Monday 7 July



×

বীরভূম

বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী গৌরানন্দজীর স্মরণ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান !!

2024-12-27

বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী গৌরানন্দজীর স্মরণ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান !! গত ১৫ ডিসেম্বর ১০১ বছর বয়সে শ্রীরামকৃষ্ণ সত্যানন্দলোকে বিলীন হন কলকাতা বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি তথা বীরভূমের জয়দেব কেন্দুলী শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী গৌরানন্দ মহারাজ৷ ১৫ ডিসেম্বর,সোমবার রাত ৩.২৫ মিনিটে বীরভূমের জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে তাঁর জীবনাবসান হয়। আজ ২৭শে ডিসেম্বর ১৩ দিনের মাথায় সংঘপতি স্বামী গৌরানন্দজীর প্রতি স্মরণ শ্রদ্ধা অনুষ্ঠান নিবেদিত হয় জয়দেব রামকৃষ্ণ আশ্রমে। দূরদূরান্ত থেকে দুই শতাধিক সাধু সন্ন্যাসী সেইসঙ্গে কয়েক হাজার ভক্ত শিষ্য পুন্যার্থী এই অনুষ্ঠানে যোগ দান করে।পরে গৌরানন্দজীর প্রতি ফুল ও শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হয়। এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত শিষ্য ভাণ্ডারার প্রসাদ গ্রহণ করেন। উল্লেখ্য ১৯২৪ সালের এপ্রিল মাসের শুভ রামনবমীর পূন্য লগ্নে বর্তমান ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার একতালা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র ১২ বছর বয়সে ঘর ছেড়ে বেরিয়ে ছিলেন এই গৌরানন্দজী। বাল্যকাল থেকেই বীরভূমের সিউড়ি রামকৃষ্ণ আশ্রমে ঠাকুর সত্যানন্দদেবের কাছেই আশ্রয় নেন। এখানে শিক্ষা,ব্রহ্মচর্য এবং ঠাকুর সত্যানন্দ দেব এর কাছে দীক্ষিত হন।এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে গৌরানন্দজির সারা জীবনের জীবন গাঁথা বক্তারা তুলে ধরেন। উল্লেখ্য, স্বামী গৌরানন্দজীর দীর্ঘ ৬৮ বছর সন্ন্যাসী জীবন অতিক্রান্ত হয় বীরভূমের এই জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। এদিন তার জীবনগাথা তুলে ধরেন বক্তারা।।

বড়দিনের মাঝেই বীরভূমের বক্রেশ্বরে দেখা গেল অগণিত ভক্তবৃন্দের ভিড়।

2024-12-27

বক্রেশ্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ি সদর মহকুমার একটি শহর। এই স্থানটি ৫১ টি শক্তি পিঠগুলির মধ্যে একটি হিসাবেও বিখ্যাত, যেখানে আদি শক্তিকে উত্সর্গীকৃত একটি মন্দির রয়েছে। এটি হিন্দুদের একটি প্রধান তীর্থস্থান। তারাপীঠে অবস্থিত বক্রেশ্বর মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি উল্লেখযোগ্য তীর্থস্থান। মন্দিরটি সাতটি উষ্ণ প্রস্রবণ দ্বারা বেষ্টিত, যেগুলির ঔষধি গুণ রয়েছে বলে বিশ্বাস করা হয়। মন্দিরটি তার স্থাপত্য সৌন্দর্য এবং নির্মল পরিবেশের জন্যও পরিচিত।মন্দিরটি একটি উল্লেখযোগ্য তীর্থস্থান, সারা দেশ থেকে ভক্তদের আকর্ষণ করে। মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান শিব, একটি শিব লিঙ্গ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। মন্দির কমপ্লেক্সে অন্যান্য দেবতাও রয়েছে, যা একটি সামগ্রিক আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে।মন্দিরটি ভারত জুড়ে তাদের আধ্যাত্মিক যাত্রায় ভক্তদের জন্য একটি জনপ্রিয় স্টপ, বিশেষ করে যারা এই অঞ্চলের অসংখ্য শিব মন্দিরে যান। আর আজ ২৫শে ডিসেম্বর বীরভূমের বক্রেশ্বর ধামে দেখা যায় অগণিত ভক্তবৃন্দদের ভিড়। গরম জলের ঘাট গুলিতে ও অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা যায়।। এই বীরভূমের সতী পিঠে প্রতিটি মানুষ এসে পূজার জন্য থেকে শুরু করে উষ্ণ প্রস্রবণে স্নান করে নিজেদের মনস্কামনা পূর্ণ করে । এর পাশাপাশি দেখা যায় না না স্কুল থেকেও ছাত্রছাত্রীরা এই বীরভূমের বক্রেশ্বর ধাম পরিদর্শনে আসেন।

কয়েক হাজার তৃণমূল কর্মীর উপস্থিতিতে ময়ূরেশ্বরের কোটাসুরে ধিক্কার মিছিলের আয়োজন করলো ময়ূরেশ্বরের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি।

2024-12-24

কয়েক হাজার তৃণমূল কর্মীর উপস্থিতিতে ময়ূরেশ্বরের কোটাসুরে ধিক্কার মিছিলের আয়োজন করলো ময়ূরেশ্বরের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। উল্লেখ্য বেশ কয়েকদিন আগেই ভারতবর্ষের পার্লামেন্ট থেকে ডঃ বি আর আম্বেদকর কে কটুক্তি কর মন্তব্য করে বসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ অর্থাৎ সোমবার দুপুর তিনটে থেকে বৈকাল ৪:৩০ পর্যন্ত একটি ধিক্কার মিছিলের আয়োজন করে ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর সেখানেই উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমদ রায় সহ ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক এলাকার কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন হটিনগর স্কুল মোড় থেকে কোটাসুর বাজার পর্যন্ত পদযাত্রা করে এই মিছিলে সামিল হলেন ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা । প্রতিবাদ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় কি জানালেন শুনুন।

ছাত্রীদের হস্টেলমুখী করতে পদক্ষেপ দুবরাজপুর ব্লক প্রশাসনের

2024-12-24

দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যশপুর উচ্চ বিদ্যালয়ের KGBV(কস্তুর্ভা গান্ধী বালিকা বিদ্যালয়) হস্টেল আজ দুপুরে পরিদর্শন করলেন দুবরাজপুরের বিডিও রাজা আদক, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম, দুবরাজপুর দক্ষিণ চক্রের এসআই সৌরিশ চ্যাটার্জি সহ আরও অনেকে। ছাত্রীদের এই হস্টেলে আসন সংখ্যা ৭৫। তবে বর্তমানে ছাত্রী রয়েছে ১৫ জন। আর এই কম ছাত্রী থাকার কারণেই চিন্তায় রয়েছে ব্লক প্রশাসন। এই হস্টেলে থাকা-খাওয়া, পড়াশোনা করা সবই বিনামূল্যে। তা সত্ত্বেও কেন ছাত্রীরা এখানে থাকতে চাইছে না তা সরজমিনে খতিয়ে দেখতে যান দুবরাজপুরের ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন। জানা গেছে, করোনা মহামারীর আগে এই হোস্টেলে ছাত্রীর সংখ্যা ৭৫ জনই ছিল। কিন্তু করোনা পরবর্তী সময়ে সেই ছাত্রীর সংখ্যা আর নেই। এত সুরক্ষা সত্ত্বেও কেন ছাত্রীর সংখ্যা কম? তাই নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। এদিন জেলা প্রশাসনের নির্দেশে দুবরাজপুর ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষরা সহ শিক্ষকদের নিয়ে একটি মিটিং হয়। তারপর ওই হাই স্কুলের পাশে থাকা ছাত্রীদের হস্টেল পরিদর্শন করেন প্রত্যেকেই। ছাত্রীদের সঙ্গে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা বলেন দুবরাজপুরের বিডিও এবং দুবরাজপুর থানার ওসি।

শিক্ষা সংস্কৃতি ও মিলন মেলার শনিবার বৈকাল চারটে নাগাদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল।

2024-12-21

বীরভূমের মল্লারপুর ধরনী সমাদীশ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে নবীনের হাত ধরে প্রবীণের বরণ ও স্মৃতিচারণ এর উদ্দেশ্যে শিক্ষা সংস্কৃতি ও মিলন মেলার শনিবার বৈকাল চারটে নাগাদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সাংসদ অসিত মাল, জেলাশাসক বিধান রায় সহ আরও অন্যান্য ব্যাক্তিবর্গ। এই অনুষ্ঠানে স্কুলের কচিকাঁচারা বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন করে। পাশাপাশি আয়োজন করা হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের। আর আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল।

বিশ্বভারতী কো-অপারেটিভ সোসাইটি ব্যাঙ্কে শেয়ারহোল্ডারদের বিক্ষোভ ।।

2024-12-18

বিশ্বভারতী কো-অপারেটিভ সোসাইটি ব্যাঙ্কে শেয়ারহোল্ডারদের বিক্ষোভ ।। অবিলম্বে নির্বাচন, বাৎসরিক স্মারক প্রদান, লোনের উপর সাবভেনশন সহ একাধিক দাবিতে বিক্ষোভ, ডেপুটেশনকে ঘিরে কেন্দ্র করে উত্তাল বিশ্বভারতীর কো-অপারেটিভ সোসাইটি। দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের হুমকি বিশ্বভারতীর শেয়ারহোল্ডার কর্মীদের। কার অঙ্গলী হেলোনে দীর্ঘ ৪-৫ বছর ধরে নির্বাচন হচ্ছে না রবি ঠাকুরের শান্তিনিকেতনে বিশ্বভারতী কো-অপারেটিভ সোসাইটি ব্যাংকের ? বাৎসরিক স্মারক প্রদান সহ একাধিক দাবিতে মঙ্গলবার বিশ্বভারতীর শেয়ারহোল্ডার কর্মীরা বিক্ষোভে সামিল হলেন। বিশ্বভারতীর কো-অপারেটিভ ব্যাংকের সামনে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখান তারা। শেয়ারহোল্ডারদের বিক্ষোভকে ঘিরে রীতিমতো শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমবায় ব্যাংকে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। আন্দোলনকারী বিশ্বভারতীর কো-অফারেটিভ শেয়ার হোল্ডারদের দাবি, অবিলম্বে সমবায় ব্যাংকে নির্বাচন করতে হবে। দীর্ঘদিন ধরে অসাধুচক্রের অঙ্গুলী হেলনে নির্বাচন আটকে রয়েছে। যে কারণগুলি সামনে আনা হচ্ছে তা অত্যন্ত যুক্তিহীন। এছাড়াও ব্যাংকের সদস্য হিসেবে এ সমস্ত সুযোগ-সুবিধা পাওয়া যায় তা বঞ্চিত। আমাদের দাবি না মিটলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বীরভূমের সাঁইথিয়া ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সাঁইথিয়া বহরমপুর রাস্তায় ট্রাফিক আইন ভাঙ্গার অপরাধে ২৪ জন গাড়ি চালককে জরিমানা করা হলো ।

2024-12-14

বীরভূমের সাঁইথিয়া ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সাঁইথিয়া বহরমপুর রাস্তায় ট্রাফিক আইন ভাঙ্গার অপরাধে ২৪ জন গাড়ি চালককে জরিমানা করা হলো । আর এমনটাই জানা গিয়েছে আজ রাত্রি ৮ টা নাগাদ বীরভূমের সাঁইথিয়া ট্রাফিক পুলিশ সূত্রে। উল্লেখ্য ময়ূরেশ্বর থানার অন্তর্গত সাঁইথিয়া কান্দি রাজ্য সড়ক হয়ে ট্রাফিক আইন ভাঙ্গার অপরাধে সাঁইথিয়া ট্রাফিক পুলিশ ও ময়ূরেশ্বর থানা পুলিশের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত একাধিক গাড়ি চালকদের ট্রাফিক আইন নিয়ে সচেতনতার পাশাপাশি ২৪ জন গাড়ি চালককে ট্রাফিক আইন ভাঙ্গার অপরাধে তাদেরকে জরিমানা করল সাঁইথিয়া ট্রাফিক পুলিশ। মূলত সাঁইথিয়া কাঁদি রাজ্য সড়কের উপর বেআইনিভাবে বিনা হেলমেটে মোটর বাইক চালানো, সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালানো , ওভার স্পিডে গাড়ি চালানো সহ একাধিক ট্রাফিক নিয়ম ভাঙ্গার অপরাধে সাঁইথিয়া ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ২৪ জন গাড়ি চালকদের জরিমানা করা হলো আজ, এমনটাই জানা গিয়েছে সাঁইথিয়া ট্রাফিক পুলিশ সূত্রে।

পশ্চিমবঙ্গ রাজ্য এডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে শুক্রবার দুপুর একটা নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর

2024-12-14

পশ্চিমবঙ্গ রাজ্য এডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে শুক্রবার দুপুর একটা নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর বাজারে HIV মুক্ত ভারত গড়ার লক্ষ্যে প্রচার অভিযান চালানো হলো বাউল গানের মাধ্যমে। মূলত পথ চলতি মানুষরা যাতে নিজেদের স্বাস্থ্য ও HIV নিয়ে সচেতন হতে পারেন ঠিক সে বিষয়কে লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গ রাজ্য এডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে শুক্রবার কোটাসুর বাজারে বাউল গানের মাধ্যমে প্রচার অভিযান চালানো হলো, আর এখানে উপস্থিত ছিল ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক এলাকার একাধিক আশা কর্মী সহ পথ চলতি মানুষরা।

বীরভূম জেলার ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর বাজারে পদযাত্রা করে একটি মিছিল

2024-12-01

ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমদ রায়ের নেতৃত্বে শনিবার বৈকাল পাঁচটা নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর বাজারে পদযাত্রা করে একটি মিছিল করা হলো। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে অপরাজিতা বিল পাস করার দাবিতে আজ এই কর্মসূচি বলে জানা যায়। শনিবার বৈকালে ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে হটিনগর স্কুল মোড় হয়ে কোটাসুর বাজার পর্যন্ত একটি পদযাত্রা করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক এলাকার একাধিক তৃণমূলের কার্যকর্তা সহ তৃণমূল কর্মীরা।

রেল রোকো আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেই মোতাবেক আজ সকাল ৭টা থেকেই এই আন্দোলন শুরু হয়েছে।

2024-12-01

নলহাটি নাগরিক মঞ্চের দাবি না মেটায়, আজ নলহাটি নাগরিক মঞ্চের উদ্যোগে রেল রোকো আন্দোলন। নলহাটি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আগামীকাল, ১লা ডিসেম্বর রেল রোকো আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেই মোতাবেক আজ সকাল ৭টা থেকেই এই আন্দোলন শুরু হয়েছে। প্রায় ৫০০ থেকে ১০০০ জন মানুষ এই প্রতিবাদে অংশ নিয়েছেন। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা এবং উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। তবে নাগরিক মঞ্চের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তারা আংশিক দাবি মানতে রাজি নয়। নাগরিক মঞ্চের প্রতিনিধিরা বলেছেন, “আমাদের দাবিগুলি জনগণের স্বার্থে। সেগুলি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।” রেল কর্তৃপক্ষের সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানা গেছে।

জরত সৈয়দ শাহ্ মারশুদ আলী আল-ক্বাদরী (নানহা হুজুর) সকলের কাছে হুজুর সাহেব নামে পরিচিত ছিলেন তিনি।

2024-11-22

জরত সৈয়দ শাহ্ মারশুদ আলী আল-ক্বাদরী (নানহা হুজুর) সকলের কাছে হুজুর সাহেব নামে পরিচিত ছিলেন তিনি। এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোলকাতার একটি হাসপাতালে। তিনি হজরত মহম্মদ সালেওল্লা সাল্লামের ৩৫ তম বংশধর ও হুজুরে গোসপাক বড় পিরসাহেরে ২১ তম উত্তরসূরী মৃত্যু কালে তাঁর বয়স হয়ে ছিলো আনুমানিক ৭০ বছর। এদিন তার মৃতদেহ নিয়ে আসা হয় বোলপুর লায়েক বাজার, খানকাহ্ শরীফে। তার মৃতদেহ সেখানেই সমাধীস্থ করা হবে। বেশ কয়েক বছর ধরে গুরুতর রোগে আক্রান্ত ছিলেন তিনি। তাঁর মৃত্যুে শোকের ছায়া নেমে এসেছে ভক্তদের মধ্যে। তাঁর অসংখ্য গুন মুগ্ধ ভক্ত ছিলেন বা আছে সব ধর্মের। সব সময় তিনি মানবতার ধর্ম প্রচার করতেন। সকলেই মর্মাহত হুজুর সাহেবের মৃত্যুর খবর শুনে। তিনাকে শেষ শ্রদ্ধা জানাতে বোলপুর লায়েকবাজার খানকাহ্ শরীফে হাজার হাজার ভক্তদের ঢল নামে।

বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রামপুরহাট গভ: মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

2024-10-27

বীরভূমের রামপুরহাট:-দানার প্রভাব কেটে গেলেও গতকাল রাত থেকে দানা পরবর্তি বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রামপুরহাট গভ: মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ফলে এই বৃষ্টির মধ্যে নিতান্ত বিপদে পড়ে যারা হাসপাতালে পরিষেবা নিতে ছুটে এসেছেন তারা পড়েছেন প্রচন্ড বিপাকে। শুধু রোগী বা রোগী আত্মীয় স্বজনেরাই নয়, বিভাগে পড়েছেন ডাক্তার নার্স থেকে স্বাস্থ্য কর্মীরা। নর্দমা ও বৃষ্টির জল এক হয়ে গিয়ে পুরো হাসপাতাল চত্বর হয়ে পড়েছে জলমগ্ন।এই গন্ধময় নোংরা আবর্জনা ময় জল পেরিয়ে নিতে হচ্ছে পরিষেবা। ফলে সুস্থ হতে এসে অসুস্থ হওয়ার ভয় থেকেই যাচ্ছে। হাঁটু জল পেরিয়ে রোগী থেকে রোগীর আত্মীয় স্বজনরা এবং ডাক্তার নার্স সকলকে বাধ্য হয়ে ছোটাছুটি করতে হচ্ছে। হাসপাতালের সিটি স্ক্যান ও এক্স রে রুমেও জল ঢুকে জলমগ্ন হয়ে পড়েছে । তাই বন্ধ করে দেওয়া হয়েছে পরিষেবা। তাতে রোগী ভোগান্তি আরও কয়েকগুন বেড়ে গেছে। তবে সব কিছুর পরেও আমজনতার মুখে কুলুপ।

আবাস যোজনার নামে তোলাবাজির টাকা ফেরতের দাবিতে গ্রাম পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানের বাড়ির ঘেরাও

2024-10-15

আবাস যোজনার নামে তোলাবাজির টাকা ফেরতের দাবিতে গ্রাম পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানের বাড়ির ঘেরাও করে বিক্ষোভ প্রাপকদের। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের ধুলিগাঁও এলাকায়। গ্রামবাসীদের একাংশের অভিযোগ আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজির অভিযোগ তুলে ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের সদস্য আর্জুনা বেগম ও তার স্বামীর বিরুদ্ধে। পঞ্চায়েত সদস্যার স্বামী প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের ভাই। উল্লেখ্য কিছুদিন আগে প্রায় ২০০ জন ব্যক্তিকে ১০ হাজার ৫০০ টাকা করে আবাসের তোলাবাজির টাকা ফেরত দেন পঞ্চায়েত প্রধান নুরি বেগম। এখনও অনেকেই টাকা ফেরত পাননি। সোমবার আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি অভিযোগ তুলে প্রথমে পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরে আবার গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের বাড়িতে গিয়ে অবস্থান বিক্ষোভ দেখাতে শুর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ও স্হানীয় অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার। অবশেষে অঞ্চল সভাপতির আশ্বাসে অবস্থান বিক্ষোভ তুলে নেন গ্রামের মহিলারা। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য আর্জুনা বেগম

বীরভূমের বক্রেশ্বর ধামের মহাপীঠস্থানে বহু বছর ধরে ধুমধামের সাথে পুজো হয়ে আসছে

2024-10-08

*বীরভূমের বক্রেশ্বর ধামের মহাপীঠস্থানে বহু বছর ধরে ধুমধামের সাথে পুজো হয়ে আসছে।* *বীরভূমের বক্রেশ্বর* আজ মহাপঞ্চমির পুণ্য তিথিতে মায়ের আবাহন শুরু হয়েগেছে ইতি মধ্যেই।প্রতিটি মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে ওমা আসায় প্রহর গুনছে আপামর বঙ্গবাসী। আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিল বীরভূমের বক্রেশ্বর ধামে ।প্রতিবছরের মত এবছরো দেখা গেলো সেই একই চিত্র ।এই চার দিন ধরে বেশ ধুমধাম ধামের সাথেই পালিত হচ্ছে। এখানে, বহু মানুষের সমাগম ঘটে এবং সেখানে খাওয়া-দাওয়ার ও ব্যবস্থা করা হয়েছিল।আর এবার বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তবে ২০২৪ সালে দুর্গাপুজোর সময়সূচী কিছুটা অদল বদল হয়েছে যার জেরে চিন্তার মুখে পুরোহিত সমাজ , কি করে হবে এবারের পূজো শুধু পুরোহিত সমাজই নয় পাশাপাশি যারা এ বছর অঞ্জলি দেবেন তাদেরও মনে প্রশ্ন উঠছে যে কিভাবে এ বছর তারা মায়ের কাছে অঞ্জলি দেবেন। আর তার মধ্যেই এখন থেকেই বীরভূমের বক্রেশ্বর ধামে মায়ের আরাধনা শুরু হয়ে গেছে।বীরভূমের বক্রেশ্বর ধাম মন্দিরের পুরোহিতের সাথে কথা বলা হলে তিন জানান বহু বছর ধরে এই মহাপীঠস্থানে পুজো হয়ে আসছে।সব রকম আচার , রীতি,নীতি,মেনেই পুজো করা হয়ে থাকে।।এবং মহানবমীর পুন্যলগ্নে সকল ভক্তকে ভোগ,প্রসাদ খাওয়ানো হয়।আর কি বললেন আমাদের ক্যামেরার মুখোমুখি তাই শোনাবো।


Releted News


Ads






Follow us on                  

About Us
Kaliachak Sangbad, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Kaliachak, Malda
Call : +91 7001942597
WhatsApp : +91 9749218411
Email : kaliachaksangbad@gmail.com

Total Visitor : 100763