবে কাটুক। তবে এই বছরই পুরনো সিলেবাসের শেষ পরীক্ষা। আগামী ২০২৬ সাল থেকে সেমেস্টার পদ্ধতিতে বছরে দু’বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। উচ্চমাধ্যমিক পরিক্ষার মালদা জেলার যুগ্ম আহ্বায়ক বাসিরুল ইসলাম জানান, মালদা জেলায় উচ্চমাধ্যমিক পরিক্ষার প্রথম দিন নির্বিঘ্নে সম্পন্ন হল। এবছর গোটা মালদা জেলায় ১৭টি কেন্দ্রের ১২২ টি ভ্যানুতে পরিক্ষার আয়োজন করা হয়েছিল। তার মধ্যে কালিয়াচকের ৩টি ব্লকে চারটি প্রধান কেন্দ্রের ৩২ টি ভ্যানুতে প্রায় দশ হাজার আটশত ছিয়াত্তর জন পরিক্ষার্থীরা পরিক্ষা দেয়। এবারের উচ্চমাধ্যমিক পরিক্ষায় ছাত্র পরিক্ষার্থীর সংখ্যা প্রায় চোদ্দ হাজারের কাছাকাছি এবং ছাত্রীর সংখ্যা আঠারো হাজারের কিছু বেশি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রত্যেকটি ভ্যানুর জন্যে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করা হয়েছে এবং মোবাইল চেকিং সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চিহ্নিত করার জন্য।

টার্গেট পয়েন্ট (আর) স্কুলে এবছরের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ভর্তি প্রবেশিকা পরীক্ষা ।

2025-02-27

নাজমুস সাহাদাত, কালিয়াচক: মালদা জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কালিয়াচকের টার্গেট পয়েন্ট (আর) স্কুল। এবছরের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ভর্তি প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য প্রায় নয়শত ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশ নেয়। একই দিনে কালিয়াচক টার্গেট পয়েন্ট এর নিজস্ব শাখার পাশাপাশি কোচবিহার ও দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারেও ভর্তি প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। আজকে সর্বমোট কয়েক হাজার ছাত্রছাত্রী টার্গেট পয়েন্ট স্কুলে বিজ্ঞান বিভাগে ভর্তির প্রবেশিকা পরীক্ষা সুশৃংখলভাবে সম্পন্ন হয়। সম্প্রতি কালিয়াচক টার্গেট পয়েন্ট স্কুলের বিগত দিনের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সহ ডাক্তারি নিট পরীক্ষায় চমকপ্রদ রেজাল্টের ফলে মালদা জেলার বিশেষ চাহিদা সম্পন্ন একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীর অভিভাবকরা জানান, এখন নজরে শিক্ষা প্রতিষ্ঠান অসংখ্য ভিড়। তবে ছেলেমেয়েদের কোয়ালিটি সম্পন্ন ও তাদের সুদূর ভবিষ্যৎ এবং একজন প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে যে শিক্ষা দরকার সেটা আমরা আমাদের এলাকার টার্গেট পয়েন্ট স্কুলে দেখতে পাচ্ছি। একটা স্কুলের সুনাম তখনই হয় যখন সেই স্কুলের শিক্ষার মান, শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের ব্যবহার, শিক্ষা প্রতিষ্ঠানের কঠিন পরিকাঠামো এবং ছাত্র-ছাত্রীদের সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সকলের কঠিন পরিশ্রম খুবই প্রয়োজন। আমরা মনে করি টার্গেট পয়েন্ট স্কুল আগামীর পথ আরো উজ্জ্বলময় হবে। টার্গেট পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেন জানান, আমাদের প্রতিবছরই ভর্তি প্রবেশিকা পরীক্ষা খুব সুষ্ঠুভাবে এবং কঠিন নিয়ম নীতির মাধ্যমে নেওয়া হয়। এছাড়াও অভিভাবকদের উদ্দেশ্যে বলব, আমাদের বরাবর কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে নিয়মিত পাঠ দান করে থাকে ও নীতি আদর্শের উপর চরিত্র গঠন লেখাপড়া, রেজাল্ট ভালো করা ইত্যাদি দিয়েই আমরা সুনাম অর্জন করছি। অতএব আপনি আপনার ছেলে মেয়েদেরকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে নিরাপত্তার দিক দিয়ে এবং তাদের রেজাল্টের উপর নিশ্চিন্তে থাকুন। আজকের পরীক্ষার ফলাফল আগামী ৭ই মার্চ প্রকাশিত হবে। মোবাইল নম্বরে এসএমএস এবং স্কুলের ওয়েবসাইট ও স্কুলের উল্লেখিত যোগাযোগের মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও যারা ভর্তির সুযোগ পাবে অর্থাৎ ছেলে ও মেয়ে উভয়ের জন্য পৃথক ক্লাসরুম ও হোস্টেলের ব্যবস্থা রয়েছে।

"সবুজ হাইড্রোজেন উৎপাদন" বিষয়ের ওপর গবেষণা করতে বিদেশ পাড়ি কালিয়াচকের সামিম আখতার

2025-02-21

নাজমুস সাহাদাত, কালিয়াচক: আবারও মালদহের কালিয়াচকের ভূমিপুত্র বিদেশের মাটিতে গবেষনা করতে পাড়ি দিচ্ছেন ড. সেখ সামিম আখতার। তিনি কালিয়াচকের শেরশাহী রন্নুচক গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার বাবা মুহাম্মদ রাজু সেখ একজন দিনমজুর আর মা সুফিয়া বানু হলেন আশা কর্মী। শেখ সামিম আখতার কালিয়াচক হাই স্কুলে পঞ্চম শ্রেণি থেকে পড়াশোনা শুরু করে উচ্চমাধ্যমিক পাশ করার পর ২০১১ সালে চলে যায় আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে রসায়ণবিজ্ঞান বিষয়ে গ্রাজুয়েট ও মাস্টার্স করার পর ঝাড়খন্ডের ধানবাদ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে 'ইলেক্ট্রোকেমিক্যাল কার্বনডাইঅক্সাইড রিডাক্সন' টপিকের ওপর গবেষণা সম্পন্ন করল। তারপরেও থেমে থাকেনি শেখ সামিম আখতার। তার অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এই মাসেই অর্থাৎ আগামী সোমবার দক্ষিণ কোরিয়ার Kumoh National Institute of Technology তে পাড়ি দিচ্ছেন সামিম। তার পোস্ট ডক্টরাল টপিক হলো Green Hydrogen Production এছাড়াও সামিম প্রচার বিমুখ স্বভাবের ছেলে এবং সে অত্যন্ত শান্ত, ধর্মপ্রান, মিষ্টি ভাষী, মিশুকে স্বভাবের বলে জানান এলাকাবাসী। সামিমের এই গগন-চুম্বী যাত্রার প্রতক্ষ সাক্ষী যারা তারা আজ সামিমের জন্য গর্বিত। সামিমের সাফল্যে তার বাবা মা ও একমাত্র বোন ভীষণ আপ্লুত। এর আগেও কালিয়াচক থেকে অনেকেই গবেষণা করতে বিদেশে পাড়ি দিয়েছেন। আরও অনেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এগিয়ে যাওয়ার জন্যে। প্রতি বছর কালিয়াচক থেকে শিক্ষার মান উন্নয়নে ধারাবাহিভাবে ছাপ রেখে যাচ্ছে। কখনও ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, খেলাধুলায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের বোর্ড র‍্যাঙ্ক সহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় দেশের সেরার সেরা হয়েছেন কালিয়াচকের কৃতি সন্তানরা। গবেষক ড. শেখ সামিম আখতার এর বাবা রাজু শেখ জানান, ছেলেবেলা থেকেই সামিম আক্তার পড়াশোনায় অত্যন্ত মেধাবী। আমি দিনমজুরের কাজ করি, অর্থাভাবে ছেলেকে সরকারি বিদ্যালয় বাদে কোথাও টিউশনি পড়াতে পারিনি। নিজের মেধার জোরেই আজ সামিম নিজের সাফল্যে এগিয়ে গেছে এতে আমরা অত্যন্ত খুশি। এবং তার মাতা সুফিয়া বানু জানান, আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার ছেলে বিদেশে গবেষণা করতে যাবে। অনেক কষ্ট করে আমরা আমার ছেলেকে বড়ো করেছি। তবে সে আজকে নিজের পরিশ্রম আর মেধাকে কাজে লাগিয়ে এতদূর পৌঁছে গেলে এতে আজ আমরা সহ পুরো কালিয়াচক বাসি আমার ছেলের জন্যে গর্বিত। অন্যদিকে কালিয়াচকের আর কৃতি ছাত্র টার্গেট পয়েন্ট স্কুলের এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী গোলাম মাসুদ বিশ্বাস। সে NTA পরিচালিত JEE (MAINS)-2025 session -1 for BE/B Tech পরীক্ষায় ৯৮.২৯৫ শতাংশ নম্বর পেয়ে আবারও কালিয়াচক তথা মালদা জেলার গৌরব বৃদ্ধি করছে। এই গোলাম মাসুদ বিশ্বাস ২০২৩ সালের মাধ্যমিক বোর্ড পরিক্ষায় রাজ্যে ৭ম স্থান অধিকার করেছিল। ধারাবাহিক এই সাফল্যে আনন্দের জোয়ার কালিয়াচকজুড়ে।

মেধা প্রকাশ মিশনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক নবীনবরণ অনুষ্ঠান

2025-02-08

নিজস্ব প্রতিবেদক, সাহাবাজপুর: পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। খেলাধুলা ছাড়া ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিকাশ অসম্ভব বলে মনে করা হয়।ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করাও খুবই জরুরী। এলাকার সুপরিচিত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেধা প্রকাশ মিশনের উদ্যোগে দুদিনব্যাপী ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক এবং নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথমদিনে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতা মূলক খেলাধুলা এবং দ্বিতীয়দিনে সাংস্কৃতিক নবীনবরণ ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এদিনের মেধা প্রকাশ মিশনের বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক ও নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মোশাররফ হোসেন, ড. সিদ্ধার্থ শংকর ঘোষ, প্রধান শিক্ষক সাকিলুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণ সরকার, গোলাপগঞ্জ থানার ওসি আনসারুল হক প্রমুখ। এছাড়াও মেধা প্রকাশ মিশনের পক্ষ থেকে প্রধান শিক্ষক মুক্তার হোসেন, মিশনের সেক্রেটারি নাসিমুল গনি ছাড়াও স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং স্কুলের ছাত্রছাত্রীরা। খেলাধুলার পাশাপাশি একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান তথা কবিতা আবৃত্তি, গানের তালে নৃত্য, দেশাত্মবোধক সংগীত, পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও ছাত্র-ছাত্রীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। এছাড়াও খেলাধুলাতেও বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেধা প্রকাশ মিশনের ছাত্রছাত্রীরা।

টার্গেট পয়েন্ট (আর )স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

2025-01-25

নিজস্ব প্রতিবেদক, সাহাবাজপুর: পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। খেলাধুলা ছাড়া ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিকাশ অসম্ভব বলে মনে করা হয়। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করাও খুবই জরুরী। মালদার সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান টার্গেট পয়েন্ট আর স্কুলের উদ্যোগে দুদিনব্যাপী ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। প্রথমদিনে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতা মূলক খেলাধুলা ও দ্বিতীয়দিনে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এদিনের টার্গেট পয়েন্ট আর স্কুলের তম বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রীয় মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন, কলকাতা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা সুজাপুর বিধানসভার বিধায়ক আব্দুল গনি। এছাড়াও টার্গেট পয়েন্ট স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক উজির হোসেন, স্কুলের অন্যতম কর্ণধার কুরবান শেখ, মুকুল হক ছাড়াও স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং স্কুলের ছাত্রছাত্রীরা। খেলাধুলার পাশাপাশি একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান তথা কবিতা আবৃত্তি, গানের তালে নৃত্য, দেশাত্মবোধক সংগীত, পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও ছাত্র-ছাত্রীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। এছাড়াও খেলাধুলাতেও বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টার্গেট পয়েন্টের ছাত্রছাত্রীরা।

কিশলয় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও জাঁক জমক সাংস্কৃতিক অনুষ্ঠান

2025-01-20

এম নাজমুস সাহাদাত, মোথাবাড়ী : মালদার মোথাবাড়ী কেশরপুর কদমতলা এলাকায় একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান কিশলয় বিদ্যালয়। এই কিশলয় বিদ্যালয়ের উদ্যোগে নিজ স্কুল প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের প্রথমদিন ক্রীড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। প্রতিযোগি শিশুদের জন্যে আকর্ষণীয় খেলা গুলি চামচ দৌড়, আলু দৌড়, কাক উড়ে-ঘর উড়ে, বিস্কুট দৌড় ছাড়াও বড়ো ছাত্রছাত্রীদের ১০০ মিটার দৌড়, শার্ট গেঞ্জি দৌড় (ছেলেদের), অঙ্ক কষা দৌড়, স্কিপিং ও মিউজিক্যাল চেয়ার (মেয়েদের) এছাড়াও বিশেষ আকর্ষণীয় খেলায় মুগ্ধ হয় ছাত্রছাত্রীরা। এদিনের ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সদস্য তথা মোহাম্মাদীয়া হাই মাদ্রাসার সহকারী শিক্ষক জাকির হোসেন, কালিয়াচক বনি চাইল্ড মিশন এর ডিরেক্টর সামিম জাভেদ আলী। এছাড়াও কিশলয় বিদ্যালয়ের পক্ষে সম্পাদক গোলাম ইয়াসদানী ও প্রধান শিক্ষক গোলাম রাব্বানী সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা। রবিবার কিশলয় বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে যেসমস্ত প্রতিযোগি ছাত্রছাত্রীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে উপস্থিত অতিথিদের। মাধ্যমে পুরস্কৃত করা হয়। অত্যন্ত সুশৃঙ্খল ও জাতীয় সংগীত এর মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজনীয়তা আছে। এখনকার সময়ে মোবাইল গেম ও ভিডিও দেখার নেশা থেকে দূর করতে এবং শারিরীক সুস্থতার উদ্দেশ্যে শিশুদের মাঠমুখী করা আবশ্যিক ক্রীড়া চর্চার প্রয়োজন। এছাড়াও দ্বিতীয় দিনের আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন চেয়ারম্যান পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (উত্তরাঞ্চল), প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসি কলেজ এবং বর্তমানে দক্ষিণ দিনাজপুর দেওয়ান আব্দুল গণি কলেজের অধ্যক্ষ ড. আব্দুল অহাব, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, কালিয়াচক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাঈম আসগার, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী তথা যুব কাফেলার সম্পাদক যুবরাজ ত্রিবেদী, আল আযহার ইসলামিক ও জান্নাতুল আযহার ইসলামিক মিশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক আবু তাহের সহ স্থানীয় বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কবিতা আবৃত্তি, গজল, নাতে রাসুল, সুরা পাঠ, দেশাত্মবোধক সঙ্গীত, ক্যুইজ প্রতিযোগিতা সহ শিক্ষনীয় নাটকের মাধ্যমে অনুষ্ঠান পর্ব চলে। এছাড়াও অতিথিদের তাৎক্ষণিক বক্তব্য এবং তাদের হাত দিয়ে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

কালিয়াচকে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই শিশু।

2025-01-06

কালিয়াচকে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই শিশু। ঘটনাটি ঘটেছে কালিয়াচক এক ব্লকের আলিপুর ২ অঞ্চলের শেরশাহীর লক্ষ্মীপুরে। যে দুটি বাচ্চা বোমায় আহত হয়েছে তাদের নাম হলো আবাদিল খান বয়স ৯ বছর পিতা রফিকুল খান। অপরজন সায়েম খান বয়স ৭ বছর পিতা নাসিউল খান উভয়ের বাড়ি শেরসাহির দক্ষিণ লক্ষ্মীপুরে। আহত শিশু দুটি বর্তমানে চিকিৎসাধীন। বেশ কিছু দিন থেকে এলাকায় ঝামেলা লেগে রয়েছে। ঘটনা স্থলে রয়েছে কালিয়াচক থানার পুলিশ। সিসিটিভি ক্যামেরায় লক্ষ্য করা গিয়েছে দুটি শিশু দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি শিশু বোমাটি মাটিতে মারে। সঙ্গে সঙ্গে বোমাটি বাস্ট হয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বোমা গুলি কোথা থেকে আসলো, কারা মজুদ করেছিল এবং কিভাবে ছোট শিশুদের হাতে বোমা গুলি পৌঁছালো তারও তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এ ঘটনায় কালিয়াচকের তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠির সমর্থকরা একে অপরের বিরুদ্ধে কাঁদা ছোড়া শুরু করেছে।

সাউথ মালদা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

2025-01-05

মোঃ আবুল কাশিম কালিয়াচক :- পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। খেলাধুলা ছাড়া ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিকাশ অসম্ভব বলে মনে করা হয়। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করাও খুবই জরুরী। এদিন মালদহের বৈষ্ণবনগর সাউথ মালদা কলেজের জমজমাট ভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈষ্ণবনগর বিধানসভার বিধায়িকা চন্দনা সরকার। এছাড়াও ছিলেন, সাউথ মালদা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ আহমদ হোসেন প্রথমে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কে শ্রদ্ধা জানিয়ে ক্রীড়া প্রতিযোগিতা পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা করা হয়। এছাড়াও মশাল দৌড়, পেরেড ও প্রদীপ প্রজ্জ্বলন এবং শপথ গ্রহনের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। এদিনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ মালদা কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ। এই ক্রীড়া প্রতিযোগিতায় যে সকল ছাত্র-ছাত্রীরা খেলায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় হয়। সাউথ মালদা কলেজ ক্রীড়া বিভাগের অধ্যাপক ইকবাল আহমেদ জানান, আমি আশা রাখছি আমাদের ছাত্র ছাত্রীরা আরও ভালো খেলবে।বিভিন্ন জেলা সহ রাজ্য স্তরে আমাদের ছাত্রছাত্রীরা খেলাধুলা করুক ও কলেজের মুখ উজ্জ্বল করুক। তিনি আরও বলেন, এদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের সকল শিক্ষক শিক্ষিকা সর্বদা পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

কালিয়াচক অরিয়েন্ট জুয়েলার্সে সোনার গহনা কেনাকাটায়, বড়দিনের বড় উপহার' মিললো একটি বাইক। খুশি'তে আত্মহারা এক পরিবার।

2025-01-03

কালিয়াচক অরিয়েন্ট জুয়েলার্সে সোনার গহনা কেনাকাটায়, বড়দিনের বড় উপহার' মিললো একটি বাইক। খুশি'তে আত্মহারা এক পরিবার। হ্যাঁ, অবাক লাগলেও যা শুনছেন এটাই সত্যি কালিয়াচক অরিয়েন্ট জুয়েলার্সে চলছে বড়দিনের বড় উপহার। অফারটি চলবে আগামী পাঁচ এ জানুয়ারি অব্দি। এখনো রয়েছে ফোরহূইলার জেতার সুবর্ণ সুযোগ। মাত্র ৫০ হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন একটি স্ক্র্যাচ কার্ড। সেখানেই মিলবে আপনার ভাগ্য পরীক্ষা, স্ক্র্যাচ কার্ড ঘুষলেই পেতে পারেন চার চাকা অর্থাৎ ফোর হুইলার অথবা দুই চাকা অর্থাৎ বাইক, রয়েছে স্কুটি, আই ফোন সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। শুধু তাই নয় বিভিন্ন কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ছাড়ও। সোনা কিনলে, মজুরিতে পাবেন UPTO ৩০% ছাড়, আর হিরে কিনলে পাবেন ৫০% ফ্ল্যাট ডিসকাউন্ট। ডাবল ধামাকা। অরিয়ান্ট জুয়েলার্সে বড়দিনের বড় উপহারে ইতিমধ্যেই বিভিন্ন পুরস্কার পেয়েছেন অনেকেই পাশাপাশি আজ বৃহস্পতিবার বড়দিনের বড় উপহারে অংশগ্রহণ করে বাজিমাত মালদার অভিরামপুর এলাকার এক পরিবার। লক্ষাধিক টাকার কেনাকাটা করায় স্ক্র্যাচ কার্ড মাধ্যমে পেয়ে গেলেন একটি বাইক। আনন্দে আত্মহারা যুবক। সোনার গহনা কেনাকাটায় আলোড়ন সৃষ্টি করেছে অরিয়েন্ট জুয়েলার্স বিভিন্ন জায়গায় তার স্টোর গড়ে উঠেছে তারই পাশাপাশি কালিয়াচক হাই স্কুল সংলগ্ন এলাকায় রয়েছে অরিয়েন্ট জুয়েলার্স এর কালিয়াচক শাখা। সেখানেই চলছে এই ধামাকা অফার বড়দিনের বড় উপহার এই ধামাকা অফারে অংশগ্রহণ করতে হলে আজই আসুন কালিয়াচক অরিয়েন্ট জুয়েলার্সে, আর মাত্র ৫০ হাজার টাকার কেনাকাটায় পেয়ে যান আকর্ষণীয় পুরস্কার। মাত্র লক্ষাধিক টাকার কেনাকাটা করেই বাইক উপহার পেয়ে কি বলছেন ওই যুবক ও তার পরিবার এবং কি বলছেন এই জুয়েলার্সের কর্মকর্তারা শুনুন।

"শ্রেষ্ঠ পুরুষ ২০২৪" সম্মানে সম্মানিত হলেন কালিয়াচকের হাজিরুল ইবকার

2024-12-06

নাজমুস সাহাদাত, কালিয়াচক: কালিয়াচকের চিকিৎসক ডা: হাজিরুল ইবকার সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য "শ্রেষ্ঠ পুরুষ" ২০২৪ সম্মানে সম্মানিত হলেন কলকাতার সাইনসিটি হল এ। বিভিন্ন সমাজ মূলক কাজে মোট ২০জন ব্যক্তিত্বকে শ্রেষ্ঠ পুরুষ সম্মানে সম্মানিত করা হয়। চিকিৎসার পাশাপাশি, দীর্ঘ প্রায় কুড়ি বছর সমাজ উন্নয়নে নানান ভূমিকায় তার কর্মযজ্ঞ চলছে। ক্রমশ তার সেবামূলক কর্মযজ্ঞের ব্যাপ্তি ঘটে চলেছে। স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি, কুসংস্কার মুক্ত সমাজ, রক্ত সংকটমোচনে অগ্রণী ভূমিকায়, দুস্থ রোগীদের অবিচল সাহায্যের হাত, ছাত্র-ছাত্রীদের অর্থ সাহায্য, শিক্ষার প্রসার ও মান উন্নয়নে এবং বাল্যবিবাহ রোধে নিরলস কাজ করে চলেছেন তিনি। কে এই ডা: হাজিরুল ইবকার? তিনি রাজনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নয়াগ্রামের মাটি তার জন্মস্থান, বর্তমানে কালিকাপুর সন্নিকটে বসবাসের আর এক ঠিকানা। গ্রাম পঞ্চায়েত মেডিকেল অফিসার হিসেবে সদ্য রাজনগর থেকে অবসর গ্রহণ করেছেন। তিনি গ্রাম পঞ্চায়েত মেডিকেল অফিসারস এসোসিয়েশনের প্রাক্তন রাজ্য সভাপতি। দীর্ঘকাল ধরেই কালিয়াচকের সকল চিকিৎসকদের ধরে রেখেছেন ডক্টরস ক্লাব নামক ছাতার তলায়। "হিলফুল ফুজুল" নামক আর একটি সংগঠনের মাধ্যমে বছর ভর নানান কর্মসূচির মাধ্যমে মানুষের সেবায় আপ্রাণ নিয়োজিত। কালিয়াচক কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করে চলেছেন দীর্ঘকাল ধরেই। বাল্যবিবাহ রোধে নিয়মিত প্রচারের পাশাপাশি সর্বত্র সজাগ দৃষ্টি ও নেশা মুক্ত সমাজ গড়তে নিরলস প্রচেষ্টা অব্যাহত। প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সরকারি কর্মসূচি রূপায়ণে এক অনন্য ভূমিকায় শিক্ষার অগ্রসর, কুসংস্কার মুক্ত সমাজ ও শান্তির বাতাবরণের আবেদন তার পক্ষ থেকে সর্বদা এবং সর্বত্র দেখা যায়। তাই সমাজ সেবায় তিনি পুরস্কৃত ও সম্মানিত হলেন রাজ্যের একজন অন্যতম পুরুষ হিসেবে কলকাতার সায়েন্সসিটি হলএ। ডাক্তারবাবুর কাছে বিভিন্ন সমস্যায় নিয়মিত নিষ্কৃতি পান এলাকার বহু মানুষ। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার বহুল খরচ জনিত সমস্যায় সর্বদা থাকেন মানুষের সাথে মানুষের পাশে। হয়তো এমন দিন নেই যে ৫-১০ জন মানুষ তার কাছে উপকৃত হননি বা সাহায্য পাননি। ধারাবাহিকভাবে প্রতিবছর মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে থেকেছেন ক্রাতা হিসেবে, দুস্থ রোগীদের সাহায্যের হাত ক্রমশ বাড়ছে। মারন রোগগুলি থেকে মুক্তি পেতে লাগাতার সচেতনতা মূলক প্রচার অনুষ্ঠান করে চলেছেন। সুস্থ সমাজ গড়তে ও শিক্ষার প্রসার ঘটাতে নিরন্তর মানুষের সাথে, মানুষের পাশে। তার জীবনের নিত্য সঙ্গী তানিয়া রহমত তিনিও সমাজসেবা ও শিক্ষার প্রসারে নিজেকে উজাড় করে চলেছেন। ধারাবাহিকভাবে তিনিও নানান পুরস্কার ও সম্মানে সম্মানিত। ডাক্তারবাবুর বড় কন্যা আলিশা ইবকার আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা এবং কমনওয়েলথ স্কলার। বর্তমানে সে ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে গবেষণারত। ছোট কন্যা আলিফিয়া ইবকার ভূগর্ভস্থ জল গবেষণায় বর্তমানে আমেরিকার নিউ জার্সিতে। সত্যিই কালিয়াচকের মাটিতে এক অনন্য গর্বের পরিবার। চিকিৎসক হাজিরুল ইবকার বলেন, মানবিক দৃষ্টিতেই সেবামূলক কাজগুলো দীর্ঘদিন ধরেই করে গেছি নিরন্তর। সমাজ বা রাষ্ট্রের প্রতি দায়িত্ব বা কর্তব্যবোধ থেকেই এই অনুপ্রেরণা। নিয়মমাফিক বছর ভর এই কাজগুলো করা ভীষণ কঠিন। তবুও করে গেছি এবং করে যাচ্ছি। শত শত মানুষ আছেন যারা কখনো দৈহিকভাবে, কখনো মানসিকভাবে, আবার কখনো আর্থিক সাহায্য নিয়ে হাত বাড়িয়েছেন। তাদের সকলের প্রতি কৃতজ্ঞ। পুরস্কার বা সম্মাননার প্রত্যাশী কখনোই ছিলাম না। আজ এই পুরস্কার পেয়ে নিশ্চয়ই গর্বিত ও আনন্দিত। তবে মানুষের মধ্যে থাকা ও মানুষের পাশে থাকার অনুভূতি অবশ্যই আলাদা। মানুষের শুভেচ্ছা ও ভালোবাসা আনুষ্ঠানিক এই পুরস্কার গুলো থেকে অবশ্যই বহু মূল্যবান।

মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের উপদেষ্টা হলেন, কালিয়াচকের ভূমিপুত্র ড. আবদুস সাত্তার

2024-11-08

নাজমুস সাহাদাত, কালিয়াচক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টাতেই শুধু নয়, রাজ্যের সংখ্যালঘু দপ্তরেরও উপদেষ্টা হয়েছেন কালিয়াচকের ভূমিপুত্র ড. আবদুস সাত্তার। তার মুকুটে নতুন এই পালকের খবরে তার জন্মভূমি কালিয়াচকের মজমপুর গ্রামে এখন খুশির জোয়ার। উল্লেখ্য, কালিয়াচক এখন রাজ্যের মধ্যে বহুল চর্চিত নাম। এই কালিয়াচকের মাটিতে অসংখ্য প্রতিভার জন্ম হয়েছে। শিক্ষা, ব্যবসা, চাষবাস, গবেষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়াও বহু উচ্চ শিখরে পৌঁছে গৌরব উজ্জ্বল হয়েছে এবং গোটা দেশে ছড়িয়েছে কালিয়াচকের সুনাম। তবে রাজনীতিতেও পিছিয়ে নেই কালিয়াচক। আজও মানুষের মুখে শোনা যায় বিগত দিনের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম। প্রসঙ্গত, কালিয়াচকের ভূমিপুত্র হয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড. আবদুস সাত্তার। তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার আমডাঙ্গা বিধানসভার বিধায়ক ও বাম সরকার আমলের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন কালিয়াচকের ভূমিপুত্র অধ্যাপক আবদুস সাত্তার। তিনি মালদহের কালিয়াচক এলাকার মোজমপুর গ্রামের এক কৃষক পরিবারে ১৯৬৯ সালের ১২ই জানুয়ারিতে জন্মগ্রহণ করেন। ছোট বেলায় তার গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়ে হাতে খড়ি নিয়ে পড়াশোনা শুরু হয়। তারপর তিনি কালিয়াচক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত সিটি কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতক হন। এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং "বাংলা সাহিত্যে রোমান্টিক আখ্যান উৎস ও বিবর্তন" বিষয়ে গবেষণা করেছেন তিনি। প্রথম নব বালিগঞ্জ মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু হয় তার। তিনি মাত্র ৩০ বছর বয়সে ২০০০ সালে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি পদে নিযুক্ত হন। ভারতবর্ষের ইতিহাসে কোনো পর্ষদের সর্বকণিষ্ঠ সভাপতির নজির গড়েছিলেন অধ্যাপক ড. আব্দুস সাত্তার। মাদ্রাসা শিক্ষার আধুনিক চিন্তা নবচেতনা ও প্রযুক্তি বিদ্যায় নবজাগরণের উন্মেষ ঘটে তার হাত দিয়ে। তিনি ৩২ তম ইউনেস্কো সম্মেলনে যোগদানের বিরলতম নজির সৃষ্টি করেন মাদ্রাসা শিক্ষা পর্ষদ প্রতিনিধি হিসেবে। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীও ছিলেন। এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য সংখ্যালঘু উপদেষ্টা পদে অধিষ্ঠিত হলেন ড. আবদুস সাত্তার। এখন তিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য মর্যাদা পাবেন এবং এখন থেকে তিনি রাজ্যের সংখ্যালঘুদের কল্যাণে প্রয়োজনীয় পরামর্শ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরকে। এই পদে নিয়োগ হওয়ার খবর ছড়াতেই খুশির উন্মাদনা দেখা যায় কালিয়াচকে। তার সাথে সাথে কালিয়াচকের বাসিন্দাদের বক্তব্য, বাম সরকারের মন্ত্রী থাকাকালীন মাদ্রাসা শিক্ষার বিপ্লব ঘটিয়েছেন তিনি। তৃণমূল শাসিত সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের উপদেষ্টা পদে নিয়োগ হয়েছে তাতে আমরা ভীষণ খুশি। আমাদের দৃঢ় বিশ্বাস তার ব্যাপক অভিজ্ঞতা এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার নিঃসন্দেহে শাসনের এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অর্থপূর্ণ অগ্রগতি এবং উন্নয়নে অবদান রাখবে।

কালিয়াচকের চৌরঙ্গী মোড় এলাকায় বিধ্বংসী আগুন

2024-11-01

কালিয়াচকের চৌরঙ্গী মোড় এলাকায় বিধ্বংসী আগুন। কাপড়ের ব্যাগ তৈরির দোকানে আগুন। দমকলের একটি ইঞ্জিন। পটকার আগুন থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান বাসিন্দাদের।


Releted News


Ads






Follow us on                  

About Us
Kaliachak Sangbad, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Kaliachak, Malda
Call : +91 7001942597
WhatsApp : +91 9749218411
Email : kaliachaksangbad@gmail.com

Total Visitor : 100751