কালিয়াচকে নির্বিঘ্নে উচ্চমাধ্যমিক পরিক্ষার প্রথম দিন
2025-03-04
নাজমুস সাহাদাত, কালিয়াচক: সোমবার শুরু হল উচ্চমাধ্যমিক পরিক্ষা। গোটা রাজ্যের পাশাপাশি মালদহের কালিয়াচকের বিভিন্ন স্কুলে শান্তিপূর্ণভাবেই শুরু হল উচ্চমাধ্যমিক পরিক্ষা। কালিয়াচক এলাকার মধ্যে ৯টি হাই স্কুল অর্থাৎ কালিয়াচক হাই স্কুল, নয়মৌজা হাই স্কুল, কালিয়াচক বালিকা হাই স্কুল, মোজমপুর এইচএসবি হাই স্কুল, হাজী ওমর আলী স্মৃতি বিদ্যালয়, জালালপুর হাই স্কুল, সুজাপুর হাই স্কুল, সুজাপুর বালিকা হাই স্কুল, বামনগ্রাম হাই স্কুল এবং ৪টি হাই মাদ্রাসা অর্থাৎ নয়মৌজা সুভানিয়া হাই মাদ্রাসা, মাজহারুল উলুম হাই মাদ্রাসা, দারিয়াপুর বাইশি হাই মাদ্রাসায় উচ্চমাধ্যমিক পরিক্ষা চলে। অন্যদিকে মোথাবাড়ি এলাকায় পরিক্ষার প্রধান কেন্দ্র এজিজেএস হাই মাদ্রাসা এছাড়াও মোথাবাড়ি হাই স্কুল, বাঙ্গীটোলা হাই স্কুল, পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুল, আব্বাস গঞ্জ হাই মাদ্রাসা, ডিএসকেবি হাই মাদ্রাসা ও উত্তরলক্ষীপুর হাই স্কুলে উচ্চমাধ্যমিক পরিক্ষা কেন্দ্রে প্রথম দিনে সুষ্ঠুভাবে উচ্চমাধ্যমিকের পরিক্ষা হয়। এবং কালিয়াচক-৩ ব্লকের বৈষ্ণবনগর এলাকায় পরিক্ষার প্রধান কেন্দ্র জিবিএস হাই মাদ্রাসা সহ আরও গোলাপগঞ্জ হাই স্কুল, ভগবানপুর কেবিএস হাই স্কুল, আকন্দবেরিয়া এসসি হাই স্কুল, সাহাবাজপুর উমাচরণ হাই স্কুল, গয়েশ্বরী পিভি বিদ্যানিকেতনে উচ্চমাধ্যমিকের পরিক্ষা কেন্দ্রে সুশৃংখলভাবে পরিক্ষা হয়।
শিক্ষা মহলের বক্তব্য, খুব সুন্দরভাবে এদিনের উচ্চমাধ্যমিক পরিক্ষা সম্পন্ন হল। আমরা চাইব বাকি পরিক্ষাগুলোও ভালোভাবে কাটুক। তবে এই বছরই পুরনো সিলেবাসের শেষ পরীক্ষা। আগামী ২০২৬ সাল থেকে সেমেস্টার পদ্ধতিতে বছরে দু’বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। উচ্চমাধ্যমিক পরিক্ষার মালদা জেলার যুগ্ম আহ্বায়ক বাসিরুল ইসলাম জানান, মালদা জেলায় উচ্চমাধ্যমিক পরিক্ষার প্রথম দিন নির্বিঘ্নে সম্পন্ন হল। এবছর গোটা মালদা জেলায় ১৭টি কেন্দ্রের ১২২ টি ভ্যানুতে পরিক্ষার আয়োজন করা হয়েছিল। তার মধ্যে কালিয়াচকের ৩টি ব্লকে চারটি প্রধান কেন্দ্রের ৩২ টি ভ্যানুতে প্রায় দশ হাজার আটশত ছিয়াত্তর জন পরিক্ষার্থীরা পরিক্ষা দেয়। এবারের উচ্চমাধ্যমিক পরিক্ষায় ছাত্র পরিক্ষার্থীর সংখ্যা প্রায় চোদ্দ হাজারের কাছাকাছি এবং ছাত্রীর সংখ্যা আঠারো হাজারের কিছু বেশি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রত্যেকটি ভ্যানুর জন্যে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করা হয়েছে এবং মোবাইল চেকিং সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চিহ্নিত করার জন্য।